নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক সত্যের...........

মাকছুদুর রহমান

আমি মোঃ মাকছুদুর রহমান। একজন মুসলিম পরিবারের সন্তান। লেখা পড়ার পাশাপাশি সামাজিক মাধ্যম গুলোতে সামান্য লেখালেখি করি। স্টুডেন্ট, অনলাইন একটিভেট এবং ব্লগার!

মাকছুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

পরস্ত্রীর সাথে প্রেম।

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৫২


ঘাবড়াবেন না প্লিজ!!!

ফেসবুকে একটা আপুর সাথে বেশ কয়েক বছর থেকেই পরিচেয়। বয়সে আমার অনেক বড়, প্লাস শি ইজ এ মেরিড পার্সন!
উনার ছোট এক ছেলে আর এক মেয়ের সংসার।
মেয়েটা বড়,এইবার এস এস সি দিয়েছে,রেজাল্ট করছে প্রত্যাশিত!

কালকে যখন এস এস সি'র রেজাল্ট আসলো, উনি নিজ থেকেই কল দিয়ে উচ্চাসীত কন্ঠে মেয়ের সাফল্য গাঁথা রেজাল্টের কথা জানালো।
মজাকরে শান্তশিষ্ট হয়ে বললাম, "তো মিষ্টি খাবো কখন?"
উনি হাসি মোড়ানো কন্ঠে বললেন, "আরে খাবে খাবে,অবশ্যই খাবে।"
ব্যস্ততা থাকার ফলে বললাম, "পরে কল দিচ্ছি, মিষ্টি পাঠান"
উনি হেসে বলেন,"অবশ্যই!"
লাইন টা কেটে দিয়ে নেটে একটা কাজ করতে লাগলাম.........

রাত ৯টা, মোবাইলে একটা মেসেজ আসছে, বিরক্তিভঙ্গিতে মেসেজটা খুলে দেখি বিকাশে কিছু সম্মান সূচক এমাউন্টের কিছু টাকা!
বুঝতে বাকি রইলোনা, এটা কে পাঠিয়েছেন।
তবুও ফোন করে জানতে চাইলে আপুটা নিজ থেকেই বলে দিলো, "তোমার ভাগ্নি ভালো রেজাল্ট করছে,মামা হিসেবে তুমি এটা দিয়ে কিছু খেয়ে নিও, আগে বলিনি কারন তুমি না করবে, সুতরাং এই বিষয় নিয়ে কিছু শুনিয়ে আমার মনে কষ্ট দিওনা।" লাইনটা কেটে, ইনবক্সে গিয়ে টাকা গুলোর এমাউন্টের দিকে তাকি ভাবলাম; এগুলো আসলেই কি টাকা? না,আমার কাছে টাকা মনে হয়নি! আমার কাছে মনে হয়েছে এগুলো আস্তো আন্তরিকতা, পরম শ্রদ্ধা আর বিশ্বাসের ভালোবাসা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.