নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব বাস্তব বিশ্বাসী। অদ্ভূদ কোন কিছু আমার বোধগম্য নই। যা দশের জন্য ভাল,তা আমার জন্য ভাল। যা অন্যরা পারে নাই তা যে আমি পারব না তা হতে পারে না। কেউ অধম হলে,আমি কেন হব।

মোহাম্মদ আলী সৈয়দপুরী

Ami ekjn saDhrn manuS. ma-baba Ar sT+rii niye Amar sngsar.Ami khub naDharn jibn-japn kri.

মোহাম্মদ আলী সৈয়দপুরী › বিস্তারিত পোস্টঃ

জীবন যেখানে পণ্য হয়ে যাচ্ছে,সেখানে শিক্ষা\'ত হবে!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

বর্তমানে পণ্য নয় কোনটি,জীবনের প্রতিটি ক্ষেত্র আজ পণ্য। স্বার্থ ছাড়া আজ কেউ এক পা কি বাড়ায়?
চিকিৎসাঃ- চিকিৎসা বলেন,আইন বলেন সব ক্ষেত্রেত ব্যাবসার হাতছানি। সরকারী ডাক্তার'রা সরকারী হাসপাতালে কয় ঘন্টা ডিউটি করে অধিকাংশ সময়'ত সে বাহিরে চেম্বার নিয়ে বসে থাকে। দেশের মানুষ এখনো ডাস্টবিনের খাবার খায় সে দেশের মানুষকে চিকিৎসা বাবদ ৫০০-১০০০ টাকা ডাক্তার ফি দিতে হয়। অতচ তারা সরকারী বেতন ভূক্ত ডা্ক্তার সরকার তাদের হাজার হাজার টাকা বেতন দিচ্ছে। এখন আপনি বলেন ডাক্তারী পেশা কি আর সেবা মূলক পেশা আছে না সেটা ব্যাবসা হয়ে গেছে?

আইন পেশাঃ- আইন পেশাও একটি সেবা মূলক পেশা। কিন্তু বর্তমানে কি তা আছে? টাকা দিলে মিথ্যা সত্য হয়ে যায়, আবার সত্য মিথ্যা হয়ে যায়। সাধারণ,অসহায় মানুষ কি তাদের সহযোগিতা পাচ্ছে? আবার তাদের মাঝে রাজনীতি আছে। একজন আইনজীবি যদি বিএনপি হয় তাহলে সে আওয়ামী লীগ সমর্তিত লোক কি তার কাছ থেকে আইনি সহযোগিতা পাবে? তদরুপ ভাবে একজন আইনজীবি যদি আওয়ামী লীগ হয় তাহলে তার কাছ থেকে বিএনপি সমর্তিত লোক কী তার কোন সহযোগিতা পাবে?

শিক্ষাঃ- শিক্ষক মানুষ গড়ার কারিগর। বর্তমানের এইটার কতটুকু যুক্তিকতা আছে আমার বোদগম্য নয়। শিক্ষকরা ক্লাস এর চেয়ে টিউশনি'র প্রতি বেশি মনোযোগি। শিক্ষকের কাছে প্রাইভেট পড়লে পরীক্ষার খাতায় নাম্বার বেশি দেয় । না হয় অন্য চোখে দেখে । আমি কী মিথ্যা বললাম?

আমার লেখা অনেকের কাছে হয়ত খারাপ লাগবে। কিন্ত এইটা বাস্তবতা। তবু ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.