![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশা করি সকলে ভালো আছেন। দয়া করে আপনার জানা থাকলে আমার সমস্যার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আমি ১মাস হলো নতুন একাউন্ট খুলেছি, আমার সমস্যা হচ্ছে আমি যতবার ব্লগ থেকে Exit করে চলে যায় এবং পরে যখন মোবাইল থেকে ব্লগ অপেন করতে যাই ততবার লগইন এর জন্য password /email. দিতে হচ্ছে।
একবার লগইন করে আমি বার বার ঢোকলেও লগইন ইমেল/পাস দিতে হবেনা এমন সিস্টেম আছে..?সরাসরি আমার ব্লগ পেজে ঢোকতে পারবো.?
দয়া করে কারো জানা থাকলে জানাবেন। ধন্যবাদ
মোবাইল Samsung A5
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
আরবি মুসাফির বলেছেন: ধন্যবাদ। তবে কেন সমাধান আছে কণক ভাই.?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
আরণ্যক রাখাল বলেছেন: আপনি যতবার আলাদা আলাদা ব্রাউজার থেকে লগ ইন করবেন, ততোবার অন্য যে ব্রাউজারে লগ ইন করা ছিল, সেখান থেকে লগ আউট হয়ে যাবে। ফোন থেকে করার পর, কম্পু থেকে করলে, ফোন থেকে লগ আউট হয়ে যাবে। এটুকু জানি
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
আরবি মুসাফির বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
বিজন রয় বলেছেন: এটা কোন সমস্যা হলো?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
আরবি মুসাফির বলেছেন: আমার জন্য সমস্যা @বিজন রয় ভাই। অন্য কোন অ্যাপ ইউজ করার পর আবার ব্লগের পেজে আসলে লগ ইন করতে হচ্ছে। বার বার করাটা বিরক্তিকর
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমার বলা কথা গুলো অনেকটাই আরণ্যক রাখাল বলে দিয়েছে। তবে চাইলে আপনি সেভ পার্সওয়ার্ডও করে রাখতে পারেন। তাছাড়া হিস্টোরি এবং কুকি ডিলেট করে কম্পু/মোবাইল রিএস্টার্ট দিয়ে পুনরায় লগইন করুন। আশাকরি আপনার সমস্যার সমাধান হবে!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮
আরবি মুসাফির বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
সাকিব আনোয়ার কণক বলেছেন: হ্যাক হওয়ার সম্ভাবণা নেই ৷ইন্টারনেট সিকোরিটি সিস্টের কারণে হচ্ছে ৷