![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"রাত হয়েছে অনেক বেশি
ডাকছে নাকো পাখি,
কেমন করে এমনি ভাবে
একলা জেগে থাকি।
মনের ঘরে দিচ্ছে উকি
মনের মলিন কথা,
গহিন কোনে স্বজতনে
দিচ্ছে মৃদু ব্যথা।
কি করেছি, কি করিনি
ভাবনাগুলো এসে,
যাচ্ছে নিয়ে মনটাকে আজ
অনেক দূরের দেশে।
সুখের স্মৃতি-দুখের স্মৃতি
ধুল জমানো ছবি,
তবু যেন সবকিছুই
নিরব মহা- কবি।
একে একে দোল দিয়ে যায়
যেন মাতাল হাওয়া,
মনের মাঝে ঢেউ উঠেছে
ঘুমাও নিরব চাওয়া।"
....মামুন.. ০৫-০২-২০১৬..
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো লাগে ভালো লাগা
কথাগুলো শুনতে,
এক দুই করে করে
কথাগুলো গুনতে।
২| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
সুখের স্মৃতি-দুখের স্মৃতি
ধুল জমানো ছবি,
তবু যেন সবকিছুই
নিরব মহা- কবি।
ভাল লাগল। ধন্যবাদ
ভাল থাকুন।
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো লাগে ভালো লাগা
কথাগুলো শুনতে,
এক দুই করে করে
কথাগুলো গুনতে।
৩| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬
আবু জাকারিয়া বলেছেন: কিবতা পড়লাম। ভাল লাগল।
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো লাগে ভালো লাগা
কথাগুলো শুনতে,
এক দুই করে করে
কথাগুলো গুনতে।
৪| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লাগলো।
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালো লাগে ভালো লাগা
কথাগুলো শুনতে,
এক দুই করে করে
কথাগুলো গুনতে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯
বিজন রয় বলেছেন: কান পেতে শুনে গেলাম এই কবিতার মর্মকথা।
ভাল লাগল।
+++