![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“চেতনা-চেতনা হরেক চেতনা
চেতনা হয়েছে বাসি,
চেতনার কথা বলব কি ভাই
খুক খুকিয়ে কাশি।
অলিতে গলিতে চলিতে চলিতে
চেতনা হয়েছে বেশ,
চেতনা দিয়ে যাতনা পেয়ে
যাচ্ছি হয়ে শেষ।
ওরে আমার চেতনাধারী
তোর চেতনা থামা,
না হয় দেখিস মুখের উপর
ঘসেই দেবো ঝামা।
বুকের জ্বালায় সুতার মালায়
বারুদ হচ্ছে জমা,
আসিলে সময় চেতনাজীবিরা
পাইবে না তো ক্ষমা।”
----মামুন—০৫-১০-২০১৬।
©somewhere in net ltd.