![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“পাগলী মা”
......................
আলো ছায়া দেখে দেখে,
গভীর রাতে থেকে থেকে,
... কুত্তা ডাকে ঘেউ।
পাগলীটা আজ মা হয়েছে বাপ হয়নি কেউ।
কুত্তা কি যে খাচ্ছে চেটে,
রাতের আঁধার কেটে কেটে,
... যাচ্ছে শোনা ভেউ।
পাগলীটা আজ মা হয়েছে বাপ হয়নি কেউ।
এই সমাজের এমন গতি,
কুত্তাগুলো করছে ক্ষতি,
... লাগছে তারই ঢেউ।
পাগলীটা আজ মা হয়েছে বাপ হয়নি কেউ।
....... মামুন... ২৬-০২-২০১৮।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০
মোঃ খুরশীদ আলম বলেছেন: নির্মম, বড় নির্মম। বোধ বুদ্ধি এভাবে পঁচতে পার, ভাবা যায়?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: আমার কাছে মনে হয়, যদিও প্রযুক্তির উন্নতি হচ্ছে তবু মানব সভ্যতা দিন দিন পেছনের দিকে যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
আশিকুর রহমান হিমেল ৪২৪ বলেছেন: