![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
আজকে আমার সমাধীতে কেন ফুল হাতে তুমি বল?
মুখ খানি কেন বিরস তোমার আঁখি কেন ছলছল?
যেদিন তোমার ফুল চেয়েছি সকরুণ আঁখি মেলে,
অসহায় এই আমায় তুমি গিয়েছিলে পিছু ফেলে।
তোমার চলে যাওয়ার পথে,
চেয়ে থেকেছি সুদূর হতে,
ভেবেছি তুমি আসবে রথে,
সব অভিমান ভুলে।
তোমার ফেরার আশায় আমার দিন ফুরায়ে গেল।
শেষ বিদায়ের যাত্রা দেখে কি সুখ পেলে বল?
বিঃদ্রঃ
লেখার ইন্ডেন্টেশন এখানে দেয়া যাচ্ছেনা তাই ছবি দিলাম।
২| ২৮ শে মে, ২০১৪ রাত ১২:৫০
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ @উদাস কিশোর
৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২
বিজন রয় বলেছেন: এই যে পুরানো ব্লগার, এবার নতুন পোস্ট দিন।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০১
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ অনুেরােধের জন্য। চিন্তা করে দেখি শুরু করা যায় কিনা।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ রাত ১২:২৯
উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো