নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুনুর রহমান খাঁন, পেশায় সফট্‌ওয়্যার প্রকৌশলী। নজরুলগীতি বিষয়ক একটি ওয়েব পোর্টাল করেছি নজরুলের গানকে সর্বত্র ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে। লিঙ্ক: https://nazrulgeeti.org

মামুনুর রহমান খাঁন

একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।

মামুনুর রহমান খাঁন › বিস্তারিত পোস্টঃ

কবিতা লেখা

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মুখে আসে যা-তা ছাইপাঁশ লিখছি।
কবিতা কি করে লেখে তাই রোজ শিখছি।।
অক্ষর মিলে যদি মিলে না তো মাত্রা।
ঢাকা থেকে শুরু হলে চিনে করে যাত্রা।।
বেমালুম বেশুমার শব্দের ভজকট।
লেখা চাই কবিতা মনে এলে ঝটপট।।
ছড়া যদি লিখি আমি পড়েনা তো বাবুরা।
কবিতার পাঠক হয় নরেন আর আবুরা।।
কেউ বলে বেশ বেশ লেখা যাও চালিয়ে।
লিখতে পারিনা রাতে আলোটাকে জ্বালিয়ে।।
মশা করে প্যান-প্যান মশা করে ত্যক্ত।
ছুড়ে ফেলে খাতা বলি — লিখব না ধ্যাত ত।।
কবি হয়ে লাভ নেই লাভ নেই কাব্যে।
কবিতা পড়েনা যারা তারা কি ভাববে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

Sujon Mahmud বলেছেন: :-< :) :( :( :( বাহ দারুণ গাঁথনি

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

মামুনুর রহমান খাঁন বলেছেন: :) ধন্যবাদ

২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

মহসিন ৩১ বলেছেন: কবিতার দশা এইরকমই। একনাম্বার কবিতা হইলেও হইতে পারে , দুইনম্বার;তিন্নাম্বার; চারনাম্বারের কবিতা আরও বেশি কবিতা হইয়া যায়। আমারদশা এমন। খারাপ চিন্তা দুঃস্বপ্নের মত কবিতা হবে।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

মামুনুর রহমান খাঁন বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.