![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
আমার কবর খোঁড়া আছে
আইসো দুপুর রাইতে।
চোখ বাঁধিয়া যাইয়ো নিয়া
বাবার হদিস পাইতে।।
শুনশান কোন জায়গা দেখে
কইরো আমায় খাড়া।
পিছন থেকে কইরো গুলি
মজা নিতে চাও যারা।।
লাশের কাছে ছিটিয়ে দিও
বাবা কারি কারি।
দোহাই লাগে পড়ি পায়ে
ফোন দিওনা বাড়ি।।
০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৭
মামুনুর রহমান খাঁন বলেছেন: ঘুরে আসব নিশ্চই। ধন্যবাদ
২| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৫২
সনেট কবি বলেছেন: সহজ মৃত্যুর হাতছানি। জনসংখ্যা কমানোর সহজ উপায় এ ক্রস ফায়ার।
০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৮
মামুনুর রহমান খাঁন বলেছেন: জনসংখ্যা নয় প্রতিপক্ষ কমানোর সহজ উপায়
৩| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: পিতার জন্য কন্যার ভয়ার্ত চিৎকার - কণ্ঠধ্বনি এখনো মাথার ভিতরে বিরামহীন প্রতিধ্বনিত!কি হচ্ছে এসব।
এমন বাংলাদেশ কি চেয়ছিলাম ! কন্যার আর্তচিৎকার নয় আনন্দ ধ্বনি শুনতে চেয়েছিলাম !
হায়রে মুক্তিযুদ্ধ!
০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: এইসব ক্রসফায়ারে মেজরিটি উদ্বিগ্ন হলেও অনেকের ঠোটের কোনে প্রশান্তির মুচকি হাসি খেলে যাচ্ছে।
৪| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৪৫
করুণাধারা বলেছেন: কবিতা পড়ে সেই ফোনালাপ মনে পড়ে গেলো। মেয়েদুটো কি মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছে!!
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:১৭
মামুনুর রহমান খাঁন বলেছেন: সেই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করেই লেখা। সেই ট্রমা থেকে হয়তো ওরা এখন বেরিয়ে এসেছে কিন্তু সেই ভয়াবহতা আজীবন কুরে কুরে খাবে।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৮ দুপুর ১:৪৯
রোকনুজ্জামান খান বলেছেন: সব ছলনার মায়া জালে বন্দি।
আমার নতুন গল্প
সময়ের প্র য়ো জ ন পর্ব ১
লিংক Click This Link
এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।