নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোন সীমান্ত নেই,নেই কোন সীমারেখা......

মামুন হতভাগা

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি।

মামুন হতভাগা › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ:দেলোয়ার হোসেন সাঈদী,কিছু তথ্য যা অনেকেই জানেনা B:-) B:-)

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৯

















আজ বিকালে চায়ের দোকানে আমার ছোট নানা মানে আম্মার ছোট চাচার সাথে চা পান করতে করতে কথা উঠল মুক্তিযুদ্ধ ও জামায়াত প্রসংগে।নানা অনেক আক্ষেপ করে বলল,এখন কত ভাবেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে,মহান লোক হিসেবে প্রমানের চেষ্টা করা হচ্ছে যুদ্ধাপরাধীদের,অথচ যে ছেলেটা শিবিরের হয়ে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি করে পোস্টার মারছে বা মিছিল করছে সে কিন্তু ১৯৭১ দেখেনি,প্রত্যক্ষ করেনি রাজাকার বা আলবদরের হায়েনার মত আচরন।আমি জানতে চাইলাম তার ব্যক্তিগত অভিগ্গতার কথা।

অনেক লেখায় বলেছি যে,আমার নানা বাড়ী আর দাদা বাড়ী খুলনার পাইকগাছা উপজেলায় আর আমি বড় হয়েছি খুলনা শহরের বাড়ীতে আর এস,এস,সির পর থেকে ঢাকাতে। এম,বি,এ শেষ করেছি,ঢাকার আব্বার ব্যবসায়িক অফিসেই বসি,হঠাৎ মনে হল বাপ-দাদার ভিটায় কাটাব কিছুদিন তাই চলে আসা গ্রামে,প্রায় মাস ছয়েক হল,আরো কিছুদিন থাকব এখানে।

যাই হোক,নানা শুরু করল তার কাহিনী।মুক্তিযুদ্ধের সময় আমার নানাদের ছিল যৌথ পরিবার,আমার আনোয়ার মামা যাকে আনার বলে ডাকে সবাই,সে মুক্তিযুদ্ধে যোগ দিলে আমাদের নানার ফ্যামেলি রাজাকারদের রোষে পড়ে,আরেক মামা বর্তমান এম,পি এ্যাড.সোহরাব আলী সানা তখন ছিল হড্ডা প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক এবং তরুন মুক্তিযুদ্ধের সংগঠক,ফলে পুরা পরিবার প্রচন্ড চাপের মাঝে ছিল তখন।মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে সাহায্য করার জন্য অনেকবার আমাদের নানা বাড়ী লুটপাট করে নিয়ে গেছে রাজাকাররা।পাইকগাছার রাজাকারদের কমান্ডার ছিল গদাইপুর ইউনিয়নের ঘোসাল গ্রামের গাজী আমিনুর রহমান ও তার ভাই মসিউর রহমান।আর মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিত বীর মুক্তিযোদ্ধা স,ম,বাবর আলী,শাহাদাৎ হোসেন বাচ্চু,কিছুদিন আগে মারা যাওয়া সোহরাব মেম্বার,আনোয়ার মামা প্রমুখ।পাইকগাছার আরো দুইজন বিখ্যাত মুক্তিযোদ্ধা হল মুক্তিযুদ্ধের নৌকমান্ডের দূর্ধষ যোদ্ধা গাজী রহমাতুল্লাহ দাদু আর মেজর আরেফীন সিদ্দিকী,এ দুজনই মুক্তিযুদ্ধের উপর অনেক বই প্রকাশ করেছেন।আর মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে আমার দাদার বড় দুই ভাই এ্যাড: জি,এ,সবুর আর এ্যাড: রওশন আলীর নাম এখানকার মানুষের মুখে মুখে ফিরত।আমার আব্বাও ছিল তরুন মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধাদের জন্য রসদ আনতে যেয়ে তার চাচা এ্যাড; জি,এ,সবুরের খুলনার বেনী বাবু রোডের বাসা থেকে পাক সেনাদের হাতে আটক হয় আমার আব্বা।তখন ছিল রমজান মাস,আব্বা রোযা থাকায় বিকালে অল্প শারিরিক নির্যাতনের পর পাকিরা সিদ্ধান্ত নেয় রাতে আব্বার কাছ থেকে তথ্য আদায় করবে।ইফতারের সময় আব্বার বাধন খুলে দিলে আরেক বয়স্ক লোক যে ক্যাম্পে রান্না করত, তরুন বয়সের আমার পিতাকে সেনা ক্যাম্প থেকে পালাতে সাহায্য করে।উল্লেখ্য আমার আব্বার সেই চাচা আমার দাদা এ্যাড:জি,এ,সবুর এখন পাইকগাছা উপজেলা বি,এন,পির সভাপতি।



এবার নানা বললেন সাঈদীকে নিয়ে সেই চমকপ্রদ ইতিহাস,নানা সালটা সঠিক বলতে পারেনি,তবে যুদ্ধের আগের ঘটনা,নানা তখন পাইকগাছা হাই স্কুলের ছাত্র।তাদের উর্দু পড়াতেন মাওলানা শামসুর রহমান,তার বাড়ী সাতক্ষীরার শ্যামনগরের গদাইপুর গ্রামে।তিনি তার কন্যা ফাতেমাকে বিয়ে দেন পিরোজপুরের যুবক দেলোয়ার হোসেন সাঈদীর সাথে,বিয়ে্তে স্কুলের স্যাররা সহ অনেক ছাত্রই উপস্থিত ছিল,আমার নানা তাদের একজন।কিন্তু সে বিয়ে বেশীদিন টেকেনি,কারন দেলোয়ার হোসেন সাঈদীর অনৈতিক কর্মকা্ন্ড আর উচ্ছংখলতা মেনে নিতে পারেনি একজন আদর্শবান শিক্ষকের কন্যা।কিছুদিন পরেই সে তার পিতার গৃহে ফিরে এসে সাঈদীর অপকর্মের কথা পিতাকে জানিয়ে তালাকনামা পাঠি্যে দেয় সাঈদীর কাছে।মুক্তিযুদ্ধের পরে সেই নারী ফাতেমাকে বিয়ে দেওয়া হয় পাইকগাছার আরেক ভদ্রলোকের সাথে,যেখানে এখনও ঘর সংসার করে যাচ্ছে সে।





এখন কথা হল,যারা বলে সাঈদী মুক্তিযুদ্ধের সময় ফেরেশতা ছিল তারা কি বলবেন একজন বাংলার নারী কি পরিমান অনৈতিক কর্মকান্ড দেখে ঘৃণায় তার স্বামীকে তালাক পাঠিয়েছিল সেই সময়ে মানে ১৯৭১ সালের আগে??

মন্তব্য ৫৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১৫

অনিক আহসান বলেছেন: একজন বাংলার নারী কি পরিমান অনৈতিক কর্মকান্ড দেখে ঘৃণায় তার স্বামীকে তালাক পাঠিয়েছিল সেই সময়ে মানে ১৯৭১ সালের আগে?
------------------------------------------------------------------------------------
এইটাই পয়েন্ট....

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩০

মামুন হতভাগা বলেছেন: ১০০ তে ১০০

২| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১৭

সুমন এম রহমান বলেছেন: এই ইতিহাস আবার কোথা হতে বের করলেন?
বিয়ে করেছেন?
জীবনে কাউকে রাজাকার বলে গালি দিয়েছেন?
আপনার ইতিহাস গুলো একটু শুনতে চাই। আমি পিরোজপুরের ছেলে , জীবনে শুনিনি এ ধরনের কোন ইতিহাস, একেবারে পিরোজপুরের সরকারদলীয় সাংসদ আউয়াল বা তার ভাই মালেক মিয়া ও কোনদিন এ ধরনের ইতিহাস বলেছে বলে শুনিনি। তবে সাঈদী ছারছিনা হুজুরের ছাত্র ছিল। সেই পীরকে ওই এলাকায় অনেকেই সম্মান করে। তবে পীর বা তার মুরিদরা পাকিস্তানপন্থী ছিল।

এই ইতিহাস সত্য না বলেই আমার ধারনা। এখন আমাকেও রাজাকার , যুদ্ধাপরাধী বা মানবতা(!) র বিরুদ্ধে অপরাধী বলতে পারেন। আপনার ইচ্ছা।

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২২

মামুন হতভাগা বলেছেন: আপনি তো সাংবাদিক,পাইকগাছায় খবর নিয়ে দেখতে পারেন,মাওলানা শামসুর রহমানের অনেক জায়গা জমি এখনও পাইকগাছায় আছে,তার মেয়েকে প্র‌্থম কোথায় বিয়ে দিয়েছিল আর কেন তালাক হয়েছিল একটু কষ্ট করে খোজ নিন,জানতে পারবেন

৩| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২৮

সুমন এম রহমান বলেছেন: ওকে, ওই মহিলা এখন কোথায় আছে পুরো ঠিকানা চাই। আমি সত্যিই খোজ নিয়ে এই ব্লগে জানাবো। বিশ্বাস করেন এমন কিছু সত্যিই আমি কখোনো শুনিনি। যদি এ রকম কিছু সত্যিই হয় তো বিশ্বাস করতে তো সমস্যা নাই।

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩৩

মামুন হতভাগা বলেছেন: ব্লগে তার ঠিকানা দেওয়া ঠিক হবে বলে মনে করিনা,পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাংগীরের সাথে বা অন্য যেকোন সাংবাদিকের সাথে যোগাযোগ করে দেখতে পারেন

৪| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩৩

ঘুমন্ত আমি বলেছেন: মামুন ভাই আপনাকে লেখার জন্য প্লাস।আর ভাই সুমন নামের এই আজিব চীজ কোথা থেকে উদয় হলো

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪১

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ,আর সত্য জানতে চায় জানুক,তাকে জেনে নেয়ার সোর্স দিলাম,খোজ খবর নিয়ে দেখুক

৫| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: পোস্টে + ,

আফসোস শুধু তাদের জন্যই যারা এগুলো জেনেও না জানার ভান করে

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৬

মামুন হতভাগা বলেছেন: আফসোস শুধু তাদের জন্যই যারা এগুলো জেনেও না জানার ভান করে

বিনা দ্বিধায় সহমত

৬| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩৭

সুমন এম রহমান বলেছেন: ঘুমন্ত ভাই , তো আসলেই ঘুমিয়ে আছেন। কোন প্রশ্ন না তুলে শুধৃ শুনেই যারা বিশ্বাস করে , তাদের বিশ্বাস আসলে বেশিদিন টেকে না।

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৮

মামুন হতভাগা বলেছেন: আপনাকে বিষয়টা জানার জন্য অনুরোধ রইল,জেনে অবশ্যই সবাইকে জানাবেন,এই আশাও রাখি

৭| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩৮

বুদ্ধু বলেছেন: সম্ভবত মওলানা শামসুর রহমানের মেয়ে ফাতিমা পরকীয়া প্রেমে মত্ত ছিল, তাই একজন দাড়িওয়ালা হুজুরের সঙ্গে ঘর করতে তার রুচী হয়নি। আর শেষ পর্যন্ত তার প্রেমিকের সাথেই তার বিয়ে হয়েছিল। যাকে নিয়ে আজো সে সংসার করছে। মওলানা তার মত মওলানা জামাই চেয়েছিল, মেয়ে তা চায়নি।

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫০

মামুন হতভাগা বলেছেন: আপনার মন্তব্য নেটর্কের উপর দিয়ে যাওয়ায় দু:খিত

৮| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪৩

চতুষ্কোণ বলেছেন: ভদ্র সজ্জন বেহশতের টিকিট দানকারী ইসলামের কান্ডারী এই মহান পীরের নামে কি সব আকথা কুকথা ছড়াচ্ছেন। আপনাকে মাইনাস। ;)

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫১

মামুন হতভাগা বলেছেন: দোয়া কইরেন যেন কুন গজব নাযিল না হয় :P :P :P

৯| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:০৬

মেঘে ঢাকা তারা বলেছেন: এসব মিথ্যা প্রচারণা করে আপনারা কি মজা পান?

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৩

মামুন হতভাগা বলেছেন: মিথ্যা মানে ???? ঘটনাস্থলের উল্লেখ আছে,খোজ নিন,বিকৃত ইতিহাসের প্রচারনা আপনারাই করেন...
ছাগুর লেন্জা পুড়ার বিকট দূর্গন্ধ আসতেছে...ওয়াক

১০| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:১৭

নিশি কথক বলেছেন: ছি @ লেখক। এখন কি ব্যক্তিগত স্বাধীনতা নষ্ট হয়না নাকি শুধু জাফর ইকবালের ই ব্যাক্তিগত স্বাধীনতা আছে?

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৮

মামুন হতভাগা বলেছেন: কথায় কথায় জাফর ইকবালরে টানেন ক্যা?? এখনও কি কোন বিশেষ অংগে ব্যাথা অনুভব হচ্ছে??আর এখনে তো সাঈদীর ছেলে বা মেয়েকে নিয়ে কিছু বলি নাই,শুধূ বলেছি তার সুকামের জ্বালায় তার প্রথম স্ত্রী তালাক দিতে বাধ্য হয়েছিল সেই সত্তুরের দশকে

১১| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪০

বীরেনদ্র বলেছেন: আল্লাহ'র আরস ভেঙ্গে পড়ে যে মাওলানার আদেশে তার নামে বদনাম? আপনার উপর যদি বাজ না পড়ে আমি অবাক হব না। আল্লাহ'র গজব বলে কথা আছে না?

এদের লজ্জাও নেই এখন আবার ভাল ধার্মিক সাজে কুত্তাগুলো। গালি খুজে পাচ্ছি না হারামজাদাটাকে গালি দোয়ার জন্য।

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০৭

মামুন হতভাগা বলেছেন: বাজতো পড়ছে তবে আমার মাথায় না,কিছু গেলমানের বিশেষ অংগে,জ্বলুনির ম্যাতকার আর দূর্গন্ধে ব্লগে টেকা দায় হয়ে পড়ল যে :P :P :P

১২| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৩

ধূর্ত শিকারি বলেছেন: কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: পোস্টে + ,

আফসোস শুধু তাদের জন্যই যারা এগুলো জেনেও না জানার ভান করে


সহমত।

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪৬

মামুন হতভাগা বলেছেন: বিনা দ্বিধায় সহমত

১৩| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৩

লেখাজোকা শামীম বলেছেন: এই জন্য তো বলি .... উনি

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৮

মামুন হতভাগা বলেছেন: কি?, উনাকে কি বলবেন ভাষা হারায় ফেলছেন?? স্বাভাবিক,তাদের মত ভেকধারীদের কি বলবেন,মাঝে মাঝে ভাষা হারায় ফেলতে হয়

১৪| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৫

মামুণ বলেছেন: রাজাকার তো রাজাকার তাদের সামনে আপ্নে লাখো প্রমান দিলেও তারাও ফাকিস্তান ফাকিস্থান জপতে থাকবো ।

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩১

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ,আপনার মুল্যবান মন্তব্যের জন্য

১৫| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৭

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++
পোস্টটাকি স্টিকি করা যায় না ?

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩২

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

১৬| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৮

অিপ্রয়ংবদা বলেছেন: এক আবালে এক কাল্পনিক কাহিনী শুনায় আর আবালের গুষ্টি হাত তালি দেয়। শত হোক সাঈদীর বিরুদ্ধে বলে কথা.....................এই সব আজগুবী কথা আর কত শুনাইবেন..আপনার মহ মনীষি নানা এত সব কাহিনী নাম ঠিকানাশুদ্ধ মনে রাখছে খালি সালটা মনে রাখতে পারেনি ? স্মৃতি শক্তি কি শুধু সাঈদীর নামে বানোয়াট কাহিনী ফাদতে কাজ করে ?

এমন অভিযোগ আপনাদের মহা কমেডি ট্রাইব্যুনাল ও করেছে "১৯৭১ সালে কোন এক সময়ে কোন এক জায়গায় সাঈদী ধর্ষন করেছে ".......

দিন নায়, তারিখ নায়, জায়গা নায়, ভিকটিম নায় খালি ফাকা অভিযোগ .......আবাল আর কারে কয় ?

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০৩

মামুন হতভাগা বলেছেন: চোখে কি সাঈদীর সো.. ঢুকায় রাখছেন?? তার সাবেক শ্বশুরের নাম,ঠিকানা,সব দিলাম দেখতে পান নাই?? নাকি সাঈদী নাম নি্যে আপনার মা-বোনরে কিছু করলেও চোখে দেখবেন না?? নাম,ঠিকানা,স্থান সব পরিস্কার উল্লেখ আছে,কস্ট করে আপনার মহান পিতা সম্পর্কে জেনে নিয়েন...

১৭| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১২

শিপু ভাই বলেছেন: এই ঈদে গ্রামে আমি কিছু বন্ধু ও ছোট ভাইদের সাথে জামাত ও যুদ্ধাপরাধী নিয়ে আলোচনা করছিলাম। ওরা বেশিরভাগই ছাত্রদল করে। একজনের মোবাইলে দেখি আবার দেলোয়ারের ওয়াজ বাজতেছে। আমি বললাম- এর ওয়াজ শুনিস না। হালায় খারাপ।
ছোট ভাই কয়েকজন আমাকে কাউন্টার দিল-" সাইদীর '৭১ এ ১৩ বছর বয়স ছিল। তার দাখিল সার্টিফিকেট ও জন্মসনদ অনুযায়ী।"
আমি তাতক্ষনিক জবাব দিতে পারি নাই।

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩৩

মামুন হতভাগা বলেছেন: মিথ্যার আধারে ঘেরা মানুষরা মিথ্যার মাঝে বসবাস করবে,এটাই স্বাভাবিক

১৮| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১২

জিসান শা ইকরাম বলেছেন:
দেউল্যা রাজাকারের বিচার চাই।

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৪

মামুন হতভাগা বলেছেন: আল্লাহ আপনার ইচ্ছা অবশ্যই পুরণ করবেন

১৯| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:২৯

মুদ্রা সংগ্রাহক বলেছেন: চাচার ঘটনা এরামই হওয়ার কথা, এর চাইতে ভালা হওয়ার তো কথা না....তবে যাঁরা বলছেন এরাম কোন ঘটনার কথা জানেন না তেনাদেরও দোষ নাইক্যা...কত রকম কাম চাচা করছে সবটি কি সবাই জানবেক???

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৫

মামুন হতভাগা বলেছেন: আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে মন চায়না

২০| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৭

অণুজীব বলেছেন: B:-)

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৬

মামুন হতভাগা বলেছেন: /:) /:) /:) /:)

২১| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১৪

অিপ্রয়ংবদা বলেছেন: পিরোজপুরের লোক বললো সে আজ প্রথম শুনেছে আর আপনার নানা পাইকগাছা থেকে সব জানলো কিভাবে........আপনার নানা কি সাঈদির বিয়ে ঘটক ছিলেন.........আর আপনার যা ভাষা ব্যবহার করলেন..আপনার জাত আমার চেনা হয়ে গেছে, আপনার তো সাঈদীকে ভালো লাগার কথায় না........দুঃখিত, আপনাকে চিনতে একটু দেরী হয়ে গেলো

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৫

মামুন হতভাগা বলেছেন: এক আবালে এক কাল্পনিক কাহিনী শুনায় আর আবালের গুষ্টি হাত তালি দেয়
......................................................................................................আপনার ভাষাটি কি খুবই মধুর ছিল?? আপনে বললে লীলা আরআমি বললে ঢং?? ভড়ংবাজী আর কয়দিন??? পিরোজপুরের লোক জানবে না বলে দেশে কোন ঘটনা ঘটেনি??আমার নানা বিয়েতে উপস্থিত ছিল কারন সাঈদীর সাবেক শ্বশুর মাওলানা শামসুর রহমান স্কুলের শিক্ষক আর ছাত্রদের দাওয়াত দিয়েছিলেন...আর ঘটনাস্থলতো পৃথিবীর বাইরেনা,তাইনা??একটু খোজ নিন,সব জানতে পারবেন...
আর নিজের ভাষা ঠিক করেন,তারপর অন্যকে উপদেশ দিয়েন...ও সাথে আমার জাতটাও চিনে রাখেন "যেখানে ছাগু বা ছাগু পোনা সেখানেই গদাম প্লাস থুতু আর মুতু ফ্রী"

২২| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৭

সোহরাব সুমন বলেছেন: বিচার চাই !

০১ লা ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৯

মামুন হতভাগা বলেছেন: সহমত

২৩| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১:১৫

হাসান মাহবুব বলেছেন: ছাই দিয়া ধরা লাগবো এগুলারে। পোস্টে প্লাস।

০১ লা ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪১

মামুন হতভাগা বলেছেন: অনেক ধন্যবাদ

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৮

তালুকদার জািহদ বলেছেন: একাত্তুর এ এইসব কইরা এখন হুজুর পীর কেব্লাজান সাজছে। ওরে কাইট্টা কুত্তা দিয়া খাওয়ান লাগবো। তয় কুত্তায় ওর মাংস খাবে কিনা আমি এই ব্যাপারে সন্দিহান।

০১ লা ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪২

মামুন হতভাগা বলেছেন: ওরে কাইট্টা কুত্তা দিয়া খাওয়ান লাগবো। তয় কুত্তায় ওর মাংস খাবে কিনা আমি এই ব্যাপারে সন্দিহান /:) /:) /:) /:)

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ২:১৭

বাবু_আহমেদ বলেছেন: ছাগু দেখলাম কয়েকটা ম্যাতকার করতেছে।দেন না কান বরাবর কয়েকটা বসাইয়া।

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ৯:২০

মামুন হতভাগা বলেছেন: কুত্তার লেজ যেমন সোজা হয়না,তেমনি ছাগুও লাইনে আসেনা..কান বরাবর যতই দেন,ম্যা ম্যা করে আবার হাজির হবে

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ২:২৬

শয়তান বলেছেন: আদালতে বিচারাধীন আছে যদিও তবুও এই পোস্ট টাকে বিজয়ের এই মাসে স্টিকি করার দাবি জানাচ্ছি . আশাকরি কর্তৃপক্ষ সুনজর দিবেন

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ৯:২২

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ৩:১০

পিটার প্যান বলেছেন: সাইদী তালাকের অনুমতি দিল? সেতো দেখা যায় পাক্কা মুমিন হইতে পারে নাই।

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৬

মামুন হতভাগা বলেছেন: /:) /:) /:)

২৮| ০১ লা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

চাটিকিয়াং রুমান বলেছেন: পোস্টে ++++++

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৯

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.