নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

৭১ এ বাঙালীদের শরনার্থী হয়ে যাওযার গল্প (ছবি ব্লগ)

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

পাকি হায়েনাদের নির্বিচারে গণহত্যা







































প্রান বাঁচাতে, অসহায বাঙালীদের শরনার্থী শিবিরের উদ্দেশ্যে গমন





















































সেখানে তাদের মানবেতর জীবনযাপন

























































































































এক হতভাগ্য বাঙালী শিশুর গল্প, পড়ার পর চোখের পানী ধরে রাখতে পারিনি।



৯ বছর বয়সী হতভাগ্য এক শিশুর লাশ এটা, কুমিল্রা বর্ডার দিয়ে পার হওয়ার সময় তার মাকে গুলি করে হত্যা করেছে হায়েনারা। তার মাথায় একটা গুলি লাগার পর সে মারা যায়। তার দাদা তার লাশটি কোন মতে শরনার্থী ক্যাম্পে নিয়ে এসছেন ।
/:)/:)/:)/:)







খাবারের অভাবে অসুস্থ হয়ে যাওয়া এক শিশু









উৎসর্গ : ফটোগ্রাফার রেহমান আসাদ ভাই। উনার সংগ্রহে থাকা কিছু ছবি পাওয়ার পর এই পোস্ট করতে উদ্বুদ্ধ হই।



ছবির সুত্র :

১। মেগনাম ফটোস

২। রেহমান আসাদ

৩। দৃক

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

কাজী মামুনহোসেন বলেছেন: :(:(:(:(:(:(:(:(

২| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আরজু পনি বলেছেন:

এসব দেখলে দীর্ঘশ্বাস চেপে রাখা কষ্টকর হয়ে যায় :(

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

কাজী মামুনহোসেন বলেছেন: হ্যা ভাই, ছবিগুলা যতবার দেখি ততবারই কষ্ঠ হয় :(:(:(:(:(:(:(:(


আরও বেশি কষ্ঠ লাগে যখন যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে বাঙালীদের দ্বিধাভিবক্ত হতে দেখী

৩| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আহসান ০০১ বলেছেন: সহ্য করা যায়না!

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

কাজী মামুনহোসেন বলেছেন: হ্যা ভাই, ছবিগুলা যতবার দেখি ততবারই কষ্ঠ হয় :(:(:(:(:(:(:(:(

৪| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

যোগী বলেছেন: কি নির্মম গনহত্যা !!

অ.ট. তানভির মোকাম্মেলের নাইন মান্থ টু ফ্রিডম, ডকুমেন্টরিটা কি কারো কাছে আছে?
আর আপনার প্রবলেমতো সল্ভ হইছে?

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮

কাজী মামুনহোসেন বলেছেন: হ্যা ভাই, ছবিগুলা যতবার দেখি ততবারই কষ্ঠ হয় :(:(:(:(:(:(:(:(

ভাই এসব দেখলে যতনা কষ্ঠ লাগে তার চাইতে বেশী কষ্ঠ লাগে যখন দেখী কেউ কেউ যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলার চেষ্ঠা করে........

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

কাজী মামুনহোসেন বলেছেন: তানভির মোকাম্মেলের নাইন মান্থ টু ফ্রিডম, ডকুমেন্টরিটা আমার কাছে নেই, তবে খোঁজ লাগাইছি পাইলে অবশ্যই জানাব।


আর ভাই আমার সমস্যা সমাধান হইছে, আপনাকে ধন্যবাদ। ;) ;)

৫| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

গান পাগলা বলেছেন: খুব কষ্ট লাগে,বুকের মধ্যে খচ খচ করে উঠে।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

কাজী মামুনহোসেন বলেছেন: হ্যা ভাই, ছবিগুলা যতবার দেখি ততবারই কষ্ঠ হয় :(:(:(:(:(:(:(:(

৬| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

বিডি আমিনুর বলেছেন: এসব দেখলে কেমন যেন লাগে :( :( :( :(

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই এসব দেখলে যতনা কষ্ঠ লাগে তার চাইতে বেশী কষ্ঠ লাগে যখন দেখী কেউ কেউ যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলার চেষ্ঠা করে........

৭| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

বাংলার হাসান বলেছেন: ভাল পোষ্ট++++++

আমার একটা পোষ্টে কিছু ছবি আছে, সময় করে দেখে নিয়েন। আপনার এখানে কিছু ছবি দেখলাম যা আমার কাছে নেই, আপনার ছবি থেকে কি কিছু ছবি নিতে পারি?

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩

কাজী মামুনহোসেন বলেছেন: প্লাস দেযার জন্য ধন্যবাদ

অবশ্যই ছবি নিতে পারেন ....

৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

জীবনকেসি বলেছেন: বিনা অনুমতিতে সব গুলা ছবি নিলাম। এগুলো আমার কাছে একদম নতুন।

অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৪

কাজী মামুনহোসেন বলেছেন: আশা করি সবসময় মুক্তিযোদ্ধের পক্ষে আর রাজাকার এবং তাদের দোষরদের বিপক্ষে থাকবেন।

আপনাকেও ধন্যবাদ।
ভাল থাকবেন।

৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

শিপু ভাই বলেছেন:
সেপ্টেম্বর! হায় একাত্তর
যশোর রোড যে কত কথা বলে!!!

এত মরা মুখ আধমরা পায়ে
পূর্ব বাংলা কলকাতা চলে.........

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

কাজী মামুনহোসেন বলেছেন: ভাল লাগার একটি কবিতা, অসাধারন...

আপনাকে ধন্যবাদ

১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

একজন নিশাচর বলেছেন: পোস্টে প্লাস।

আগেও কয়েকজন ব্লোগার মুক্তিযুদ্ধের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন।

তবে আপনার এখানে অনেক নতুন ছবি দেখতে পেলাম।

ভাল থাকবেন। ধন্যবাদ আপনাকে।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮

কাজী মামুনহোসেন বলেছেন: ভাল লাগল জনাব,

যারা এ ছবিগুলা সে সময় কষ্ট করে তুলেছিলেন পুরো কৃতিত্ব তাদের।

আপনাকে ধন্যবাদ

১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

শান্তা273 বলেছেন: মনের অজান্তে চোখ ভিজে উঠল!

পোস্টে ++++
ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০

কাজী মামুনহোসেন বলেছেন: লেখক বলেছেন: হ্যা ভাই, ছবিগুলা যতবার দেখি ততবারই কষ্ঠ হয়

তবে ভাই এসব দেখলে যতনা কষ্ঠ লাগে তার চাইতে বেশী কষ্ঠ লাগে যখন দেখী কেউ কেউ যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলার চেষ্ঠা করে........ :(:(:(:(:(:(:(:(

আপনাকে ধন্যবাদ

১২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭

পেন্সিল স্কেচ বলেছেন: তাদের রক্তে অর্জিত এ দেশ , স্বাধীনতার ৪১ বছর পরেও এদেশ রাজাকার মুক্ত নয় , ভাবলে খুব খারাপ লাগে

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৬

কাজী মামুনহোসেন বলেছেন: আমরা প্রতি মূহুর্তে আমাদের পূর্বপূরুষদের অপমান করছি, আমি বিশ্বাস করি বাংলার মাটিতে একদিন এদের বিচার হবেই.....

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩২

অসীম নীল বলেছেন: যারা মুক্তিযুদ্ধরে গৃহযুদ্ধ বলে তারা কি এই ছবি গুলা দএখে নাই????

একজন মানুষের চোখ নিজের অজান্তেই ভিজে যাবে ছবি গুলা দেখলে

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৮

কাজী মামুনহোসেন বলেছেন: এসব কথা শুধু জানোয়ারের বাচ্চারা বলবে।
এসব কথা পাকিস্তানী সেনাদের জারজ সন্তানরা বলবে।
যারা এসব কথা বলে তাদেরকে লাত্তি মেরে পাকিস্তান পাঠানো দরকার....... X(( X(( X(( X((

আপনাকে ধন্যবাদ....

১৪| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৪

এম এম ইসলাম বলেছেন: ছবি শেয়ারের জন্য ধন্যবাদ। নতুন অনেক ছবি দেখলাম যা আগে দেখি নি।
আচ্ছা পাকিস্তানের ব্লগগুলোটে এই ধরনের ছবিগুলো শেয়ার করা যায় না?

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আপনার যদি পাকিস্তানী ব্রগে কোন নিক থাকে তাইলে নিয়ে শেয়ার করতে পারেন, আমার কোন সমস্যা নাই...

আপনাকে ধন্যবাদ....

১৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

নির্ণায়ক বলেছেন: প্রিয়তে........শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৮

কাজী মামুনহোসেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন ....

১৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

এ হেলাল খান বলেছেন: হায় আমার সোনার বাংলা এর পরও এ দেশে জন্ম নেয়া কিছু মানুষ এই সব হায়েনাদের পক্ষে কথা বলে!!!!

পোষ্টে +++

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

কাজী মামুনহোসেন বলেছেন: ধীক তাদের যারা এসব হায়েনাদের দালালী করে....


প্লাস দেয়ার জন্য ধন্যবাদ, ভাল থাকবেন

১৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭

পথ-হারা এক পথিক বলেছেন: চোখে পানি চলে এলো ভাই।নিপাত যাক অত্যাচারীরা ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:১০

কাজী মামুনহোসেন বলেছেন: হ্যা ভাই, ছবিগুলা যতবার দেখি ততবারই কষ্ঠ হয়

তবে ভাই এসব দেখলে যতনা কষ্ঠ লাগে তার চাইতে বেশী কষ্ঠ লাগে যখন দেখী কেউ কেউ যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলার চেষ্ঠা করে........

ধন্যবাদ, ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.