![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত
সম্মানিত বলগার (বিশেষ ক্ষেত্রে নাস্তিক) মহুদয় গন আসসালামু আলাইকুম। ইদানিং লক্ষ করতেছি এইট পাস নামক একটা কথা ব্লগে ব্যাফুক প্রচার পাইতেছে। এই শব্দ নিয়া অনেকে হাসি - তামাশা করতেছে। অনেকেই এইট পাশ মানে বিশেষ এক ম্যাডেমকে বুঝাতে চাচ্ছে।
আমি আপনাদের সদয় অবগতির জানাচ্ছি যে, আমিও এইট পাশ একজন মূর্খ ছেলে। ভিবিন্ন সমস্যার কারনে আমি কোন মতে এইট পাশ করে কর্মক্ষেত্রে যোগদান করেছি। (সিরিয়াসলি)
জনাব এবং জনাবা, গন আমি আপনাদের অনোরোধ করব আজকের পর থেকে এই শব্দ ব্যাবহার করে দয়া করে হাসি তামাশা করবেন না, এই শব্দ ব্যাবহার করে বিশেষ কাউকে বিশেষায়িত করলে নিজেকে ছোট মনে হয়। নিজের প্রতি ঘৃণার সৃষ্ঠি হয়। অপমানিত বোধ করি। নিজের প্রতি আপেক্ষ হয়।
কেন আমার শিক্ষাগত যোগ্যতা একজন রাজাকারের দালালের সমান হল? আমার কি কোন মান সম্মান নাই ? (জাতির বিকেকের কাছে প্রশ্ন)
জনাব এবং জনাবাগন ,আশা করছি এই অমানবিক দিক বিবেচনা করিয়া আমার এই কথা গুলা বিশেষ বিবেচনায় রাখবেন এবং আজকের পর থেকে আপনারা উনার জন্য অন্য কোন বিশেষন ব্যাবহার করবেন ।
আর তার পরেও যদি আফনেরা এই শব্দ ব্যাবহার করেন তাইলে কইলাম খেলুম না। এইট পাশ হইছি দেইখ্যা কি আমার কোন মান সম্মান নাই ?
উল্লেখ্য, আমি নাস্তিক না, প্রমাণ স্বরুপ আমার সার্টিফিকেট প্রকাশ করালাম, টিপসই দেইখ্যা লইয়েন কইলাম
সনদপত্র অনুমতি ছাড়া কপি মারছি এস আর সজল ভাই কাছ থিক্কা, ভদ্রলোক দেখলে চেইত্যা যাইতে পারে।
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৩
কাজী মামুনহোসেন বলেছেন: জনাব, আংরেজি ভার্ষন পড়তে যাইয়া কয়েকটা দাঁত ভাংছে, তাই এখন ভার্ষনের চিন্তা বাদ দিয়া দাঁতের চিন্তায় আছি।
যদি দাঁত ফিরে পাই তবে আবিশ্যিই আংরেজী আসবে।
আর বিশেষ আকর্ষন হিসেবে উর্দু ভার্ষন আসছে শিঘ্রই
২| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৮
অলিভার বলেছেন: আপনিও তো ভাই পক্ষান্তরে বিরোধীদলীয় নেত্রীকেই অপমান করে কথা বললেন। দেখুন দেশের সবাই কোনও না কোন রাজনৈতিক বিশ্বাস নিয়ে আছে। তাঁদের প্রত্যেককে তাঁদের নিজের বিশ্বাসের জন্য খারাপ বলা ঠিক নয়। মানুষ খারাপ হয় তাঁর কাজের কারনে। ছাগুদের ব্যাপারটা আলাদা কারন তাঁদের বিশ্বাস আর কাম, দুইটাই ফুটা কলসি। কিন্তু আপনি নিশ্চই স্বীকার করবেন বাকি প্রধান দুই দল যতক্ষন একে অপরের মুন্ডুপাত বন্ধ না করবে, বাংলাদেশে ততক্ষন শান্তি আসবেনা।
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৬
কাজী মামুনহোসেন বলেছেন: যেখানে রাজাকারদের সমর্থন দিয়া আমার মুক্তিযোদ্ধা পিতাকে প্রতিনিয়ত অপমান করা হইতেছে, সেখানে বিশেষ কোন ব্যাক্তির অপমান হওয়াতে কি আর আসে যায় ?
যেখানে শহীদদের রক্তে অর্জিত পতাক রাজাকারদের গাড়িতে লাগিয়ে তাদের অর্জনকে পদদলিত করা হয়, সেখানে বিশেষ কোন ব্যাক্তির অপমান হওয়াতে কি আর আসে যায় ?
-----------------------------------------------------------------------------
কিন্তু আপনি নিশ্চই স্বীকার করবেন বাকি প্রধান দুই দল যতক্ষন একে অপরের মুন্ডুপাত বন্ধ না করবে, বাংলাদেশে ততক্ষন শান্তি আসবেনা।
-----------------------------------------------------------------------------
এই কথার সাথে একমত ।
৩| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫২
আন্দোলন বলেছেন: সনদপত্র সেরাম হৈসে। পেলাস
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৭
কাজী মামুনহোসেন বলেছেন: বিশেষ আকর্ষন হিসেবে উর্দু ভার্ষন আসছে শিঘ্রই
৪| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৪
কাঠুরে বলেছেন: কট্টরবাদিতা ছাড়েন, এই কট্টরামি কইরা কইরাই সাহাবাগ ইস্যুটারে লুলা বানায় দিছেন।
একটা কথা মাথায় রাখবেন, গলাবাজি কইরা কখনো স্থায়ী সমর্থন আদায় করা যায় না।
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১১
কাজী মামুনহোসেন বলেছেন: জনাব, স্বাধীন বাংলায় ধর্ষক রাজাকার এবং তাদের দোষরদের বিরোধীতা করা যদি কট্টরবাদিতা হয় তাহলে আমি প্রতিনিয়ত কট্টর হইতে চাই।
আমি রাজাকারের ফাঁসি চাওয়াতে তিনি আমাকে নাস্তিক উপাধী দিবেন আর আমি কি বসে বসে আঙুল চুষব ?
৫| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৪
যোগী বলেছেন: হ্যা হ্যা খুবই ঠিক কথা, আমিও এইট পাশ দিছি। এই পরেও যদি লোকে আমাকে এইট পাশ বলে তাইলে আমি আবার এই বুইড়া বয়ষে স্কুলে ভর্তি হমু। আমি কিছুতেই আর এইট পাশ থাকুম না।
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৩
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই, ঠিকি কইছেন, আজকের পর যদি উনার নামের সাথে এইট পাশ শব্দ যোগ করা হয় তাইলে আমিও স্কুলে ভর্তি হমু। আমার নামের সাথে এ কলংক রাখতে চাইনা
যাইহোক আপনি ভর্তি হওয়ার সময় জানায়েন, এক স্কুলে ভর্তি হমুনে.....
৬| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৪
বাংলাদেশী দালাল বলেছেন: অত্যন্ত উদ্বেগের সহিত লক্ষ করা যাইতেছে কেও কেও জাল আস (আস্তিকতা সনদপত্র) নিয়া প্রতারিত হইতেছে।
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৯
কাজী মামুনহোসেন বলেছেন: কসম কইরা কইতাছি জনাব আমার এই সনদ জাল না (এর লাইগাই আগে টিপসই দেইখ্যা লইতে কইছিলাম)
বিশেষ আকর্ষন হিসেবে যখন উর্দু ভার্ষন বাইরাইব তখন বুঝবেন....
৭| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৭
আন্দোলন বলেছেন: হ ভাই কষ্ট কৈরা নাইন পাস কইরা লন। ওই ডা ই মোনে কয় কলংক মুক্তের সহজ সমাধান।
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৮
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই ঠিকি কইছেন, চিন্তা করতাছি কোন স্কুলে ভর্তি হমু ??? :-< :-< :-< :-<
৮| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৮
মেলবোর্ন বলেছেন: সনদপত্র কি ট্যেকা দিলে পামু?
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫২
কাজী মামুনহোসেন বলেছেন: অনেক কষ্ঠ কইরা সনদ টা পাইছি ভাই।
তবে এখন আর তেমন কষ্ঠ হইব না,
স্পেশাল অফার চলতেছে ১ টা ককটেল = ১ টা সনদ।
৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৬
আবদুর রহমান (রোমাস) বলেছেন: আমিও সহমতের সাথে এইট পাশ বলায় তেব্র প্রেতিবাধ জানাইলাম.. ম্যাডামকে নিয়ে যদি বলতেই হয় তাহলে আরো অনেক কিছু আছে যেমন উনি মিথ্যুকের মহারানী সেইটা বলা যেতে পারে তবু্ও এইট পাশকে ক্ষেমা দেওয়ার আবেদন কর্লাম!!
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই চিন্তা করছি এখন থিক্কা এইট পাশ নিয়া কোন ধরনের থামাশা করলে নগদে হরতাল দিয়া দিমু, বইতে গনতন্ত্র বইলা একটা কথা আছে.....
তা ভাই আপনে ক্যামেরা দিয়া মুখ ঢাইক্কা রাখছেন কেন, এই ঘঠনার সাথে আপনার প্রোফাইল পিকচারের কোন সম্পর্ক আছে নাকি ?
১০| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭
নিরব বাংলাদেশী বলেছেন: দুই মহিলাই মিথ্যুকের মহারানী। এইট পাশ এর সাথে বিএ পাশ করেও তো লজ্জায় আছি। দুইজনই রাজাকার রে কলে বসাইসে। আবুইল্লারে দেশ প্রেমিক বানাইসে। আর এখনো রাজাকারের গাড়িতে পতাকা উড়ে।সবার ইতিহাসইতো খারাপ। সবাই ই সবার সাথে জোট বানাইসে।৯০-বাল বিম্পি, ৯৬-(বাল জামাত), ০১-(জামাত বিম্পি) আর (বাল এরশাদ), একটাই শুধু বাকী আছে সেটা হলো (জামাত এরশাদ), দেখি সামনে কি আছে...
Click This Link
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৯
কাজী মামুনহোসেন বলেছেন: ভাল মন্তব্য, সহমত
আপনাকে ধন্যবাদ
১১| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১
এম. মাসুদ আলম. বলেছেন: eight pass= EA
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২০
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই সটকার্টে আমারে গালী দিছেন, আমি কিন্তু বঝতারছি
১২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: চরম হইছে !
দেখেন তো আমার সার্টিফিকেটখানা ঠিক আছে কিনা? প্রতারিত হইনাই তো ? !
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২২
কাজী মামুনহোসেন বলেছেন: এক মতে ঠিক আছে আবার আরেক মতে প্রতারিত হইছেন,
নকল, এটা চলবে না!! দায়িত্ববান ভাইয়েরটাও জাল সাট্টিফিকেট!
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২৬
কাজী মামুনহোসেন বলেছেন: দিকভ্রান্ত*পথিক ভাই একটা হাইব্রিড সার্টিফিকেট আবিষ্কার করেছেন, আমিত পুরাই অবাক
১৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪
কাজী মামুনহোসেন বলেছেন: আপা মানবাধিকার লঙ্গিত হইলে জানায়েন কইলাম।
শাস্তি পাইতে আর মুঞ্চায়না
১৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নকল, এটা চলবে না!! দায়িত্ববান ভাইয়েরটাও জাল সাট্টিফিকেট!
আসলটি এখানেঃ
View this link
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৪
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই বুঝতারছি আফনে আবিষ্কার করেছেন হাইব্রিড সার্টিফিকেট
১৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২
এস আর সজল বলেছেন: মোর কুটিকুটি টেকার ছাত্তিফিকেত দেখি কফি মাচছেন????? আয় হায় ম্যাঠাম দেখলে যা গোস্বা করব.........
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৭
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই কন্দন আইসা পড়ল (
(
(
ম্যাডেমরে কইয়েন আমরা অলরেডি হাইব্রিড সনদ আবিস্কার কইরা হালাইছি..
১৬| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১
অনুমান বলেছেন: 'হোলোগ্রাম' লাগালে সার্টিফিকেট নকল হ'বার সম্ভাবনা কমে যাবে, তদুপরি সার্টিফিকেটের গ্রহনযোগ্যতা বাড়বে ।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬
কাজী মামুনহোসেন বলেছেন: চলেন তাইলে, দুজন মিলে হলুগ্রামের দাবীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিই
১৭| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
কাজী মামুনহোসেন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৭
বিষন্ন পথিক বলেছেন: সনদপত্র বিয়াফক হৈসে, আংরেজী ভার্সন পাওয়া যাইবেক?