নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

আস্তিকতা সনদ নিয়ে বিভ্রান্তি !!!! বেকার সাংবাদিকের একখান রিপোর্ট এবং মেডেমের কিছু কথা :D:D:D:D:D

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

গত কয়েকদিন আগে দেশ ও জাতির মহান বন্ধু, জামাতে গেলমানের মহিলা শাখার আমির, খম্বাচোরের সহ সকল চোর ছেচড়া আর বাটপারদের মা জননী, আপচহীন নেত্রী, রাজাকারদের দুর্দীনের কান্ডারী, ছাগিয়তাবাদিদের মহান নেত্রী বেঘম খালেদা জিয়া অরফে গুলাবি আপা ব্লগারদের নিয়ে এক ঐতিহাসিক ভাষন দেন। তিনি তার এ ভাষনে ব্লাগরদের নাস্তিক হিসেবে আখ্যায়িত করে ছাগু সমাজের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।







তার এই ঘোষনার পর থেকে বাংলাদেশের আপামর ব্লগারদের মধ্যে মেডেমের টিপসই দেয়া আস্তিকতার সনপত্র গ্রহনের প্রবনতা ব্যাফুক ভাবে বেড়ে যায। সামু সহ প্রতিটি ব্লগের ব্লগার ওরফে নাস্তিকগন ম্যাডেমের কাছ থেকে এই আস্তিকতা সনদ গহন করিয়া নিজেকে গর্বিত মনে করা শুরু করেন। এ পর্যন্ত গুটিকযেক ব্লগার অরফে নাস্তিকদের মধ্যে বিতরন করা (সবার আগে আমি পাইছি এতে কোন সন্দেহ নাই) এই আস্তিকতা সনদ নিয়ে ব্লগে ব্যাফুক আনন্দের ঝড় বয়ে যায।







যারা এই সনদ এখনও পানানি তাদের এ সনদ পাওয়ার জন্য ব্যাফুক আগ্রহ লক্ষ করা যায়। কতিপয় ব্লগার অরফে নাস্তিকগন বিম্পি অফিস এবং ম্যাডেমের বাসার উদ্দেশ্যে ব্যাফুক দৌড় ঝাপ লক্ষ করা যায। কেউ কেউ অনেক দৌড়ঝাপ করে এই সনদ না পাওযার পর সনদের মূল্য অনুবাধন করিতে পারিয়া, বিভিন্ন জনকে দিযে তদবির করান। অনেকে লাখ টাকার বিনিময়ে হলেও এই সনদ পাওয়ার ব্যাফুক ইচ্ছা পুষন করেন।







জানা গেছে এক ব্লগার ওরফে নাস্তিক বহু চেষ্টা করে এই সনদ না পেয়ে বারাক ওবামকে দিয়ে ফোন করিয়ে ম্যাডেমের কাছ থেকে এই সনদ পাওয়ার জন্য তদবির করিয়েছেন।



এক কবরে :D জানা গেছে, বহু চেষ্ঠার পরও এই মহাগুরুত্বপূর্ণ সার্টিফিকেট না পেয়ে, কিছু স্বাধীনতা বিরোধী চক্র এই সনদ নকল করে বাজাড়ে ছেড়ে দিযেছে। তারা এই মহান সনদ নকল করে কিছু অবলা ব্লগারদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিযে নিচ্ছে।







নাম প্রকাশ না করা শর্তে গোয়েন্দা সংস্থার এক উর্ধতন কর্মকতা জানান, নকল এই সনদ বিক্রি করে আয় হওযা টাকার পরিমাণ খাম্বা দুর্ণিতির টাকার পরিমাণকেও ছাড়িয়ে যাবে !!! :P:P:P



এদিকে সনদ না পেয়ে পেযে দিকভ্রান্ত*পথিক নামের এক ব্লগার ওরফে নাস্তিক এই সার্টিফিকেট নিয়ে নানা ধরনের কুৎসা রটনা শুরু করছেন । উনার আঙুর ফল টক টাইপের এক লিখায় উনি এই মহান সনদের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ;););) তিনি বহু সাধনার ফলে সার্টিফিকেট পেয়ে আস্তিকে পরিণত হওযা ব্লগারদের হুশিযার করে বলেছেন



অনেকেই দেখলাম যে আস্তিকতার সনদপত্র গুলাবু ম্যাম এর কাছ থেকে নিয়ে এসেছেন। আমি ভেটো দিয়ে ওপেন চ্যালেঞ্জ করছি আপনাদের!!



"এটা বৈধ হয়নাই। স্যার বঙ্গবীর মাহমুদুর রহমান এর কাছ থেকে সত্যায়ন না করে আনা পর্যন্ত আপনি নাস্তিক। ওয়াল্লাহি এই সারটিফিকেটের এক পয়সা মুল্য নাই। "




সার্টিফিকেট চুরি এবং কিছু ব্লগার ওরফে নাস্তিকদের প্রশ্নের ব্যাপারে, ছাগুতীযতাবাদী দলের মহান নেত্রী বেঘম খালেদা জিয়া অরফে গুলাবি আপার কাছে জানতে চাইলে তিনি বলেন, এরা সনদ না পেয়ে পরিকল্পিত ভাবে আমার এই সনদ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এরাই আসল নাস্তিক, এসব নাসারা, মালাউন, ধর্মবিরোধদের প্রতিহত করতে হবে। উনি এসময় দিকভ্রান্ত*পথিককে জাহান্নামী ঘোষনা করে বলেন, বেহেশতের রাস্তা পেতে হলে মেশিনম্যানের কাছ থেকে দিক্ষা গ্রহণ করুন। :D:D:D



উনি সনদ নকলের ব্যাপারে কাঁদতে কাঁদতে বলেন, সরকারী দলের লোকেরা এই সনদ নকল করছে। তারা আমার বাড়ি দখলের পর আমার পরবর্তী সম্বল সার্টিফিকেট দখল করা পায়তারা শুরু করেছে। আমি খবর পেয়েছি সরকার বিভিন্ন দেশের গুয়েন্দা সংস্থা ভাড়া করে আমার এই সনদ নকল করিয়েছে। আমি এই সনদ নকল করার প্রতিবাদে কেয়ামত পর্যন্ত সারা জীবনের হরতাল ঘোষনা করলাম। উনি ছাগু সমাজকে তার ঘুষিত এই হরতাল সফল করার নির্দেশ প্রদান করেন। (উল্লেখ্য উনিও কেয়ামত পর্যন্ত খালী কাঁদবেন)



এদিকে এসব ঘঠনায়, ছাগু সমাজ তীব্র পত্রিক্রিয়া প্রকাশ করেছেন। তারা বলেছেন, এসব ঘঠনার সুষ্ঠ সমাধান না হলে ম্যাশিনম্যান বাংলার জনগনকে ক্ষমা করবে না।



ছাগু সমাজের এসব কথার পতিক্রিয়ায় এক ব্লগার ওরফে নাস্তিক জানিয়েছেন, হালায় নিজে আগে জেলখানা থিক্কা আগে মাফ পাইয়া লউক তার পরে না আমাগরে মাফ করার প্রশ্ন আইব..:D:D:D:D



আমার আগের পোস্ট :

একটি অমানবিক আবেদন, হক্কলের দৃষ্ঠি আকর্ষন করছি .... :D:D:D

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২

নিশ্চুপ শরিফ বলেছেন: সবাই খালি গোলাপি বেগমের কাছ থেকেই সার্টিফিকেট নেয়। আমি গোলাপি বেগম আর হাসু বুবু দুইজনের কাছ থেকেই একসাথে নিলাম।
আহ! শান্তি।

এতদ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে নিশ্চুপ শরীফ একজন জাতীয়তাবাদী এবং স্বাধীনতার পক্ষের শক্তির বাংলাদেশী আস্তিক। তিনি কখনই সাহাবাগের নাস্তিকদের সমর্থন করেননাই, “মেশিন ম্যান”“ কলিজু-টিয়া” পাখি”, “ফালু”"হাসু বুবু-আবুল” অথবা লইট্যাঁ শুটকি নিয়ে কোনও অশ্লীল কৌতুকে অংশ গ্রহণ করে নাই। বাংলাব্লগে বা ফেসবুকে তিনি কখনিই ইসলামবিদ্বেষী লেখা লিখেন নাই। তার কোনও পোস্টে বাংলা সিলেবাসের বাইরে কিছু লেখাও পাওয়া যায় না।
অতএব হুজুর আর ইসলাম বিদ্বেষী লেখকদের খুজতে থাকা কমিটির সমর্থনে সে একজন পরিক্ষিত আস্তিক এবং ইসলাম বিরোধী লেখক নন।
আস্তিক এবং ইসলাম বিরোধী লেখক নন ক্রমিক নাম্বারঃ৪২৪৪২৪। প্রদানের তারিখ ১৭/০৩/১২০১৩ ইসায়ী।
প্রত্যয়ন করা হয়েছেঃ
গোলাপি বেগম
হাসু বুবু

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন হইছে, :D :D :D :D

Click This Link

২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

কোবা সামসু বলেছেন: আপনার এই আস্তিকতা সনদ/সার্টিফিকেট ১০০% ভুয়া, কারন আসল সার্টিফিকেটে গোলাপি বানু ও মাহমুদুর এর টিপ সই আলাদা আলাদা থাকবে আপনারটায় নাই আপনি অতি সত্তর (ম্যাডাম ফুলির) সাথে যোগাযোগ করুন।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

কাজী মামুনহোসেন বলেছেন: আরে ভাই, আপনে দেখী পুরা লাইনে আইসা পড়ছেন। 8-| 8-| 8-|

তা ভাই আপনে তাদরে হাড়ির কবর জানেন ক্যামনে ? :-B :-B :D :D

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: বুঝতারছি, নিজেগ চেলাগরে আগে আসল সনদ দিয়া আমগ কাছে নকল সনদ বিক্রি করছে...

তা ভাই নিজেরে আস্তিক প্রমান করার জন্য কি করতে হইচে, নিম্চই সাকা ভায়ের খিদমত করতে হয় নাই ?

=p~ =p~ =p~ =p~

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমারটাই আসল, বাকি সব ভুয়া, ওপেন চ্যালেঞ্জ ওপেন রইলো!!! X( X( X( X( X(

১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

কাজী মামুনহোসেন বলেছেন: মেডেমে কি কইছে, পড়ছিলেন ?

যাই হোক আপনার এই চ্যালেঞ্জ আমি দরজা বন্ধ করে গ্রহণ করলাম....

=p~ =p~ =p~ =p~

৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

দায়িত্ববান নাগরিক বলেছেন: ঘৃণা ধরে গেছে ম্যাডামের নোংরা মনমানসিকতার প্রতি।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আপনে ভুল বুঝতেছেন, এ ম্যাডেম এক মহান ম্যাডেম ।

এ ম্যাডেমরে জাদুঘরে রাখা হউক =p~ =p~ =p~ =p~

৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

কোবা সামসু বলেছেন: লেখক বলেছেন: বুঝতারছি, নিজেগ চেলাগরে আগে আসল সনদ দিয়া আমগ কাছে নকল সনদ বিক্রি করছে...

তা ভাই নিজেরে আস্তিক প্রমান করার জন্য কি করতে হইচে, নিম্চই সাকা ভায়ের খিদমত করতে হয় নাই ?






ভাই আমি তো আর আপনাদের মত নাস্তিক না যে এইসব সার্টিফিকেটে নিয়া মাতামাতি করব এসব আপনাদেরই মানায়।

====>সাকা ভায়ের খিদমত : ভাইজান একটা সার্টিফিকেটের জন্য এত কিছু সহ্য করলেন, ছিঃ

১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৫

কাজী মামুনহোসেন বলেছেন: আপনার আর আফনের ম্যাডেমের মন্তব্যে বোঝা গেল

ম্যাডেম এবং উনার হাম্বা ভক্ত ছাড়া বাংলার সব ব্লগারই নাস্তিক ।

নাস্তিক নাস্তিক কইয়া ফাল পাড় কিন্তু নাস্তিকতার কোন মানেই বুঝ না। আগে নাস্তিকতার মানে শিখ তারপর ব্লগিং করতে আস।


সাকা ভাইয়ের খিদমত তার হাম্বা ভক্তরাই করতে পারে, আমরা এসব করি না।

তা নাস্তিক শব্দের মানে কি সাকা ভায়ের কাছ থিক্কা শিখছ ?


=p~ =p~ =p~ =p~

৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

বাংলার হাসান বলেছেন: নিশ্চুপ শরিফ বলেছেন: সবাই খালি গোলাপি বেগমের কাছ থেকেই সার্টিফিকেট নেয়। আমি গোলাপি বেগম আর হাসু বুবু দুইজনের কাছ থেকেই একসাথে নিলাম।
আহ! শান্তি।

এতদ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে নিশ্চুপ শরীফ একজন জাতীয়তাবাদী এবং স্বাধীনতার পক্ষের শক্তির বাংলাদেশী আস্তিক। তিনি কখনই সাহাবাগের নাস্তিকদের সমর্থন করেননাই, “মেশিন ম্যান”“ কলিজু-টিয়া” পাখি”, “ফালু”"হাসু বুবু-আবুল” অথবা লইট্যাঁ শুটকি নিয়ে কোনও অশ্লীল কৌতুকে অংশ গ্রহণ করে নাই। বাংলাব্লগে বা ফেসবুকে তিনি কখনিই ইসলামবিদ্বেষী লেখা লিখেন নাই। তার কোনও পোস্টে বাংলা সিলেবাসের বাইরে কিছু লেখাও পাওয়া যায় না।
অতএব হুজুর আর ইসলাম বিদ্বেষী লেখকদের খুজতে থাকা কমিটির সমর্থনে সে একজন পরিক্ষিত আস্তিক এবং ইসলাম বিরোধী লেখক নন।
আস্তিক এবং ইসলাম বিরোধী লেখক নন ক্রমিক নাম্বারঃ৪২৪৪২৪। প্রদানের তারিখ ১৭/০৩/১২০১৩ ইসায়ী।
প্রত্যয়ন করা হয়েছেঃ
গোলাপি বেগম
হাসু বুবু

১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৭

কাজী মামুনহোসেন বলেছেন: খুব বালা কথা এই হাইব্রিড সনদের ব্যাবসায় করতে পারেন। লাভ হইব

৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৫

এস আর সজল বলেছেন: আমারটা কিন্তুক ১০১% আসল। বিশ্বাস না করলে গুলাপি ম্যাঠামরে জিগাইয়ায় দেখেন। উনি নিজ আঙ্গুলে, বড়ই মহাব্বতের সহিত(এই মহাব্বত কিন্তুক ওই মহাব্বত না :!> :!> ) টিপসই দিয়েছেন। মিথ্যা হতেই পারে না...... :!> :!> :!> :#> :#>


"সগিইইইর, দেখ তো ম্যাঠামের কি লাগে......"

১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮

কাজী মামুনহোসেন বলেছেন: আফনেত দেখতেছি, ম্যাডেমের একদম খাছ লোক। :-B :-B :-B এর লিগ্গাই ত আফনের এত আদরের সহিত এই সনদ খানা দিছে যাই হোক।

হুনলাম এখন নাকী হাইব্রিড সনদও আবিস্কার হইতেছে ? B-)) B-)) B-))

৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮

মূর্খ রুমেল বলেছেন: হাসটে হাসটে পেটে খিল ঢৈরা গেল।আর কেউ না, হাসু আফাই ম্যাঠমরে নির্বাচনে অযোগ্য বানানের লিগা তাবিজ কইরা কুফরি কইরা মাতাডা নষ্ট করসে।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৪২

কাজী মামুনহোসেন বলেছেন: এত হাইসেন না তাইলে কইল ম্যাশিনম্যান চেইত্যা যাইতারে !!!! B-)) B-)) B-)) B-))

হ ভাই আপনার ধারনাই মনে হয় ঠিক, এইরাম কিছুই হইব , নাইলে উনি খালি চারিদিকে নাস্তিক দেখব কিল্লাই =p~ =p~ =p~ =p~ =p~

৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮

এস আর সজল বলেছেন: অয়ও, দেখতাছি তো। আপনি যদি চান তয় একটা আসল ছাত্তিফিকেত আপনার লাইগা নিয়া দিবার পারি। লাগব নি????? :-0 :-0 :-0

"সগিইইইর, দেখ তো ম্যাঠামের কি লাগে......"

১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই এই মহান সর্টিফিকেট পাওয়া ত সৌভাগ্যের ব্যাপার। পারলে একখান দিয়েন

Click This Link


তা ভাই এইডার উর্দু ভার্ষনে বাইরাইব না ?

১০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫০

এস আর সজল বলেছেন: উর্দু কিল্লাই????? তাইলে তো বার গু আজমের সাথে যোগাযোগ করতে হইবেক। দাড়ান ম্যাঠামের সাথে আলাপ কইরা দেখি। উনি আবার ম্যাঠামের খবি পেয়ারের লোক। :-P :-P :-P :-P

"সগিইইইর, দেখ তো ম্যাঠামের কি লাগে......"

১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৮

কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই উর্দু সার্টিফিকেট না থাকলে, ক্যামনে কি হইব ??

মান ইজ্জতের ব্যাপার

১১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: আপনার এই সার্টিফিকেট স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয় নাই...


এই'টা ভুয়া। আসল আস্তিক সার্টিফিকেট ছাগলের চামড়া দিয়ে তৈরী আর শিফন জর্জেটের হলোগ্রাম যুক্ত ... X(( X((

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: ও ভাই হেইডা আবার কি হুনাইলেন ? :(( :(( :((

ম্যাডেম = স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের B-)) B-))

আর ম্যাডেমে যেহেতু ছাগু চাষ করেন সেহেতু ধরে নিতে হবে তার হাতে দেয়া সার্টিফিকেট ছাগলের চামড়া দিয়ে তৈরী :D :D :D

আর হলোগ্রাম একটা হইলেই হইল =p~ =p~ =p~

১২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

চলতি নিয়ম বলেছেন: এইখানে কুন কুম্পানির মডেম নিয়ে আওলোচনা হচ্ছে? =p~ =p~

আমি ১০০ % আস্তিক। আমার কুন সার্টিফিকেট লাগবে না।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

কাজী মামুনহোসেন বলেছেন: এখানে আসিফ মহিউদ্দিন কোম্পানীর মডেম নিয়ে কথা হচ্ছে =p~ =p~

আপনেরে দিলে ত আপনে লইবেন =p~ =p~

১৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

কোবা সামসু বলেছেন: আপনি যে নাস্তিক এটা তার প্রমান
Click This Link

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই বিবেক বলে একটা আছে,

এত নাস্তিক নাস্তিক নিয়া পাড়াপাড়ি করতেছেন কেন ?

আপনি ত সাকার খিদমতকারী, আচ্ছা আমি যদি আপনের ১০ টা ছবি শেয়ার করি তাইলেই কি সাকার খিদমতকারী হয়ে যাব ? =p~ =p~

১৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

কোবা সামসু বলেছেন: আর একটা প্রমান Click This Link

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই বিবেক বলে একটা আছে,

এত নাস্তিক নাস্তিক নিয়া পাড়াপাড়ি করতেছেন কেন ?

আপনি ত সাকার খিদমতকারী, আচ্ছা আমি যদি আপনাকে নিয়া এরকম একটা পোস্ট লিখি তাইলেই কি আমি সাকার খিদমতকারী হয়ে যাব ? =p~ =p~

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

কাজী মামুনহোসেন বলেছেন: কোফা ভাই গেলেন কই, জাতি উত্তর জানতে চায়....... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

চরমস

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ জনাব, ভাল থাকবেন

8-| 8-| 8-| 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.