নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

আমার লুঙ্গানুভূতি !! (বারিধারার বড়লোকগনের উদ্দেশ্যে এক ছোট লোকের আকুতি) :D :D

০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৪

''লুঙ্গিকে অশ্লীল পোশাক বিবেচনা করে ঢাকার বারিধারায় লুঙ্গি পরিহিতদের প্রবেশ নিশিদ্ধ করা হয়েছে । এমনকি লুঙ্গি পরিহিত কোনো রিকশাওয়ালাও বারিধারা এলাকায় ঢুকতে পারবে না।'' (কয় কি হালায় ?) :D :D







হে বারিধারার বড়লোকগণ, তোমরা এসির ভিতর থাকো তাই লুঙ্গির বদলে ট্রাউজার পরিধান করো...



- তাই তুমি জানো না, ফ্যানের বাতাস লুঙ্গির নিচ দিয়া বাতাস ঢুকলে কতো আরাম লাগে !

- তুমি জানো না, লুঙ্গির ভিতর দিয়ে প্যান্ট পাল্টানোর কতো মজা !

- তুমি জানো না, লুঙ্গি পরে ক্রিকেট খেললে কেউ বোন্ড হয় না !

- তুমি জানো না, লুঙ্গি পড়ে গোছলের মজা !

- তুমি জানো না, মুসোলমানির পরে লুঙ্গিই পুরুষের ভরসা !



তুমি জানো না, লুঙ্গি পড়া নিয়ে কটু কথা আমার লুঙ্গানুভূতিতে কতোটা আঘাত করে..................

(ফেবু হতে সংগৃহিত)



উল্লেখ্য - আমি রাতের বেলা লুঙ্গি পইড়া ব্লগিং করি। এতদিনে আমার উপলব্ধি হইছে প্যান্টের বদলে লুঙ্গি পইড়া ব্লগিং করা ব্যাফুক মজা !!! :D :D

মন্তব্য ৮৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২

িরেজায়ান আহেমদ তুিহন বলেছেন: ভাই আসল কথা হইলো গিয়া আমাদের দেশে যেসব বিয়াপুক ধনী আছে এগুলো সব ছোটলোকের বাচ্চা আক্ষরিক অর্থেই।
সেটা অনন্ত জলিল বলেন আর হলমার্কের তানভীরই বলেন।

বর্তমান বহু ধনীর কথা আমি জানি।

০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: :( :( :(

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০

আমিই মিসিরআলি বলেছেন: আমিও রাতের বেলা লুঙ্গি পইড়া ব্লগিং করি :#)

০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০০

কাজী মামুনহোসেন বলেছেন: আমি আর আপনে তাইলে ভাই ভাই,

চলেন আমরা দুই ভাই সহ আরও লুঙ্গি পড়া কয়েকশ ভাই মিল্লা বারিধারার সামনে একদিন মানব বন্ধন করি..... 8-| 8-| ;) ;)

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৭

বাংলার হাসান বলেছেন: =p~ =p~ =p~ =p~

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০০

স্বপনবাজ বলেছেন: আমিই মিসিরআলি বলেছেন: আমিও রাতের বেলা লুঙ্গি পইড়া ব্লগিং করি

০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৮

কাজী মামুনহোসেন বলেছেন: আমি আর আপনে আর মিসিরআলি তাইলে ভাই ভাই,

চলেন আমরা তিন ভাই সহ আরও লুঙ্গি পড়া কয়েকশ ভাই মিল্লা বারিধারার সামনে একদিন মানব বন্ধন করি..... 8-| 8-| ;) ;)

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৪

যোগী বলেছেন:
ছবিটা জোশ হইছে, এমনি পোজে আমিও একখান ফটোক উঠামু। বিয়ার সময় লাগবো। ;) ;) ;) ;)

০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৩

কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই এক্কেরে সুলেমান খান ফেইল।


বিয়া করার চিন্তা ভাবনা করলে অবশ্যই আমারে জানাবেন, পাত্রী দেখার দ্বায়িত্ব আমার। B-))

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৩

আমিই মিসিরআলি বলেছেন: ভাই তো তাইলে ৩ টা অইল ;) ;) ;)

০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৭

কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই, যা আছে কপালে (প্যান্ট অথবা লুঙ্গি), :D :D

আমরা তিন ভাই সহ আরও লুঙ্গি পড়া কয়েকশ ভাই মিল্লা বারিধারার সামনে একদিন মানব বন্ধন করি.....

আপেনে কি কন ?

এই সেই ইস্যুতে মানববন্ধন হইতে পারে, আর এত বড় জাতীয় মানববন্ধন কেন হবে না ? ;)

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৫

কমোরেড বলেছেন: আমার সকাল শুরু হয় লুঙ্গির সাথে, বিকেলে অফিস ফেরত প্রথম বস্ত লুঙ্গি, ঘুমোতে যাই উইথ লুঙ্গি... কাজেই লুঙ্গি নিয়ে ফুটুস-ফাটুস চলবে না।

লুঙ্গি নিয়ে বাড়াবাড়ি করলে বারিধারার কথিত বডুলুকদের ধুতি পরিয়ে ছাড়বো... বলে দিলাম কিন্তু X(( X(( X(( X((

০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২১

কাজী মামুনহোসেন বলেছেন: ওরে মোর কপাল, অলরেডি চার ভাই হযা গেসি... ;) ;) ;) ;)

ভাই, কসম কইরা কইলাম, আমরা যদি মানববন্ধন করি তাইলে আপনেই হইবেন আমগ নেতা।

জীবনে বহুত বিপ্লব দেখছি, কিন্তু এইবার করুম লুঙ্গি বিপ্লব !!!

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০০

নাসীম আহমেদ খান বলেছেন: ভাই রে আমিও লুঙ্গি পরতাম ,
একদা বউ মাইরছে ঝারি - আমি কি আর তখন থেকে লুঙ্গি পইরতে পারি ?
কি বিতিক ? :( :( :( :( :( তয় আমিও মানব বন্ধন করতে চাই আপনেগো লগে।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: কন কি ভাই, তাইলেত দেখতেছি আপনেগ বাসার সামনেও মানব বন্ধন করতে অইব, লগে ভাবি সাহেবার পক্ষে আনন্দ মিছিল করতে অইব !! :P :P

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০০

নাসীম আহমেদ খান বলেছেন: ভাই রে আমিও লুঙ্গি পরতাম ,
একদা বউ মাইরছে ঝারি - আমি কি আর তখন থেকে লুঙ্গি পইরতে পারি ?
কি বিতিক ? :( :( :( :( :( তয় আমিও মানব বন্ধন করতে চাই আপনেগো লগে।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আপনে আমগ লগে গেলও নিমু না,

ভাবি সাহেবা চেতলে আপনের লগে আমগরেও লুঙ্গি বাদ দিয়া প্যান্ট পড়তে অইব..... ;) ;) :D :D :D

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৭

মোবারক হোসাই রিপন বলেছেন: জগতের সকল প্রাণী লুঙ্গিময় হোক। ওম শান্তি!

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৮

কাজী মামুনহোসেন বলেছেন: ওম শান্তি! বলে ঘরে বসে থাকলে হবে ?

মানবন্ধন করব কেঠায় ? ;) ;)

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভাইয়েরা

চলেন আমরা আমাদের সময়টা ব্লগ বা ফেসবুকে অন্যের গীবত না করে সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদতে ব্যয় করি। জীবন দুই দিনের, ইহজগতের এসব সিলসিলায় না জড়িয়ে নামাজ, জিকির, রোজা রেখে সিরাতুল মুস্তাকিম এর দিকে চলতে শুরু করি। আল্লাহ আমাদের সুবুদ্ধি দিন, আমিন

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আপনাকে আমি যথেষ্ঠ সম্মান করি, আপনি সব পোস্টে এই মন্তব্য করেন দেখে ভাল লাগে। সাথে আবার আমার মনে একটা প্রশ্নও আসে।

ভাই আপনি সবাইকে ব্লগিং ফেইসবুকিং এ সময় নষ্ঠ না করতে অনোরোধ করেন , কিন্তু নিজে ব্লগে বহু সময় ব্যায় করেন। আপনার মন্তব্যটি কি আপনার জন্য প্রযোজ্য নয় ?

ভাই বহুদিন ধরে এই প্রশ্নটা আপনাকে করব ভাবছিলাম,
আজ যেহেতু পেয়েই গেছি, তাই প্রশ্নটা করেই ফেললাম।

আবারও বলছি, আপনার প্রতি আমার যথেষ্ঠ সম্মানবোধ আছে, শুধুমাত্র জানার জন্য প্রশ্ন করলাম।দয়া করে মনে কষ্ঠ লাগলে ক্ষমা করে দিবেন।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বারিধারার বাচ্চাদেরকে মুসলমানি করার পরে প্যান্ট পড়িয়ে পুরো এলাকা ঘুরাইতে মুঞ্চায়।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৯

কাজী মামুনহোসেন বলেছেন: আইডিয়াটা খারাপ না, :D :D

যদিও এ ব্যাপারে বাচ্চাদের কোন ভুমিকা ছিল না.....

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৪

বাংলার আগন্তুক বলেছেন: আরে কি কয় না কয়। আমি তো সামারে ইংল্যান্ডে লুংগী পইড়া দোকানে-টোকানে যাই। কেউ কিসু কয় না খালি লুকজনে চাইয়া থাহে। হু কেয়ার্স? আমার বউ অবশ্য এইসব লইয়া মাইন্ড খায়না। এইদিক দিয়া চ্রম শান্তিতে আছি। লুংগী ব্যান করার প্রতিবাদে দরকার হইলে ব্রিটিশ পার্লামেন্টের সামনে লুংগী পইড়া চক্কর দিয়া আসুম। তয় ঠান্ডা কমলে।

ফডুক জব্বর হইসে ব্রো

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০

কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই, আপনেগ মত লুংগী প্রেমিক আছে দেইখ্যাই আজ পর্যন্ত লুংগী বাইচ্যা আছে। :(( :(( :((

তবে ভাই আফনের লুংগীর কছম, আমরা এইসব সাম্রজ্যবাদী লুংগী বিরোধীদের রুখে দাড়াবই.....

তার বিনিময়ে যদি আট-দশটা লুঙ্গি যায় যাক, তাতেও আমার পিছপা হব না...

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭

মাথা নষ্ট সিপাহি বলেছেন: িরেজায়ান আহেমদ তুিহন বলেছেন: ভাই আসল কথা হইলো গিয়া আমাদের দেশে যেসব বিয়াপুক ধনী আছে এগুলো সব ছোটলোকের বাচ্চা আক্ষরিক অর্থেই।

স হ মত ভাই, সেই ছোটো লোকের বাচ্চা রা যখন জন্ম নিল তখন তাদের দুখী মায়েরা যে ছেরা লুংগি ( তপন) দিয়া তাদের শরিরের লেগে থাকা রক্ত পরিষ্কার করিয়া আর একটুকরা ছেরা লুংগি( তপন) এর উপর শোয়ায়া রাখছিলো তা হা তারা ভাবো নি, এটা লুংগির উপর অবিচার।


(তয় এ এলাকায় সত্যি লুংগি পরা হারাম ? একটা লিনক পাইলে আশস্ত হইতাম আর গালি টায় জোড় আসতো)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

কাজী মামুনহোসেন বলেছেন: সেই ছোটো লোকের বাচ্চা রা যখন জন্ম নিল তখন তাদের দুখী মায়েরা যে ছেরা লুংগি ( তপন) দিয়া তাদের শরিরের লেগে থাকা রক্ত পরিষ্কার করিয়া আর একটুকরা ছেরা লুংগি( তপন) এর উপর শোয়ায়া রাখছিলো তা হা তারা ভাবো নি,

অসাধারন বস, যদিও এ মন্তব্যের বিনিময়ে প্লাসের উপরে আর কিছু দেয়ার যোগ্যতা নাই এই অধমের।

ভাই তপনের কথা মনে কইরা দিলেন ? ছোট কালে লুংগি রে তপন কইতাম এখনও মনে আছে....

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: ডেইলি স্টারে লেখছে, লিংক আমার কাছে নাই,

তবে ভাই আপনার মত একজন জ্বালাময়ী বক্তা আমাদের খুব দরকার। ভাই আমরা যদি মানববন্ধন করি তাইলে সর্বপ্রথম বক্তব্য আপনেই দিবেন।

আমি শিউর আপনের বক্তব্য হুনলে , ওরা নগদে প্যান্ট খুইলা লুঙ্গি পড়া শুরু করব.... :D :D =p~ =p~ =p~

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: =p~ =p~ =p~

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৭

কাজী মামুনহোসেন বলেছেন: =p~ =p~ =p~


আজকে নিচের পোস্টে আপনার মন্তব্য দেখে নিশ্চিত হলাম, আপনি একজন আপু। এতদিন ভাই ভাবতাম।
Click This Link

(আমার কাছে ব্যাপারটা অবাক করা লাগল , তাই বললাম)

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৪

পথহারা সৈকত বলেছেন: আমিও রাতের বেলা লুঙ্গি পইড়া ব্লগিং করি

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯

কাজী মামুনহোসেন বলেছেন: আমি আর আপনে মিসিরআলি,স্বপনবাজ আর বাংলার আগন্তুক তাইলে ভাই ভাই,

চলেন আমরা পাঁচ ভাই সহ আরও লুঙ্গি পড়া কয়েকশ ভাই মিল্লা বারিধারার সামনে একদিন মানব বন্ধন করি..... 8-| 8-| ;) ;) :D :D

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

পোসেইডন বলেছেন: লুঙিয়ানুভুতিতে এহেনো আঘাতের প্রতিবাদে হেফাজতে লুঙি বারিধারা অভিমূখে লং মার্চের ঘোষণা দিয়েছে

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: লং মার্চ না আমি হুনলাম লুঙি মার্চের ঘোষণা দিয়েছে !!! :D :D

ফেবুতে একটা ইভেন্ট ও দেখলাম

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭

রমনা টেক বলেছেন: আমিও বাড়ীতে বসে লুঙ্গি পড়ে ব্লগিং করি। =p~ =p~ =p~ =p~

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: আমি, আপনে মিসিরআলি,স্বপনবাজ, পথহারা সৈকত আর বাংলার আগন্তুক তাইলে ভাই ভাই,

চলেন আমরা পাঁচ ভাই সহ আরও লুঙ্গি পড়া কয়েকশ ভাই মিল্লা বারিধারার সামনে একদিন মানব বন্ধন করি..... 8-| 8-| ;) ;) :D :D

অথবা লুঙ্গি মার্চে সমর্থন জানাই ..... =p~ =p~

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩১

দেখি তাই বলি বলেছেন: লুঙ্গানুভূতির পাশাপাশি লুঙ্গি পরিধান করলে লিঙ্গানুভূতিও সব সময় তরতাজা থাকে। বিশেষত খৎনা করার পরে।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

কাজী মামুনহোসেন বলেছেন: এই অজানা বিষয়টা জাতীর সামনে তুলে ধরার জন্য, আপনাকে ধন্যবাদ..... =p~ =p~

জয় হোক লুঙ্গির

২০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আসলে ভাই এরা নিজেরা লুঙ্গি পড়তে পারে না তো তাই চাই না তাদের সামনে কেউ লুঙ্গি পড়ুক। তাই তাদের এলাকাই লুঙ্গি নিষিদ্ধ করেছে :P :P :P :P :P

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭

কাজী মামুনহোসেন বলেছেন: কন কি ? :P :P :P :P :P

২১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

আমি বন্য বলেছেন: । রাতে লুঙ্গি পরে যে একবার ঘুমিয়েছে সে এই সুখ আর অন্য কিছুতে কল্পনাও করতে পারে না
আর এই লু B:-/ ঙ্গির বিরুদ্ধে কথা মানি না

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

কাজী মামুনহোসেন বলেছেন: তা ভাই আপনার প্রোপিকে, লুঙ্গির বদলে অন্য কোন ধরনের বস্ত্র লক্ষ করা যাচ্ছে, এট কি ডিজিটাল লুঙ্গি ? ;) ;)

নাকি আপনেও লুঙ্গি অবমাননা কারীদের সাথে আতাত করলেন ?:P :P

জীবনে বহুত বিপ্লব দেখছি, কিন্তু এইবার করুম লুঙ্গি বিপ্লব !!!:) :)

২২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

১১স্টার বলেছেন: তুমি জানো না, লুঙ্গি পরে ক্রিকেট খেললে কেউ বোন্ড হয় না !

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: জীবনে বহুত বিপ্লব দেখছি, কিন্তু এইবার করুম লুঙ্গি বিপ্লব !!!:) :)

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

কাফের বলেছেন: লুঙ্গি অশ্লীল পোশাক!
তাইলে এখন থেকে বারিধারা গেলে জাইঙ্গা পইরা যামু
দেখি হেইডা হ্যাগো কেমন লাগে

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই তাইলে কি আপনে আমগরে লুঙ্গি বাদ দিয়া জাইঙ্গা মার্চ করতে কন ? /:) /:) =p~ =p~ =p~

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

চলতি নিয়ম বলেছেন: লুঙ্গী ছাড়া কি আমাদের একদিনও চলে??

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: চিন্তার বিষয়, গবেষনা কইরা দেখতে অইব.... ;) ;) :D :D

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

পেন্সিল চোর বলেছেন: আসেন প্রতিবাদ করি লুঙ্গি পাড়ার মানুষদের বিরুদ্ধে
আমার পোস্টটি দেখতে পারেন

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

কাজী মামুনহোসেন বলেছেন:

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

গোবর গণেশ বলেছেন:
লুঙ্গি লাগবেই, লুঙ্গির বিকল্প নাই। মেয়েদের অন্তর্বাস, সালোয়ার চেঞ্জ করার জন্য বাথরুমে ঢুকতে হয়। তাইলে তারা চায় ছেলেরাও প্যান্ট চেঞ্জ করার জন্য বাথরুমে ঢুকবে, নাকি সবার সামনেই করবে (কুচ পরওয়া নেহি স্টাইলে)? এটা কেমন কথা। না না না এ অন্যায়, এ অবিচার, এটা মেনে নেয়া যায় না। লুঙ্গির আরাম এরা কোত্থেকে বুঝবে। ডান্স ক্লাব আর ভিডিও ক্লাবে ঘুরলে কি আর লুঙ্গির গুরুত্ব বোঝা যায়। আমরা লুঙ্গি চাই, ব্যাস কথা শেষ।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই, আপনেগ মত লুংগী প্রেমিক আছে দেইখ্যাই আজ পর্যন্ত লুংগী বাইচ্যা আছে। :(( :(( :((

তবে ভাই আফনের লুংগীর কছম, আমরা এইসব সাম্রজ্যবাদী লুংগী বিরোধীদের রুখে দাড়াবই.....

তার বিনিময়ে যদি আট-দশটা লুঙ্গি যায় যাক, তাতেও আমার পিছপা হব না...

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

বইয়ের পোকা বলেছেন: কমোরেড বলেছেন: আমার সকাল শুরু হয় লুঙ্গির সাথে, বিকেলে অফিস ফেরত প্রথম বস্ত লুঙ্গি, ঘুমোতে যাই উইথ লুঙ্গি... কাজেই লুঙ্গি নিয়ে ফুটুস-ফাটুস চলবে না।

আমিও একই কাজ করি।

আমরা সবাই ভাই ভাই, লুন্গি ভাই!

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

কাজী মামুনহোসেন বলেছেন: লেখক বলেছেন: ওরে মোর কপাল, অলরেডি ছয় ভাই হযা গেসি... ;) ;) ;) ;)

ভাই, কসম কইরা কইলাম, আমরা যদি মানববন্ধন করি তাইলে আপনেই হইবেন আমগ দ্বিতীয় নেতা (কমরেড প্রথম)।

জীবনে বহুত বিপ্লব দেখছি, কিন্তু এইবার করুম লুঙ্গি বিপ্লব !!!

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

বাক স্বাধীনতা বলেছেন: আমি এই কমেন্ট লেখনের সময় লুঙ্গি পইরা আছি। লুঙির অপমান কিছুতেই মাইনা লওয়া যায় না।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আফনার মত একজন বিশাল লুঙ্গী প্রেমিক পায়া বহুত গর্বিত।

তবে ভাই আফনের লুংগীর কছম, আমরা এইসব সাম্রজ্যবাদী লুংগী বিরোধীদের রুখে দাড়াবই.....

তার বিনিময়ে যদি আট-দশটা লুঙ্গি যায় যাক, তাতেও আমার পিছপা হব না...

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: এক দফা এক দাবী
ট্রাউজার বাদ দিয়া লুঙ্গি পড়বি.... :D :D =p~ =p~

২৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

নায়করাজ বলেছেন: বারিধারায় লুঙ্গি নিষিদ্ধের প্রতিবাদে আগামী মাসের প্রথম দিন একটা লুঙ্গি মার্চ করা হবে। আপনারা দলে দলে যোগ দিন। লুঙ্গি ধইরা টান দিলে কাউকে ছাড়া হবে না।

লুঙ্গি মার্চ সফল করুন।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: আমার লুঙ্গি আমার অধিকার !!!

সচেতন হও বাঙালী....

লুঙ্গি ধইরা টান দিলে কাউকে ছাড়া হবে না।

৩০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: তুমি জানো না, লুঙ্গি পড়া নিয়ে কটু কথা আমার লুঙ্গানুভূতিতে কতোটা আঘাত করে.................. =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

কাজী মামুনহোসেন বলেছেন: এক দফা এক দাবী
ট্রাউজার বাদ দিয়া লুঙ্গি পড়বি.... :D :D =p~ =p~


উল্লেখ্য, লুঙ্গি ধইরা টান দিলে কাউকে ছাড়া হবে না।

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: লুঙ্গী মার্চ সফল হউক।
প্রয়োজনে আট-দশটা লুঙ্গী যায় যাউক।

ব্যাফুক বিনুদোন।
:D :D :D

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: জীবনে বহুত বিপ্লব দেখছি, কিন্তু এইবার করুম লুঙ্গি বিপ্লব !!! :D :D :D


উল্লেখ্য, লুঙ্গি ধইরা টান দিলে কাউকে ছাড়া হবে না।

৩২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

রাজ হাসান বলেছেন: আমি বাড়িতে থাকি যতক্ষন,দিন রাত সারাক্ষন
লুঙ্গি আমার সঙ্গী =p~ =p~ =p~

৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

ডুমরু বলেছেন: যেই কুত্তাগুলা লুঙ্গি পরা নিষিদ্ধ করছে ওদের জন্ম হইছে বিদেশী কুত্তাদারা তাই হেরা লুঙ্গি পরার মজ বুজবোনা, লুঙ্গি হইলো আমগো খানদানি পোষাক

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই মন্তব্যটা বেশী কঠোর হয়ে গেল না ?

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

আন্ডারটেকার বলেছেন: লুঙ্গি পড়তে পারিনা আর টাই বাধতে পারিনা, অনেকবার চেষ্টা করেছি কিন্তু বিফল। কিন্তু তাই বলে আমাদের লুঙ্গি ধইরা টান মারবে, এই অপমান আমি সহ্য করবো নাকি? :P

লুঙ্গিধারীদের বিপ্লবের সাথে সহমত পোষন করছি। B-))

তুমি জানো না, লুঙ্গি পরে ক্রিকেট খেললে কেউ বোন্ড হয় না !
@
হাহালুখুগে। =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

কাজী মামুনহোসেন বলেছেন:


লুঙ্গিমার্চের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রইল...


উল্লেখ্য, লুঙ্গি ধইরা টান দিলে কাউকে ছাড় দেয়া হবে না।

৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

আল ইফরান বলেছেন: ফটুক খানা সেইরাম হইছে, :-B :-B :-B
দেইখা মনে হয় পম গানা B-) B-) B-)
এই কমেন্টখানা করার সময় আমি কিন্তু লুঙ্গিই পইরা আছি :P :P :P

অফ টপিক : আপনি মুহসীন হলের বাসিন্দা নাকি ? ? ?

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: ফটুক খানা গুগুল থিক্কা ধার করছি,

তবে এই ফটুর মাধ্যমে বাঙালীরা কতটুকু লুঙ্গি প্রেমিক তা প্রকাশ পায়। :D :D

আর ছবির ভদ্রলোকের চশমা দেইখ্যা মনে হয়, ভদ্রলোক পম গানা।
;) ;)


এক লুঙ্গি বিপ্লবীর পোস্টে লুঙ্গি পড়ে মন্তব্য করার জন্য, আপনাকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা।

সাথে লাল সালাম রইল সকল লুঙ্গি বিল্পবীদের পক্ষ থেকে..

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই বাবার হলে থাইক্যা, কোনমতে এই পাশ করছি.... (বর্তমানে বাবার হলেই আছি)। ;) ;) :D :D



মুহসীন হলের রানা ভাইকে চিনেন ?
উনার সাথে মাঝে মধ্যে দেখা হয়...

৩৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

স্বপ্নীল. বলেছেন: baridharay skirt pore jaben :)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৩

কাজী মামুনহোসেন বলেছেন: জাইঙ্গার পর এবার স্কার্ট পড়ে যাওয়ার লংমার্চে যাওয়ার প্রস্তাব এল...

আমি নিশ্চিত এটা বারীধারবাদীদের ষড়যন্ত্র



উল্লেখ্য, লুঙ্গি ধইরা টান দিলে কাউকে ছাড় দেয়া হবে না।

৩৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

ভাবী জিওলজিস্ট বলেছেন: আমি লুঙ্গির তল দিয়া
বিষেশ অংগটারে হাওয়া খাওয়াইতে ছি

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৭

কাজী মামুনহোসেন বলেছেন: কন কি ? :P :P

উল্লেখ্য, লুঙ্গি ধইরা টান দিলে কাউকে ছাড় দেয়া হবে না।

৩৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১

আমি তুমি আমরা বলেছেন: - তুমি জানো না, লুঙ্গি পরে ক্রিকেট খেললে কেউ বোন্ড হয় না !


বাংলাদেশের সব ব্যাটসম্যানকে লুঙ্গি পড়ে মাঠে নামানো হোক ;) ;) :P :P

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

কাজী মামুনহোসেন বলেছেন: প্রস্তাবটা খারাপ না !!! :P :P

বিসিবি ব্যাপারটা ভাইবা দেখতে পারে....

৩৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০

নীল জানালা বলেছেন: লুংগি পৈরা বারিধারা গিয়া লুংগি তুইলা মুত্রবিসর্জন করতঃ বারিধারারে মুত্রধারা বানায়া দেওয়া হৌক

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫

কাজী মামুনহোসেন বলেছেন: আর যখন পুলিশে লাঠি চালান দিব তখন ? X(( X((

আমি নিশ্চিত এটা বারীধারবাদীদের ষড়যন্ত্র


উল্লেখ্য, লুঙ্গি ধইরা টান দিলে কাউকে ছাড় দেয়া হবে না।

৪০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮

এম হুসাইন বলেছেন: =p~ =p~ =p~ :) সিরাম পোস্ট। লুঙ্গি নিষিদ্ধকরণের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।

ফটো টা কার?


পোস্টে ভালোলাগা।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই লুঙ্গি বিপ্লব না কইরা মাঠ ছাড়ুম না।


ফটো গুগল মামা থিক্কা ধার করছি, ভদ্র লোকরে চিনি না, সম্ভবত বলিউডের কোন হিরু অইব ... ;) ;)

ধন্যবাদ

৪১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: আমি তুমি আমরা বলেছেন: - তুমি জানো না, লুঙ্গি পরে ক্রিকেট খেললে কেউ বোন্ড হয় না !


বাংলাদেশের সব ব্যাটসম্যানকে লুঙ্গি পড়ে মাঠে নামানো হোক

সিরাম একখান আইডিয়া।
এখনো পোলাপাইনের সাথে ক্রিকেট খেলতে আমি লুঙ্গি পইড়া নামি, ব্যস পোলাপাইন আনলিমিটেড বল করতে থাকে।
জয় লুঙ্গি

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: কন কি ভাই, তাইলেত এতদিনে আপনের জাতীয় দলে চান্স পাওয়ার কথা। এখন বাসায় বইসা কি করেন ? ;) ;)

তা কোন কোম্পানির লুঙ্গি পড়েন আপনি ?

৪২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন:
তা কোন কোম্পানির লুঙ্গি পড়েন আপনি ?

আমি হেফাজতে ইজ্জত কোম্পানির লুঙ্গী পরি।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: =p~ =p~ =p~ =p~

৪৩| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত সেই আদেশ প্রত্যাহার করা হয়েছিল কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.