![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত
যাহারা ঈমানি দ্বায়িত্ব পালনের নিমিত্তে হেফাজতে ইসলামের তথাকথিত নাস্তিক বিরোধী লংমার্চকে সমর্থন জানাইয়া হেফাজত বিরোধীদের নাস্তিক আখ্যায়িত করে বগল বাজাচ্ছেন ! তাহাদের অতি খুশি না হইযা নিচের ছবিগুলা পত্যক্ষ করার অনোরোধ রইল।
হেফাজত সমর্থক সহ সকল ব্লগারের প্রতি -
হেফাজত সমর্থকদের সামনে নিজেকে ব্লগার পরিচয় না দেয়ার অনোরোধ রইল, কারন তাহা্রা আপনি ব্লগার তা জানলে, তাহাদের (হেফাজতের) ঈমানি দ্বায়িত্ব পালনের নিমিত্তে যে কোন সময় আপনাকে হত্যা করতে পারে !!!
নিচে হেফাজত সমর্থক ব্লগারদের উদ্দেশ্যে আমার কয়েকখানা প্রশ্ন রইল। উত্তর দিবেন আশা করছি।
তাহলে প্রত্যেক ব্লগার নাস্তিক এবং প্রত্যেককে হত্য করতে হবে, আপনি কি এই কথাতে সমর্থন করেন ?
তাহারা ইসলামের প্রতি মহব্বতের তরে আপনার ফাসি চায় !! তাইলে আপনি ইসলামের বড় শত্রু ?
লন এইবার !! সমর্থন করলে কেউ ফাসী চায় এই নজির আজ প্রথম দেখলাম !!
ভাই আপনি ওদের সমর্থন দিয়ে কি এমন দুষ করলেন যার জন্য আপনার ফাসি চাইল ?
আপনাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্য করার চেস্ঠা করা হবে,
ব্লগার পরিচয় দিতে সাবধান !!!
তার পরেও কি আপনি মূর্খ হেফাজতীদের সমর্থন করবেন ??
এদের সাথে শিবিরের কোন পার্থক্য কি পাওযা গেল উপরের প্ল্যাকার্ড দেখে ?
বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিতে জুতা নিক্ষেপ করল হেফাজত সমর্থকরা (ছবি কথা কয় পর্ব ১)
হেফাজতের লগে জামাতের কোন স্বম্পর্ক নাই, কোন হালায় কয় ? (ছবি কথা কয় পর্ব ৩)]
হেফাজতিরা মুনাফেক এবং ধর্ম অবমাননাকারী, নাস্তিকদের সাথে তাদেরও বিচার চাই (ছবি কথা কয় পর্ব ৪)
চরম নারীবিদ্ধেষী হেফাজত সমর্থকের প্রাণ রক্ষা করল, এক নাস্তিক নারী (ছবি কথা কয় পর্ব ৫)
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৮
কাজী মামুনহোসেন বলেছেন:
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
মুরাদপােভল বলেছেন: নাস্তিক ব্লগারদের এরকমই করা উচিত
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
কাজী মামুনহোসেন বলেছেন: কিরে ভাই, নাস্তিক শব্দের মানে জান ?
ব্লগার শব্দের মানে জান ?
আমার পুস্ট কি পড়ছ ?
নাকি হেফাজত হুইনাই অনুভুতি নাড়া দিল ?
আগে পুস্ট পড়, তারপর উত্তর দে
আর পুস্ট পড়ার পরও যদি আবার উপরের মন্তব্য করছ তাইলে নাস্তিকতার দায়ে সর্বপ্রথম তোর ফাসি কার্যকর দেখতে চাই!!
আবাল কোনহানকার..
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
াহো বলেছেন: +
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ...
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এই পরিস্থিতির জন্য আমরা ব্লগাররাই সর্ব প্রথম দ্বায়ী। এই ভাবনা থেকেই একটি পোস্ট লিখেছি, পড়ে দেখবেন দয়া করে।
প্রসংগঃ ব্লগার = নাস্তিক, এই অপপ্রচারের দ্বায়ভার কার??
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭
কাজী মামুনহোসেন বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ...
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
রুদ্র মানব বলেছেন: আলতামাশ ভাইরে জিগান ,
ব্লগারদের ফাসি চাই , এই বালের স্লোগান কেডা দিছে ,
হেফাজিতে ইসলামী না জামায়াতে ইসলামী
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই লিংক দেন, আমি ব্যাপারটা ঠিক বুঝি নাই....
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হেফাজতে জামাতে ইসলাম বলে কথা!
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৫
কাজী মামুনহোসেন বলেছেন:
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২
ুুপাংশুল বলেছেন: এত্ত এত্ত ব্লগারদের ফাসি কার্যকর করার মত জল্লাদ দেশে আছে নাকি? নাকি পাকি বা আফগানি বা সৌদি জল্লাদ আমদানী করতে হবে?আমদানী চাই না,দেশি চাই; তাই বেশি করে জল্লাদ বানান,হের পর ব্লগারদের ফাসি চান।এর আগে ব্লগর ব্লগর অফ যান
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪
কাজী মামুনহোসেন বলেছেন: সাঈদি, সাকারা থাকতে নতুন জল্লাদের কি আর দরকার আছে ??
মন্তব্যটা অসাধারন হয়েছে,
ধন্যবাদ
৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
চেয়ারম্যান০০৭ বলেছেন: পাসপোরট টা রিনিউ করে তাইলে বাইরেই থাকি বিয়ার আগে মরতাম চাইনা
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই এদেশ আবাল আর ছাগুতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে !!
তবে আমরা যদি বিদেশ চলে যাই, তাহলে
ছাগুদের চামড়া কে তুলবে ?
৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্লগার পরিচয় দিলে মাইরাই ফেলবে। কে কোন টাইপের ব্লগার দেখবে না।
সাধু সাবধান।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম জাতীয়তাবাদী / হেফাজত সমর্থক হইলেও কোন মাফ নাই।
সকল ব্লগারই নাস্তিক, (এটা আমার কথা না ম্যাডেমের কথা)
১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২০
আমিই মিসিরআলি বলেছেন: এই ছাগলের বাচ্চাগুলা ধর্মের দোহাই দিয়া সাধারণ মানুষগুলারে
বিভান্ত্র কইরা একটা বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করছে
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই, এরা ধর্মব্যাবসায়ী, এদের রুখতে হবে...
১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৩
বাংলাদেশী দালাল বলেছেন: সব হেফাজতি মানুষ না কিছু ছাগু সমাজ থিকা আগত।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই ওখানে কিছু কিছু মানুষ ছাড়া সবাই ছাগু ছিল.....
১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৫
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ, (এর আগেও আট-দশবার দিছি)
দয়া করে ক্ষেমা করা যায়না ?
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯
জাহিদুল হাসান বলেছেন: খাইছে
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: না ভাই, ল্যাঞ্জা বাইর হইছে...
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওরা তো দেখি আমারও ফাঁশি চাইতেছে!!
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১১
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই,
এখন হেপাজত সমর্থকদের কি হপে ?
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
মেকগাইভার বলেছেন:
তিন নং টা পূড়াই বিনুদুন।
তবে বিনুদুন ছারা চিন্তা করলে এই সিচুয়েশনের জন্য সামুর মডারেটররা দায়ি।
দেশের কতজন পড়শুনা করছে? তার মধ্যে কতজনের কম্পিউটার আছে। তার মধ্যে কতজনের নেট আছে? তার মধ্যে কতজন ব্লগ পরেন? দেশের অল্প পড়শুনা করা জনগন কে ভুল ইনফরমেশন দিয়ে আজকে এই সিচুয়েশেন হইতাছে।
দেশে হাতে গোনা কয়টা নাস্তিক ব্লগার ইসলাম কে গালাগালি করার কারনে দেশের শান্তি প্রিয় মানূষ রা খেপছে।
তাদেরকে ব্লগের মডুরা যদি আগেই ব্যান করতো তাহলে এত কিছু হত না। আজকে ব্লগারদের এত দুর্নাম হত না। এর জন্য সামুর মডারেটররাই দায়ী।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৫
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই, হনুদের স্বর্নযুগে আমি ছিলাম না তাই, কইতেও পারি না । ধর্মঅবমাননা হলে মডুদের অবশ্যই ব্যাবস্থা নেয় উচিৎ।
তবে এই পরিস্থিতির জন্য শুধু সামুর মডু দায়ী তা আমি মানতে নারাজ।
এই পরিস্থিতির জন্য
হেফাজত সমর্থক সকল ব্লগার।
কিছু দিন আগে সকল ব্লগারকে নাস্তিক আখ্যায়িত করা ম্যাডেম
এবং ছাগুর পশ্চাৎদেশ পত্রিকা দায়ী
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১১
লিন্কিন পার্ক বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৪
কাজী মামুনহোসেন বলেছেন: হেফাজতের আর মান সম্মান বইলা কিছু রইল না....
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ফালতু ফুঁৎকার।কথা বলার মানসিকতা নাই। ঘুমাতে যামু।
০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৬
কাজী মামুনহোসেন বলেছেন: হে হে হে,
ক্যামনে ফালতু হইল, প্রমাণ করেন....
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০০
কাঠুরে বলেছেন: মঞ্চের কেউ কি এসব কথা বলছে??
না বললে এইটা নিয়া এতো বাড়াবাড়ির কি হইলো, বুঝলাম না।
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩
কাজী মামুনহোসেন বলেছেন: বলার আর বাকী রইল কই ?
ওই ব্যাপারে বহুত পোস্ট আছে...
হেফাজত নেতা সামু ব্লগ বন্ধ করতে চান (উনার স্বাক্ষাতকারে পড়ছি) !!
তার মানে সামুর সব / বেশিরভাগ ব্লগার নাস্তিক ?
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪
কাঠুরে বলেছেন: যে যাই কিছু বলুক, গ্রাহ্য হবে মঞ্চ থেকে ঘোষণা দেয়া কথা, যদি মঞ্চ থেকে এমন ধরনের কথা কখনো শুনতে পান, তখন জানাবেন, আর তখনই হুজুরদের উপর ব্লেম দিয়েন।
আমি জানি, মঞ্চ থেকে কেউ উল্টাপাল্টা কথা বলছে, এমন কোনও প্রমাণ আপনাদের কাছে নেই, আর কখনো পাবেন ও না।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
কাজী মামুনহোসেন বলেছেন: মঞ্চ থেকে হত্যা করার নির্দেশ দেয়নি আবার হত্যা না করর নির্দেশও দেয়নি।
সকল ব্লগার নাস্তিক এই দাবীতে মঞ্চ এখনও অটল
হেফাজত নেতা সামু ব্লগ বন্ধ করতে চান (উনার স্বাক্ষাতকারে পড়ছি) !!
তার মানে সামুর সব / বেশিরভাগ ব্লগার নাস্তিক ?
২০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮
শিপু ভাই বলেছেন:
কয়দিন আগেও নিজেরে ব্লগার পরিচয় দিয়া ভাব লইতাম- আর এখন ডড় করে!!!
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই.....
২১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
কাঠুরে বলেছেন: সকল ব্লগার নাস্তিক এই দাবীতে মঞ্চ এখনও অটল
এইটাও মিথ্যা কথা কইলেন।
সামু ব্লগ কারা বন্ধ করে দিতে চায়, চোখে কালো কাপড় দিয়ে রাখলে দেখবেন কি করে?
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
কাজী মামুনহোসেন বলেছেন: দুর ভাই পারলে সব প্রশ্নের উত্তর দেন নাইলে অফ যান,
ক্যাচাল কম ভালা পাই....
২২| ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৪
মুহসিন বলেছেন: সব ব্লগার যে নাস্তিক না, অশ্রাব্য গালিগালাজকারী বা ধর্মদ্রোহী না সেটা প্রচার হওয়াটাও জরুরী।
০২ রা জুন, ২০১৩ রাত ৩:২৪
কাজী মামুনহোসেন বলেছেন: কঠিন ভাবে সহমত...
২৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯
মাগুর বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: হেফাজতে জামাতে ইসলাম বলে কথা!
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫১
কাজী মামুনহোসেন বলেছেন:
আমার ব্লগে স্বাগতম
২৪| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০১
হাসান মাহবুব বলেছেন: এরপরেও কিছু ছাগল এত দম পায় কোন কল থিকা ব্লগার হৈয়াও হেফাজতে ইসলামের পক্ষে কথা কয়
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই, আমারও একি প্রশ্ন...
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯
রুশন বলেছেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবরে হেফাজতে সাঈদী পরিষদের ১১৯ দফা দাবী
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪ |
শেয়ারঃ 00
১. ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল কুফুরী বিশ্ববিদ্যালয় বন্ধ করিয়া মক্তব-মাদ্রাসায় রূপান্তরিত করিতে হইবে এবং আগামী প্রজন্মকে ঈমানী শিক্ষায় শিক্ষিত করিয়া মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর স্বপ্ন পূরণে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করিতে হইবে।
২. দেশের যে সকল হাসপাতালে অপেন হার্ট সার্জারী হয় সেগুলোর ডাক্তারদেরকে পরিবর্তন করিয়া শিবির কর্মীদেরকে স্থলাভিষিক্ত করিতে হইবে। গবেষণায় দেখা গেছে, রগ কাটার মেশিন দিয়ে শিবির কর্মীরা যথাযথভাবে অপেন হার্ট সার্জারীসহ সকল প্রকার সার্জারীতে পারঙ্গম। এমতাবস্থায় আমরা মনে করি, কাফের ডাক্তারদেরকে চাকুরীচ্যুত করিয়া সুন্নতি ডাক্তার নিয়োগ দিয়া সরকার তার ঈমাণের পরিচয় দিবে।
৩. যেসকল পাইলটরা মসজিদ মাদ্রাসার উপর দিয়ে এরোপ্লেন চালিয়ে যায় তাদেরকে চাকুরীচ্যুত করিয়া মাদ্রাসাশিক্ষায় শিক্ষিত পাইলটদেরকে শরিয়া মোতাবেক প্লেন চালানোর জন্য নিয়োগ দিতে হইবে এবং মহিলা এয়ার হোষ্টেসের পরিবর্তে গেলমান নিয়োগ করিতে হইবে।
৪.১৯৭১ সালে কয়েকটি মাত্র খুন আর ধর্ষণের জন্য সাঈদী সাহেবের মতো মর্দে মুজাহিদকে ফাঁসির দন্ডাদেশ দিয়া দেশের সকল তাওহিদানী এবং তাওহিদী জনতার অন্তরাত্মা ফুক্কা করিয়া দিয়াছে। আমরা মনে করি, সাঈদী সাহেবের এমন লঘু অপরাধের জন্য বড় জোর কোনো অষ্টাদশীর হাত দিয়ে ১৯টি পুষ্পাঘাতই যথেষ্ট ছিলো। অতএব অবিলম্বে ফাঁসির রায় প্রত্যাহারপূর্বক সকল দেশপ্রেমকি যুদ্ধাপরাধীদের বেকসুর খালাস দেওয়া হোক।
৫. বাংলা ব্লগ হইতেছে আবুলাহাবের আড্ডাখানা। এইসব ব্লগ বন্ধ করার পাশাপাশি সারা বাংলাদেশে ইন্টারেনেট সার্ভিস বন্ধ করিয়া ইহুদী নাসারাদের হাত হইতে মুসলমান মরদ ও আওরতদের রক্ষা করিতে হইবে।
৬.গণজাগরণ মঞ্চে মিছিলকারী মেয়ে লোকদেরকে অগ্নিকন্যা বলা যাইবে না। তাহাদেরকে দোজখের কন্যা বলিয়া প্রজ্ঞাপন জারী করা হোক।
৭. যেসকল টেলিভিশনে আওরতকুল সংবাদ পরিবেশন করে সেই সকল টেলিভিশনের লাইসেন্স বাতিল করিতে হইবে এবং মহিলাগণমাধ্যমকর্মী, মহিলা ডাক্তার, ম্যাজিষ্টে্টসহ ঘরের চার দেয়ালের বাহিরে যেসকল নারীরা কর্মক্ষেত্রে যাইবে তাহাদিগকে মুরতাদনী ঘোষণা করিতে হইবে।
৮. সক্রেটিস, প্লেটো, রবীন্দ্রনাথ, গ্যালিলিও, অ্যারিষ্টটল,নীটসে, রাসেল এইসব নাস্তিকদের রচনা বাদ দিয়া এদেশের জ্ঞানী হুজুরদের বয়ান পাঠক্রমে অর্ন্তভুক্ত করিতে হইবে। ফররুখ আহমদ, আল মাহমুদের রচনা বহাল রাখা যাইতে পারে এবং তাদেও রচনা হইতে যক্ষèা, নিউমোনিয়াসহ যাবতীয় রোগের হালাল ঔষধ বাজারজাত করিতে হইবে।
৯.আন্জুমানে বাইয়িতান নামের সংগঠন আমাদের লংমার্চকে অনৈসলামিক আখ্যায়িত করে নাস্তিক ট্যাগ দিয়াছে। আমরা নাকি মাও সেতুংকে অনুসরণ করে লংমার্চের ডাক দিয়াছে। এমন মন্তব্যকারীদের মুন্ডু দ্বিখন্ডিত করিবার জন্য গভর্ণমেন্টের তলোয়ারে ধার দেওয়া হোক।
১০. কসাই মোল্লা বা কাদের মোল্লাকে বঙ্গবীর উপাধী দিতে হইবে।
মানুষ হত্যার জন্য রাষ্ট্রের কোষাগার হইতে কোনপ্রকার গোলাবারুদ ব্যবহার না করিয়া রাম-দা দিয়া মানুষ জবাই করিয়া রাষ্ট্রের কৃচ্ছতা সাধন করিয়াছেন। এমন মিতব্যয়ীকে একুশের পদক বা রাষ্ট্রীয় সম্মাননা প্রদান খুবই জরুরী বলিয়া আমরা মনে করিতেছি।
১১.বর্তমান সরকার দেশকে ডিজিটাল করিবার নামে আমাদেও ক সুন্দরী আওরতদেরকে (বেহেশতের নেয়ামত) পর্দার বাহিরে নিয়া আসিতেছে। এমতাবস্থায় আইন করিয়া দেশকে পুনরায় এনালগ করিতে হইবে।
১২. চুল এবং দাড়িতে লাগানোর জন্য কফি কালার ও কমলা কালারের হেয়ার ডাই বা কলপের দাম কমাইতে হইবে এবং মন্ত্রী এমপিদেরকে চুল দাড়ি লম্বা রাখিতে বাধ্য করিতে হইবে। মনে রাখিতে হইবে নাফরমান এমপিরা পরকালে ওয়ার্ডকমিশনারও হইতে পারিবে না। (চলিবে)