নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

হেফাজতের লগে জামাতের কোন স্বম্পর্ক নাই, কোন হালায় কয় ? (ছবি কথা কয় পর্ব ৩)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৯

কোথায় গেলেন হেফাজত সমর্থকরা, আপনারা নিরব কেন ?



পেরথমে :D ইমরান রাজাকারের নাতি হওয়াতে তাদের ইজ্জতে আঘাত লাগে





তারপর তাহারা শাহবাগীদের নাস্তিক (যারা যারা রাজাকারের ফাসী চায় তারা সবাই নাস্তিক) ঘুষনা করে তাদের রাজাকার বিরোধী আন্দোলন বন্ধের দাবী জানায়





তারপর তাহারা ইশারা-ঈঙ্গিতে সাঈদি, গো আজম এবং শিবির সহ সব ধরনের তৌহিদী জনতার (রাজাকারের) ওপর দমন-নিপিড়নের প্রতিবাদ জানায় !!





তারপর আর কি ? স্বরুপে ফিরল ছাগুরা X(( X((













সারমর্ম - ল্যাঞ্জা ইজ ডেফিনিটলি আ টাফ থিং টু হাইড !!
;) ;) :D :D :D









বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিতে জুতা নিক্ষেপ করল হেফাজত সমর্থকরা (ছবি কথা কয় পর্ব ১)



প্রত্যেক ব্লগারকে হত্যা করতে চায় হেফাজত সমর্থকরা !!! (ছবি কথা কয় পর্ব ২)



হেফাজতিরা মুনাফেক এবং ধর্ম অবমাননাকারী, নাস্তিকদের সাথে তাদেরও বিচার চাই (ছবি কথা কয় পর্ব ৪)



চরম নারীবিদ্ধেষী হেফাজত সমর্থকের প্রাণ রক্ষা করল, এক নাস্তিক নারী (ছবি কথা কয় পর্ব ৫)

মন্তব্য ৩৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

নায়করাজ বলেছেন: কেবল ছবি কথা বলে না। অডিও টেপও কথা বলে ।

Click This Link

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: :D :D :D :D

অডিও টেপ আগেই শুনছি, ধন্যবাদ...

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

আমি ছড়াকার বলেছেন: aishob dari tupiwala bok dharmikdero bichar hobe akdin ai banglar matite inshallah...

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: ইনশাআল্লাহ....

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: চমৎকার পোষ্ট ! হেফাজতে জামাতের ছাগুদের স্বরুপ উন্মোচন।

ছবি কথা কয় !

পোষ্টে প্লাস !!

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আরও বহুত আছে, দুই-তিন পর্ব অইব, শাহবাগে আক্রমনের কয়েকটা ছবি আছে, ওই পুস্ট দিলে কে ভাল শাহবাগ নাকী হেফাজত তা প্রমাণ পাইব।

তাছাড়া, হেফাজতিরা নিজেও ধর্মাবমাননা করীদের মধ্যে পড়ে, ছবিই প্রমাণ করব....

আজ সব হেফাজতের সমর্থকরা নিরব..

ওদের সারাদিনের পকপক বন্ধ কইরা দিছি...

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

সাদা কলো বলেছেন: মুখে এত ''নাস্তিক বলগার বলগার''( ইংরেজিতে blger) করে, কিন্তু আন্দোলন করছে সেই ''নাস্তিক বলগার'' দের অনুকরণে- রাস্তায় আলপনা আঁকা , '' নাস্তিক'' দের স্লোগান নকল করে '' তোমার - আমার ঠিকানা, মক্কা মদিনা'' ।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম ভাই, ওরা ধর্মব্যাবসায়ী...

সবার আগে ওদের বিচার হওয়া উচিৎ

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

রুদ্র মানব বলেছেন: ছবি যে শুধু কথাই বলে ,


ছাগুদের ল্যাঞ্জা পুরাই টাইনা দেখায়া দিলেন =p~ =p~ =p~

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫

নায়করাজ বলেছেন: আবার নাস্তিক মাও সেতুংএর মতো লং মার্চ করে। নাস্তিক শাহবাগীদের মতো মাথায় ফেট্টি লাগায়। নাস্তিকদের মতো প্লাকার্ড বহন করে। নাস্তিকদের মতো আলপনা আকে। সবই তো নাস্তিকদের মতো। নাস্তিকদের মতো বলে, যে কেউ তাদের সঙ্গে সহমর্মী হইতে পারে। বিএনপি এবং জাতীয় পার্টির নেতাদের মঞ্চে উঠতে দেয়। পুরো কর্মসূচির সবই তো শাহবাগ থেকে কপি/পেস্ট করা।

শাহবাগ নাস্তিক হলে তো এরাও নাস্তিক হয়ে যায়।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

কাজী মামুনহোসেন বলেছেন: কমেন্টে প্লাস

ওরা ধর্মব্যাবসায়ী, ধর্মের বড় শত্রু...

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৬

প্রভাষ প্রদৌত বলেছেন: পোস্টে প্লাস +++++++++++++++++


ভাই মেশিনম্যান এর ছবিটা কোন জায়গার ? !:#P !:#P !:#P !:#P !:#P

এই ছবিটাই হেফাজতে ইসলাম থুক্কু জামায়াত এর আসল চেহারা প্রকাশ করে ।


০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই, মেশিন ওই সময় সম্ভবত ছানী লিওন রে সাথে নিয়া সূর্যের উদ্দেশ্যে রওয়ানা দিছিল তাই মতিঝিল আইতারে নাই... :D :D

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

কাজী মামুনহোসেন বলেছেন: পিলাসের জন্য ধন্যবাদ ;) ;)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই মেশিন যেই হারে চালাচ্ছেন সব তো পালাইতে দিশা পাইব না!


চালান! মেশিন চলবে!, + না দিইয়া যাই কই!

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই অলরেডি পালাইছে, ছবি দেইখা মাথায় কোন যুক্তি আসে না, বিরোধীতা করার কিছু নাই, সব দিনের মত পরিস্কার !!

আমার পোস্ট দেখে মাগার মন্তব্য করতে পারেনা। এই দুংখে হেফাজত ইস্যু আপতত বাদ দিয়া নতুন ইস্যু খুঁজথাছে.... :D :D :D


পিলাসের জন্য ধন্যবাদ ;) ;)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০০

আমিই মিসিরআলি বলেছেন: স্বরুপে ফিরল ছাগুরা X( X(( X(

পোষ্টে ++++++++

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

কাজী মামুনহোসেন বলেছেন: ছাগুদের চামড়া তুলে নেব আমরা...


পিলাসের জন্য ধন্যবাদ ;) ;)

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ল্যাঞ্জা কি আর লুঙ্গির তলে লুকান যায়? ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

কাজী মামুনহোসেন বলেছেন: হেফাজতে ইজ্জত কোন ধরনের কথা আমার সহ্য হয় না। ;);)


উল্লেখ্য, লুঙ্গি ধইরা টান দিলে কাউকে ছাড় দেয়া হবে না।:D :D :D :D


১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

নিমপাতা১২ বলেছেন: এই সব পোষ্ট দিয়ে কি নাস্তিক দের হালাল করা যাবে???

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৭

কাজী মামুনহোসেন বলেছেন: হে হে হে,

লংমার্চ কইরা ল্যাঞ্জা লোকানো যায় না।
রাজাকার হালাল করা যায় না।

সাথে ধর্মের নামে ব্যাবসা হালাল করা যায় না...

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

দিশার বলেছেন: এরা হল মৌলানা সাইদীর , টিয়া পাখি। সাইদীর লইট্টা ফিস এর মুক্তি চায় .

সাকা , সাইদী কে এক সেল য়ে রাখার জোর দাবি জানাচ্ছি।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: আমিও সহমত প্রকাশ করছি তবে

দুই মেশিনের মুখোমুখী সংঘর্ষে, জেলখানা বিস্ফোরিত হওয়ার সম্ভাবনাকেও বিবেচনায় রাখছি। :D :D

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২

এই আমি সেই আমি বলেছেন: একই অঙ্গে কত রূপ । যাহা বাহান্ন তাহাই তিপান্ন । যাহা জামাতে ইসলাম তাহাই হেফাজতে ইসলাম ।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত


দিশার বলেছেন: এরা হল মৌলানা সাইদীর , টিয়া পাখি। সাইদীর লইট্টা ফিস এর মুক্তি চায় .

সাকা , সাইদী কে এক সেল য়ে রাখার জোর দাবি জানাচ্ছি।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

তপাই বলেছেন: নিমপাতা১২ কে নিমের ডান্ডা ভেন্গে তার পশ্চাদপথে ঢুকায় দেবার ব্যাবস্থা করা হোক।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২০

কাজী মামুনহোসেন বলেছেন: যাহা দিয়াছি তাহাও কিন্তু কম নয়....

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: হাহ হাহ হাহ। কেন মনে হইল না জামাত হেফাজতের সাথে মিশ্তে আসছে?? মনে হইবে না, কস্মিঙ্কালেও না। তাইলে মুখ বন্ধ হয়েজাবে যে...............

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

কাজী মামুনহোসেন বলেছেন: আর সকল ব্লগারকে হত্য করারা ফতুয়া কি আমি দিছি ?

আর হেফাজত জামাত বিরোধী হইলে, জামাত তাদের সাথে মেশে ক্যাম্বে ?

তখন ত জামাত এটা বন্ধ করার চেষ্ঠা করত.....

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ভাষা মাধুর্য দেখিয়া গিরিগুহায় চলে জাইতে মন চায়।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

কাজী মামুনহোসেন বলেছেন: যুক্তি খুজিয়া না পাইলে,

আমার ব্লগ ত্যাগ করিয়া, গিরিগুহায় যান অথবা টয়লেটে যান সেটা আপনার ব্যাপার... :D :D

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

একজন ঘূণপোকা বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় :P :P :P

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

কাজী মামুনহোসেন বলেছেন: আইজকা কি কইছে হেইডা হুনছ ?

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৫

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: নিজের ভাই-বেরাদারদের উলঙ্গ করে দিলি? :( আইজকা তোর কপালে আর কাঁঠালপাতা নাইরে ছাগু /:) /:) /:) /:) /:) /:)

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৭

কাজী মামুনহোসেন বলেছেন: হেফাজতের মতে কিন্তু আফনিও নাস্তিক ..
হেফাজত কইলাম আফনারও ফাসী চায়...

অতএব, নিজের ফাসী না চাইলে এবং নিজে নাস্তিক না হইলে হেপাজতের পক্ষ নিয়া কথা কওয়া হইতে বিরত থাকুন...

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

উযায়র বলেছেন: শাহাবাগের আন্দোলন হাইজাক হয়েছে ক্ষমতাশীলদের দ্বারা, হেফাজত হাইজাক করতে পারেনি বি এন পি বা জামাত

Click This Link

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

কাজী মামুনহোসেন বলেছেন: উ হু হা হা হা.....
জাতী এখনও আপনার মত কানা ল্যাংড়া লুলা হয়ে যায় নাই...

আপনার পুস্ট পড়েছি, আপনার পুস্টের উত্তর হল
আমার আগের পর্বগুলা পত্যক্ষ করে, হেফাজতকে সমর্থন করা হতে বিরত থাকুন।


নাহলে

হেফাজতের মতে কিন্তু আফনিও নাস্তিক ..
হেফাজত কইলাম আফনারও ফাসী চায়...

অতএব, নিজের ফাসী না চাইলে এবং নিজে নাস্তিক না হইলে হেপাজতের পক্ষ নিয়া কথা কওয়া হইতে বিরত থাকুন...

নাইলে, 'সকল ব্লগার নাস্তিক' এই কথায় সমর্থন দেযার দায়ে আফনেরে ঘাড় ধইরা ব্লক করুম... B-)) B-)) B-))

২০| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৫

মইনুল হাসান মুক্ত বলেছেন: কি বলতে চান ? এই ছবিগুলা ফটোশপ ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.