নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

চরম নারীবিদ্ধেষী হেফাজত সমর্থকের প্রাণ রক্ষা করল, এক নাস্তিক নারী (ছবি কথা কয় পর্ব ৫)

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

রাজাকারদের ফাসী দাবিকারী নাস্তিক(!) ব্লগারদের হত্যা করার হেফাজতী ফতোয়া









নাস্তিকদের হত্যার উদ্দেশ্যে হেফাজতীদের শাহবাগ গমন








এক শাহবাগী মুরতাদ নাস্তিককে(!) হত্যা চেষ্ঠায় পিটিয়ে রক্তাক্ত করা (একে অনেক বেশী যখম করা হয়েছে, রক্তাক্ত ছবিটা দেখলে অনেকে সহ্য করতে পারবে না, তাই দিলাম না)






মুরতাদ নাস্তিকদের(!) আত্নরক্ষার চেষ্ঠা





ধরা পড়ল এক মাইন্ড ওয়াশড হেফাজত সমর্থক







এবার কি হবে ? হেফাজতসমর্থক হলে কি করত ?

একজন শাহবাগী নাস্তিক (!) যদি তাদের হাতে ধরা পড়ত, তাহলে হেফাজত সমর্থকের হাত থেকে কি সে জীবন্ত ফেরত আসতে পারত ?

এমনকি তার লাশটাও কি অক্ষতভাবে পাওযা যেত ?

দেখুন শাহবাগী নাস্তিক(!)ব্লগাররা কি করল -






না নাস্তিক ব্লগাররা তাদের হত্যা করতে উদ্যত হয়নি, তার গায়ে একটা আঘাতও করেনি, বরং তাকে হামলা হতে বাঁচানোর চেষ্ঠা করছেন..








আর মজার বিষয় হল । কিছুক্ষন আগে এক নারী সাংবাদিককে বেধড়ক পেটানো চরম নারীবিদ্ধেষী এক মাইন্ডওয়াশড হেফাজত সমর্থকে হামলা থেকে বাঁচানোর চেষ্ঠা করছেন এক নারী নাস্তিক (!) (salute to you apu)











চরম নারীবিদ্ধেষী, শাহবাগ আন্দোলনকারী এবং ব্লগারদের হত্যা করার ঘোষনা দানকারী এবং হত্যাচেষ্ঠা করী এক মাইন্ড ওয়াশড হেফাজত সমর্থককে অক্ষত অবস্থায় পুলিশের হাতে তুলে দিচ্ছেন কয়েকজন শাহবাগ আন্দোলনকারী নাস্তিক(!) ব্লগারগন।





যদি এই নারী এবং পুরুষ নাস্তিকরা (!) প্রতিপক্ষ না হয়ে অন্য কেউ প্রতিপক্ষ হত , তাহলে কি অবস্থা হত এই হেফাজত সমর্থকের ধারনা করতে পারেন ?



এরকম একজন হত্যাচেষ্ঠাকারীকে যদি শাহবাগী নাস্তিকরা (!) না ধরে, হেফাজতি আস্তিকরা (!) ধরত তাহলে আজ কি হত, বলতে পারেন ?



করুনা হয় এসব মাইন্ড ওয়াশড হেফাজত সমর্থকদের প্রতি !



নিজেই বিবেক করেন কে ভাল হেফাজতী আস্তিক নাকি হেফাজত বিরোধী নাস্তিক (!) ?





ছবি সৌজন্য - রেহমান আসাদ ভাই

উৎসর্গ : সকল ব্লগারকে (হেফাজতের মতে নাস্তিকদের)



আশাকরি শেয়ার করে সবাইকে জানার সোযোগ করে দিবেন।



বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিতে জুতা নিক্ষেপ করল হেফাজত সমর্থকরা (ছবি কথা কয় পর্ব ১)



প্রত্যেক ব্লগারকে হত্যা করতে চায় হেফাজত সমর্থকরা !!! (ছবি কথা কয় পর্ব ২)



হেফাজতের লগে জামাতের কোন স্বম্পর্ক নাই, কোন হালায় কয় ? (ছবি কথা কয় পর্ব ৩)



হেফাজতিরা মুনাফেক এবং ধর্ম অবমাননাকারী, নাস্তিকদের সাথে তাদেরও বিচার চাই (ছবি কথা কয় পর্ব ৪)

মন্তব্য ৯১ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

h3mdsa বলেছেন: নারী পুরুষের অবাধে মেলামেশা : হেফাজতে ইসলামের দাবী ও সেকুলার প্রতিক্রিয়া...

এখানে অবাধে মেলামেশ মানে লিভ টুগেদার, বা ইন্ডিয়ান সিরিয়ালের প্রভাবকেই বুঝানো হয়েছে, যার প্রভাব আমরা আমদের সমাজে অনেকবার দেখতে পেয়েছি বিভিন্ন বড় বড় নারকীয় হত্যাকান্ড বা নৃশংস ঘটনার ও পরিবার কলহের মধ্য দিয়ে, আমরা কি তাই চাই?

ইসলাম কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়ার সমাজকে পরিবর্তিত করেছিল। - পিতার মৃত্যুর পর মা'কে ছেলেরা ভোগের জন্য ভাগ করে নিত সে অবস্থা থেকে ইসলাম নারীদের মুক্তি দিয়েছে।
- বিধবা বিয়ে করে রাসুল সাঃ প্রথার গায়ে লাথি মেরে নারীর জয়গান গেয়েছিলেন।
- বিয়েতে মোহরানা সিস্টেম করে, পিতৃ ও স্বামী সম্পদে নারীদের অধিকার দিয়ে ইসলাম নারীকে করেছে অর্থনৈতিকভাবে নিরাপদ।
- পুরুষের জন্য ৪ নারী পর্যন্ত বিয়ে সীমাবদ্ধ করে লিভটুগেদারকে ও অবাধে যৌনাচারকে নিয়ন্ত্রন করে নারীর মর্যাদা সংরক্ষন করেছে।
- "মায়ের পদতলে সন্তানের বেহেস্ত " ঘোষনা দিয়ে নারীকে মহীয়ান করেছে।
- জীবিকা নির্বাহের প্রেসার থেকে নারীকে মুক্তি দিয়ে রিলাক্সে রেখেছে। তবে প্রয়োজনে কাজ করে আয়ের অনুমতি দিয়েছে, অনেক মহিলা সাহাবী রাও তা করেছেন
- রাসুল সা: বলেছেন "তোমাদের মধ্যে সে ব্যাক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট ভাল" এখানে স্ত্রীর সন্তুষ্টির বিষয়টিও প্রাধান্য পেয়েছে।

তবুও বাংলাদেশের ইসলামপন্থীদের নিয়ে নারীরা আতংকিত। ইসলাম নিয়ে নারীদের আতংকিত মনে হয়নি কারন এখনো কোন বিপদ মুসীবতের সময় সাদাকাহর মা'নত মা- বোনেরা বেশী করে। পর্দা প্র্যাকটিস কম-বেশি করলেও ইসলাম মানার ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে নেই। হতে পারে ইসলামে টোটালিটি নিয়ে মেয়েদের চিন্তা ভাবনা কম। কিন্তু ইসলামের ব্যাপারে ভালবাসার অভাব মেয়েদের মধ্যে নেই।

ইসলাম সুযোগ দিয়েছে অনেক কিন্তু আমাদের আলেম ওলামারা অনেক কিছু করতে পারেন নাই। এখানে আরো অনেক কিছু করার আছে আমাদের আলেম ওলামাদেরঃ
- মসজিদে মা বোনদের নামায পড়ার সুযোগ বাড়াতে হবে
- কর্মক্ষেত্রে যেন মুসলিম নারীরা কাজ করার সুযোগ পায় তা নিয়ে আলেমদের কন্ঠস্বর উচ্চকিত হতে হবে
- নারীদের বিভিন্ন সমস্যা- পরিবারে নিগৃহীত হওয়া, মাতৃমৃত্যু, যৌতুক, নারী নির্যাতনের ব্যাপারে তাদের আরো জোরালো ভুমিকা রাখতে হবে
- সব থেকে বড় কথা মা বোনদের মধ্য থেকে বেড়িয়ে আসতে হবে খাদিজা-আয়িশা-যয়নপব আল গাজালীর মত "আলিমা" দের

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত....

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

শোয়াইব আহেমদ বলেছেন: কিন্ত আজ সাহবাগীদের হাতে অস্ত্র দেখে আমি সত্যিই অবাক হয়েছি Click This Link

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

কাজী মামুনহোসেন বলেছেন:


এটা কি নতুন বাঁশেরকেল্রা ?

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: হেফাজতের মতে কিন্তু আফনিও নাস্তিক ..
হেফাজত কইলাম আফনারও ফাসী চায়...

অতএব, নিজের ফাসী না চাইলে এবং নিজে নাস্তিক না হইলে হেপাজতের পক্ষ নিয়া কথা কওয়া হইতে বিরত থাকুন...

নাইলে, 'সকল ব্লগারকে নাস্তিক' এই কথায় সমর্থন দেযার দায়ে আফনেরে ঘাড় ধইরা ব্লক করুম... X(( X((

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২

এম আর সুমন বলেছেন: নির্লজ্জ শাহবাগীদের কোনো চক্ষু লজ্জা থাকরে দুটি কাজ তারা করতে পারতো না..........
এক নিজেরা হরতাল করার একদিন পরেই হরতাল বিরোধী মিছিল........

দুই. পয়লা বৈশাখ যেখানে এমনিতেই লাখ লাখ লোক জমা হয় সেদিন জনসভা ডাকা। এ ধরনের ভাওতাবাজি কোনো সুস্থ মানুষের লক্ষন না।

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০০

কাজী মামুনহোসেন বলেছেন: ক্যাচাল করতে পুস্ট দেই নাই .....

দুরে থাকুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

তাসজিদ বলেছেন: সকল শ্রদ্ধা ওই নারীর প্রতি।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: নারী এবং পুরুষ দুজনের প্রতি শ্রদ্ধা রইল...

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

0গাংচিল বলেছেন: এম আর সুমন বলেছেন: নির্লজ্জ শাহবাগীদের কোনো চক্ষু লজ্জা থাকরে দুটি কাজ তারা করতে পারতো না..........
এক নিজেরা হরতাল করার একদিন পরেই হরতাল বিরোধী মিছিল........

দুই. পয়লা বৈশাখ যেখানে এমনিতেই লাখ লাখ লোক জমা হয় সেদিন জনসভা ডাকা। এ ধরনের ভাওতাবাজি কোনো সুস্থ মানুষের লক্ষন না।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: ক্যাচাল করতে পুস্ট দেই নাই .....

দুরে থাকুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হেফাজতের কারো হাতে যদি এদের একজন পরত, সে যতই মুসলিম হোক, মেরে ফেলত।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

কাজী মামুনহোসেন বলেছেন: হুমমম.....

করুনা হয় এসব হেফাজতে জাশিদের জন্য....

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ১৯২ বার পঠিত আর ৬ টা কমেন্টে যা বোঝার বুঝে নিন। কারা এসে ঘুরে গেছে?

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম...

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

হাসান মাহবুব বলেছেন: এটাই পার্থক্য! পার্থক্যগুলো ঘুচোনো খুব দরকার।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

কাজী মামুনহোসেন বলেছেন: পার্থক্য ঘুচাতে হলে অবশ্যই হেফাজতিদের ইসলাম শিক্ষা দিতে হবে......

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: পোস্টে প্লাস। নাম না জানা আপু ও তাকে সমর্থন দেওয়া সবাইকে অভিনন্দন জানাই। আমাদের মত ভিন্ন হতে পারে, জীবন সম্পর্কে আমাদের ধারনা- বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু অপরকে মেরে ফেলেতে চাওয়ার এই বর্বরতা থেকে আমরা কবে বেরুতে পারব? শেষমেশ বিতর্কের সবকিছু তো এই বেঁচে থাকা নিয়ে! :(

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম, শেষমেশ বিতর্কের সবকিছু তো এই বেঁচে থাকা নিয়ে! :(


অসাধারন মন্তব্য,
প্লাস রইল, ধন্যবাদ...

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

লিঙ্কনহুসাইন বলেছেন: হেফাজতের কর্মীদের মনে মধ্যে বিন্দুমাত্র মায়া মহব্বত নেই

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: সাধারন জনগনের জন্য মহব্বত নেই তাবে মেশিনম্যান আর ছাগুদের জন্য আছে

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

আকাবাকা বলেছেন: চট্টগ্রামে ছাত্রলীগের গুলিতে আহত হেফাজতে ইসলামের কর্মী মারা গেছেন। হরতাল চলাকালে সোমবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর ওয়াসা মোড়ে ছাত্রলীগের সাথে হেফাজতকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়। তখন গুলিবিদ্ধ মো: শাহাদাৎ কে নগরীরর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তিনি মারা যান।
এদিকে হেফাজত কর্মী নিহতের ঘটনায় বিুব্ধ হয়ে উঠেছে সংগঠনটির কর্মী সমর্থকরা। ঘটনার প্রতিবাদে নগরীরর ওয়াসা মোড় থেকে হাজার হাজার কর্মী সমর্থকদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এখনো বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল চলছে।
শাহাদাৎ এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জনমনে ােভের সঞ্চার হওয়ায় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুল পরিমাণ পুলিশ ও র‌্যাব নগরীর আন্দরকিল্লা মসজিদের সামনে কঠোর নিরাপত্তা বেস্টনী গড়ে তুলেছে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে গনজাগরন মঞ্চ হামলার আশংকায় প্রেসকাবে এক প্লাটুন বিজিবি ও বিপুল পরিমাণ পুলিশ-র‌্যাব মোতায়েন করা হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: চট্টগ্রামে ছাত্রলীগের গুলিতে আহত হেফাজতে ইসলামের কর্মী মারা গেছেন।

এজন্য আফনারও কয়েকশ মারেন....


খুনের বদলে খুন, কোন কথা নাই, দেশ চলবে আফগান স্টাইলে B-)) B-))

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

লিঙ্কনহুসাইন বলেছেন: হেফাজতের কর্মীদের মনে মধ্যে বিন্দুমাত্র মায়া মহব্বত নেই

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৫

কাজী মামুনহোসেন বলেছেন: সাধারন জনগনের জন্য মহব্বত নেই তাবে মেশিনম্যান আর ছাগুদের জন্য আছে

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

নিয়ামুল ইসলাম বলেছেন: নারী পুরুষের সহঅবস্তান বলতে তারা কি বুজাতে চায় তা তারা পরিষ্কার ব্যক্ষা করেনি, তাদের তারা যদি পরিষ্কার ব্যখ্যা দেয় তাহলে h3mdsa আপনার যুক্তি নিয়ে ভাবা যেত, তাদের এই দাবি নিয়ে এত সমালোচনা হচ্ছে এইটা কি তারা দেখেন না?
আর এর জবাব কেন দিচ্ছেন না তারা ?

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৭

কাজী মামুনহোসেন বলেছেন: হুমমম

উনারা চোখ থাকিতে অন্ধ...

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হেফাজতের জামাতি স্টাইল! ;)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৭

কাজী মামুনহোসেন বলেছেন: :P :P :P

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগলেরা যদি মেয়েদের সম্মান দেয়া শিখত তাহলে আফগান, পাকিস্তানের এ অবস্থা হত?

শেম অন দেম। লাঠির বাড়িরই যোগ্য ছাগলের দল !

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত.....

তবে ওদেরকে লাঠি দিয়ে বাড়ি মেরে, লাঠি অবমাননা না করে, ;) ;) ধর্ম শিক্ষা দেয়া যেতে পারে....

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: পোষ্টে প্লাস !++++++++

০২ রা জুন, ২০১৩ রাত ৩:২৬

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
এইটাই পার্থক্য !

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

কাজী মামুনহোসেন বলেছেন: হুমমম

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

নিয়েল হিমু বলেছেন: পোষ্ট ভাল হয়েছে ।
সামুকে জামাত শিবিরের আখ্রা হতে দিয়েন না । চালিয়ে যান ছায়া হয়ে থাকব ।
আর ফেবুর info প্রয়জনে চেন্জ করুন তবুও ছাগল গত্রিয় কারো কাছে রিকোয়েস্ট কইরেন না ফেবু link সরিয়ে দিতে বা এই রকম কিছু ।

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০০

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই.....

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

কোবা সামসু বলেছেন: আসল কথা কও না কেন চরম নারীবিদ্ধেষী না তোমাগো লিভ টুগেদার যে বন্ধ হইয়া যাইব। :P :P :P :P =p~ =p~ =p~ :P :P

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

কাজী মামুনহোসেন বলেছেন: দুর হ শয়তান...

তর মত আদপাগল আছে দেইখ্যাই ব্লগে আজও সস্তা বিনোদন আছে... X(( X((

২০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪

রিফাত হোসেন বলেছেন: হুম

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০১

কাজী মামুনহোসেন বলেছেন: হুমমম ছাড়া আর কোন উত্তর খুইজা পাইলাম না !!


তয় মন্তব্য করার জন্য ধন্যবাদ....

২১| ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্টে প্লাস++++++++ এই 'ছবি কথা কয়' পর্ব অবশ্যই কন্টিনিউ করবেন।

কোবা সামসুর কমেন্ট রিপোর্টেড।

শুভ কামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৬

কাজী মামুনহোসেন বলেছেন: আপনাদের মন্তব্যে অনুপ্রাণিত হই, আর আপনার কাছ থেকে প্লাস পাওয়াত, আমার মত ব্লগারের কাছে সৌভাগ্যের ব্যাপার।

আশা করছি নিয়মিত পদধুলি দেবেন...

দেখী আবার যদি এরকম ছবি পাই অবশ্যই কন্টিনিউ করব (পোস্ট থেকে শেষ কথাটা উঠিয়ে ফেললাম)।

ধন্যবাদ আপু।

২২| ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৪

ব্লগার রানা বলেছেন: স্যালুট টু আপন হার।


থ্যাংকস আপনাকে বিষয়টা এভাবে পোস্ট করার জন্য

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: নারী এবং পুরুষ দুজনের প্রতি শ্রদ্ধা রইল...



ধন্যবাদ জনাব অনুপ্রাণিত হলাম...

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫০

আমিই মিসিরআলি বলেছেন: ঐ হালায় যদি এই ঘটনার থেইকা শিক্ষা লইবার না পারে......
তাইলে জীবনেও ছাগু থেইকা মানুষ হইতে পারব না X(( X(( X((

পোষ্টে +++++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৯

কাজী মামুনহোসেন বলেছেন: কঠিনভাবে সহমত,

আমি নিশ্চিত উনি শিক্ষা নেবে, কারন উনি তখন প্রাণ হারানোর ভয়ে ছিল। আমি বিশ্বাস করি এখন থেকে উনি নারীদের সম্মান করবে, মানুষের জীবনের মূল্য অনুধাবন করবে।


আর তার পরেও
হালায় যদি এই ঘটনার থেইকা শিক্ষা লইবার না পারে......
তাইলে জীবনেও ছাগু থেইকা মানুষ হইতে পারব না X(( X(( X((

অসাধারন মন্তব্যের জন্য ধন্যবাদ
ভাল থাকবেন
আবার আসবেন

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১১

রুপালী রাত বলেছেন: আপনি কি দাড়ি টুপি পরা এলিয়েন(!) দের সাথে সত্যি যুদ্ধে যেতে চাচ্ছেন? লাঠি যখন অস্ত্রে রূপান্তরিত হবে তখন মাঠে থাকবেন তো? না খাটের নিচে বিছানা বিছিয়ে রেখেছেন? কে আপনাদের অধিকার দিল দেশকে এই ভয়ংকর দিকে ঠেলে দিতে? দেশের মানুষ? মিছিলের সাইজ দেখে তো মনে হয়না।

আপনি কি মনে করেননা এই ছবি গুলো শুধু ভয়ংকর ঘৃণার উদ্রেক ঘটাবে এলিয়েন দের মনে? (অরণ্যের রোদন)

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩১

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই এই প্রথম বড় আজিব এক মন্তব্য পড়লাম

আমার উপলব্ধি, আপনার মন্তব্য পুং / স্ত্রী কোন লিঙ্গের না (মানে কার বিরোধীতা করে কার পক্ষে বললেন কিছুই বুঝতে পারলাম না)। :-B :-B

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৫

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই বাবা খালী হাতে (পরে অস্ত্র হাতে আসছে) তখনকার সময়ের আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করতে রওয়ানা হয়েছিলেন।

আর তার সন্তান হয়ে আমি খাটের নিচে লুকিয়ে নিজের পিতৃপরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চাইনা এবং করবওনা।


একটা কথা মনে রাখবেন, খালী হাতে হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করতে রওয়ানা দেওয়া বাবার সন্তানদের দেয়ালে পিঠ ঠেকে গেলে তারা কাউকে পরোয়া করে না, কারও জন্য অপেক্ষাও করে না, একাই বুক চিতিয়ে যুদ্ধ করতে মাঠে নামে।


প্রতিপক্ষ হউক বারাক ওবামা অথবা অন্য কোন মহাশক্তিধর দল..

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২১

েশখসাদী বলেছেন: কোন স্হানে হেফাজত কাকে মেরেছে - ছবি সহ প্রমাণ যদি দিতেন ।

তবে জামাতের কর্মকান্ড হেফাজতের উপর চালাবেন না - আশা করি ।

এটা একটা কৈাশলী এবং এক পাক্ষিক পোষ্ট ।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪০

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আপনি এই পোস্ট সহ আগের পর্বগুলা ভাল করে পড়ে দেখছেন ?
না পড়ে থাকলে দয়া করে একবার পড়ে দেখেন, তার পরে মন্তব্য করেন।


ধন্যবাদ

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩০

রুশন বলেছেন: প্রিয় পোষ্ট। স্যালুট নাস্তিকনী।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪১

কাজী মামুনহোসেন বলেছেন: নারী এবং পুরুষ দুজনের প্রতি শ্রদ্ধা রইল...


প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪১

পুদিনা পাত০০৭ বলেছেন: পোষ্টে প্লাস+++++++++++ কথা হইলো কে বুঝবে আর কাকে বুঝাব। এই ছবি দেখ ও লেদানো কমলো না।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

কাজী মামুনহোসেন বলেছেন: কথা হইলো কে বুঝবে আর কাকে বুঝাব। এই ছবি দেখেও লেদানো কমলো না।


এটাই দুংখজনক

আগের পর্ব গুলাও দেখবেন আশা করছি,
প্লাসের জন্য ধন্যবাদ

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৬

এস বাসার বলেছেন: সফি সাব এজন্যে এই নারীর ফাঁসির দাবীতে আরেকটা লংমার্চের ডাক দিতে পারে।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০

কাজী মামুনহোসেন বলেছেন: কন কি ? :-B :-B B-)) B-))

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০১

দিশার বলেছেন: আপুর জন্য সালাম। আগায়ে যা রে মাইয়া .

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৯

কাজী মামুনহোসেন বলেছেন: আপু এবং ভাইয়া দুজনের জন্যই সালাম রইল....

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৪

বুড়া শাহরীয়ার বলেছেন: বাল পুস্ট

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: মাথায় কি গুবরও নাই ?


দুরে সইরা মর....

৩১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৮

আমরা তোমাদের ভুলব না বলেছেন: 0গাংচিল বলেছেন: এম আর সুমন বলেছেন: নির্লজ্জ শাহবাগীদের কোনো চক্ষু লজ্জা থাকরে দুটি কাজ তারা করতে পারতো না..........
এক নিজেরা হরতাল করার একদিন পরেই হরতাল বিরোধী মিছিল........

দুই. পয়লা বৈশাখ যেখানে এমনিতেই লাখ লাখ লোক জমা হয় সেদিন জনসভা ডাকা। এ ধরনের ভাওতাবাজি কোনো সুস্থ মানুষের লক্ষন না।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

কাজী মামুনহোসেন বলেছেন: ক্যাচাল করতে পুস্ট দেই নাই .....

দুরে থাকুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

৩২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২

মেলবোর্ন বলেছেন: আমাদের সবার উচিৎ সাধারন মানুষকে বোঝানো ব্লগ মানেই যে ইসলাম বিদ্বেষী নয় ব্লগ কে ইসলামের প্রচারেও কাজে লাগানো যায় সেটা ব্যক্তির উপর নির্ভর করে। মাদ্রাসার বা সাধারন মানুষ যতই বুঝবে ততই সচেতন ভাবে জামাত শিবিরের বিপক্ষে যাবে। আর একজন বুঝলে পরিবার পরিবার বুঝলে সমাজ এমনি একদিন সবাই বুঝবে জামাত কি ইসলামি না পিছলামি দল।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্য
শতভাগ সহমত...


৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

তুহিন সরকার বলেছেন: ওদের কবে বোধদ্বয় হবে!

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

কাজী মামুনহোসেন বলেছেন: যেদিন তারা মাইন্ড ওয়াশড না হয়ে, সত্যিকারের ইসলাম ধর্মের প্রতি ধারনা নিতে পারবে সেদিন....

৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

কোবা সামসু বলেছেন: ম্যাডাম ফুলি বলেছেন : কোবা সামসুর কমেন্ট রিপোর্টেড। =p~ =p~

=> কোবা সামসুর কমেন্টে তো রিপোর্ট করবেনই কারন কোবা সামসুর আপনাদের আসল চরিত্র সবার কাছে তুলে ধরে। :P :P :P

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: বহুত ল্যাদাইছ, এবার খুয়াড়ে যাও

৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

রুপালী রাত বলেছেন: আপনার কথা শুনে মনে হচ্ছে হয় আমাকে অবশ্যই হেফাজতকে ধোলাই দিতে হবে নয়ত আপনাদেরকে দৌড়ানি দিতে হবে (এখানে আপনি দয়া করে পুং / স্ত্রী লিঙ্গ বসিয়ে নিন) কদিন আগে "বাইনারি মাইন্ড" নামে একটা লেখা পরেছিলাম বিডি নিউজে। আমাদের দেশে এই ধরনের ফাজিল মানুষের সংখ্যা সবসময় বাশি ছিল। এই সব আজাইরা ক্যাচাল বন্ধ করেন, সত্যি বলছি দেশ একপাও এগোচ্ছেনা এই নারী লিঙ্গ আর পুরুষ লিঙ্গের সংঘর্ষে।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

কাজী মামুনহোসেন বলেছেন: আপনি আমাকে / আমাদেরকে দৌড়ানি দেয়ার কে ?

কেউ কেউ সব ব্লগারকে হত্যা করতে ফতোয়া দেবে, আমাকে (ব্লগার ) নাস্তিক বলবে, আমার মা বোনকে ঘর থেকে বের হলে আঘাত করবে, আর আমি বসে বসে তামাশা দেখব, আর দেশ আগাবেনা বলে নিরব থাকব ?

আমার মা-বোন এর ওপর হামলার প্রতিবাদ করা, আমাকে (ব্লগার) নাস্তিক বলার প্রতিবাদ করায় ফাজিল হয়ে গেলাম ?

পিছন থেকে একদল মৌলবাদী দেশকে অভিরাম কুপিয়ে যাচ্ছে, আর আমরা প্রতিবাদ করছি না, তাহলে দেশ আগাবে ক্যামনে ?

আতলামি বাদ দেন, খাটের নিচে শুয়ে না থেকে প্রতিবাদ করতে নামেন অথবা নিরবে আঙুল চুষতে থাকেন।

আমাদের বাধা দেন কেন ?

৩৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ফটো সুট ভালো হইছে।
ও হ্যা, হেফাজতে ইসলামীর সমথর্ক হইলেই যে পুলিশে দেয়া যায় জানতামনাতো।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: সাধারন জনগন, তাদের ওপর হামলা চেষ্ঠা কারীকে ধরে পুলিশে দেয়।

তবে আবালরা কি করে জানিনা, নিশ্চই হত্যা করে না ?

ধন্যবাদ

৩৭| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ।চোখে ঠুলী পড়ানো মানুষের তালগাছ আমার টাইপ চিন্তা -চেতনা নিপাত যাক এই কামনা করি।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত জনাব...

৩৮| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

আতাউররহমান১২০০৭ বলেছেন: গনজাগরনের দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের ! বীরত্ব , একজন বুড়ো পথচারী কে রক্তাক্ত করা। আক্রমঙ্কারী একজন চারুকলার চুশীল ছাত্র

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬

কাজী মামুনহোসেন বলেছেন: কিছুই ত দেখা যাচ্ছে না, আপনি কি বাঁশের কেল্লার ছবি শেয়ার করলেন ?

ঘটনা সত্য হলে / প্রমাণ থাকলে সামুতে পুস্ট দেন, তারপর দেখি।

(আর হ্যা, যদি বাঁশের কেল্লা প্রডাকশন হয়, তাইলে কইলাম শেয়ার দিয়ে না, এতে গদাম কাওয়ার সস্ভাবনা আছে)

৩৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

আতাউররহমান১২০০৭ বলেছেন: দেখুন এই ছবিটা । এটা একটা বাস্তব ঘটনা। যারা মার দিচ্ছিল তাদের একজন মুক্তিযোদ্ধা ! আমার বন্ধুর পরিচিত ছোট ভাই।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৭

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই, আপনার আগের মন্তব্য
গনজাগরনের দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের ! বীরত্ব , একজন বুড়ো পথচারী কে রক্তাক্ত করা। আক্রমঙ্কারী একজন চারুকলার চুশীল ছাত্র

তারপর এই ছবি শেয়ার করলেন !

আমগরে কি মফিজ মনে হয়, এই ভদ্রলোক পথচারী হইল ক্যাম্বে ? X(( X((

উপরোক্ত ঘঠনা (আমার পুস্টের) আর এই ঘঠনা একি দিনের এবং একি স্থানের ?

এই ভদ্রলোকরা শাহবাগের নাস্তিকদের হত্যা করার উদ্দেশ্যে গিয়েছিলেন, এবং শাহবাগীরা প্রতিরোধ করতে যেয়ে বাধ্য হয়ে উনাকে রক্তাক্ত করেছে। আমি নিজে স্বাক্ষী এবং ছবি সহ প্রমাণ আছে । /:) X( X((


মিথ্যা কথা বলেন কেন?

এই ছবিও ফটোশপে এডিট করা, ঘঠনা সন্ধায় ঘঠেছে, ওই সময় সূর্যের আলো ছিলনা, তাছাড়া রমনা পার্কের ভেতরে ঘঠনা ঘঠেছে, ওখানে সূর্যের আলো পড়ার কথা না।

আমি নিশ্চিত এই ছবিটা বালের কেল্লা থেকে সংগ্রহ করেছেন। X(( X((

৪০| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৬

আতাউররহমান১২০০৭ বলেছেন: আজাইরা কথা বলবেন না । মহাসমাবেশ শেয হয় বিকাল বেলায় ।যারা মারছিল তাদের একজন আমার বন্ধুর পরিচিত। চারুকলায় পড়ে । সংগত কারনে নাম বলছি না ।এই মুরুববি নিরীহ পথচারী ।হাটতে হাটতে তাদের সামনে পড়ে যায় । আর তারা আক্রমন করে । আর নাদিয়া শারমিনকে আক্রমন করে সমাবেশে অনুপ্রবেশকারী কিছু দুষকৃতিকারী ,যাদের Target ছিল সমাবেশকে বিতর্কিত করা ।আর শাহবাগ কি কোন IMPORTANT রাষ্টীয় বা ধর্মীয় স্হান নাকি যে এখানে এত টাকা খরচ করে Police protection রাখতে হয় ?

২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০২

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই, আপনাকে বলেছি আমার কাছে সচিত্র প্রমাণ আছে, আমি যা বলেছি তা সত্য। আপনি যে ছবি শেয়ার করেছেন, তা ফটোশপে বানানো একটা বালের কেল্লা প্রডাকশন।

৪১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০

সাইবার অভিযত্রী বলেছেন: অবশেষে আবিষ্কার আল্লামা শফী রাজাকার !

০৯ ই মে, ২০১৩ রাত ৩:৩৭

কাজী মামুনহোসেন বলেছেন: দুরে সইরা মরেন,আপ্নে কি কি করাতারেন তা আমগ ধারনা আছে।

আপ্নে ফটোশপে ছবি এডিট কইরা বুঝাইতে চান, বাংলাদেশের কেউ পর্বত জয় করে নাই।

জীবনে বহুত আবাল দেখছি, কিন্ত আপনের মত আবাল পাই নাই।

যাদের মাথায় গুবর নিয়া ঘুরে তারাই একমাত্র আপনার পুস্ট পইরা, আপনার কথা বিশ্বাস করব।

মন্তব্যের জন্য ব্রাফুক ধন্যবাদ

৪২| ০৭ ই মে, ২০১৩ ভোর ৪:১৩

jotejoy বলেছেন: ছবি কথা কয়' খুবই সুন্দর পোষ্ট।++++++

০৯ ই মে, ২০১৩ রাত ৩:৩৮

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ বস...

৪৩| ০৯ ই মে, ২০১৩ ভোর ৫:০৬

জুবায়ে১২ বলেছেন: চালিয়ে যান , এদের মুখোশ খুলে দিতে হইবে ।
একটু ঘুরে আসুন ।

০৯ ই মে, ২০১৩ ভোর ৬:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ..

৪৪| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩২

সহজ সাপটা বলেছেন: ভাই প্রথমে তো ঐ আপু র ভাইয়া টা কে ধন্যবাদ। আর সাথে এটা ও মানি হেফাযত এর ব্রেইন ওয়াশ করা হয়েছে। আর সহমত জানাই h3mdsa ভাইয়ার সাথে। কারন একটা মেয়ে হিসেবে আমার অনেক কিছু সইতে হয়েছে, যা বেশির ভাগ ই আমরা বলিনা অথবা গা সওয়া হয়ে গেছে। আর কাজের জায়গা্য় নিজেকে পন্য ভাবতে আমার অন্তত ভাল লাগবে না।তা্ই পাশচাত্য ভাবধারা ছেড়ে দেশিও ও শালিনতা র মধ্যে থাকা ই আমার কাছে শ্রেয় মনে হয়। আর যারা সত্তি ইসলাম নিয়ে পর্যালোচনা করবেন তারা জানবেন ইসলামি অনুশাসন কতটা ভালো। আর ভাই সমস্যা তো আরো আছে , ইসলামি অনুশাসনে যদি আমি পোশাক পরি তো আজকের বাংলাদেশে আমরা হেফাজত অথবা জামাত। ভাই এটা নিয়ে কি কোনো সমাধান দিতে পারবেন? আমরা ও স্বাধীন বাংলাদেশের পক্ষে। আমরও যুদ্ধাপরাধী র ফাসী চাই।তাই বলে কি হিজাব পরে দেশের জন্য কাজ করতে পারব না?

১৩ ই জুন, ২০১৩ রাত ৩:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: আপা আমি নাস্তিক নাই, ধর্ম নিয়ে নিয়মিত পড়াশোন করি। ফেবুতে নাস্তিকদের সার্থে তর্ক করি তাদের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করি।

আমি সবসময় হিজাবের পক্ষে, আমি চাই আমার সকল বোন হিজাব পড়ে চলেফেরা করুক।

হিজাব পরতে আপানকে বাধা দিছে কে ?

এই বাংলাদেশে হিজাব পড়তে বাধা দেয়ার সাধ্য কারও নেই এবং কেউই হিজাব পড়ে কাজ করতে বাধা দেবে না, তার পরও যদি কেউ হিজাব পড়তে বাধা দেয় তাহলে সে এক মিনিটও টিকতে পারবেনা এতে কোন সন্দেহ নেই।

অতিউৎসাহী অনেককেই দেখেছি যারা, দাড়ি পড়া অথবা হিজাব পড়া কাউকে দেখলেই কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই হেফাজতি অথবা জামাতি ট্যাগ দেন। তাদেরকে, এই রকম কাজ না করতে অনোরোধ করছি।

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.