![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত
আজকে আমার পোস্ট দেয়ার কোন ইচ্ছা ছিলো না , কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্ষনের ঘটনা নিয়ে কিছু প্রগতিশীল বাইনচো*র কাজকর্মে পোস্ট লিখতে বাধ্য হলাম।
এবার মূল বিষয়ে আসি -
সাম্প্রতিক সময়ে আমার এক বোনকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করে কথিত বিয়ের নামে আটকে রেখে ৫৫ দিন ধরে ধর্ষণ করে এক জানোয়ারের বাচ্চা। আর এই সংবাদ প্রচার হওয়ার পরপরই ব্লগ এবং ফেইসবুকে প্রগতিশীল চুতিয়াদের স্ট্যাটাসের মহাপ্রলয় শুরু হয়। দুপুর থেকেই আমি এসব চুতিয়াদের স্ট্যাটাস পড়ছি।
মজার বিষয় হল, ধর্ষনের প্রতিবাদ জানানো স্ট্যাটাসে তারা ধর্মকে বেশী গুরুত্ত সহকারে উপস্থাপন করছেন এবং ধার্মিকরা আসলেই এমন টাইপের বক্তব্য দিয়ে নিজেকে জাহির করার চেষ্টা করছেন।
তারা এটাও বলার চেষ্টা করছেন, হিন্দুরা সংখ্যালগু / দুর্বল বলে আজকে মুসলিমরা এই কাজ করতে পারল, মুসলিম ধর্ম আসলেই খারাপ ইত্যাদি ইত্যাদি ।
এদিকে, হিন্দুরা প্রগতিশীলদের কথার ওপর ভর করে , মুসলিমরা এই করে সেই করে , ওরা ধর্ষক। ওরা সকল মেয়েকে গনিমতের মাল মনে করে টাইপের বক্তব্য দিচ্ছেন।
আর তাদের কথার প্রতিক্রিয়ায় কিছু মুসলিম, পরিমলের ঘটনাসহ আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে, হিন্দুরাই বেশী ধর্ষণ করে টাইপের দাবী করছেন।
সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল, এই তিনশ্রেণীর কেউই ধর্ষকদের বিচার চাচ্ছে না কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে, অমুক অথবা তমুক ধর্মকে খারাপ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে।
আমি বলতে চাই,
ওহে প্রগতিশীল বাইনচো*র দল।
কোন ধর্ম কি ধর্ষনকে সমর্থন দেয় ?
মুসলিম ধর্ম কি হিন্দু মেয়েকে ধর্ষণ করতে বলেছে ?
অথবা হিন্দু ধর্ম কি মুসলিম মেয়েকে ধর্ষন করতে বলে ?
তোরা ধর্ষকের ধর্ম পরিচয় নিয়ে এত লাফাচ্ছিস কেন, তোদের উদ্দেশ্য কি ?
ধর্ষকের বিচার চাওয়া বেশী গুরুত্বপূর্ণ, নাকি ধর্ষক অথবা ধর্ষিতা কোন ধর্মের অনুষারী সেটা বেশী গুরুত্বপূর্ণ ?
বিচার চাসনা কিন্তু উসকানী দিতাছছ ব্যাপার কি ?
তোদের উস্কানির উপর ভিত্তি করে যদি সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়, সেটার দায় কি তোরা নিবি ?
ওহে ধার্মিক নামক অন্ধের দল ।
সকল ধর্ম যেখানে ধর্ষনকে বৈধতা না দিয়ে, ধর্ষককে কঠোর শাস্তি দিতে বলছে, সেখানে তোরা ধর্ষকের কঠোর শাস্তি দাবী না করে নিজেদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছিস কেন ?
তদের মাথায় কি গুবরও নাই ?
কোন ধর্মই ধর্ষনকে সমর্থন করে না, একজন ধর্ষক কখনও ধার্মিক হতে পারে না। কে কাকে ধর্ষন করল সেটা গুরুত্বপূর্ণ নয়। ধর্ষকের কঠোর শাস্তি হওয়া গুরুত্বপূর্ণ।
ধর্ষক এবং তার সহচরদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:২১
কাজী মামুনহোসেন বলেছেন: ধর্ষন রোধে কঠোর আইনের বিকল্প নেই.....
২| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:০৬
বাংলার হাসান বলেছেন: কোন ধর্মই ধর্ষনকে সমর্থন করে না, একজন ধর্ষক কখনও ধার্মিক হতে পারে না। কে কাকে ধর্ষন করল সেটা গুরুত্বপূর্ণ নয়। ধর্ষকের কঠোর শাস্তি হওয়া গুরুত্বপূর্ণ। সহমত।
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ..
৩| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৬:১৯
যোগী বলেছেন:
বুঝলাম পশুসুলভ মনবৃত্তির জন্য ঐ মেয়েকে কিছু জানোয়ার ধর্ষন করেছে।
ব্যাপার হলো ধর্ষনের পরে তাকে ধর্মান্তরিত করার পেছনে তাদের মটিভ কি ছিল?
খুব সম্ভবত ৭১ এর পর প্রথম বারের মত বাংলাদেশে এই কম্বাইন্ড ঘটনাটা ঘটল।
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:২২
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম এরা ৭১ এর হায়েনাদের প্রেতাত্তা ...
এদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই....
৪| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৬:২৭
একাকী বাংলাদেশি বলেছেন: কিছু মানুষের কাজ-কর্ম দেখলে অবাক লাগে। তাদের চিন্তা চেতনা কিসের দ্বারা প্রভাবিত হয় তাও বোঝা যায় না।
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম....
৫| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৬:৫৯
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: banglar_hasan বলেছেন: কোন ধর্মই ধর্ষনকে সমর্থন করে না, একজন ধর্ষক কখনও ধার্মিক হতে পারে না। কে কাকে ধর্ষন করল সেটা গুরুত্বপূর্ণ নয়। ধর্ষকের কঠোর শাস্তি হওয়া গুরুত্বপূর্ণ। সহমত।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩২
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ..
৬| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:১৫
নিরীহ জন বলেছেন: লেখক বলেছেন "কোন ধর্মই ধর্ষনকে সমর্থন করে না, একজন ধর্ষক কখনও ধার্মিক হতে পারে না। কে কাকে ধর্ষন করল সেটা গুরুত্বপূর্ণ নয়। ধর্ষকের কঠোর শাস্তি হওয়া গুরুত্বপূর্ণ।" সম্পূ্র্ণ সহমত।
ঘটমান প্রেক্ষাপটে এই লেখাটির মূল্য অনেক। এই লেখাটির বহুল প্রচার কামনা করি। অন্তত ফেবুতে এমন কোন প্রগতিশীলের দেখা কেউ পেলে এই লেখার লিংটি তার হাতে ধরিয়ে দেওয়া উচিৎ।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫৪
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ...
৭| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:২৩
নিরীহ জন বলেছেন: দেশের প্রধানমন্ত্রী নারী, বিরেধীদলীয় প্রধানও নারী, সম্প্রতি স্পিকারও হয়েছেন নারী। এ ছাড়া আরো কয়েকটি উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ পদও নারীর দখলে।
এবার কেউ কি বলতে পারবেন, আর কোন কোন পদে নারীরা অধিষ্ঠিত হলে, দেশে নারী ধর্ষণ বন্ধ হবে? পুরোপুরি বন্ধ না হোক, অন্তত এর মাত্রা অনেকটাই কমে আসবে?
০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:১৮
কাজী মামুনহোসেন বলেছেন: কোটি টাকার প্রশ্ন......
৮| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:৩৪
মেলবোর্ন বলেছেন: ধণ্যবাদ সবাই যদি আপনার মত করে বুঝতো বা জানার চেস্টা করতো , মোটিভ না ঘুরিয়ে অপরাধির সর্বোচ্চ শাস্তিই কাম্য।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:০০
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই....
৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:৪৬
এ.ডি.এম শাফী বলেছেন: কি আজব স্মরণশক্তি সবার! যশোরে ঘটা একিধরণের কিন্তু উল্টা ধর্মান্তর আর ধর্ষনের ঘটনা ভুলে গেছেন? নাকি দেখন ই নি গুরুত্ত্ব দিয়ে সেসময়? বছর চারেক আগে এই একি ঘটনা যখন যশোরের শার্শায় একটি মুসলিম মেয়ের ক্ষেত্রে ঘটেছিল তখন এইসব প্রগতিশীলরা কোথায় ছিলেন? মনিরা নামের নবম শ্রেণী পড়ুয়া সেই মেয়েটিকে এক হিন্দু যখন অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে শাঁখা সিঁদুর পড়িয়ে সাতাশ দিন আটকে রেখে ধর্ষন করেছিল তখন তখন আপনাদের সেই তীব্র প্রতিবাদ কোথায় ছিল? শাঁখা সিঁদুর পড়িয়ে হিন্দু বানানোর চেষ্টাটা কি ধর্মান্তরের অপচেষ্টা ছিলো না?
মানববন্ধন করুন,প্রতিবাদ সমাবেশ করুন কোন সমস্যা নেই,ঐ কুলাংগার ধর্ষককে ধরে ঝুলিয়ে দেন কোন সমস্যা নেই,কিন্তু নিজেদের অবস্থান ক্লিয়ার করতে হবে!
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:০২
কাজী মামুনহোসেন বলেছেন: সকল ধর্ম যেখানে ধর্ষনকে বৈধতা না দিয়ে, ধর্ষককে কঠোর শাস্তি দিতে বলছে, সেখানে তোরা ধর্ষকের কঠোর শাস্তি দাবী না করে নিজেদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছিস কেন ?
তদের মাথায় কি গুবরও নাই ?
১০| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:১৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: কে কাকে ধর্ষন করল সেটা গুরুত্বপূর্ণ নয়। ধর্ষকের কঠোর শাস্তি হওয়া গুরুত্বপূর্ণ - মোটা দাগে স হ ম ত !
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:১২
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ
১১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:২৪
হাসিব০৭ বলেছেন: যারা ধর্ষকের পক্ষে থাকে তাদের কে জোর করে ধর্ষন করে মৃত্যুদন্ড কার্যকর করা দরকার।
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৩
কাজী মামুনহোসেন বলেছেন:
১২| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০৭
হাবিব০৪২০০২ বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: কে কাকে ধর্ষন করল সেটা গুরুত্বপূর্ণ নয়। ধর্ষকের কঠোর শাস্তি হওয়া গুরুত্বপূর্ণ - মোটা দাগে স হ ম ত !
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩০
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ
১৩| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০৭
বাংলাদেশী দালাল বলেছেন:
এ.ডি.এম শাফী ভায়ের মন্তব্যটা বুঝলাম না।
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫৭
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম
১৪| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:১১
দায়িত্ববান নাগরিক বলেছেন: এ.ডি.এম শাফী নামে প্রগতিশীল বাইনচো*র দলের এক কর্মীকে পাওয়া গেছে।
ধর্ষকের আবার ধর্ম !!!!
আপ্নার ধারনা সঠিক। এদের মাথায় গোবরও নাই, আরো জঘন্য কোনো কিছু থাকলেও থাকতে পারে। ধর্ষকের জাত ভাই এরা।
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮
কাজী মামুনহোসেন বলেছেন: কঠিনভাবে সহমত.....
১৫| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:২৫
চলতি নিয়ম বলেছেন:
০৫ ই জুন, ২০১৩ রাত ১:০৩
কাজী মামুনহোসেন বলেছেন: একমত।
১৬| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৩৬
এ.ডি.এম শাফী বলেছেন: @দায়িত্ত্ববান নাগরিক, আজব তো আমার মন্তব্যটা পড়েছেন ভালো করে? কোথায় আমি ধর্ষকের ধর্মকে টেনেছি? আমার কথা তো ঐ প্রগতিশীলদের নিয়েই,ওরা এতোটাই ভন্ড যে মুসলিম মেয়েকে ধর্মান্তর করে ধর্ষনের ঘটনায় চুপ থাকে,আর নিজেদের রুটি রুজির জন্য হিন্দুদের ক্ষেত্রে সংখ্যালঘু নির্যাতন তত্ত্ব দিয়ে পরিস্থিতি ঘোলা করে ফেলে!
আমার উপরের কমেন্টের প্রতিটা লাইন কোট করে নিজের কথা প্রমাণ করেন,নইলে আপনি যে নিজেই বাই**দ স্বীকার করতে হবে।
১৭| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৫৬
রিমন রনবীর বলেছেন: ধর্ষকের আবার ধর্ম কিরে?
০৫ ই জুন, ২০১৩ রাত ২:০২
কাজী মামুনহোসেন বলেছেন: আমারও একি প্রশ্ন -
ধর্ষকের আবার ধর্ম কিরে?
১৮| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০৩
ভারসাম্য বলেছেন: এই লেখায় সুপার লাইক দিলাম যদিও আপনার অনেক লেখাতেই রাজনৈতিক সমর্থনের নামে একটি দলের প্রতি অন্ধ সমর্থনের ব্যাপারটাই বেশি চোখে পড়ে।
আসলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সমর্থনকারীরদের পক্ষে অনেক সময়ই নিজ দলের ভুলগুলো সেভাবে চোখে পড়েনা। এটা আপনার বিপক্ষের মানুষদের বেলায়ও সত্য।
বিভেদ যাই থাক, সত্যের প্রশ্নে একতাও জরুরী। তাই আবারও বলছি, এই লেখাটি খুবই ভাল লেগেছে। ++++++++
০৫ ই জুন, ২০১৩ রাত ২:৩৪
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই,
এর আগেও অনেকবার বলেছিলাম, এখনও বলছি
আমি কোন দলের সমর্থক নই, আমি কোন দলকে পছন্দ করি না।
আমি বাংলাদেশের বড় দুই দলের নেতাদের ঘৃণা করি এবং বিশ্বাস করি এইসব অপদার্থদের ধারা দেশের উন্নতি সম্ভব নয়।
আমি সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করি তবে জামাত - শিবির নামক স্বাধীনতাবিরোধী সংঘটন এবং তাদের দোষরদের মনে প্রাণে ঘৃণা করি।
মন্তব্য করার জন্য ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম।
১৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৩১
অেসন বলেছেন: ধর্ষকের কোন ধর্ম নাই। সহমত।
@এ ডি এম শাফী,
"মনিরা নামের নবম শ্রেণী পড়ুয়া সেই মেয়েটিকে এক হিন্দু যখন অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে শাঁখা সিঁদুর পড়িয়ে সাতাশ দিন আটকে রেখে ধর্ষন করেছিল তখন তখন আপনাদের সেই তীব্র প্রতিবাদ কোথায় ছিল? শাঁখা সিঁদুর পড়িয়ে হিন্দু বানানোর চেষ্টাটা কি ধর্মান্তরের অপচেষ্টা ছিলো না? " বাংলাদেশে আপনার মতো এত প্রতিবাদী লোক থাকতে এক হিন্দুর এত সাহস হয় কেমনে ? এটা কতটুকু বিশ্বাসযোগ্য ?
০৫ ই জুন, ২০১৩ রাত ৩:৪০
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ
২০| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:০০
এ.ডি.এম শাফী বলেছেন: আচ্ছা,তাইলে এই নিন লিংকঃ Click This Link
২১| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৪৬
s r jony বলেছেন: প্রথমেই চমৎকার পোস্ট দেবার জন্যে +++++++++
ঐ রকম কিছু মানুষ রুপি পশু ও আবাল আছে বলেই এদেশে ধর্ম নিয়ে বানিজ্য ও ধর্ষিতার কান্না দেখতে পাই কিন্তু ধর্ষকের বিচার পাই না।
০৫ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৩
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্যের জন্য ধন্যবাদ।
২২| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:২০
*কুনোব্যাঙ* বলেছেন: আসল ইস্যু বাদ দিয়ে সেটাকে দিয়ে পানি ঘোলা করে যারা ধর্মকে প্যাচাতে চায় তারাই প্রকৃত সাম্প্রদায়িক।
পোষ্টে ভালোলাগা ।
০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্য, ধন্যবাদ ভাই।
২৩| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:৩৭
অেসন বলেছেন: @শাফী, আপনার লিংকটি দেখলাম। আটজনের বিরুদ্ধে ধর্যনের অভিযোগ
কিনতু শেষ পর্যন্ত ৭ জন বেকসুর খালাস। এটাতো প্রেমঘটিত ঘটনাও হতে পারে।
যদিও মেয়ে অপ্রাপ্তবয়ষ্ক হলে শাস্তি যথার্থ।
২৪| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
মদন বলেছেন: +++++++++++++++++++++
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ
২৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:১৬
মুচি বলেছেন: ধর্ষকের ফাঁসি চাই.....না ।
ওদের গোপনাংগ কেটে ফেলা হোক। চোখ উপড়ে ফেলা হোক। হাত কেটে ফেলা হোক।
এত প্যাচাল রাইখা আগে এই কাম করা ভালো।
০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম...
২৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:০৪
পাস্ট পারফেক্ট বলেছেন: বাইঞ্চুদ ইজ অলোয়েজ আ সুশিল, এন্ড আ সুশিল ইজ ওলওয়েজ আ বাঞ্চদ
০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬
কাজী মামুনহোসেন বলেছেন: স হ ম ত....
২৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:১২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চুলকানী নাস্তিক আর চুলকানী আস্তিক ! এদের কাজ ই বাঞ্চুদামি করা !
০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্য, ধন্যবাদ ভাই।
২৮| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:১৫
নিরব বাংলাদেশী বলেছেন: অেসন বলেছেন: ধর্ষকের কোন ধর্ম নাই। সহমত।
@এ ডি এম শাফী,
"মনিরা নামের নবম শ্রেণী পড়ুয়া সেই মেয়েটিকে এক হিন্দু যখন অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে শাঁখা সিঁদুর পড়িয়ে সাতাশ দিন আটকে রেখে ধর্ষন করেছিল তখন তখন আপনাদের সেই তীব্র প্রতিবাদ কোথায় ছিল? শাঁখা সিঁদুর পড়িয়ে হিন্দু বানানোর চেষ্টাটা কি ধর্মান্তরের অপচেষ্টা ছিলো না? " বাংলাদেশে আপনার মতো এত প্রতিবাদী লোক থাকতে এক হিন্দুর এত সাহস হয় কেমনে ? এটা কতটুকু বিশ্বাসযোগ্য ? পরিমল কি করছিল ভাই?
২৯| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: ধর্ষকের বিচার চাই
আমি সুশীল নই
০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্য, ধন্যবাদ ভাই।
৩০| ০৫ ই জুন, ২০১৩ রাত ৩:৫১
ইউসুফ আলী রিংকূ বলেছেন: '' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''
০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭
কাজী মামুনহোসেন বলেছেন: কঠিন ভাবে সহমত.....
৩১| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:১৯
অেসন বলেছেন: @নিরব বাংলাদেশী, পরিমলের পক্ষে আমি কোন কথা বলি নাই। পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ধর্ষক বা অপরাধী যখন হিন্দু তখন আপনাদদের অনেকের কাছে ধর্মীয় পরিচয় বড় হয়ে উঠে।
ধর্ষক বা অপরাধী যখন মুসলিম হয় তখন অপরাধীর কোন ধর্ম নাই।
৩২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২
ময়নামতি বলেছেন: কোন ধর্মই ধর্ষনকে সমর্থন করে না, একজন ধর্ষক কখনও ধার্মিক হতে পারে না। কে কাকে ধর্ষন করল সেটা গুরুত্বপূর্ণ নয়। ধর্ষকের কঠোর শাস্তি হওয়া গুরুত্বপূর্ণ।
ধর্ষক এবং তার সহচরদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
প্লাস ভাল বলেছেন। +++++++++++++
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:১০
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:০১
আমিই মিসিরআলি বলেছেন: কি বলব বুঝে উঠতে পারছিনা
এতো ঘটনার পরেও এইসব ব্যাপারে কোন কঠোর আইন হলো না
বালের দেশে থাকি ওর ********