নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

শব্দকরদের করুন অসহায়ত্বের গল্প : আমরা কি মমতার হাত বাড়াতে পারিনা ?

০৬ ই জুন, ২০১৩ রাত ৮:১১



(ছবির সুত্র : গুগল)



অনেকে আগ্রহ প্রকাশ করেছিলেন শব্দকরদের সম্পর্কে আরো জানতে। তারা এই পোস্টে চলে আসতে পারেন।



আপডেট ৩

একাধিক গ্রুপ কাজ করছেন, আশা করি শীঘ্রই কোন সুসংবাদ জানাতে পারবো (যদিও এটা সময় সাপেক্ষ কাজ, ঢাকা থেকে গিয়ে কাজ করতে অনেক সময় লাগে, তাছাড়া যায়গাটাও অনেক দুরে।)



একটি ছোট সুসংবাদ সহ আপডেট ২



একজন রোটারিয়ান ভদ্রলোক (রোটারিয়ান এ এস মাহমুদ খান পিএইচএফ, চার্টার প্রেসিডেন্ট আরসি, আগারগাঁও, ঢাকা।) আমাদের সাহায্যে স্বপ্রনোদিত হয়ে এগিয়ে এসেছেন। তিনি আমাদের বিভিন্নভাবে সাহায্য করতে পারবেন। তারমধ্যে এখন হেলথ ক্যাম্পের সাহায্যটাই ফার্স্ট প্রায়োরিটি। এরপর সম্ভব হলে উপযুক্ত স্থানে একটি স্থায়ি ফ্রি ফ্রাইডে ক্লিনিক করার বিষয়ে উনি সাহায্য করতে পারবেন। ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।



তিনি চক্ষু ক্যাম্প, ডেন্টাল ক্যাম্প ইত্যাদি কাজেও সাহায্য করার কথা দিয়েছেন। সেই সাথে তিনি শব্দকরদের জন্য বিদ্যালয় স্থাপন করা হলে বিভিন্ন শিক্ষা উপকরণাদী; যেমনঃ টেক্সট বুক, খাতা, পেনসিল, স্কুল ব্যাগ ইত্যাদি সরবরাহ করার ব্যাবস্থা করতে পারবেন বলে জানিয়েছেন।



এছাড়াও ভবিষ্যতে শব্দকরদের পূনর্বাসনের লক্ষে স্থায়ি আয়ের লক্ষে কাজ করার বিষয়েও তিনি আগ্রহ দেখিয়েছেন।





দৃষ্টি আকর্ষন : যারা আগ্রহ প্রকাশ করছেন তাদের প্রাথমিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনো আমাদের প্রকল্পের পরিসর বেশ ছোট হওয়ায় আমরা আপনাদের কাছে কী কী করা যায় এ বিষয়ে আইডিয়া, প্রস্তাবনা আশা করছি। আপনি যদি মনে করেন আপনি সাহায্য করতে পারবেন তাহলে দয়া করে বলুন আপনি কিভাবে সাহায্য করতে চান।



আপডেট ১ ঃ

এই পর্যন্ত যেসব ব্লগার ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের তালিকা নিচে দেয়া হলো। (প্রয়োজনে এটি সরিয়ে দেয়া হবে)



জীবনানন্দদাশের ছায়া, মামুন রশিদ, মাননীয় মন্ত্রী মহোদয়, আমিনুর রহমান, সাকিন উল আলম ইভান, তানভীর আহমেদ ক্লিয়ন, মাগুর, নিয়েল হিমু এবং আমি।



যারা যারা শব্দকরদের নিয়ে কাজ করতে আগ্রহী অথবা এ বিষয়ে আলোচনা করতে চান তারা জীবু'দার পোস্টে চলে আসতে পারেন।



জীবু'দা একটি পাইলট প্রকল্পের প্রস্তাবনা দিয়েছেন, আপনার কোন প্রস্তাবনা থাকলে জানাতে পারেন, এ ব্যাপারে সকলের আন্তরিক সহায়তা কামনা করছি।



কিভাবে জীবু'দার প্রস্তাবিত পাইলট প্রকল্প বাস্তাবায়ন করা যায়, কোন এলাকা থেকে এই কাজ শুরু করা যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা চলছে। মামুন রশিদ ভাই শব্দকর সম্প্রদায়ের সাথে যোগাযোগের চেষ্টা করছেন।

-----------------------------------------------------------------------------



অজপাড়া গায়ের ছেলে রাকেশ শব্দকর। দারিদ্রতার কারনে পড়াশোনা করতে পারেননি, যোগত্যা থাকার পরও স্থানীয়রা ভাল কোন কাজ করতে দেয়না বলে সারাদিন রিকশা চালিয়ে কোনমতে সংসার পরিচালনা করতে হয় । বাসায় বৃদ্ধ মা আর ছোট এক বোন রয়েছেন। বাবা দুরারোগ্য ক্যানসারে ভুগে বিনা চিকিৎসায় মারা গেছেন বছর দশেক আগে । সাম্প্রতিক সময়ে তার মা অনিমা শব্দকর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন, হয়ত চিকিৎসা করাতে পারলে তিনি সুস্থ হতেন । হয়ত কেউ যদি একটু সেবার হাত বাড়িয়ে দিতেন তাহলে তার মায়ের কষ্ট একটু লাগব হত।



রাকেশ স্থানীয়দের একটু সহায়তা করার অনুরোধ করেছেন কেউ সহয়তা করছে না, তার মা মৃত্যু যন্ত্রনায় কাতরাতে থাকলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না, সবাই দুর থেকে দেখে চলে যাচ্ছে। তার মা বারবার হাত বাড়িয়ে স্থানীয় মহিলাদের একটু সাহায্য করার আকুতি জানালেও, জাত (!) যাওয়ার ভয়ে স্থানীয়দের কেউ তার মাকে স্পর্শ করছে না। এভাবে প্রায় সাত দিন একাকি ঘরে থাকার পর সীমাহীন কষ্ট আর যন্ত্রনা বুকে নিয়ে নিষ্টুর পৃথিবীর নির্মম মানুষদেরকে বিদায় জানালেন অনিমা শব্দকর ।



আপনারা গল্পটি পড়ে হয়তো অবাক হচ্ছেন, ভাবছেন এটি কোন সিনেমার গল্প ? না আপনার ধারনা ভুল !



মধ্যযুগের কৃতদাসদের কথা নয়, আফ্রিকার গহীন জঙ্গলে নিগৃহের শিকার হওয়া নিরীহ কোন এক ক্ষুদ্র জাতিগোষ্ঠির কথা নয় অথবা ইতিহাসের পাতা থেকে তুলে আনা কোন এক অবহেলিত সমাজের কথা নয়। আমি একুশ শতকের আধুনিক বাংলাদেশে প্রত্যেক পর্যায়ের মানুষদের দ্বারা চরম নির্মমতার শিকার হয়ে বিলিন হতে চলা "শব্দকর" নামক এক প্রান্তিক জনগোষ্ঠির কথা বলছি ।



বৃটিশ আমল থেকে আজ পর্যন্ত নিয়মিত দারিদ্র সীমার নিচে অবস্থান করা এই প্রান্তিক জনগোষ্ঠিকে স্থানীয়ভাবে 'ডুকলা' নামে অভিহিত করা হয়। ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান পুস্তকে ডুকলা শব্দের অর্থ হিসেবে বলা হয়েছে অসভ্য, নিকৃষ্ট জাতি বা সমপ্রদায়। এই শব্দটি নাকি হিন্দি দোগলা শব্দ থেকে এসেছে।



আনুমানিক পরিসংখ্যান অনুযায়ী মৌলভীবাজার জেলার অর্ধশতাধিক গ্রামে প্রায় ১০ হাজার শব্দকর সম্প্রদায়ের বসবাস রয়েছে । তবে সিলেট বিভাগের মধ্যে কমলগঞ্জ থানায় এই সম্প্রদায়ের সংখ্যা বেশী। ১৯০৫ সালে বি.সি. অ্যালেন সম্পাদিত আসাম জেলা গেজেটিয়ার্স-এর সিলেট খন্ডে ডুকলাদের ( যদিও ঢুলী বা শব্দকর হিসেবেই পরিচয় করানো হচ্ছে) জনসংখ্যার হিসেব দেয়া হয়েছিল ১০১০৩ জন।



নিয়মিত লাঞ্চনা, বঞ্চনা, চরম অবহেলা আর বর্ণদাপটের শিকার হয়ে, অস্তিত্ব সংকটে পড়েছে হতদরিদ্র এই প্রান্তিক জনগোষ্ঠি। সংবিধান মতে বাংলাদেশের সকল জনগনের সমান অধিকার ভোগ করার কথা থাকলেও, শুধুমাত্র ভোটাধিকার ছাড়া আর কোথাও সমান অধিকার ভোগ করার কথা চিন্তাও করতে পারে না এই প্রান্তিক সম্প্রদায়। মাথা নত করে কৃতদাসের মত সেবা প্রদান করা এবং দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করাই যেন এদের নিয়তি।



সিলেটে প্রচলিত একটি প্রবাদ আমার জীবনে সহস্রাধিক বার শুনেছি তা হল



"হকল ঘাট পাও ধইলে জাত যায় না

ডুকলার ঘাট পাও ধইলে জাত যায়"




তার মানে হল, " সকল ঘাটে পা ধুইলে জাত (!) যায়না, ডুকলার ঘাটে পা ধুইলে জাত (!) যায় "। যাদের ব্যাবহৃত ঘাটে পা ধুইলে জাত যায়, তাদের স্পর্শ করলে কি হতে পারে তা নিশ্চয়ই ধারনা করতে পারছেন ?



সিলেটে অনেক গালী প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে সমাধৃত এবং বহুল ব্যাবহৃত গালী হল "ডুকলা"।



শুধু গালী অথবা প্রবাদ নয়, স্থানীয়দের বর্ণদাপট আর চরম বর্বরতার স্বীকার হয়ে নিজেদের পরিচয় প্রকাশ করতেও দ্বিধা বোধ করেন এই "ডুকলারা"।



আমরা চরম দাপটের সাথে "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" লাইনটি আওড়ালেও, ডুকলাদের জন্য এই কথা প্রয়োগ করা হয় না।



কোন ডুকলা মৃত্যু জন্ত্রনায় কাতরাতে কাতরাতে মারা গেলেও সহায়তা করাতো দুরের কথা, জাত যাওয়ার ভয়ে স্থানীয়রা এদের সমাজের (!) সাথে মিশেও না।



সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে কোন এক স্থানীয় মুসলিম অথবা হিন্দু পরিবারের কাজ শেষ করার পর, সকল শ্রমিককে নিজেদের ব্যাবহৃত থালা বাসনে খাবার সরবরাহ করলেও, ডুকলাদেরকে খাবার সরবরাহ করা হয় হাসের খাবার পাত্রে অথবা পরিত্যাক্ত কোন পাত্রে।



সাধারন সমাজের (!) মানুষরা একসাথে বসে গল্পগুজব করতে পারলেও স্থানীয় ঢুকলাদের সবসময় সমাজ থেকে দুরে থাকতে বাধ্য করা হয়, কোন এক ডুকলা ভোলক্রমে ঘরে ঢোকে গেলে সাথে সাথে তাকে ঘর থেকে বের করে, ঘর লেপোন করেন হিন্দু গৃহিনীরা (কিছু মুসলিমদেরও এই কাজ করতে দেখেছি)।



এখানেই শেষ নয়, নিজের টাকার বিনিময়ে কখনও দোকানে বসে খাবার খাওয়ার যোগ্যতা নেই এই ডুকলাদের। টেবিলে বসে সকলের ব্যাবহৃত পাত্রে খাবার খাওয়াত দোরের কথা, দোকানের ভেতর ঢোকা মাত্রই এদের অপমান অপদস্থ করে বের করে দেয়া হয়। দোকানের বাহিরে দাড়িয়ে মাথা নত করে খাবার কিনতে হয় এই সম্প্রদায়ের লোকদের।



যুগ যুগ ধরে একঘরে হয়ে বাস করছে এই সমাজের লোকেরা, স্থানীয়রা খুব বেশী প্রয়োজন না হলে ডুকলা পাড়া ঢোকেন না এমনকি ডুকলাপাড়ার রাস্তা ব্যাবহার করে যাতায়াত করতেও দ্বিধাবোধ করেন স্থানীয় সমাজের মানুষরা।




একসময় ঢোল অথবা বাধ্য যন্ত্র বাজিয়ে মানুষকে আনন্দ দেয়ার কাজ করলেও পশ্চিমা আধুনিক বাধ্যযন্ত্রের আগ্রাসনে এই পেশায় ডুকলাদের প্রয়োজন ফুরিয়েছে বহু আগেই। স্থানীয়দের বর্ণদাপটের কারনে সমাজ বহির্ভুত ডুকলারা কোন ধরনের ভাল কাজ না পেয়ে কেউ দিনমজুরী করছে, কেউ চালাচ্ছে রিক্সা, কেউ করছে কুলিগিরি আর কেউবা বেঁছে নিয়েছে ভিক্ষাবৃত্তি। ভাল কাজ করার সব ধরনের যোগ্যতা থাকার পরও শুধুমাত্র তথাকথিত উচ্চবর্ণের মানুষের নির্মমতার স্বীকার হয়ে চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করছে এই ডুকলা সমাজ।



দারিদ্রতা, রোগ-শোক, অশিক্ষা, নির্মমতা, কুসংস্কার, অনাহার-অর্ধাহার, অবহেলা আর বর্ণদাপটের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছে এই আদিবাসী জনগোষ্টী। মানুষের জীবনে দারিদ্রতার ভয়াবহতা কিরুপ হতে পারে তার এক নিষ্টুরতম প্রতিচ্ছবি যেন এই শব্দকর সম্প্রদায়। বিধাতা যেন তাদের কৃতদাসের মত স্থানীয়দের সেবা করার পর ভয়াবহ দারিদ্রতার সাথে যুদ্ধ করতেই পৃথীবীতে পাঠিয়েছেন।



ডুকলা সম্প্রদায়ের ওপর এমন অমানবিক নির্মমতা দেখে আমি যতটুকু অবাক হইনি তার চেয়ে বেশী অবাক হয়েছি। ডুকলা সমাজের ওপর রাষ্ট্রিয় অবহেলা এবং সভ্য সমাজের অজ্ঞতা দেখে।



সাম্প্রতিক সময়ে আমি অনেক জ্ঞানী বড় ভাই থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে



ডুকলা অথবা শব্দকর কি ?

ডুকলা সম্পর্কে শব্দকর আপনার কোন ধারনা আছে ? টাইপের প্রশ্ন করেছিলাম।



আমি যাদের প্রশ্ন করেছি তাদের মধ্যে ৯৯% মানুষেই এই অবহেলিত এবং আধুনিক বাংলাদেশ মধ্যযুগীয় বর্বতার শিকার হওয়া ডুকলাদের সম্পর্কে কোন ধারনা রাখেন না। আর সিলেট বাসীদের ব্যাপারটা ত আরও ভয়াবহ, প্রায় ৮০% সিলেটি ডুকলাকে গালী হিসেবে চেনেন কোন সম্প্রদায় হিসেবে নয় আর শব্দকর সম্পর্কে তাদের কোন ধারনা নেই।



আমাদের রাষ্ট্রযন্ত্রের কথা আর কি বলব, নির্যাতনের স্বীকার হয়ে ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাওয়া এই আদিবাসী জনগোষ্টীকে রক্ষায় কোন উদ্দেগে উদ্যোগ নেওয়াত দুরের কথা রাষ্ট্রযন্ত্রের কাছে ডুকলাদের কোন সঠিক পরিসংখ্যান পর্যন্ত নেই।



স্বামী বিবেকানন্দ বলেছেন, " সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। " আমরা এই কথা প্রমাণ করেছি বহু আগেই। মানুষে মানুষে ভেদাভেদ দুর করে এক অস্ম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে আমরা কাজ করছি নিরলস ভাবে। সকল অন্যায়ের বিরোদ্ধে আমাদের কলম তাক করেছি বারবার, নির্যাতিত এবং অসহায়েদের চোখের পানি মুছে দিতে আমরা একতাবদ্ধ হয়ছি বহুবার। সমাজের প্রতিটি ইতিবাচক কর্মকান্ডে আমাদের অবদান অনস্বীকার্য। আমি ব্লগার, সাংবাদিক সহ সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষের দৃষ্টি আকর্ষন করছি, এই নির্যাতিত সম্প্রদায়ের অধিকার আদায়ের ব্যাপারে সকলকে সরব হওয়ার আহব্বান জানচ্ছি।



গুগল থেকে সংগ্রহ করা শব্দকরদের কিছু ছবি।





এই বৃদ্ধ ভদ্রলোক ভিক্ষা করে জীবন পরিচালনা করেন, এই ছবিই যেন শব্দকর সমাজের প্রতিচ্ছবি। " কেমন আছে শব্দকর সমাজ" তার উত্তর পাবেন এই ছবি থেকে।





ঢোল বাজাচ্ছেন কোন এক শব্দকর।





ঐতিহ্যবাহী চড়কপূজা : চড়কিতে ঝুলছে কোন এক শব্দকর





চড়কপূজা : চড়কিতে ঝুলার প্রস্তুতি।





চড়ক উৎসবের সময় দর্শকের সামনে কসরত প্রদর্শন করছেন এক শব্দকর।





চড়ক উৎসবের সময়ের ছবি, কোন এক দেবতার সাজে (সম্ভবত, ভুল হলে ক্ষমাপ্রার্থী) এক শব্দকর।



চড়ক উৎসব নিয়ে যাদের প্রশ্ন আছে, তারা এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন। শব্দকরদের ব্যাপারে অনেক তথ্য আছে



শব্দকর জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ কর্মসূচি দাবি (২০০৯ সালে শব্দকরদের নিয়ে প্রথম আলোতে প্রকাশিত একটি রিপোর্ট)





আংশিক তথ্যসুত্র এবং অনুপ্রেরণা :

১. 'ডুকলাদের সকল ঢোল বেজে ওঠুক বর্ণদাপটের বিরুদ্ধে'। পাভেল পার্থ।

২. 'সিলেট অঞ্চলের আদিবাসী প্রেক্ষিত ও শব্দকর সমাজ সমীক্ষা' । রসময় মোহান্ত।

৩. শব্দকরদের বাঁচাতে এগিয়ে আসুন। কুঙ্গ থাঙ।





বাকী ভাই, মাহমুদ ভাই, জাহিদ ভাই এবং রেহমান আসাদ ভাইকে আন্তরিক ধন্যবাদ।



পরের পোস্টে ডুকলা (শব্দকর) সমাজের সম্পুর্ণ চিত্র বিস্তারিত ভাবে তুলে ধরার চেষ্টা করব।



মন্তব্য ১৬৬ টি রেটিং +৪১/-০

মন্তব্য (১৬৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ভালো একটা পোষ্ট দিয়েছেন। আমার ভাবতেই লজ্জা লাগছে আমাদের দেশে এখনও এইধরনের বর্ণ বৈষম্য এবং জাতপাত নিয়ে ভাবা হয়। এটা খুবই নির্মম একটি ব্যাপার।

আপনার লেখা না পড়লে জানতেই পারতাম না!!! কি মর্মান্তিক একটা ব্যাপার। একটা জিনিস বুঝলাম না, তাদের সাথে এই ধরনের আচরনের কি কারন?? শুধু ঢুলী বলে??

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

কাজী মামুনহোসেন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, কাল্পনিক ভাই।

এরা আসলে নিম্নবর্ণের (!) হিন্দু। হিন্দু ধর্মমতে, নিম্নবর্ণের হিন্দুরা উচ্চবর্ণের সাথে মিশতে পারবেনা, এখান থেকেই ঘটনার সুত্রপাত।

২| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮

মামুন রশিদ বলেছেন: এই পশ্চাতপদ সম্প্রদায় সম্পর্কে আমার কোন ধারনা ছিলো না । আপনার পোস্ট পড়ে জানলাম । আশাকরি পরের পোস্টে আরো বিস্তারিত জানব ।

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

কাজী মামুনহোসেন বলেছেন: আশাকরি এদের অধিকার আদায়ের ব্যাপারে সরব হবেন।
আপনার বন্ধুদের এদের ব্যাপারে জানার সুযোগ করে দেবেন।


ধন্যবাদ।

৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬

খেয়া ঘাট বলেছেন: দারুন একটি বিষয়ে পোস্ট দিয়েছেন।
কিছুই জানতাম না। পড়ে চমকে ওঠলাম। এও কি সম্ভব?????

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: সব সম্ভবের দেশ, আমাদের বাংলাদেশ /:) /:)

৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ৯:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাবতেই লজ্জা লাগছে ! বর্তমানে যুগে এমন সামাজিক অবস্থা আছে ! বিভিন্য এনজিও এদের বেপারে কি কোন পদক্ষেপ নিচ্ছে বলে কিছু জানেন ? একটা কি এমন ইভেন্ট খোলা যায় ? যেখানে এই জাতীর আরও ব্যাপক তথ্য প্রচার করে সমাজের এই ঘুনে ধরা বিষয়টিকে সকলের সামনে তুলে ধরতে ।

০৭ ই জুন, ২০১৩ রাত ১:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: প্রশ্নের জন্য ধন্যবাদ।

মিশনারী সাহায্য সংস্থা হীড বাংলাদেশ, কমলগঞ্জ ভিত্তিক সংগঠন আত্ম উন্নয়ন সমিতি (আউস) সহ আরও কয়েকটি এনজিও সংস্থা এবং প্রতিষ্টান এই সমপ্রদায়কে নিয়ে কাজ করলেও এদের জীবনমানের উন্নয়নে কোন ধরনের অগ্রগতি সাধন করতে পারনি। প্রত্যেককেই ব্যর্থতার গ্লানি নিয়ে সরে যেতে হয়েছে।

৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:০০

দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন পোষ্ট। ঠিক এধরনের পোষ্টই চাই !!

এদেরকে একসময় অনেক এলাকাতেই দেখা যেত। এখন সংখ্যা অনেক কমে গেছে বা তাদের জীবিকার মাধ্যম পরিবর্তন করছে।

তবে এই ঐতিহ্যগুলো নিয়েই বাঙ্গালী ঐতিহ্যবাহী জাতি হিসেবে পরিচিত। এই ধরনের ঐতিহ্য রক্ষার জন্য সরকারের নজর দেয়া উচিত। এই ঐতিহ্য, বৈচিত্র‌্য আমাদের গর্ব।

০৭ ই জুন, ২০১৩ রাত ১:১৯

কাজী মামুনহোসেন বলেছেন: কঠিন ভাবে সহমত,

আমাদের সরকার বাহাদুরের করুনা হবে কি ? /:) /:)

৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
দারুন তথ্যবহুল পোস্ট।

আমাদের সকলের সচেতনতার দরকার আছে।

০৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৭

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫

রেজোওয়ানা বলেছেন: খুব চমৎকার একটা পোস্ট!

০৭ ই জুন, ২০১৩ রাত ২:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ আপা।

৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৭

নিয়েল হিমু বলেছেন: O.M.G !!! O.M.G !! O.M.G !
এই দেশের মাটিতে এই অবস্তা B:-)
কিছু কি করার আছে আমাদের ?
শুধু এদের সম্পর্কে জানায়া গেলেই তো হবে না ।

০৭ ই জুন, ২০১৩ রাত ২:২২

কাজী মামুনহোসেন বলেছেন: কিছু করার উদ্দেশ্যেই এই পোস্ট দেয়া।

যদিও আমাদের সরকার বাহাদুরের করুনা ছাড়া এই বিশাল জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন করা সম্ভব নয়।

৯| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমি এদের নিয়ে এদের সাথে কাজ করতে আগ্রহী। কী ধরণের কাজ সেটা এখনই বলতে পারছিনা, এর জন্য পরিকল্পনা লাগবে। তবে আমি মনে করছি এদের দূরাবস্থার কথা মিডিয়ায় উঠে আসা উচিত।

১. এদের জীবন চিত্র নিয়ে ফটোগ্রাফি এক্সিবিশন হতে পারে।
২. এদের জীবনকে তুলে ধরে এমন ডকুমেন্টারী করা যেতে পারে।

মোট কথা এদের সম্পর্কে সবাইকে আরো জানাতে হবে।

৩. ওনাদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা যেতে পারে।
৪. কর্ম সংস্থানের ব্যবস্থা করার জন্য কী কী করা যায় তা নিয়ে ভাবা যেতে পারে।

দেখা যাক কাউকে সাথে পাই কিনা। পেলে একটা কিছু শুরু করে দেয়া যাবে।


০৭ ই জুন, ২০১৩ রাত ৩:৩৬

কাজী মামুনহোসেন বলেছেন: সর্বপ্রথম ব্যাপার হল দেশের ৯৯% মানুষ এদের ব্যাপারে ধারনা রাখেন না। সবাইকে জানানোর ব্যাবস্থা করা যেতে পারে, এজন্য মিডিয়া কাভারেজ সবচেয়ে বেশী কাজে আসবে। আশাকরি আপনি আপনার বন্ধু এবং আশপাশের মানুষদের এদের ব্যাপারে জানাবেন।

এই পুস্ট দেয়ার পরপরই আমাকে ফেইসবুকে মেসেজ করে কয়েকজন ভাই (নাম প্রকাশে অনিচ্ছুক), এদের নিয়ে কাজ করার আগ্রহ জানিয়েছেন। আমি তাদের সাথে কথা চালিয়ে যাচ্ছি, দেখা করব শীঘ্রই।

আমি তাদেরকে আপনার আগ্রহের ব্যাপারে জানাব, দেখি তারা কি বলেন।

ধন্যবাদ।

১০| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

টানিম বলেছেন: দারুন পোস্ট । ভালো লাগলো ।

০৭ ই জুন, ২০১৩ রাত ৩:৫৩

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ।

১১| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৭

আমিই মিসিরআলি বলেছেন:
জাত গেল জাত গেল বলে,
একি আজব কারখানা
........ !!!
আমাদের এই সমাজে এগুলো এখনও বিদ্যমান,সত্যিই আমি বাকরুদ্ধ :(

০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: জাত গেল জাত গেল বলে,
একি আজব কারখানা........ !!! :( :(

১২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: খুবই ভালো একটা পোষ্ট দিয়েছেন। আমার ভাবতেই লজ্জা লাগছে আমাদের দেশে এখনও এইধরনের বর্ণ বৈষম্য এবং জাতপাত নিয়ে ভাবা হয়। এটা খুবই নির্মম একটি ব্যাপার।

০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: আশাকরি এদের অধিকার আদায়ের ব্যাপারে সরব হবেন।
আপনার বন্ধুদের এদের ব্যাপারে জানার সুযোগ করে দেবেন।


ধন্যবাদ।

১৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪

১৯৭১স্বাধীনতা বলেছেন: ভালো পোস্ট-------

০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:২১

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমরা "ডুগলা" বলি । তবে ওদের সামনে যখন কথা বলি তখন ওরা খারাপ মনে করবে বিধায় শব্দকর বলি । ছোটবেলা থেকেই এমন শিক্ষা পেয়ে এসেছি।

তবে ডুগলাদের সম্মান দেয়ার বিষয়টা ঐ অতোটুকু পর্যন্তই সীমাবদ্ধ । দুর্গা পূজোর সময় যেসব ডূগলারা আমাদের বাড়িতে আসে ঢাক বাজানোর জন্য তাদেরলে উঠোনের মধ্যে খেতে দেয়া হয় ।আমাদের ঘরের ভেতরে ঢুকাও তাদের জন্য নিষিদ্ধ । অনেক চেষ্টা করেও আমি পারি নি তাদেরকে ঘরের ভেতর নিয়ে আসতে ।
তারা নিজেরাও আসে না , মনে করে পাপ হবে ।

১৪ ই জুন, ২০১৩ ভোর ৫:০২

কাজী মামুনহোসেন বলেছেন: তথ্য যোগ করার জন্য ধন্যবাদ।

আশাকরি এদের অধিকার আদায়ের ব্যাপারে সরব হবেন।


ধন্যবাদ।

১৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৯

নিয়েল হিমু বলেছেন: জীবনান্দদাসের ছায়া সাহেবের কমেন্ট টাকে হাইলাইট এবং কাজের দিক নির্দেশনা হিসেবে ধরা যেতে পারে ।

০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:২৮

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত।

১৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:০৪

বাংলাদেশী দালাল বলেছেন: " সবার উপরে মানুষ সত্য নাই" - "তাহার উপরে" কথাটি মিসিং হয়েছে।



একটি বাক্যও জানা ছিলো না। এমন সমাজও আছে আমাদের দেশে?

কৃতজ্ঞতা জানবেন ভাই

০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:৩০

কাজী মামুনহোসেন বলেছেন: ভুল সংশোধন করা হয়েছে।

আশাকরি এদের অধিকার আদায়ের ব্যাপারে সরব হবেন।
আপনার বন্ধুদের এদের ব্যাপারে জানার সুযোগ করে দেবেন।


ধন্যবাদ।

১৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার পোষ্ট। সম্পুর্ণ অজানা তথ্য জানলাম। আশাকরি এই পোষ্টের কল্যাণে ডুকলাদের ব্যাপারে অনেকেই আগ্রহী হবে।


আচ্ছা, ডুকলাদের বর্তমান পেশা কি?

০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৭

কাজী মামুনহোসেন বলেছেন: বর্তমানে তাদের স্থায়ী কোন পেশা নেই।

যোগ্যতা থাকার পরও কোন ভাল কাজ না পেয়ে দিনমজুরী , রিক্সা চালানো, কুলিগিরি, ভিক্ষাবৃত্তি ইত্যাদিকে এরা পেশা হিসেবে বেছে নিয়েছে।

এদের অনেকে সুইপারি এবং মুচির কাজও করে।

ধন্যবাদ।

১৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:৪৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এদের জন্য কিছু করতে পারলে ভালো লাগতো ! ব্লগ প্লাটফর্মের মাধ্যমে এই বর্ণবৈষ্যমের বিরুদ্ধে দাঁড়ানো উচিত ।

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত ভাই।

১৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ৩:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার পোষ্ট। সম্পুর্ণ অজানা তথ্য জানলাম। আশাকরি এই পোষ্টের কল্যাণে ডুকলাদের ব্যাপারে অনেকেই আগ্রহী হবে।


হকল ঘাট পাও ধইলে জাত যায় না
ডুকলার ঘাট পাও ধইলে জাত যায়

সময়ের কারনে মন্তব্য গুলো পড়া হল না আবার আসছি পোস্টে

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫২

কাজী মামুনহোসেন বলেছেন: আশাকরি এদের অধিকার আদায়ের ব্যাপারে সরব হবেন।
আপনার বন্ধুদের এদের ব্যাপারে জানার সুযোগ করে দেবেন।


ধন্যবাদ।

২০| ০৭ ই জুন, ২০১৩ রাত ৩:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্টে ভাল লাগা ++++

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

২১| ০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৫

যোগী বলেছেন:
এই মহতী উদ্দেশ্যে দেয়া পোষ্টটা আমি বেশ আপ্লুত।
বাঁকি পর্বের অপেক্ষায় থাকব।

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫২

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।

২২| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৭

বটের ফল বলেছেন: বিষাদে ছেয়ে গেল মন। আর কত দিন মানুষ এভাবে নিগৃহিত হবে!!!!!!!!!!!!

আর আমরা ভালো মানুষটি হয়ে ফুলবাবু সেজে থাকবো!!!!!!!!!!! হাহরে মানুষ!!!!!

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

কাজী মামুনহোসেন বলেছেন: :( :( :(

২৩| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অচম একটা পোস্ট - ওদের কথা তো জানতাম ই না ।

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

কাজী মামুনহোসেন বলেছেন: আশাকরি এদের অধিকার আদায়ের ব্যাপারে সরব হবেন।
আপনার বন্ধুদের এদের ব্যাপারে জানার সুযোগ করে দেবেন।


ধন্যবাদ।

২৪| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তথ্য গুলো জানতামই না! খুব অবাক হচ্ছি আসলে!!!
ধন্যবাদ এমন একটি তথ্য বহুল পোস্টের জন্যে।

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

কাজী মামুনহোসেন বলেছেন: আশাকরি এদের অধিকার আদায়ের ব্যাপারে সরব হবেন।
আপনার বন্ধুদের এদের ব্যাপারে জানার সুযোগ করে দেবেন।


ধন্যবাদ আপা।

২৫| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারন একটি পোস্ট +++ ও প্রিয়তে ।

ভালো থাকবেন সবসময় :)

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

কাজী মামুনহোসেন বলেছেন: আশাকরি এদের অধিকার আদায়ের ব্যাপারে সরব হবেন।
আপনার বন্ধুদের এদের ব্যাপারে জানার সুযোগ করে দেবেন।


ধন্যবাদ।

২৬| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৮

দূর্যোধন বলেছেন: থাম্বস ! আউটস্ট্যান্ডিং পোস্ট !

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

কাজী মামুনহোসেন বলেছেন: আমার প্রিয় ব্লগার দূর্যোদাকে ধন্যবাদ।

২৭| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

অন্তহীন বালক বলেছেন: চমৎকার পোস্ট!!
আমাদের মানবিক মূল্যবোধ আজ কোথায় গিয়ে নেমেছে।
আগে এ সম্পর্কে কিছুই জানতাম না।
আপনাকে ধন্যবাদ এদের সম্পর্কে জানানোর জন্য।।

০৭ ই জুন, ২০১৩ রাত ৮:০২

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ।

২৮| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি খুলনার ডিসি অফিসে একটি ওয়াকশপে গিয়েছিলাম,,,,,,,আমার ধারণাও ছিল না এখনও এইসব আচরণ মানুষের সাথে করা হয়,,,,,,,, একজন নিম্নবর্ণের হিন্দু কান্না করে দিয়ে বলেছিল আমাদের কি অপরাধ !!!! আমাদের জন্মটাই কি পাপ !!! ঐদিন আমার ভীষণ খারাপ লেগেছিল। আজ আপনার পোস্টটি দেখে নিজেকে খুবই অসহায় লাগছে,,,,শরৎচন্দ্র যদি সেই সময়ে জাত পাত এর বিপক্ষে লিখতে পারে,,,,,,,,সমাজ পরিবর্তনের চেষ্টা করতে পারে ,,,আজ আমরা অতি সভ্য সমাজে বাস করে কি করছি !!! ঘোড়ার ঘাস কাটছি !!! আর সময় নষ্ট করা নয়,,,,,,,,,এগিয়ে আসুন,,,,,,,,,,সবাই মিলে,,,,,,মানুষ মানুষের জন্য,,,,,,,,,,,,,,,

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩

কাজী মামুনহোসেন বলেছেন: শরৎচন্দ্র যদি সেই সময়ে জাত পাত এর বিপক্ষে লিখতে পারে,,,,,,,,সমাজ পরিবর্তনের চেষ্টা করতে পারে ,,,আজ আমরা অতি সভ্য সমাজে বাস করে কি করছি !!! ঘোড়ার ঘাস কাটছি !!! আর সময় নষ্ট করা নয়,,,,,,,,,এগিয়ে আসুন,,,,,,,,,,সবাই মিলে,,,,,,মানুষ মানুষের জন্য,,,,,,,,,,,,,,,


স হ ম ত ।

২৯| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৫

যোগী বলেছেন:
এবার এসে বেশ কয়েকবার পড়লাম লেখাটা। অতি মানবিক একটা বিষয়কে সুন্দর লেখার মাধ্যমে তুলে ধরার জন্য লেখকের প্রতি আমার শ্রদ্ধাবোধ জন্মেছে। অবাক হওয়ার কিছু নাই, ইউ ডিজার্ভ ইট।
আমি অতি ক্ষুদ্রমানুষ, লেখার এই তথ্যটা জানার পর আমার খুব ইচ্ছা করছে একদিন নিজে গিয়ে ডুকলা ভাইদের খুব কাছে থেকে দেখতে তাদের সাথে একবেলা খাবার খেতে। জানি কথাটা শুনতে সৌখিনতারমত লাগছে, কিন্তু আমি জানি আমার এই অনুভুতি কতটা ন্যাচারাল।
এ্যান্ড আই প্রমিজ টু মাইসেল্ফ সামডে আই উইল ডু দ্যাট।

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনি যদি কখনও যেতে চান আমাকে বললেই হবে, আমাদের পাশের গ্রামেই অবস্থান, আমি নিয়ে যেতে পারব। আশাকরি তারা এরকম কাউকে দেখলে অনুপ্রাণিত হবে ।

৩০| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৬

আপেল বেচুম বলেছেন: ভাবতেই লজ্জা লাগছে।
হিন্দুদের জাত-পাত প্রথা মুসলিম সমাজেও ঢুকে গেল তাহলে? মুসলিমরা তাদের সাথে সম্পর্ক রাখবে না কেন? তাদের যুক্তিটা কী?

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯

কাজী মামুনহোসেন বলেছেন: আমি আমার মা সহ অনেককেই জিজ্ঞেস করেছি, কেউ কোন সুদুত্তর দিতে পারেননি আর এসব ঘটনার সুত্রপাত আমার জন্মের আগে থেকে তাই আমি বিস্তারিত জানিও না তবে আমার মনে হচ্ছে একদল আরেকদলকে অনুকরন করেছেন।

ভাই আসলে হিন্দু মুসলিম বলে কোন কথা নেই, আমি যাদের কথা বলছি তারা সবাই মানুষ। আমি তাদেরকে মানুষ হিসেবে চিনি।

৩১| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১২

কাফের বলেছেন: আপনাকে স্যালুট পোষ্টার জন্য
এদের প্রতি একধরনের মমতাবোধ করছি


পোষ্ট স্টিকি করা হক!

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।

ডুকলাদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হলে এদের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সামু বাংলাদেশের সর্বাধিক পঠিত ব্লগ। সামুতে গনমাধ্যম এবং কতৃপক্ষের লোকেরা নিয়মিত আসেন।

কতৃপক্ষ যদি পোস্টটা স্টিকি করে দিতেন তাহলে কৃতজ্ঞ হতাম, এই নিপিড়িত সম্প্রদায় একটু উপকৃত হত।

এ ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

৩২| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

এ হেলাল খান বলেছেন: ছিঃ আমরা আবার নিজেদেরকে সৃষ্টির সেরা জীব মনে করি। আমি মানুষ হিসাবে চরম ভাবে লজ্জিত।

এদেরকে রক্ষায় আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে।

মডুকে অনুরোধ করছি পোষ্ট স্টিকি করার জন্য। পোষ্টদাতাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।

কতৃপক্ষ যদি পোস্টটা স্টিকি করে দিতেন তাহলে কৃতজ্ঞ হতাম, এই নিপিড়িত সম্প্রদায় একটু উপকৃত হত।

এ ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

৩৩| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সাকিন উল আলম ইভান বলেছেন: :(

সিলেট শহরে এরা কোথায় থাকে, জীবুদার পয়েন্ট গুলো মনে ধরেছে , কিছু একটা করা উচিত।

দারুন একটা পোষ্ট মামুন ভাই, আশা করি পোষ্ট টি স্টিকি করা হবে

০৮ ই জুন, ২০১৩ রাত ১:১১

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।

জীবনানন্দদাশের ছায়া'র সাথে আমিও একমত। আসলেই কিছু একটা করা উচিত।

কতৃপক্ষ যদি পোস্টটা স্টিকি করে দিতেন তাহলে কৃতজ্ঞ হতাম, এই নিপিড়িত সম্প্রদায় একটু উপকৃত হত।

এ ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

৩৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:০০

মামুন হতভাগা বলেছেন: বিশ্বাস করেন,আপ্নার লেখা পড়তে পড়তে গায়ের লোমগুলা সব দাঁড়িয়ে গেছে।এটাও কি সম্ভব বর্তমান সময়ে?আজ কিছু জিনিস মনের মাঝে একটা দাগ কেটে গেল।আমরা কত তুচ্ছ বিষয় নিয়ে সারা দেশ তোলপাড় করে ফালাই অথচ এমন একটা বিষয় নিয়ে এত বছর সবাই চুপ?মানুষ হিসেবে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।আপনাকে ঠিক কি বলে ধন্যবাদ দিব বুঝতেছিনা।আপ্নার এই লেখাটা না পড়লে বিষয়টা হয়ত কোনদিন জানা হতনা।মনে থাকবে যদি কোনদিন কোন ক্ষুদ্র উপকারেও তাদের কাজে আসতে পারি ধন্য মনে হবে নিজেকে।

০৯ ই জুন, ২০১৩ রাত ১:৫৪

কাজী মামুনহোসেন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

আশাকরি আজ অথবা কাল এদের সহায়তা করার ব্যাপারে এগিয়ে আসবেন।

৩৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:১৭

ডেনজারাসবয় বলেছেন: কাফের বলেছেন: আপনাকে স্যালুট পোষ্টার জন্য
এদের প্রতি একধরনের মমতাবোধ করছি


পোষ্ট স্টিকি করা হক!

১০ ই জুন, ২০১৩ রাত ২:২২

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৩৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:১৮

ডেনজারাসবয় বলেছেন: মডুকে অনুরোধ করছি পোষ্ট স্টিকি করার জন্য।

মডুকে অনুরোধ করছি পোষ্ট স্টিকি করার জন্য।

মডুকে অনুরোধ করছি পোষ্ট স্টিকি করার জন্য।

মডুকে অনুরোধ করছি পোষ্ট স্টিকি করার জন্য।

মডুকে অনুরোধ করছি পোষ্ট স্টিকি করার জন্য।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩১

কাজী মামুনহোসেন বলেছেন: মডুকে অনুরোধ করছি পোষ্ট স্টিকি করার জন্য।

৩৭| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া দারুন লাগলো! পোস্টটি অনুসরনে নিলাম। ২২ তম +!

১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৮| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:০৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জন্মই কি এদের পাপ!!!

১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: :( :( :(

৩৯| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

জানা বলেছেন:


গুরুত্বপূর্ণ বিষয়ে একটি ভাল লেখা।
এই সম্প্রদায়ের জীবন যাপন, পরিবার, কৃষ্টি-সংস্কৃতি নিয়ে কিছু ছবি যোগাড় করে পোস্টে জুড়ে দিন @মামুন।

সবার নজরে আসা উচিত, আলোচনায় থাকা উচিত। পোস্টটি নজরে থাকছে। কিছু করতে পারলে ভাল লাগবে।

ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

কাজী মামুনহোসেন বলেছেন: পোস্টে নজর দেয়ার জন্য আপাকে ধন্যবাদ।

আমি এদের জীবন যাপন, পরিবার, কৃষ্টি-সংস্কৃতি ইত্যাদি নিয়ে কিছু ছবি যোগাড় করার চেষ্টায় আছি। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি, দুই-তিন দিনের মধ্যে ছবি পেয়ে যাব আশা করি।

আর আজ রাতের মধ্যে গুগল থেকে সংগ্রহ করা কয়েকটি ছবি পোস্টে সংযুক্ত করব।

৪০| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০

লেখোয়াড় বলেছেন:
অসাধারণ!
খুব ভাল লাগল।
এই বিষয়ে আরো সমৃদ্ধ পোস্ট দিবেন বলে আশা রাখি।

ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ, এই বিষয়ে আরও একটা পোস্ট রেডি করার চেষ্টায় আছি। আশা করি খুব দ্রুতই পোস্ট করতে পারব।

৪১| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সোমহেপি বলেছেন: লেখাটির জন্য ধন্যবাদ

১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

কাজী মামুনহোসেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪২| ১২ ই জুন, ২০১৩ রাত ১:১৮

আরজু পনি বলেছেন:

বর্ণবাদই আমাদের অসভ্যতামীর চরম নিকৃষ্ট উদাহরণ।
খুবই দুঃখজনক :(

১২ ই জুন, ২০১৩ রাত ২:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: :( :( :(

৪৩| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: নিজেদের যতই আমরা আধুনিক দাবী করি না কেন, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতি নিয়ত ঘটে চলা এমন অজস্র ঘটনা আজও আমাদের লজ্জা দেয়।

১৩ ই জুন, ২০১৩ রাত ২:৫২

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম। :( :(

৪৪| ১৩ ই জুন, ২০১৩ ভোর ৫:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: আপডেটটা ভালো লাগলো। চড়কপূজা এরাই এই কঠিন কাজগুলো করে ধারনা ছিল না।

++

১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:১৬

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৪৫| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:২০

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ মামুন এই বিষয়ে একটা পোষ্ট ও সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য। একটু ব্যস্ত থাকায় এই কয়েকটি বেশ অনিয়মিত ছিলাম ব্লগে, পোষ্ট দেখেছি এবং এই নিয়ে কিছু মানুষের সাথে আলোচনা করেছি। আমরা সকলে মিলে কাজ করলে নিশ্চয়ই এদের জন্য কিছু করতে পারবো।

১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:৪২

কাজী মামুনহোসেন বলেছেন: এই ব্যাপারে অনেকের সাথে আলোচনা করেছেন জেনে অনুপ্রাণিত হলাম।

শব্দকরদের নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন দেখে উৎসাহিত হলাম। (আমি জিবুদা এবং মামুন রশিদ ভাইকে আপনার মন্তব্যের ব্যাপারে জানাচ্ছি)

আশা করি, শব্দকর সম্প্রদায়ের সাথে যোগাযোগ হওয়ার পরপরই আমরা সবাই একসাথে বসতে পারব।

৪৬| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ সামুকে এই পোষ্ট ষ্টিকি করার জন্য।


এই বিষয়ে সকলে দৃষ্টি আকর্ষণ করছি। শব্দকরদের এই অসহায়ত্বের অবস্থার পাশে এসে দাঁড়ানোর অনুরোধ রইল সবার কাছে।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫২

কাজী মামুনহোসেন বলেছেন: সামুর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।


ধন্যবাদ ভাই।

৪৭| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

সুজন দেহলভী বলেছেন: ধন্যবাদ তথ্যটা জানাবার জন্য। এতোদিন জানতাম আমার এই মাতৃভূমিতে জাতভেদ বিলুপ্ত..........
এখনো অনেক দূর যেতে হবে।
অবশ্য সিলেটীদের কাছ থেকে এমন ব্যবহার পাওয়া অস্বাভাবিক নয়।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৪

কাজী মামুনহোসেন বলেছেন: ভাল মন্দ সব যায়গায় আছে।

ধন্যবাদ।

৪৮| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮

~মাইনাচ~ বলেছেন: বর্ণ বৈষম্য সমাজ এবং দেশের উন্নয়নের অন্তরায়। যতদিন এই বর্ণ বৈষম্য থাকবে ততদিন একটা সমাজ পরিপূর্নতা লাভ করতে পারবেনা। গুড পোষ্ট

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৫

কাজী মামুনহোসেন বলেছেন: বর্ণ বৈষম্য দুর করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

ধন্যবাদ।

৪৯| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
এই পোস্টটি ইষ্টিকি করাতে ভীষণ খুসি হলাম। সামুর প্রতি ভালোবাসা রইল অনেক।

এই বিষয়ে সকলে দৃষ্টি আকর্ষণ করছি। শব্দকরদের এই অসহায়ত্বের অবস্থার পাশে এসে দাঁড়ানোর অনুরোধ রইল সবার কাছে।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮

কাজী মামুনহোসেন বলেছেন: সামুর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।


ধন্যবাদ ভাই।

৫০| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোষ্টটি স্টিকি করায় সামু কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।

খুবই ভালো পোষ্ট। যে কোন ভালো কাজে পাশে আছি।

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০০

কাজী মামুনহোসেন বলেছেন: সামুর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।


ধন্যবাদ ভাই।

৫১| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৫

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: এ ধরনের আচরন এখনো প্রচলিত জেনে নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে ।

সামান্য কিছু করতে পারলেও নিজেকে ধন্য মনে করব ।

পরবর্তী আপডেটের আশায় থাকলাম :)

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০২

কাজী মামুনহোসেন বলেছেন: আশা করি খুব শীঘ্রই আপডেট জানাতে পারব। :)

ধন্যবাদ।

৫২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৫৩| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪০

মামুন রশিদ বলেছেন: পোস্ট স্টিকি হওয়ায় সামু মডারেশনকে ধন্যবাদ ।


আমরা চেষ্টা করে যাচ্ছি প্রান্তিক জনগোষ্ঠি 'শব্দকর'দের সাথে যোগাযোগের । এই মুহুর্তে তাদেরকে কোন কোন বিষয়ে সাহায্য করা যায় তা নিয়ে আমরা ভাবছি । ব্লগার জীবনানন্দদাশের ছায়া আমাদের প্রস্তাব দিয়েছেন শব্দকর অধ্যুসিত কোন গ্রামে মেডিকেল ক্যাম্প করার । এই সম্প্রদায়ের সাথে প্রাথমিক যোগাযোগের জন্য মেডিকেল ক্যাম্প নিঃসন্দেহে একটি ভালো ধারনা । মেডিকেল ক্যাম্পের জন্য স্থান নির্বাচনের কাজ চলছে । মেডিকেল ক্যাম্পের সুবাধে আমরা এই সম্প্রদায়ের সাথে ভালোভাবে মিশতে পারব, আরো কোন কোন বিষয়ে তাদের পাশে দাঁড়ানো যায় তা চিহ্নিত করতে পারব ।

এই একবিংশ শতাব্দিতে কোন মানুষ শুধু জাত-পাতের দোহাই দিয়ে এতটা মানবেতর জীবন কাটাবে, তা কোন ভাবেই গ্রহনযোগ্য নয় । আসুন এই অবহেলিত পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই ।

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮

কাজী মামুনহোসেন বলেছেন: পোস্ট স্টিকি হওয়ায় সামু মডারেশনকে ধন্যবাদ ।

আপনি আর জীবু'দাকে ছাড়া শব্দকরদের জন্য কিছু করার কথা চিন্তা করাও হয়ত দুস্কর হত। আপনাদের কাছ থেকে প্রতিদিন নতুন কিছু শিখছি।


এই একবিংশ শতাব্দিতে কোন মানুষ শুধু জাত-পাতের দোহাই দিয়ে এতটা মানবেতর জীবন কাটাবে, তা কোন ভাবেই গ্রহনযোগ্য নয় । আসুন এই অবহেলিত পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই ।

৫৪| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪

সাইফ সানি বলেছেন: এই একবিংশ শতাব্দিতে কোন মানুষ শুধু জাত-পাতের দোহাই দিয়ে এতটা মানবেতর জীবন কাটাবে, তা কোন ভাবেই গ্রহনযোগ্য নয় ।

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০

কাজী মামুনহোসেন বলেছেন: বর্ণ বৈষম্য দুর করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

ধন্যবাদ।

৫৫| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮

আমিনুর রহমান বলেছেন:


@মামুন ভাই সময় করে আমাকে একখানা ফোন দিয়েন। আমার মোবাইলটা চেঞ্জ হওয়াতে এই মুহুর্তে আপনার নাম্বারটা আমার কাছে নাই।


৫৬| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮

বাবুল হোসেইন বলেছেন: ইউরোপ আফ্রিকার বর্ণবাদের খবর এবং আন্দোলন আমরা জেনেছি, খারাপ লাগা ও ছিলো। এখন দেখি নিজের ঘরেই সেই কালসাপ পুষছি আমরা। একটা সভ্য সমাজে এরকম বর্ণবাদী মনোভাব মেনে নেয়া যায় না। আমি ডুকলা গালি হিসেবে জানি, বাট এটা যে এতোটা হৃদয় বিদারক এক জনগোষ্ঠীর পেশাগত নাম জানতাম না। সিলেটে ঘেটুপুত্র বলে এক ধরণের জনগোষ্ঠী ছিলো যাদেরকে নিয়ে হুমায়ুন আহমেদ ছবি বানিয়েছেন।

পাশে থাকবো আশা করি।

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: একটা সভ্য সমাজে এরকম বর্ণবাদী মনোভাব মেনে নেয়া যায় না।

ধন্যবাদ।

৫৭| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩১

শ।মসীর বলেছেন: বাংলাদেশে এমন অবস্হা এখনও আছে জানা ছিলনা.....।

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: বর্ণ বৈষম্য দুর করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

ধন্যবাদ।

৫৮| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট টি স্টিকি করার জন্য মডারেশন প্যানেল কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই !

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৬

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ, অভি ভাই। :)

৫৯| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: একুশ শতকও যে কত অন্ধ হতে পারে...

অজ্ঞতা কুরে কুরে খাচ্ছে এই সমাজকে।


দেশ , সমাজ , আগামী প্রজন্ম সবার কাছে দায়ী হয়ে থাকবো - যদি এই শব্দকররা তাদের অধিকার ফিরে না পায়।


হায় সমাজ , হায় ধর্ম , হায় মানবতা।

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: দেশ , সমাজ , আগামী প্রজন্ম সবার কাছে দায়ী হয়ে থাকবো - যদি এই শব্দকররা তাদের অধিকার ফিরে না পায়।


বর্ণ বৈষম্য দুর করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

ধন্যবাদ।

৬০| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

খাটাস বলেছেন: দায়িত্বশীল ব্লগার এর মতই সুন্দর দায়িত্বশীল পোষ্ট। সব কিছুই সময়ের সাথে বিলুপ্ত হয়। এটা স্বাভাবিক। কিন্তু পেশা গত বিলুপ্তি যে নাগরিকতার বিলুপ্তি ঘটায় না, এ ব্যাপারে সচেতনতা মানুষের কম। এক সাথে কত লাখ মানুষ কে এই জ্ঞান দেয়া যাবে, তা বোঝা কঠিন। তাই সচেতন মানুষ হিসেবে যারা সপ্রনদিত হয়ে এগিয়ে আসবেন, তাদের কে জন সচেতনতা তৈরির পাশাপাশি এই ডুকলা সম্প্রদায়ের শিক্ষার প্রতি নজর দেয়া উচিৎ। সাথে সাথে আরও সমস্যা নিয়ে কাজ করা যাবে। ইমসন অনেক গুলো মানুষ কে হয়ত এক সাথে করতে পারে কোন ভাল কাজের জন্য। কিন্তু যুক্তি ছাড়া এগিয়ে যাওয়া যাবে না। আলোচনা চালিয়ে যান। পাশে থাকব। প্লাস।

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৮

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্য।

আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, আপনাদের সবার সহায়তা কামনা করছি।

ধন্যবাদ।

৬১| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৯

ওঁ বলেছেন: বেসম্ভব সুন্দর একটা পোস্ট

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৯

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৬২| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:১০

পরিবেশ বন্ধু বলেছেন: মনে হচ্ছে আমিও তাদের মত একজন
অনুভুতি এবং কাজের লক্ষ্যমাত্রা অনুযায়ী ভাল কিছু করা
মানবিক দায়িত্ব
শুভকামনা থাকল

১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৬৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

বাঘ মামা বলেছেন: অবশ্যই সাদুবাদ জানাই এমন প্রচেষ্টাকে।

ধন্যবাদ কাজী মামুন

শুভ কামনা সব সময়

১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ, বাঘ মামা।

৬৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: চমৎকার! কতৃপক্ষ পোস্ট "দৃষ্টি আকর্ষন" বিভাগে দিয়ে আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছেন।

আলোচনা-পরিকল্পনা চলতে থাকুক। এর মাঝে আমরা প্রায়োরিটি বেসিসে একটা সুইটেবল এরিয়া খুঁজে বের করি (মামুন রশীদ এই কাজটিই করছেন)। মাঠ পর্যায়ে আমাদের অভিজ্ঞতা আমাদের কী করতে হবে তা বুঝতে এবং সেই অনুযায়ি পরিকল্পনা করতে সাহায্য করবে।

আগ্রহী ভলান্টিয়ারদের একটি বড় অংশ সম্ভবত সিলেট বাসী। সেক্ষেত্রে আপনারা সময় করে যদি সামনা সামনি বসে আলোচনা করেন তবে আরো ভালো হতে পারে।

যেকোন আইডিয়া, সেটা যত ছোট হোক, যত হাস্যকর শোনাক ব্লগাররা উপস্থাপন করতে পারেন। পরে আলোচনা করে সেটাকে একটা বাস্তব রুপ দেয়াও যেতে পারে।

১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৪৮

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত।

৬৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৭

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: আমি একজন রোটারিয়ান, আমরা আপনাদের বোধহয় সবচেয়ে বেশী উপকারে আসতে পারবো। জানাবেন কিভাবে এবং কি প্রয়োজন?
[email protected]

১৭ ই জুন, ২০১৩ রাত ৩:২১

কাজী মামুনহোসেন বলেছেন: আপনাকে মেইল করা হয়েছে।

ধন্যবাদ।

৬৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: পাশে থাকতে চাই

১৭ ই জুন, ২০১৩ রাত ৩:২২

কাজী মামুনহোসেন বলেছেন: এখনো আমাদের প্রকল্পের পরিসর বেশ ছোট হওয়ায় আমরা আপনাদের কাছে কী কী করা যায় এ বিষয়ে আইডিয়া, প্রস্তাবনা আশা করছি। আপনি যদি মনে করেন আপনি সাহায্য করতে পারবেন তাহলে দয়া করে বলুন আপনি কিভাবে সাহায্য করতে চান।

৬৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

মো: আতিকুর রহমান বলেছেন: বাঘ মামা বলেছেন: অবশ্যই সাদুবাদ জানাই এমন প্রচেষ্টাকে।

ধন্যবাদ কাজী মামুন

শুভ কামনা সব সময়

১৭ ই জুন, ২০১৩ রাত ৩:২২

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৬৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:০৫

জাহিদ হাসান বলেছেন: পাশে আছি , আপনারা এগিয়ে যান ।

১৭ ই জুন, ২০১৩ রাত ৩:২২

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৬৯| ১৭ ই জুন, ২০১৩ রাত ২:২১

সোহাগ সকাল বলেছেন: পোস্টটি স্টিকি করাতে মডারেশন প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি।

১৭ ই জুন, ২০১৩ রাত ৩:২৩

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৭০| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪০

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশে এখনও 'অস্পর্শ' কেউ আছে বিশ্বাস করতে কস্ট হয়। আপনাদের মত সমাজ সচেতনেরাই পারবেন এদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে.. বড় ভুমিকা রাখতে পারে টিভি চ্যানেলগুলি ... সামুতেই দেখছেন যে অধিকাংশ রাই জানে না এই লুকিয়ে রাখা অপরাধবোধকে....

এদের উপর এমন আচরনে কি ধর্ম ভিত্তিক কোন রোল আছে? মনে হচ্ছে যে উনারা হিন্দু সম্প্রদায়ের, তাহলে কি আচরনটা শুধু উচ্চ সম্প্রদায়ের হিন্দুদের মধ্যেই প্রচলিত??? 'অস্পর্শ' কনসেপ্ট তো ইন্ডিয়াতে ই প্রচলিত

১৮ ই জুন, ২০১৩ রাত ৩:২৬

কাজী মামুনহোসেন বলেছেন: এদের উপর এমন আচরনে কি ধর্ম ভিত্তিক কোন রোল আছে?

হিন্দু ধর্মের জাত প্রতা থেকে এর সুত্রপাত।

মনে হচ্ছে যে উনারা হিন্দু সম্প্রদায়ের, তাহলে কি আচরনটা শুধু উচ্চ সম্প্রদায়ের হিন্দুদের মধ্যেই প্রচলিত???

একসময় এই আচরন শুধু উচ্চ সম্প্রদায়ের হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, বহু বছর (প্রায় ৫০-৬০) ধরে মুসলিমরাও একই আচরন করছেন। (আমার দাদি মারা গেছেন, উনার কথা থেকে ধারনা করছি)

অস্পর্শ' কনসেপ্ট তো ইন্ডিয়াতে ই প্রচলিত

সিলেট সহ পুরো বাংলাদেশ একসময় ইন্ডিয়ার অংশ ছিল, এই আচরন ব্রিটিশ আমল থেকেই প্রচলিত।

ধন্যবাদ।

৭১| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:১৮

িলপু_িসলেট বলেছেন: ডুকলাদের নিশ্চয়ই ভয়ংকর অতীত আছে, যা তাদের-কে আলাদা করে রেখেছে। ডুকলাদের সামাজে হয়তোবা অসামাজিক কার্যক্রম চলতো, তাই ডুকলাদের সবাই ভয় পেত বা ঘৃনা করত।
যা ই হোক না কেন মানুষ হিসেবে মানুষের অধিকার পাবে এটা ই কাম্য। ডুকলা মানুষদের পাশে মানুষ হিসাবে সহযোগিতার মানসিকতায় দাড়াতে পাড়লে নিজেকে ধন্য মনে করব।

১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩১

কাজী মামুনহোসেন বলেছেন: ডুকলাদের নিশ্চয়ই ভয়ংকর অতীত আছে, যা তাদের-কে আলাদা করে রেখেছে। ডুকলাদের সামাজে হয়তোবা অসামাজিক কার্যক্রম চলতো, তাই ডুকলাদের সবাই ভয় পেত বা ঘৃনা করত।

এই কথার সাথে সম্পুর্ণ দ্বিমত। এরকম কিছু আমি খুঁজে পাইনি , আপনি চাইলে ওই অঞ্চলের রেকর্ড ঘেটে দেখতে পারেন।

যা ই হোক না কেন মানুষ হিসেবে মানুষের অধিকার পাবে এটা ই কাম্য। ডুকলা মানুষদের পাশে মানুষ হিসাবে সহযোগিতার মানসিকতায় দাড়াতে পাড়লে নিজেকে ধন্য মনে করব।

সহমত।

৭২| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৩১

ক্ষণিকের আগুন্তক বলেছেন: কিছুই বলার নেই।

১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩১

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম।

৭৩| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩

সরদার হারুন বলেছেন: ভাই? শব্দকর বলতে কি বোঝায় ।আমি ব্যাপারটি বুঝিনি। আমাকে বোঝতে সাহায়্য করুন ।
তার পরে মন্তব্য করবে।

১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩৬

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই? শব্দকর বলতে কি বোঝায় ।

আমার ভাষায় : যারা বাধ্যযন্ত্র বাজিয়ে জীবিকা নির্বাহ করেন, তাদেরকে শব্দকর বলা হয়।

ধন্যবাদ।

৭৪| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

নাছির84 বলেছেন: পাশে থাকতে চাই । পরবর্তি পদক্ষেপের অপেক্ষায়..............

পোষ্টে+++++++++++++++++++++

১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩৭

কাজী মামুনহোসেন বলেছেন: পরবর্তি পদক্ষেপ নেয়ার সাথে সাথেই আপডেট দেয়া হবে, ধন্যবাদ।

৭৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯

ইউসুফ আলী রিংকূ বলেছেন: স্যালুট জানাই আপনাদের এমন প্রচেষ্টাকে।

স্যালুট কাজী মামুন আপনাকে এবং আপনাকে যারা সহযোগিতা করছে তাদের সবাইকে ।

আপনাদের জন্য শুভ কামনা সব সময় ।

১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৪৭

কাজী মামুনহোসেন বলেছেন: আসলে জীবু'দা আর মামুন রশিদ ভাই যদি না এগিয়ে আসতেন, তাহলে শব্দকরদের জন্য কিছু করার কথা চিন্তা করাও হয়ত দুস্কর হত। জীবু'দা, মামুন রশিদ ভাই সহ যেসব মহৎ ব্যাক্তি এদের নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন, আমার পক্ষ থেকেও তাদের প্রতি স্যালুট রইল ।

আর আমি শুধু আপনাদেরকে অজানা তথ্য জানিয়ে দেয়ার দায়িত্ব পালন করেছি।

আপনাদের কাছ থেকে সবসময় অনুপ্রাণিত হই।
আপনাদের অনুপ্রেরণার কারনেই ভাল কিছু করতে চেষ্টা করি।

ধন্যবাদ।

৭৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩৮

মুশাসি বলেছেন: এ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষনের জন্য আপনাকে ধন্যবাদ

পোষ্ট টি স্টিকি করার জন্য মডুদের প্রতিও রইলো আন্তরিক ধন্যবাদ।

১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৪৭

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৭৭| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১৫

িলপু_িসলেট বলেছেন: আমাদের-কে অজানা তথ্য জানিয়ে দেয়ার দায়িত্ব পালন করায আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলু-ফালু-বালু কত ধরনের ই তো পত্রিকা আছে আমাদের দেশে, বুদ্ধিজিবীদের ও তো অভাব নেই, লেজুড়বৃত্তি করা ছাড়া আর কি-ই-বা করার আছে তাদের!!!!!!! ব্যতিক্রমি সামুর ব্যতিক্রমী পোষ্ট-সময়ের সেরা পোষ্ট।

১৯ শে জুন, ২০১৩ রাত ২:২৮

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৭৮| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ++++++++++++++++

দারুন পোস্ট!

১৯ শে জুন, ২০১৩ রাত ২:২৮

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৭৯| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২২

সরদার হারুন বলেছেন: আপনাকে ধন্র্যবাদ

১৯ শে জুন, ২০১৩ রাত ২:২৮

কাজী মামুনহোসেন বলেছেন: :) :)

৮০| ২০ শে জুন, ২০১৩ রাত ১:২৫

রুদ্র মানব বলেছেন: শব্দকরেরা আমাদের সমাজে আসলেই খুব অবহেলিত । এদের প্রতি সাহায্যের হাত বারিয়ে দেয়ার সময় এসে গেছে ।

২৩ শে জুন, ২০১৩ রাত ৩:১৭

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম।

৮১| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৮

আমি ইহতিব বলেছেন: শিউরে উঠলাম ভাই, মনে হোল এখনও মধ্যযুগেই বাস করছি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে এমন একটা বিষয়ে লেখার জন্য। জীবুদার পোস্টে যাচ্ছি, দেখি কি প্রকল্পের পরিকল্পণা করছেন। সাধ্যমতো পাশে থাকবো বলে আশা করছি।

২৩ শে জুন, ২০১৩ রাত ৩:১৮

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৮২| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এটা কোন কথা হল... এরকম হয়!!! আমি অবাক সাথে নির্বাক...

কিছু শব্দকর চট্টগ্রাম অঞ্চলে থাকে .. সিতাকুন্ডের কিছু শব্দকরকে চিনি,... তারা এত খারাপ ভাবে নেই যতটুকু জানি.. বরং পুজো বা অন্যকোন অনুষ্ঠানে এই সম্প্রদায়কে সন্মানের সাথেই দেখা হয়.. কিন্তু সিলেট বা অন্যান্য অঞ্চলের খবর শুনে আঁতকে উঠলাম... সভ্য মানুষ গুলো অসভ্যদের মত আচরন কিভাবে করে.. !!!

ধন্যবাদ পোষ্টের জন্য... শব্দকররা ভালো থাকুক.. নির্মল কাকুর কথা মনে পরছে যে ছিল শব্দকর সম্প্রদায়ের কিন্তু খুব আদর করতেন আমাকে... শুভ কামনা সবসময়...

২৩ শে জুন, ২০১৩ রাত ৩:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: বরিশালেও নাকি কিছু শব্দকর আছেন, ধন্যবাদ।

৮৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২

শের শায়রী বলেছেন: মামুন ভাই প্রায় ২ মাস হল ব্লগে ঢুকি না ফেবুতেও নাই। নিজের ব্যাক্তিগত কাজে খুব ব্যাস্ত। কিন্তু এমন একটা লেখা দিয়েছেন যেখানে মন্তব্য না করলে নিজেকে ছোট করা হয়।

আপনার স্পর্শকাতর মন এদের নিয়ে যা লিখছে নিজেকে গর্বিতবোধ করছি আপনার পাঠক হিসাবে।

ভাই কথা হল এদের নিয়ে কিছু করা যায় না? খুব কুন্ঠিত ভাবে বলতে ইচ্ছে হয় কিছু করার থাকলে বলবেন গর্বের সাথে করব।

ভাল থাকুন ভাই।

২৫ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৭

কাজী মামুনহোসেন বলেছেন: এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে অনুকরন করার চেষ্টা করেছি মাত্র, আসলে এসব কিছু আপনাদের দেখেই শিখেছি এবং এখনও আপনাদের কাছ থেকে শিখে যাচ্ছি। আমার অনুপ্রেরণার বিশাল অংশ জুড়ে আপনারা রয়েছেন।

প্রিয় শের শায়রী ভাইয়ের মন্তব্যে অনুপ্রাণিত হই, নতুন কিছু করার উৎসাহ পাই।

এদের নিয়ে কিছু একটা করার চেষ্টায় আছি, কোন ধরনের সাহায্য প্রয়োজন হলে অবশ্যই জানাব।

প্রিয় ব্লগারকে ধন্যবাদ।

৮৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ++++++++
দারুন পোস্ট।
স্পর্শকাতর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.