![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গত ১৫ সেপ্টেম্বর'২০১২ বদলি হয়ে ২য় বারের মত সিলেটে এসেছি , এখানে আমার নানান সমস্যার কারনে অনেকের কাছে যেতে হয়েছে, এতে আমি অনেক জায়গায় হোচট খেয়েছি যেমন আম্বরখানায় মাছ কিনতে গিয়ে কিংবা ২/৩ দিনের বাসি পঁচা শব্জি কিনতে গিয়ে যা হোক সেটা আমার মন্দ কপাল না হলে সিলেটে ২য় বার বদলি কেন? তবে এর মাঝে আমি কিছু ভাল মনের মানুষ পেয়েছি তাদের কথাই বলছি - সিলেটে আসার পরপরই আমার ১৩ বছরের সনি টিভিখান নষ্ট হয়ে গেল যা আমার মরহুম নানা শ্বশুর দিয়েছিলেন যা লতিফ সেন্টার সনি শো-রুম হতে কেনা, আমার সিনিয়র সহকর্মী কিরণ স্যার এর কাছ থেকে জানলাম জল্লারর পার জেনারেল ইলেক্ট্রনিকস্ দোকানের কথা যাহোক সেখানে টিভিটি ওনিই সহৃদয় হয়ে পাঠালেন মনে মনে ভাবলাম হয়ত অনেক টাকা লাগবে, কারণ এর আগে কুমিল্লাতে নষ্ট হওয়ায় সনি সার্ভিসিং এ মেরামত বিল হয়েছিল ২৩০০ টাকা । এরপর ঐ দোকান হতে পর ফোন করে বলল আপনার টিভি মেরামত হয়েছে বিল লাগবে ৬০০ টাকা । সত্যিই আমি তাদের কাছে কৃতঞ্জ । এর কিছু দিন পর আমার কম্পিউটারে সমস্যা দেখা দিল তখন আমার জুনিয়র সহকর্মী নিত্যকে নিয়ে জিন্দাবাজার IT Lab Solutions এ গেলাম মনে মনে ভাবলাম কত টাকা যে লাগবে আল্লাহ মালুম? কারণ এর মাস ৪/৫ আগে হার্ট ডিক্স মার গেয়েছিল,যাহোক ওনারা ওনাদের সার্ভিসিং সেন্টারে নিয়ে গেল বিহঙ্গ ৮৩/ এ কাজিটুলায়। সেখানে নিয়ে ওরা চেক করে দেখল সব ঠিক আছে শুধু মাদার বা মেইন বোর্ডের স্লট লোজ হয়ে গেছে তা সাথে সাথে ঠিক করে দিল । আমি এর বিনিময়ে সামান্য সম্মানী দিতে চাইলাম কিন্তু তরুন ভদ্রলোক মি: কিসনা তা নিতে অপারগতা প্রকাশ করলেন এবং বিনয়ের সঙ্গে বললেন আমিতো আপনার কোন কাজ করেনি তাহলে টাকা কেন নিব? সত্যিই আমি অভিভূত হয়েছিলাম ওনার আচরণে । আর একজন লোককে আমার খুব ভাল লাগে আম্বখানার জালালাবাদ ষ্টোরের এক ভদ্রলোককে ওনার নামটা অবশ্য জানা হয়নি, আরো অনেকে আছেন হয়ত তাদের নাম এখন মনে পরছে না হ্যঁ আরো একজন আছেন তিনি(বড়শালার) সিএনজি চালক হাবিব ভা্ই যিনি হরতালের জন্য শীতের রাতে ৪ টার সময় রেল ষ্টেশনে পৌছে দিয়ে ভাড়া নিলেন মাত্র ১৫০ টাকা, আমি স্বেচ্ছায় ২০০টাকা দেয়ার পরও বিনয়ের সাথে ৫০ টাকা ফিরিয়ে দিলেন। আসলে ভাল মন্দ মিলিয়েই এ জগত - সংসার সবাইকে একদিন সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে রেখে যাব শুধু ভাল/মন্দ কাজ যা দিয়ে জগতবাসি আমাদের মূল্যায়ন করবে ।
©somewhere in net ltd.