![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এখানে হয়না কী? নানা বিষয়ের নানা রেকর্ড এই দেশে আছে , তবে একটি বিষয়ের রেকর্ডের খবর হয়ত বিশ্ববাসী জানে না, জানলে তা ওয়ার্ল্ড রেকর্ড বুকে তুলে ধরা হবে । তা আমি জানাতে চাই বিশ্ববাসীকে তাহল- সিলেট শিক্ষা বোর্ডের কোন এক প্রধান পরীক্ষক নাকী ১৬০০ খাতা দেখেছেন(আমি আমার এক সহকর্মীর নিকট হতে শুনেছি) ? এটা কী করে সম্ভব? তারপর ওনি প্রধান পরীক্ষক এর কাজ করেছেন ? যেখানে অধিক শিক্ষককে দিয়ে কাজ করালে কাজও ভাল হবে আবার বেশী সংখ্যক শিক্ষককে সুবিধা দেয়া হবে । আর আমার মতে প্রধান পরীক্ষক মহোদয়ের এমনিতেই অনেক কাজ তারপর ওনারা যদি ১৬০০ খাতা মূল্যায়ন করেন তাহলে আর যাই হোক খাতা মূল্যায়ন হবে না ।তাই প্রধান পরীক্ষক মহোদয়দেরকে দিয়ে খাতা দেখানো বন্ধ করা হোক ।
©somewhere in net ltd.