নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক ৭১

শিক্ষক ৭১ › বিস্তারিত পোস্টঃ

হায়রে কপাল মুসলমানদের এখন শিখতে হয় বির্ধমীদের কাছ থেকে

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৫

ইসলাম মানবতার ধর্ম, মুক্তির ধর্ম, যুক্তির ধর্ম, সাম্যের ধর্ম, মর্মের ধর্ম ,কিন্তু বর্তমান মুসলমানদের এখন কী অবস্হা বা মুসলিম দেশগুলোর কী অবস্হা? মুসলিম সব দেশেরই লেজে গোবরে অবস্হা । আরব বসন্তের ডাক দিয়ে মধ্য প্রাচ্যের কিছু দেশে গনতন্ত্র শুরু হলেও এখন তা মাঠে মারা যাওয়া অবস্হা । অথচ মুসলমানদের কাছ থেকেই বিধর্মীরা এক সময় অনেক কিছু শিখেছে । যেমন বিভিন্ন ধর্মীয় উংসবে গরীব সমগোত্রীয় লোকদের সাহায্য করা যথা : যাকাত, ফিৎরা,দান, সদকা, ইত্যাদি যা মুসলমানদের মাঝে এখন খুবই কম দেখা যায় । মুসলমানরা ধর্মীয় উৎসব আসলে দুই/তিন গুণ মুনাফা করতে ব্যস্ত হয়ে যায় আর অপরদিকে ইহুদি- খিষ্টানরা তাদের বড়দিন উপলক্ষে তাদের তৈরী/ আমদানী করা জিনিস পত্র ৮০% কম মূল্যে বাজারে বিক্রি করে থাকে । অপর দিকে আমরা সারা বছরের মুনাফা এক রমজান মাসেই করতেই চাই । যেমন এবার পিয়াজের ব্যবসায়ীরা রমজান শুরু হওয়ার আগেই প্রতি কেজিতে প্রায় ১৫ টাকা মুনাফা করেছে ।এইসব মুসলমানদের দ্বারা কী ইসলাম রক্ষা সম্ভব হবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

আহেমদ ইউসুফ বলেছেন: এসব কারনেই আমাদের আজকের অধঃপতন। রমযান মাস গোনাহ মাফের মাস, সিয়াম সাধনার মাস। কিন্তু এ কথা আমাদের ব্যবসায়ীদের কে বোঝাবে। তাদের তো রমযান মাস না পোয়াবারো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.