![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে সামান্য কিছু একটা লিখলেই সাড়া পাওয়া যেত । এখন ভাল লেখা লিখেও তেমন সাড়া পাওয়া যায়না এটা হয়েছে অতি উৎসাহী শাহবাগীদের জন্য । সাধারন মানুষ ব্লগ হতে মুখ ফিরিয়ে নেয়া শুরু করেছে । বিষয়টি মোটেও ভাল নয় ।
২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
পাকাচুল বলেছেন: এবার পিয়াজের ব্যবসায়ীরা রমজান শুরু হওয়ার আগেই প্রতি কেজিতে প্রায় ১৫ টাকা মুনাফা করেছে ।এইসব মুসলমানদের দ্বারা কী ইসলাম রক্ষা সম্ভব হবে ।
৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৫
আবিদা০৬ বলেছেন: Alexa Traffic Rank: 5,018 Bangladesh Flag Traffic Rank in BD: 26
link-icon Sites Linking In: 1,619
১০,১১,১২, এর মধ্যে যে সামুর অবস্থান ছিল সে সামুর ২৬ অবস্থান প্রমাণ করে সামহোয়ার কতটা অবস্থান হারিয়েছে।
৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭
ইউরো-বাংলা বলেছেন: শাহবাগীরা শুধু ব্লগের ১২টা বাজায় নাই, দেশের তরুন প্রজন্মেকেও খারাপ দিকে লেলিয়ে দিয়েছে।
৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৩
হারুনরশিদ বলেছেন: আসল ব্যাপারটা হলো- মুরগী খাবার বেশী পেলে পা দিয়ে ছিটিয়ে দেয়, ঠিক তেমনি শাহবগীরা- যখন সব কিছুই ফ্রি পাওয়া শুরু করেছিল এবং ক্ষমতাসীন সাপোর্ট তখন ভেবে নিয়েছিল- মুই কি হনুরে!
৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭
জেনারেশন সুপারস্টার বলেছেন: শাহবাগের আন্দোলনার পরে ব্লগের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে।কিন্তু কথা হচ্ছে তারা ব্লগের যে মজা তা উপভোগ করতে না পেরে ফিরে যাচ্ছে।কারণ ব্লগের যদি কেউ কোন বারোটা বাজায় তবে তা বাজিয়েছে অবুঝ হেফাজতীরা আর ধান্দ্বাবাজ জাতীয়তাবাদী আদর্শের ব্লগাররা।তারা ব্লগ ব্যাপারটাকে নেগেটিভ হিসেবে উপস্হাপন করেছে জনমানুষের কাছে।এখানে শাহবাগের আন্দোলনকারীদের দোষ দেওয়াটাও আরেক ধরণের চাল।
৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১
মোমের মানুষ বলেছেন: ইউরো-বাংলা বলেছেন: শাহবাগীরা শুধু ব্লগের ১২টা বাজায় নাই, দেশের তরুন প্রজন্মেকেও খারাপ দিকে লেলিয়ে দিয়েছে
৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সামু ফিরে যাক তার আপন মহিমায়
৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৯
নিরব বাংলাদেশী বলেছেন: ব্লগ ব্লগের জায়গাতেই আছে। তরুনদের তারুন্যকে শাহবাগীরা দেওয়ানবাগীর মত একেবারে উল্টো করে দিয়ে দিল। তরুনরা ই দেশের ভবিষ্যত এরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে, এখন তাদের ধ্যান ধারনাকে দ্বিধান্বিত করে দেয়া হলো। তরুন রা জাগ্রত হলে এমন হাজার টা সামু লামু তৈরী হতে সময় লাগবে না, কিন্তু তরুন মনে নাড়া লাগতে অনেক অপেক্ষা করতে হয়।
১০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১
গেস্টাপো বলেছেন: আপনাকে চাধিনতার বিপক্কের চক্তি বলে মুনে ওচ্ছে কিন্তু
১১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১
জগ বলেছেন: শাহবাগের হনুজাগরন মঞ্চের আবির্ভাবের প্লাটফরম ছিল সামু। হারামি নাস্তিকরা যখন ব্লগে পোংগা খাইয়া সুবিধা করতে পারতেছিল না তখন রাষ্ট্রীয় নিরাপত্তার আড়ালে শাহবাগে রাস্তা বন্ধ কইড়া পাঁদড়ামি আরম্ভ করছিল। আন ফরচুনেটলি সেইখানেও তারা পোংগা খাইয়া গেছে। মাঝখান থেইকা শালাদের ভার্চুয়াল শাহবাগের ( মানে সামুর) তেরটা বাজায় ছাড়ছে।
১২| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২০
শুভ জািহদ বলেছেন: মোমের মানুষ বলেছেন: ইউরো-বাংলা বলেছেন: শাহবাগীরা শুধু ব্লগের ১২টা বাজায় নাই, দেশের তরুন প্রজন্মেকেও খারাপ দিকে লেলিয়ে দিয়েছে।
এটা হচ্ছে সামুর পাপের ফল। কিছু করার নাই। তারা সেভাবে শুরু করছিল তা প্রশংসার দাবী রাখে। কিন্তু মাঝখানে দেওয়ানবাগীরূপী শাহবাগীদের অত্যাধিক আশ্রয়-প্রশ্রয় এবং ইসলাম বিরোধী কার্যকলাপে সহায়তার জন্য সর্বোপরি মুসলিমদের বিরুদ্ধে অবস্থানের জন্যই আজ তাদের এই অবস্থা।
সামুর ১৩ বাজার অপেক্ষায়.....................
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
আবিদা০৬ বলেছেন: অন্যব্লগের ইউজার আগের মতই আছে ।উল্টো বাড়ছে। দিন দিন কমছে শুধু সামহোয়ারের ব্লগারের সংখ্যা।আগে এসময় ৩০০ এর উপর লগইন থাকত।এখন টেনেটুনে ১৫০ ।
শাহবাগীদের জন্য না।সামুর বিতর্কিত নাস্তিক তোষন নীতির জন্যই সামুর বর্তমান অবস্থা।