নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক ৭১

শিক্ষক ৭১ › বিস্তারিত পোস্টঃ

জাবি ভিসি আর কত দিন ক্ষমতায় থাকবে ?

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২

দেশের বিশ্ববিদ্যালয় গুলো হল প্রকৃত নাগরিক গড়ার কারখানা অথচ সে কারখা্নাই অচল করে রেখেছে উড়ে আসা জুড়ে বসা ভিসি আনোয়ার । আপনারতো চাকরী অভাব নেই তাহলে সোনার ছেলেদের মূল্যবান জীবন নিয়ে ছেলে খেলা করছেন কেন ? সব ছেড়ে চলে যান সবাই আপনাকে শ্রদ্ধা করবে । আপনার উপমা দিবে বাংলাদেশের ইতিহাসে অমুক ভিসি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে চলে গেছেন ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

ঘুড়িবাবা বলেছেন: যতদিনে তেনার জ্ঞানের কুয়ায় ঢিল পড়িবে

২| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

নিশ্চুপ আঁধার বলেছেন: ভিসি আনোয়ার না নয় বুঝলাম খারাপ।তাই বলে টিচাররা তো আর সাধু সেজে বসে থাকেনাই।মাসের পর মাস তারা ক্লাস নিল না কেন?এতই যদি সোনার ছেলেদের জন্য দরদ উথলায়ে পরে তাহলে কি কারণে তারা ক্লাস বর্জন করে?ক্লাস বর্জন করার সময় একবারের জন্যেও মনে পড়ল না যে ঐ ছেলেমেয়েগুলা সেশন জটে পরে গেল?নাকি তখন সেই শিক্ষকেরা ক্ষমতার জন্য পাগল ছিল?
ভিসি আনোয়ার খারাপ ঐটা সবাই জানে।কিন্তু যে শিক্ষকগুলা ক্লাস বর্জন করল তারা হল,ক্ষমতার জন্য লালায়িত শয়তান।মুখে যতই লম্বা চওড়া কথা বলুক,সবার উদ্দেশ্য এক।ভিসি আনোয়ার যা,ঐ শিক্ষকগুলাও তাই!!!!!কোনো তফাৎ নাই।
যে সব শিক্ষক ক্লাস বর্জন করে ছাত্রছাত্রীদের বিপদে ফেলে দিল,তাদের আসল চুলকানীটা আসলে কই জানেন?ক্ষমতা হাতে পেয়ে চামে চামে কিছু কামায়ে নিতে হবে!
সবাইকে চেনা আছে।আনোয়ারের আগে শরীফ যখন ভিসি ছিল,তখনও এরা যা করেছে।সব এক!!!খালি একটু ক্ষমতা আর টাকা কামানোর জন্য এরা যা করে তা মানুষ করে না।মাঝখান থেকে হাত-পা বাধা থাকে সাধারণ ছাত্র-ছাত্রীদের।বছরের পর বছর সেশনজটে আটকে থেকে পরিবারের বোঝা হয়।একটা সময় কেউ কেউ আত্মহত্যাও করে।এমন নজিরও আছে।
আগে শিক্ষকরা নিজেদের কাজ করুক!তারপর তারা যত গলাবাজি করুক সব মেনে নেয়া যাবে!

৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৩

শিক্ষক ৭১ বলেছেন: আপিন যথার্থ বেলেছন সব শালাই এক ! শুধু টাকা খাওয়ার ধান্দা >>>>>>>>>>>>>>>>>>>>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.