![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিগারেট বা ধুমপান কিংবা মদ্যপানসহ যাবতীয় বাজে অভ্যাস ত্যাগ করার জন্য রজান মাসই যথেষ্ট । একজন মুসলমানকে সাওম পালনরত অবস্হায় সুবহে সাদিক হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি হতে বিরত থাকতে হয় । তা নাহলে তার সাওম পালন হবে না । ঠিক এ রুপই যদি কেউ প্রতিঞ্জা করে আমি আর জীবনে ধূমপান বা মদ্যপান করব না তাহলে তার জন্য এরুপ বাজে অভ্যাস ত্যাগ করা সহজ ব্যাপার । আর রমজান মাসের শিক্ষাও কিন্তু এরুপ । এ মাসকে মডেল মনে করে বাকী ১১ মাস অনুরুপভাবে চলবে । অথচ কিছু মুসলমান সারা দিন কষ্ট করে সাওম পালন করে ইফতারের পর ধূমপান বা অন্য বাজে অভ্যাসগুলো অনুশীলন শুরু করে, এটা কিন্তু সাওম এর মূল শিক্ষা নয় । আশা করি আমরা পবিত্র রমজানকে যথার্থভাবে পালন করব ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৫
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মজার ব্যাপার হলো সন্ধ্যার পর সিগারেটের বেঁচা কেনা অনেক বেড়ে যায়। আমার বাড়ির পাশের দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, রমজানে বিড়ি মনে হয় কম চলে , কি বলেন?
তিনি বললেন, বেশি চলে । সন্ধ্যার পর সব উশুল হয়। আর যারা রোজা থাকে না তারাও বিড়ি খাওয়া নাকি বাড়ায়া দেয়।
যাইহোক,
সবাইকে রমজানের শুভেচ্ছা। পড়ার আহবান জানাই।
হ্যাপি মাহে রমজান, ক্ষুধা ও খাদ্য বিলাস শুভ হোক
Click This Link