নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইং ১৯৬২ সনের ১১ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার মরাদিঘী গ্রামে জন্ম গ্রহণ করি। মাধ্যমিক পাশ করে সংসার জীবনে জড়িয়ে পড়ি। কর্মরত ব্যস্ততম জীবনের অবসর সময়ে ২০১৪ সালের শেষের দিকে মানব সমাজ ও প্রকৃতির হাত ধিরে লিখতে থাকি গল্প ও কবিতা।

আব্দুল মান্নান মল্লিক

abdul mannan mollick

আব্দুল মান্নান মল্লিক › বিস্তারিত পোস্টঃ

সবুজে আকাশ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

সবুজে আকাশ

আব্দুল মান্নান মল্লিক

সবুজ আঙিনা পরে দূরের কোনো গাঁয়ে।
বড় বড় গাছের মাথা নীল গগনের গায়ে।।
আশির্বাদ করে গগন ছুঁয়ে গাছের মাথায়।
তোমাদের হবে মঙ্গল থাকবে সুখী সবাই।।
গ্রীবা উঁচিয়ে বক এখানে কেউ ওখানে।
সমীপে করিছে গমন আহারের সন্ধানে।।
সাদা সাদা বকগুলো আকাশ পথে বেয়ে।
ধনুকের বাণের আকার উড়ে সারি দিয়ে।।
সবুজ আঙিনার রাস্তায় গুটি গুটি পায়ে।
বুড়ির পশ্চাতে বালক পুঁটলী মাথে নিয়ে।।
ছোট ফুল রয়েছে ফুটে ঘাসের আগালে।
প্রজাপতি উড়ে সেথায় বক্র পথে খেলে।।
খোলা আকাশ তলে চরিছে ক্ষেতে ভেড়া।
কোথাও গাছের তলে বসে রয় রাখালেরা।।
সবুজ দেশের প্রান্তে মিশিয়া নীল আকাশ।
জ্ঞাতিত্বের সম্পর্ক গড়ার পাইছে অবকাশ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

আব্দুল মান্নান মল্লিক বলেছেন: কিছু ভাবনা কিছু বাস্তব মিশিয়ে সবুজে আকাশ কবিতাটি লিখেছি। কবিতাটি পড়ে যদি পাঠক পাঠিকাদের যদি ভালো লাগে তবেই আমার চাওয়া পাওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.