নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নগুলো আওয়ামীলীগকে করেন, ওরা কি এবং কেন করেছে যে দেশের লোকে আজ বঙ্গবন্ধুকেও ছাড়ছে না?

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৮

গত ১৫ বছর ধরে দেশে মহাধুমধামে জাতীয় শোক দিবস হিসেবে ১৫ই অগাস্ট পালিত হয়ে এসেছে। বিরিয়ানি, খিচুড়ি ইত্যাদি বিতরণের পাশাপাশি কোথাও কোথাও চলেছে সংগীতানুষ্ঠান, ডিজে পার্টি সব। তেলবাজির কারনে কেউ শিয়া কায়দায় "হায় মুজিব" "হায় মুজিব" বলতে বলতে নিজের পিঠে আঘাত করেছে। মহররমের মতন গোটা অগাস্ট মাসকেই জাতীয় শোকের মাস হিসেবে ঘোষণা করেছে অনেকে। কিন্তু সবই হয়েছে উপরে উপরে। ভিতরটা ছিল ফাঁকা।
তাই আমরা দেখি বঙ্গবন্ধুর আদর্শের সাথে সবচেয়ে বড় বেইমানিটা করা দলটা উনারই নিজের দল আওয়ামীলীগ।
উনার নিজ হাতে গড়া দল ছাত্রলীগ প্রকাশ্যে গুন্ডামি করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে, ক্যাম্পাসে গণধর্ষণ করেছে, ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছে - তারপরে মঞ্চের ভাষণে ঐ নেতারাই দাবি করেছে "আমরা বুকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করি" "নেতা মোদের শেখ মুজিব!"
উনার নিজের কন্যা গত ১৫ বছরে হয়ে উঠেছিলেন ফ্যাসিবাদের আদর্শ উদাহরণ। দমন, নিপীড়ন, গুম, আয়নাঘর, দুর্নীতি, বিদেশে অর্থপাচার, শেয়ারবাজার কেলেঙ্কারি, প্ৰশ্নফাঁস, বিতর্কিত শিক্ষানীতি ইত্যাদি কোন সেকশন বাদ দিয়ে কোনটার কথা বলবেন? কোনটাই নিয়ন্ত্রণ করতে পারেননি, উল্টো তাঁরই কাছের লোকজন ফুলেফেঁপে একাকার হয়েছে। আজকে লোকে উনাকে হিটলার, মুসোলিনির সাথে তুলনা করে, রক্তখেকো ডাইনি, কোল্ডব্লাডেড সাইকো কিলার হিসেবে চেনে। যে মহিলা একটা লোককে খুন করে ওরই নাবালিকা কন্যাকে সাধু সেজে সান্তনা দেয়, ওকে কি বলবেন আপনি?
ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর হুকুমওতো তার থেকেই এসেছে, নাকি? নাহলে আইজিপির এত সাহস হতো? পুলিশ কর্তৃক পাখির মতন মানুষ হত্যার ভিডিও ভাইরাল হয়েছে। ওটা ছিল কেবলই কয়েক মিনিটের একটি ক্লিপ। তাহলে চিন্তা করেন যেগুলো ভিডিওতে ধারণ হয়নি, ঘন্টার পর ঘন্টা ধরে কি চলেছে!
মুজিব কোট পরে, মুজিবের ছবি টাঙিয়ে একেকজন নেতা কোটি কোটি টাকার দুর্নীতি করে গেছে - উনার সাথে বেঈমানিটা তাহলে কে করেছে?
পনেরো অগাস্ট বিশাল আয়োজনের মধ্যদিয়ে "শোক পালন" করে সেই মুজিবকে বিক্রি করেই একেকজন নিজেদের আখের গুছিয়েছে। সবই উপরে উপরে।
মানুষ প্রশ্ন করছে, কিভাবে কেউ মুজিবের বাড়িতে আগুন দিতে পারে? কিভাবে তাঁর ছবির উপর পেশাব করতে পারে? কিভাবে তাঁর মূর্তি ভেঙে উল্লাস করতে পারে? প্রশ্নগুলো আওয়ামীলীগকে করেন, ওরা কি এবং কেন করেছে যে দেশের লোকে আজ বঙ্গবন্ধুকেও ছাড়ছে না?
"১৫ অগাস্ট" আনুষ্ঠানিকতায় বন্দি না রেখে হৃদয়ঙ্গম করেছিল কয়জন?

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




*১৫ই আগস্ট জাতীয় শোক দিবস*

*মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি।*


*বিনম্র শ্রদ্ধা।*

২| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৪

মেঠোপথ২৩ বলেছেন: ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহনের আগেই ইন্ডিয়ান জার্নালিস্টকে এক সাক্ষাতকারে বলেছেন যে, কেন মুর্তি ভাঙ্গা হচ্ছে , মানুষের মাঝে কেন এত তিক্ততা সৃষ্টি হল সেটা শেখ হাসিনাকেই জিজ্ঞাসা করেন ।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৪

মঞ্জুর চৌধুরী বলেছেন: সেটাই। জোর করে গিলিয়েছে, এখন লোকে বমি করছে।

৩| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৪

আদিত্য ০১ বলেছেন: আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর সাধারন ছাত্রে নেই, তারা এখন জামাত শিবির ও ছাত্রদলের সাথে মিশে গেছে, তাদেরকে নিয়ে শাহবাগে দ্বম্ভ নিয়ে যেভাবে কথা বলছে, তাতে মনে হচ্ছে ক্ষমতা চিরদিনের পেয়ে গেছে, আজকের সমাবেশে তাদের সাথে শুধুই জামাত শিবির ও ছাত্রদল নেতা কর্মী ছিলো

আওয়ামীলীগ সরকারে অনেক ভুল ও দুর্নীতি ছিলো, তাই তারা প্রায়শ্চিত্ত পাচ্ছে, কিন্তু এটা চিরদিনের না, ভাঙ্গা গড়ার খেলা এই পৃথিবী, আবার সুসংগঠিত হয়ে নিশ্চিত আসবে আওয়ামীলীগ ক্ষমতায়, তখন এদের কি হবে, ওরা যে আজকে যেভাবে আওয়ামীলীগকে পিশতে চাইছে, তখন আওয়ামীলীগ তাদেরকে পিশতে চাইবে, এভাবেই প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি আমাদের দক্ষিন এশিয়ার দেশগুলোতে, বাংলাদেশে একটু বেশিই, আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে সম্মান দিতে জানিনা, আমরা স্বাধিনতা যুদ্ধের সব বীরদের সম্মন দিতে জানিনা শুধু রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের কারনে, এই বাংলাদেশে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি কোনদিন যাবে না, আমরা সাধারন জনগনের জিবন মান উন্নতি হবে না কোনদিন

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৬

মঞ্জুর চৌধুরী বলেছেন: আপনার কথা শুনে মনে হচ্ছে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে খুবই ভাল ছিল, কোন দোষই করেনাই, বৈষম্যবিরোধী ছাত্ররাই শুধু শুধু ওদের পিটিয়ে ক্ষমতা থেকে তাড়িয়েছে।
এই শুয়োরগুলি ক্ষমতাত্যাগের আগেরদিন পর্যন্ত হুমকি ধামকি দিয়েছে, মানুষ খুন করছে। এই শুওরগুলিকে জুতাপেটা করে দেশছাড়া করা উচিত।

৪| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৪

করুণাধারা বলেছেন: আপনার লেখা ভালো হয়েছে।

আজকে আমার খুব মেজাজ খারাপ হয়ে আছে, সাধারণত এমন মেজাজ খারাপ হয় না। আজকে একটা দীর্ঘ লেখা পড়েছে কিভাবে ১৫ বছর ধরে পুলিশকে দলীয়করণ করা হয়েছে। যারা আওয়ামী লীগের বিরোধিতা করবে, তাদের দমন পীড়ন আর হত্যা করতে পারলেই পুলিশের পুরস্কার পদোন্নতি। এজন্য তারা কত খারাপ কাজ করেছে, কিভাবে মানব থেকে দানব হয়েছে, সেটা করে আমার মেজাজ খারাপ হয়ে গেল। ‌‌

ক্ষমতার লোভে একটা দল কিংবা দলীয় প্রধান যখন মানুষকে পাখির মতো মেরে ফেলার হুকুম দেন, সেটা দেখার পরও সেই দলীয় প্রধানের প্রতি কোন ক্ষোভ কিংবা ঘৃণা হবে না এটা আশা করেন কি করে!! সেই ক্ষোভ এবং ঘৃণা গিয়ে পড়েছে তার বাবার উপরে।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৮

মঞ্জুর চৌধুরী বলেছেন: গত পেনরো বছর পাবলিককে গেলানোর চেষ্টা করেছে। বাপের আদর্শ থেকে সরে এসে পাবলিককে জোর করে গেলানো যায় না। এখন বমি হচ্ছে।

৫| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৯

আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট কি শেখ মুজিবকে ছেড়ে দিয়েছিলো - এরা শেখ মুজিবের জন্মের শত্রু - শেখ মুজিবের সবচেয়ে বড় অপরাধ তাদের পেয়ারের পাকিস্তান থেকে বাংলাদেকে স্বাধঅণ করেছিলো - ২১ এ আগষ্টেও তার পুনারবৃতি করতে চেয়েছিলো। এবার সফল হয়েছে কিন্তু এই সাফল্য সাময়িক।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

মঞ্জুর চৌধুরী বলেছেন: দালালি বন্ধ করে লজিক্যাল এবং ফ্যাক্ট নিয়ে কথা বলুন। এই টার্মে আওয়ামীলীগ ফাত্রামীর চূড়ান্ত করেছে। মানুষ খুন করার পরেও আপনার আক্কেল যখন আসেনি, জীবনেও আসবে না। দয়া করে আওয়ামীলীগকে ডিফেন্ড করতে আসবেন না।

৬| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৯

অশুভ বলেছেন: বাংলাদেশে ৯০ দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করবে ভারত, আশা জয়ের
কী পরিমাণ দেউলিয়া হইলে একটা স্বাধীন সার্বভৌম দেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে অন্য দেশকে নিজের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্থক্ষেপ করার কথা প্রকাশ্যে বলতে পারে। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আর ৫ বছর ক্ষমতায় থাকলে এরা দেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানিয়ে ফেলত।

৭| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৫

কামাল১৮ বলেছেন: মুর্তিভাঙ্গা শুরু হয়েছে অনেক আগে।ইব্রাহীম(আব্রাহাম) ভেঙ্গেছে আমাদের নবীও ভেঙ্গেছে।আমরা সভ্য হলে তখন হয়তো ভাঙ্গবনা।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩১

মঞ্জুর চৌধুরী বলেছেন: আপনি কি জন্মগত বোকাচোদা নাকি জন্মের পরে কঠিন সাধনায় এই স্কিল ডেভেলপ করেছেন? ইব্রাহিম (আঃ) মুহাম্মদ (সঃ) যেসব মূর্তি ভেঙ্গেছেন সেগুলিকে লোকে পূজা করতো। আপনি কি শেখের পূজা করতেন? তাহলে মূর্তি ভাঙ্গা ঠিকই হয়েছে। আর যদি পূজা না করে থাকতেন, তাহলে কথা ভিন্ন।
নিজের মাথায় গু প্রমান করতেই কি দুই মূর্তিকে এক করার চেষ্টা করছেন?

৮| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৩:৪৪

Jannatul Tani বলেছেন: ৪/৫ বার গণহত্যার বিচার কবে হবে?? জানতে চাই!

৯| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৩

ধুলো মেঘ বলেছেন: আগস্ট বিপ্লবের অগ্রনায়কদের প্রতি আমি সর্বান্তকরণে শ্রদ্ধা জানাই।

১০| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪০

আহলান বলেছেন: ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের কি পরিস্থিতি ছিলো তার ফ্লেভার ৮ থেকে ২৪ পর্যন্ত মানুষ টের পেয়েছে, সুতরাং তাই নতুন করে ৭৫ এর ১৫ আগষ্টের শোক বোঝার প্রয়োজন দেখে না এই প্রজন্ম ... তারা বোঝে যৌক্তিকতা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.