নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সিরিয়াল চিট সাকিব - আল - হাসান

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৪

সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে এক মহিলা "চিটিংয়ের" অভিযোগ করেছেন। তিনি বলেছেন তিনি সোনারগাঁও হোটেলে কাজ করতেন এবং নিয়মিতই দেখতেন সাকিব-মাশরাফি মেয়ে নিয়ে রুমে যাচ্ছে।

স্বাভাবিক কারণেই নিউজটা ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছিঃছিঃ উঠছে। এতটাই যে সাকিবের বৌ একটা স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে। এবং সেই স্টেটমেন্টে নিজের স্বামীর পক্ষ নেয়ায় ওকে নিয়েও লোকজন ছিঃছিঃ করছে। হাসিতামাশা করছে।

সাকিব দোষী নাকি নির্দোষ সেটা সময়ই বলবে।
তার আগে আমাকে একটা কথা বলেন, ধরেন আমি কোন হোটেল কর্মচারী এবং আপনার বৌকে বললাম আপনাকে আমি প্রায়ই অন্য মেয়ে নিয়ে হোটেলে আসতে দেখি। আপনি কি আশা করবেন আপনার বৌ সাথে সাথেই আপনাকে তালাক দিয়ে দিবেন? নাকি আশা করবেন তিনি আগে জানার চেষ্টা করবেন ঘটনা কতটা সত্যি, কতটা মিথ্যা। আপনার বৌ আপনাকে ভালভাবে চিনেন। আপনার যদি ছোঁকছোঁক করার স্বভাব থাকে, সেটা উনার ভালভাবেই জানার কথা। তারপরেও আপনি আশা করবেন তিনি আমার কাছে প্রমান চাইবেন, আমার কথা কতটা সত্য, যে মেয়েদের দিকে আঙ্গুল তুলছি, ওদের সাথে আদৌ আপনার কোন লটপটরের সুযোগ আছে কিনা সেটা ভ্যারিফাই করবেন। করবেন না? নাকি আমার একটা কথা শুনেই আপনাকে বিদায় বলে দিয়ে ছেলে মেয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে খুশি হবেন?

আচ্ছা, এখন ধরা যাক আপনি মেয়ে এবং আমি আপনার স্বামীকে গিয়ে বললাম যে, উনি যখন অফিসের কাজে বাইরে যান, তখন আপনি বাড়িতে ছেলেপিলে নিয়ে আসেন। আপনার স্বামীর কাছে তখন আপনার এক্সপেক্টেশন কি হবে?
"এতদিন ধরে তোমার সংসার করছি, তুমি আমাকে চিনো না?"
"আমার উপর এতটুকু বিশ্বাস নেই তোমার?"
"আমার সাথে ভ্যারিফাই করার প্রয়োজনটুকুও বোধ করোনি?"
"কোন শুওরের বাচ্চা আমার চরিত্র নিয়ে কথা তুলেছে?"
আরও অনেক সব কালজয়ী ডায়লগ দিবেন।
কিন্তু সেই আপনিই শিশির কেন স্বামীর পক্ষে কথা বলেছে সেটা নিয়ে হাসিতামাশা করছেন? ঐ মেয়েটা কি প্রমান দিয়েছে? কোন ভিডিও ফুটেজ? ক্রেডিট কার্ড স্টেটমেন্ট যেখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে দেখাবে হোটেল সোনারগাঁওতে এত টাকা কাটা হয়েছে? বা যেসব নারীর সাথে ও রুমে গেছে ওদের কেউ বলেছে?

শেষে এসে বলি, এখানে সাকিব আল হাসানকে নিয়ে আল্লাদ করছি না। ওকে বহু বছর ধরেই দেখতে পারিনা। ৯৯% সুযোগ আছে সাকিব একজন সিরিয়াল চিটার। ওর যে নীতিবোধ নেই সেটাতো ওর অন্যান্য কর্মকান্ডেই প্রমাণিত হয়েছে। পয়সার জন্য যে নিজের ঈমান বিক্রি করতে পারে, ওর দ্বারা সবই সম্ভব।
আমার মূল বিষয় এই ঘটনার পাত্র পাত্রী নয়, বরং মূল ঘটনা, যেখানে একজন পুরুষের দিকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে, ওর স্ত্রীর অবস্থান এবং পাবলিকের রিয়েকশন।
পাবলিকের স্বাধীনভাবে রিয়েক্ট করার অধিকার আছে। আমিও স্রেফ আমার স্বাধীন পাবলিক রিয়েকশনই দিলাম।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৭

কিশোর মাইনু বলেছেন: সহমত। সাকিবের বিরুদ্ধে অভিযোগ উটাটা অস্বাভাবিক নয়। কিন্তু তার বউ তাকে সাপোর্ট দিচ্ছে বলে তাকে ও গালাগালি করা, তাকে নিয়ে হাসি তামাশা করাটা কখনোই ঠিক নয়। এই মেয়ের অতীত যেমন ই হোক সে সর্বদাই সাকিবকে সাপোর্ট দিয়ে এসেছে। এখন শিশির যদি সব জেনে শুনে সাকিবের খারাপটা ও মেনে নেই আপনার আমার সমস্যা টা কোথায় এটা আমি কখনোই বুঝিনি।

২| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৬

ঊণকৌটী বলেছেন: খেয়ে দেয়ে নাই তো কাজ তো খই ভাজ

৩| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: মানুষের সত্যিই খেয়ে দেয়ে কাজ কম!! :(

৪| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৬

মেঠোপথ২৩ বলেছেন: ফেসবুক কমেন্টারদের এইসব জ্ঞান দান করলে কোন লাভ হবে ? তারা ভাইরাল ইস্যূ দেখলে ঝাপিয়ে পড়বেই এবং নিজের অবস্থান অনুযায়ী আজে বাজে মন্তব্য করবেই। তাই এদের বিরুদ্ধে লিখে কোন লাভ নাই। বরং ফোকাস হওয়া উচির সাকিব বা মাশরাফি সম্পর্কে যেসব অভিযোগ করা হয়েছে সেটা সম্পর্কে। যে মেয়েটি লাইভে এসে অভিযোগ করেছে , সে কিন্তু বিড়াট ঝুকি নিয়েছে। আবার সাকিবের দুবাই ভ্রমনের একটি ভিডিও দুবাই এর আরেক হোটেল কর্মী প্রকাশ করেছে। তাদের অবস্থান অনুযায়ী আমার মনে হয় যে বিষয়টা অত্যন্ত ঝুকিপুর্ন। তাই স্রেফ গুজব বলে বিষয়টা উড়িয়ে দেয়ার অবকাশ আছে কি ?




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.