নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
বিদেশের মসজিদে মসজিদে জুম্মার খুৎবায় বাংলাদেশ একটি উদাহরণ হয়ে গেছে। আগে ইমামরা দোয়া করতেন "হে আল্লাহ! আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের জালিমের হাত থেকে মুক্ত করো।" এখন বলা হয়ে থাকে "ফিলিস্তিনি ভাই বোনেরা, বাংলাদেশী ভাইবোনদের দেখে জেনে নাও বিজয় তোমাদের হবেই ইন শা আল্লাহ! মুক্তির সংগ্রাম চালিয়ে যাও! নিশ্চই আল্লাহ জালিমদের পতন ঘটান।"
শুধু মসজিদই না, গোটা বিশ্বের মানুষ আমাদেরকে এখন চিনে। অন্তত যারা ওয়ার্ল্ড নিউজ ফলো করে। আমার অফিসের ভিয়েতনামি কলিগ মধ্য জুলাই থেকেই আন্দোলন ফলো করছিল। গণহত্যার খবর বিদেশী মিডিয়াতেও আসছিল। বিজয়ের খবরও সময় মতোই এসেছে।
সে সেদিন বলল, "তোমাদের মতন আমাদের দেশের মানুষও যদি
আমাদের করাপ্টেড সরকারের পতন ঘটাতে পারতো!"
শুধু ও না, দুর্নীতিগ্রস্ত প্রতিটা দেশের নাগরিক এখন চায় বাংলাদেশিদের মতন সংগ্রামী হতে। জ্বলে পুড়ে মরে যাবে, তবু মাথা ঝুঁকাবে না। গোলামের পুত হয়ে বেঁচে থাকতে আমাদের জন্ম হয় না। মাথা নোয়ানোর জন্য বাঙালির জন্ম হয়না।
ইন্ডিয়ায় চিকিৎসক মেয়েটির ধর্ষণের পরে নৃশংস হত্যাকান্ড এবং মমতা ব্যানার্জির সরকারের নির্লজ্জভাবে সেই ঘটনাকে ধামাচাপা দেয়ার প্রচেষ্টায় নড়ে উঠেছে ওদেরও সমাজ। ওদেরও আদর্শ এখন বাংলাদেশ। "যদি বাংলাদেশের নিরস্ত্র সাধারণ জনতা কেবল "পানির বোতল" হাতে সশস্ত্র স্বৈরাচারের পতন ঘটাতে পারে, তাহলে আমরা কেন পারবো না?"
দিদির গদিও নড়ে উঠছে। উনি কতদিন টিকেন, কিভাবে সামলান সেটা এখন দেখার বিষয়।
কিছুদিন আগেও কে বললে বিশ্বাস করতো যে পাকিস্তানিরা আমাদেরকে অনুপ্রেরণা হিসেবে নিবে? আমাদের জ্বালানো প্রদীপের আলো ওদের দেশেও পৌঁছে গেছে, ওদেরও ছাত্র সমাজ ও জনতা ওদের জালিম শাসকদের বিরুদ্ধে জেগে উঠতে শুরু করেছে। ৭৭ বছর গোলামী করে গেছে, আর কত? ওদের আন্দোলনে বাংলাদেশী গান গাওয়া হচ্ছে, বাংলাদেশের পতাকা ওড়ানো হচ্ছে যাতে ওদের বুকেও বল আসে।
বিশ্বাস করেন, প্রবাসে এখন যখন কেউ বাংলাদেশের নাম নেয়, আনন্দে বুক ভরে উঠে। প্রচন্ড গর্বের সাথে বলি "ওটা আমার দেশ। ওটা আমার মাতৃভূমি!"
২| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩২
কামাল১৮ বলেছেন: আগে কাদের দেশ বলতেন।নিশ্চয় রাজাকারের দেশ বলতেন।এখন যেহেতু স্বাধীন করছে এখন মুক্তি যোদ্ধার দেশ বলছেন।নাকি উল্টো বললাম।
২০ শে আগস্ট, ২০২৪ রাত ৩:০৩
মঞ্জুর চৌধুরী বলেছেন: আবারও একই প্রশ্ন করি, আপনি কি জন্মগত বোকাচোদা, নাকি বহু সাধনায় আয়ত্ব করেছেন?
আগেও নিজের দেশই বলতাম, তবে এখন গর্বের সাথে, মাথা উঁচু করে বলি। কারন আগে আপনার আম্মা খালারা চুরি চামারি করে মুখ দেখানোর যোগ্য রাখে নাই। আর ঐ শুয়োরলীগ কি মুক্তিযুদ্ধের পক্ষের দল ছিল? মুক্তিযুদ্ধের চেতনা ছিল ৫৯ হাজার কোটি টাকা মেরে বিদেশে পাচার করে দেয়া?
৩| ২০ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:২১
এনামেল হউক বলেছেন: @লেখকঃ কামাল১৮ রে জটিল জবাব দিয়েছেন। দাঁতহীন মুখ ভোঁতা করে দিয়েছেন এক্কেবারে।
২০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১১
মঞ্জুর চৌধুরী বলেছেন: লাভ নাই, দালালি থামে না।
৪| ২০ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:১০
রিফাত হোসেন বলেছেন: অনেক ব্লগারদের লজ্জা নাই। জবাবটা কড়া হয়েছে। তারা কি বুঝতে চায় না, নাকি বুঝেও...
২০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১২
মঞ্জুর চৌধুরী বলেছেন: দালালি চালায় যাবেই।
৫| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি আমেরিকার নাগরিক?
২০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১২
মঞ্জুর চৌধুরী বলেছেন: জ্বি।
৬| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:১৩
noyon2009 বলেছেন: কামাল১৮ জন্মগত ভাবে কানা এক চোখ দিয়ে অল্প বিস্তর দেখেন তাও সেটা বিএনপি জামাতের কু কির্তী দেখেন । উনি আওয়ামিলীগের কোণ কু কির্তী দেখতে পারেন না বিধায় সব সময় বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলেন। বাল সরকারের কোন অপরাধ ই উনার কাছে অপরাধ না। উজবুজ টাইপ মানুষ। উনার আশু ছাগলামী আশা করছি
২০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১২
মঞ্জুর চৌধুরী বলেছেন:
৭| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫১
নাহল তরকারি বলেছেন: আন্দোলন তো শেষ। এখন শিক্ষিত, দক্ষ ও বড়লোক হওয়া বাকি। আমেরিকার মত শিক্ষিত আর বড়লোক না হলে কেউ দাম দিবে না।
২০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৩
মঞ্জুর চৌধুরী বলেছেন: শিক্ষিত হতে হবে, তাহলে পয়সা আপনাতেই আসবে।
৮| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২১
খাঁজা বাবা বলেছেন: জবাব ভালো হয়েছে।
ওই লোক একটা নাম্বার ওয়ান ছাগু
২০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৩
মঞ্জুর চৌধুরী বলেছেন: ও একটা ছাগু, দিনরাত খায় শুধু আওয়ামীলীগের হাগু।
৯| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫০
গোবিন্দলগোবেচারা বলেছেন: কামালের কমেন্ট পড়লে আমার চোখে এই জিনিসটা ভাসে - Click This Link
আরেক বুড়া গাধাকে আপনি মনে হয় কমেন্ট ব্যান করে রেখেছেন।
জেন যির পৃথিবীতে নেতৃত্ব দেয়ার শুরুটা বাংলাদেশ থেকে হলো এটা ভাবতে গর্ব অনুভব হয়
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:০০
কামাল১৮ বলেছেন: ফিলিস্তিনে দোয়ায় কাজ হবে না।তাহলে হামাশ অস্ত্র ফেলে দোয়া করতো।