নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

don\'t seek me

মাস্টার

freelance small business consultant and filmmmaker

মাস্টার › বিস্তারিত পোস্টঃ

আসুন না, যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসি!

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:০৪

আসুন না, যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসি!



ফেসবুক ব্যবহার করি সেই ২০০৬ থেকে। তখন ব্লগ ও তেমন জনপ্রিয় হয়নি। জনপ্রিয়তার শীর্ষে ছিল ফোরামগুলো। আর সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে জনপ্রিয়ের শীর্ষে ছিল হাইফাইভ। তখন অনেককেই বলতে শুনতাম - আমার ফেসবুকে একাউন্ট নেই; আমার সোশ্যাল নেটওয়ার্কিং ভালো লাগেনা। আর আজ যখন তাদের সোশ্যাল নেটওয়ার্কিং দেখি তখন সত্যিই হাসি পায় :D



যাক সে কথা - আসল কথা এটা নয়। অনলাইনে থাকতে থাকতে অনলাইন রেভ্যুলেশনের যেনো সাক্ষী হয়ে যাচ্ছি। কবে যেনো ইতিহাসের পাতায় ঢুকে যাই! এই অনলাইনে কত কি যে হলো! এই যেমন অভ্র বাংলা কীবোর্ড ২০০৩ এ প্রতিষ্ঠিত হলেও ২০০৮ সালে যেনো একটা রেভ্যুলেশনের সুচনা হলো। আর ২০০৯-১০ সালে তো অনলাইনে বাংলা একপ্রকার রাজত্ব করা শুরু করলো। সে সময়ের হিসেব অনুযায়ী প্রায় ৫৭ লক্ষ বাংলাদেশী ইন্টারনেট ব্যবহারকারি ছিল যা ছিল মোট জনসংখ্যার ৩.৭ শতাংশ। এখন সেটা অনেক বেড়েছে।









কম্যুনিটিতে ফিরে আসি। বাংলা ব্লগ তার রাজত্ব প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে ফেসবুক উত্থানের সময়টাতেই। ২০০৮ সালে নাড়াচারা দেয়া শুরু করলেও ২০০৯-১০ এই মুলত বাংলা ব্লগ নিজস্ব জৌলুসে উত্তাল দামামা বাজিয়ে জানান দিচ্ছিলো। সামহোয়্যার ইন ব্লগ বাংলাদেশের প্রথম কম্যুনিটি ব্লগ এবং সবচেয়ে বেশী ব্যবহারকারীদের আনাগোনা ব্লগ গুলোর মধ্যে সবচেয়ে উপরের স্থান ধরে রাখছে সবসময়ই। এখন ফেসবুক খুললেই শুধু বাংলা লেখা চোখে পড়ে। ফোরামগুল সব বাংলায়, গুগল বাংলাকে গুরুত্বের সাথে নিয়েছে। ব্লগগুলোর প্রতিযোগীতায় বাংলা ব্লগ পুরষ্কার জিতে নিচ্ছে। এসব ই আমাদের অর্জন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঠিক ৬০ বছর এই অনলাইনে বাংলা ভাষার যে পরিস্ফুটন আমরা দেখতে পাচ্ছি - এটা আমাদের এই জেনারেশনের অবদান - এটা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য গৌরব।











ব্লগে আমরা অনেক ধরনের, অনেক রুচির, অনেক মন-মানুষিকতার মানুষ (নাকী ব্যবহারকারী বলা ভালো!!) দেখে থাকি। আমাদের সবার চিন্তা-চেতনা ও দর্শন আলাদা হবে এটাই স্বাভাবিক। ১৯৫২ সালে যেমন আলাদা ছিল, ১৯৭১ এও আলাদা ছিল, এবং ১৯৯০ তেও আলাদা ছিল। আজ এই ২০১২ তেও আলাদা। আমরা ব্লগে একি সাথে সাহিত্য চর্চাবিদ দেখতে পাই, দেখতে পাই সিনেমা পাগল মানুষ। আমরা দেখি গান পাগল মানুষ, দেখি ফটোগ্রাফী নিয়ে পড়ে থাকা মানুষ। আমরা দেখি মুক্তিযুদ্ধ-বিপক্ষের পা চাটা কুকুরদের, দেখি এই কুকুরদের তাড়িয়ে দেয়া যোদ্ধাদের। আমরা দেখি, ভাষা-সমাজ-রাজনীতি-দেশ-জনগন নিয়ে চিন্তাবিদদের, দেখি পোস্টে লাইক আর সহমত টাইপ কমেন্ট দিয়ে সরে যাওয়া ব্যবহারকারী। আমরা দেখি ইভটিজার, আমরা দেখি বিপ্লবী, দেখি একি মানুষের পারস্পরিক দ্বন্দ-মুলোক চিন্তাভাবনা। আমরা দেখি ধর্ম না মানা একদল মানুষ, দেখি ধর্ম কে আকড়ে ধরে পোড়ে থাকা একধরনের মানুষ। আমরা এও দেখি, অনলাইন অ্যাক্টিভিস্ট রা কয়েকভাগে ভাগ হয়ে যাচ্ছে - একেক ভাগের সাথে একেক ভাগের দ্বন্দ দেখি আমরা - উপভোগ করি।



এই যে এত রঙের মানুষ আমরা, আমাদের লক্ষ্য ভিন্ন, আমাদের পথচলা ভিন্ন - কিন্তু আমাদের পরিচয় কিন্তু সর্বশেষে সেই একটাই - আমরা বাংলাদেশী। প্রথমে আমরা মানুষ এবং তারপরেই আমরা বাংলাদেশী। তুমি-আমি-সে-আমরা সবাই বাংলাদেশী; আমাদের রক্তে খাঁটি দেশী রক্ত। এই রক্ত কি আমরা শুধুই শরীরের ভেতর মরে যেতে দিতে পারি? আমাদের রক্তের কি কোন দাম নেই? আমরা কি নিজেদের রক্ত নিজেরা খেয়েই মরতে থাকবো? এই কি ছিলো স্বাধীনতার মানে? এই কি হওয়া উচিত আমাদের পুর্বপুরুষের ত্যাগের ফসল? আরেকবার ভাবুন।









আসুন না, আমরা যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসি? যে যাই করি না কেনো, আমাদের মাথায় একটা কথা ভালোভাবে গেঁথে রাখি - আমি যা করছি তা কোনভাবে কি আমাদের দেশের ক্ষতি হচ্ছে কিনা! আমাদের দ্বারা কি আমার বাংলাদেশী ভাই বা বোন ক্ষতির সম্মুখিন হচ্ছে কিনা! আমার মা সবসময় একটা কথা বলেন - নিজে ভালো তো জগত ভালো।







সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।











বিঃদ্রঃ কমেন্ট ব্যান তাই কারো লেখায় কমেন্ট করতে পারছিনা। সম্প্রতি ঘটে যাওয়া চট্রগ্রামে পাহাড় ধ্বসে মানুষ মারা যাওয়ার পর আমাদের অনেকের টনক নড়েছে, আমরা ত্রান দিয়েছি। বিষয়টি অনেক প্রসংশিত। কিন্তু আমাদের এটাও খেয়াল রাখা উচিত -



"পৃথিবীর জনসংখ্যা বাড়ছে। থাকার জায়গার সঙ্কুলান আমাদের বাধ্য করছে পাহাড়ে বসবাস করতে। এখন আপনি না চাইলেও পাহাড় এর ক্ষতি হচ্ছে এতে। আবার চাইলেও পারছেন না পাহাড় কেটে বসবাসরত এই মানুষদের থাকার জায়গা করে দিতে। তাহলে পাহাড়কেই কেনো বসবাসের উপযোগী করা হচ্ছেনা? বসবাসের উপযোগী করার জন্য সব পাহাড়কে গনহারে ধরলেও ঠিক হবেনা অবশ্যই।





সম্পুরক তথ্যঃ বাইরের অনেক দেশে পাহাড় কেটে বসবাসের উপযোগী করা হয়েছে। তাতে প্রকৃতির ভারসাম্য তেমন হয়নি কারন একি সাথে তারা সবুজ বনভুমি, ছোট খাটো পাহাড়, বন প্রভৃতি কে সংরক্ষন করছে ভালমতো।





ব্যাপারটা এমন নয় যে পাহাড় ঠিক সাইজে কেটে দিলাম আর মানুষ বসবাস করা শুরু করলো - তাহলে আদতে কিছু হবেনা। আমাদের সবদিকেই খেয়াল রাখতে হবে "





- এই মন্তব্যটি আমি অন্য এক জায়গায় করেছিলাম, সেটাই এখানে কপি পেস্ট করে দিলাম। এই লেখার সাথে বিঃদ্রঃ' এর কোন সম্পর্ক নেই :)

মন্তব্য ৮০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর লেখা।প্লাস।

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৫

মাস্টার বলেছেন: হ, প্লাস নিলাম। কিন্তু ভার্চুয়াল প্লাস দিয়া কি করুম বুঝতেছিনা :( এই প্লাসে টাকাও আনেনা, সুন্দরী বউ ও আনেনা।

তারপরেও আমরা প্লাস নিয়া অনেক কামড়াকামড়ি করি ;)

কি অবস্থা চেয়ারম্যান? নতুন রম্য টম্য কিছু হবেনা?

২| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৬

joos বলেছেন: পুরা পোস্টেই পিলাচ

মাগার "ব্লগে আমরা অনেক ধরনের, অনেক রুচির, অনেক মন-মানুষিকতার মানুষ (নাকী ব্যবহারকারী বলা ভালো!!) দেখে থাকি।"- খালি এই লাইনডার লেইগাই এ ডাবল পিলাচ :D :D :D :D :D :D :P :P :P :P :P :P

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২১

মাস্টার বলেছেন: প্লাস দিয়া যে কি করুম ঠিক বুঝতেছিনা। এক প্যাকেট সিগারেট দিলে আরো ভাল হতো :P

ভালো থাকবেন :)

ভালো কথা - গানগুলো পোস্টের সাথে অসংগতিপূর্ন মনে হতে পারে, আসলে কিন্তু তা নয় ;)

৩| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৮

পুংটা বলেছেন: দেশকে ভালবাসা... সেটা আবার কি..??? মানুষরা ভালবাসে.. অমানুষরা ক্যামনে..??!! :||

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৮

মাস্টার বলেছেন: পুরা পুংটার মতো মন্তব্য :|

সিনেমায় দেখেছেন না যে শেষ দৃশ্যে ভিলেইন ভাল হয়ে যায়? অন্তত মরার সময় ভাল হয়ে যায়। তো, ভিলেইন যেহেতু ভাল হয়, অমানুষেরা মানুষ হবেনা??

অমানুষদের সামনে মানুষদের দৃষ্টান্ত তৈরী করতে হবে। ধরুন, মানুষ রা ঠিক করলো অমানুষদের মেরে ফেলতে হবে অথবা সমানে গালি দিতে হবে, আপনি নিজেকে অমানুষদের জায়গায় কল্পনা করে দেখুন - আপনি কি কখনো মানুষ হতে চাইবেন?

আসলে আমাদের কি করা উচিত? অমানুষদের মানুষ বানানোর আগে নিজেদের মানূষের মতো মানুষ হতে হবে :)

৪| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২১

এসবি ট্রেডার্স বলেছেন: কারো বলা নাবলায় দেশ প্রেম হয়না।

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩১

মাস্টার বলেছেন: কথাটা হয়ত বুঝতে ভুল করতেছি; তারপরেও উত্তর দিচ্ছি যা বুঝতে পারছি তা থেকে।


আমাদের ভালবাসা জন্মায় কোত্থেকে? জন্মের পর থেকেই? উহু, সেটাতো অবশ্যই নয়।

তাহলে কি কোন মেয়ে কে দেখলে? নাহ, মেয়ে ছাড়াও আমরা অনেক কিছু ভালোবাসি।

একসাথে থাকলেই কি ভালোবাসা হয়? তাও কিন্তু নয়, একসাথে না থাকলেও ভালোবাসি দুরবর্তী অনেক মানুষকেই।

দেশের প্রতি ভালোবাসা জন্মে আসলে কোত্থেকে? কিভাবে? :)

৫| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২১

দা লর্ড বলেছেন: ভালবাসা মানেই যাতনা।

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩৩

মাস্টার বলেছেন: এই যাতনায় যে কি আনন্দ সে ভুক্তভোগী মানেই জানে ;)

৬| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২২

জাতির নানা বলেছেন:

মাস্টারের কথা তিতা.......... তাই বলিয়া কি কমেন্ট ব্যান????

মাস্টারের কমেন্ট আনব্যান করা হোক।

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩৩

মাস্টার বলেছেন: করলার রসের উপকারীতা অনেক ;)

ধন্যবাদ নানা। ব্লগে নিয়মিত হইছেন?

৭| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৫

আমার মন বলেছেন: ভালবাসি আমি।
কিন্তু কেউ কেউ ভালবাসতে গিয়ে ফতুর করে দিচ্ছে দেশটাকে!

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫০

মাস্টার বলেছেন: আমার মা বলে - কোন কিছুই বেশী বেশী ভালো না :P

ধরেন, আপনি আপনার বউকে ভালবাসেন, আর বউ হলো আপনার পরিবারের অংশ। এখন এই বউকে ভালোবাসা দেখাতে গিয়ে যদি পরিবারের অন্যান্য সদস্যদের উজাড় করে দেন, তাহলে সেটা তো খারাপ হবেই।

ভালোবাসার ও বিভিন্ন পথ আছে, কোন পথে ভালোবাসবো সেটা আমাদের ই ঠিক করতে হবে। আর এই পথ ঠিক করতে গেলে আমাদের জানতে হবে। প্রচুর জানতে হবে।

ধন্যবাদ

৮| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৫

ইকরাম উল্যাহ বলেছেন: :-&

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫০

মাস্টার বলেছেন: নোবিতা রিফুর সাথে চিকেন খাওয়ার পর থেকেই দেখতেছি আপনার পেট খারাপ :( আর যাইয়েন না ভাই। :P

৯| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৬

নিয়েল ( হিমু ) বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর লেখা।প্লাস।

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫১

মাস্টার বলেছেন: লেখক বলেছেন: হ, প্লাস নিলাম। কিন্তু ভার্চুয়াল প্লাস দিয়া কি করুম বুঝতেছিনা :( এই প্লাসে টাকাও আনেনা, সুন্দরী বউ ও আনেনা।

তারপরেও আমরা প্লাস নিয়া অনেক কামড়াকামড়ি করি ;)

১০| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৭

আবু সালেহ বলেছেন:
আসুন না, আমরা যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসি? যে যাই করি না কেনো, আমাদের মাথায় একটা কথা ভালোভাবে গেঁথে রাখি - আমি যা করছি তা কোনভাবে কি আমাদের দেশের ক্ষতি হচ্ছে কিনা! আমাদের দ্বারা কি আমার বাংলাদেশী ভাই বা বোন ক্ষতির সম্মুখিন হচ্ছে কিনা! আমার মা সবসময় একটা কথা বলেন - নিজে ভালো তো জগত ভালো।

১০০% সহমত..............++++++++

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৩

মাস্টার বলেছেন: ধন্যবাদ।

ভালোর সংগাটা আবার একেক জনের কাছে একরকম। দেশের ভালোর সঙ্গাটা এক রকম ই হওয়া উচিত

১১| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৭

সাঈদ০০৭ বলেছেন: হক কথা।
নানান পেশার মানুষরা তাদের নিজের অবস্থান থেকে দেশকে ভালবাসলে দেশ অনেক এগিয়ে যেত।। :(
সহমত।

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৫

মাস্টার বলেছেন: ধন্যবাদ।

সমস্যাটা আসলে আমাদের ই। আমরা দেশ কে ভালোবাসার কথা বলে আসলে বাঁশ দিচ্ছি কিনা সেটা মুখ্য বিষয়। আমাদের ট্যাক্টিক্টস এ ভুল আছে কিনা সেটাও জানা দরকার। লাফ দিয়ে পড়ে একটা কাজ করে ফেললাম, এটা নবীন সিনেমা নির্মাতারা করবে। কিন্তু দেশের কথা আসলে সেখানে অনেক চিন্তা ভাবনা ও জানা-শোনার ব্যাপার থাকে।

১২| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৮

ফারহান চৌধুরী আসিফ বলেছেন: লেখক বলেছেন: প্লাস দিয়া যে কি করুম ঠিক বুঝতেছিনা। এক প্যাকেট সিগারেট দিলে আরো ভাল হতো :P

ভালো থাকবেন :)

ভাই শেখ এ চলবে ??? :P :P

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৭

মাস্টার বলেছেন: আচ্ছা, শেখ কি আকিজ গ্রুপের না?

দেন, ২০০৬-০৭ এ শেখ টেনেছিলাম অনেক :P এক টাকায় বেনসনের মজা নিতাম :D

১৩| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৮

তীর্থযাত্রী বলেছেন: আসুন না, যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসি!

সহমত।

আসুন না, যার যার অবস্থান থেকে দেশের শত্রুদের ঘৃনা করি। যার যার অবস্থান থেকে আমরা এই শত্রুদের বিরুদ্ধে সোচ্চার হই। দেশকে যেমন ভালোবাসতে হবে তেমনি দেশের শত্রুদের সাথে নিয়ে তো দেশকে ভালোবাসা মানেই দেশের জন্য মায়াকান্না বলে আমি মনে করি।

এটা লেখককে উদ্দেশ্য করে না। আপনার পোষ্টের মাধ্যমে সকল ব্লগারের প্রতি অনুরোধ স্বাধীনতার বিরোধী, দেশ বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হোন।

সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৯

মাস্টার বলেছেন: ভালো বলেছেন, তীর্থযাত্রী।

ঠিক এই জন্য মানুষ-অমানুষ প্রসংগ যেমন এসেছে, তেমনি এসেছে মানুষ-ব্যবহারকারীর প্রসংগ। দেশের শত্রুদের পা-চাটা কুকুর বলেই খ্যাতি দিয়েছি আমি :)

আর হ্যাঁ, আপনার পোস্ট টা কিছুক্ষন আগেই পড়লাম। পড়ে মনে হলো আমার যেহেতু কমেন্ট ব্যান, তাই চিটাগাং ইস্যুতে আমার কিছু কথা এই পোস্টেই অ্যাড করে দেই। এছাড়া ইনবক্সে কেউ কেউ উস্মা প্রকাশ করেছেন :P

ফেসবুকে চট্রগ্রামের জন্য আমরা গ্রুপটির পাবলিসিটি করা ছাড়াও আমি ইনবক্সে পারসোনালি কাউকে কাউকে বলেছি সাহায্য করার কথা। কিন্তু তারপরেও আমার চিন্তা ভাবনা বলে - ত্রান নিয়ে আর কতো দৌড়াবে আমরা? আমাদের জেনারেশন এখন অনেক উন্নত - টেকনোলজির দিক থেকেও, চিন্তা-ভাবনা দিক থেকেও। আমরা যেহেতু পাহাড়ে বসবাসের ব্যাপারটা ঠেকাতে পারছিনা, সেহেতু আমাদের একটু অগ্রগতি চিন্তা ভাবনা করা দরকার। শুধু ইস্যু হলেই আমরা সোচ্চার হবো, এটা খুবই বাজে একটা দিক। আরেকটা কথা - কেউ কেউ সাহায্য করে নাম প্রকাশে অনিচ্ছুক থাকতে চায় :-|

এই যেমন এই পোস্টে আমি ভাষা নিয়ে কপচালাম, আদতে এই পোস্ট সাধারনত আমরা ফেব্রুয়ারীতে দেখি। কিন্তু আমি এখন দিলাম - কারন, ভাষার মাসেই ভাষা নিয়ে কপচাবো আর অন্যান্য মাসে কপচাবোনা, এটা ঠিক নয়।

ভালো থাকবেন :)

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৩

মাস্টার বলেছেন: *এছাড়া চিটাগাং ইস্যুতে কিছু না বলায় ইনবক্সে কেউ কেউ উষ্মা প্রকাশ করেছিলেন :(

১৪| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: যারা মননে বাংলাদেশী না, তারা দেশকে ভালবাসবে কিভাবে!

৭১ রের ডিসেম্বরের পরেই এদেশের সন্তান কারা সেটা নির্ধারণ হয়ে গ্যাছে। আর মুক্তিযুদ্ধের বিপক্ষের আদর্শের সন্তানেরা এদেশের সন্তান হওয়ার যোগ্যতা হারিয়েছে । যারা এইদেশের সংস্কৃতিকে হিন্দুয়ানি সংস্কৃতি ভাবে, যারা পহেলা বৈশাখ, ভাষা আন্দোলন, বিজয় দিবস পালন এসব কে পাপ কাজ বলে প্রচার করে সবসময়। যাদের স্বপ্নদোষ হচ্ছে ফাকিস্তান অথবা চৌদি বানানো এইদেশকে তাদের কি দিয়ে দেশকে ভালবাসা অসম্ভব।

আসুন না, যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসি!

আপনি যদি এদেরকে নিয়ে দেশকে ভালোবাসার স্বপ্ন দেখেন? :||

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২০

মাস্টার বলেছেন: ভালো পয়েন্ট উল্লেখ করেছেন। পা চাটা কুকুরের কথা কি আমি বলিনি? তাদের কেনো গনায় ধরছেন বুঝতেছিনা :( আমি কথা বলছি আপামর সাধারন জনগন হিসেবে। আপামর মানে আপনি-আমি-সে-আমরা... এখানে মুক্তিযুদ্ধের বিপক্ষের আদর্শের কোন স্থান নেই। যারা দেশীয় সংস্কৃতির বিপক্ষে তাদের তো দেশেই স্থান নেই।

আরে ভাই তারা তো বাংলাদেশী ই না। তারা দেশ কে ভালোবাসবে না সেতা তো জানা কথাই :) সব কথা দেখি ভেঙ্গে বলা লাগবে!! :(

১৫| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৮

মো: আবু জাফর বলেছেন: নিজ গ্রামের জন্য চেস্ট চালাচ্ছি ।




http://www.bdagromarket.com/

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৮

মাস্টার বলেছেন: আপনি দুই বছরে সাড়ে চারশো পোস্ট দিয়েছেন!! :-/ যার বেশীরভাগ ই কপি পেস্ট!! /:) আপনি গ্রামের জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনার আদর্শ কি? আপনার ব্লগীয় কার্যক্রম তো বিতর্কিত। জামাত ইসলামী নিয়ে আপনার মতামত কি? আমার সর্বশেষ স্ট্যাটাসের লাস্ট লাইন ছিলো এমন - "দেশ থেকে শিবির কে লাথি মেরে দূর করে দেয়া উচিত। শিবির গেলে জামাত এমনিতে বসে যাবে।"

এই ব্যাপারে আপনার মত কি?

আপনি যে লিঙ্ক দিলেন দেখলাম। কিন্তু যাদের থেকে আম কিনছেন, সেই গরীব চাষীদের কি দিচ্ছেন? তাদের ন্যায্য মুল্য দিচ্ছেন কিনা? অনলাইনে আম বিক্রী করছেন কাদের কাছে? মানে টার্গেট কাস্টমার কারা? দাম কেমন রাখছেন? বাজারজাত করার জন্য কোথায় কোথায় ঘূষ দিচ্ছেন? আপনার আম কন ল্যাবে টেস্ট করেছেন - ফরমালিন মুক্ত যে তার প্রমান কি?

১৬| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫২

তোমোদাচি বলেছেন: দেশকে ভালবাসার মত এত ভালবাসা নেই রে ভাই ...
আমি প্রথমে আমাকে, তারপর আমার পরিবারকে, আমার গ্রামকে, আমার আত্মীয়স্বজনকে, বন্ধুবান্ধকে, বড় জোর পরিচিতজনকে ভালবাসা দিতে পারি, এর বেশী ভালবাসা দেওয়ার ক্ষমতা নেই।

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩১

মাস্টার বলেছেন: আপনি যাদের কথা বলছেন তারা দেশের ই অংশ। দেশ মানে ম্যাপ টাকে ভালোবেসে কি করবেন! :P দেশ যাদের নিয়ে, যা নিয়ে গঠিত, তাদের কেই ভালোবাসুন।

একি সাথে খেয়াল করুন - নিজের পরিবার কে বেশী ভালবাসতে গিয়ে আপনি আবার ঘূষ খাচ্ছেন নাতো !! ;)

১৭| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: *তাদের কে দিয়ে

*আপনি কি !

১৮| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৮

তোমোদাচি বলেছেন: @মো: আবু জাফর,
আপনার গ্রামের জন্য কি কাজ করছেন একটু জানতে পারি? লিঙ্ক দেখে কিছু বুঝলাম না।

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৫২

মাস্টার বলেছেন: @মোঃ আবু জাফর

১৯| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০১

নিরবখান বলেছেন: ব্লগে ছাগুদের ল্যাদানি সম্পর্কে আপনার মতামত কি? এদেরকে ভালো ভালো কথা বলে বোঝানো, নাকি গদাম দেওয়া?

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৩

মাস্টার বলেছেন: মোঃ আবু জাফর, প্লিওসিন অথবা গ্লসিয়ার এবং তীর্থযাত্রীর মন্তব্যের জবাবে আমার অবস্থান এতোক্ষনে ক্লীয়ার হয়ে যাওয়ার কথা। তারপরেও বলছি - যারা এই মাটিতে থেকে এই মাটির সাথে বেঈমানি করে তাদের কে অবশ্যি গদাম দিতে হবে। আর তাই, আমি পোস্টে উল্লেখ করেছি - কুকুর তাড়ানো যোদ্ধাদের কথা।

তবে, ছাগু তাড়াতে গিয়ে সাধারন ব্লগারদের হেনস্থা করাকে আমি কোনভাবেই সমর্থন করিনা।

ধন্যবাদ :)

২০| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: আইডিয়া স্বল্পতায় ভুগতেছিলমা,এখন আইডিয়া পাইছি কিন্ত সামুর বাগ ঠিক না হওয়া পর্যন্ত পোস্ট দিবোনা,দিলে কমেন্টসের রিপ্লাই দিতে পারিনা :(

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৬

মাস্টার বলেছেন: হুম। আমিও খেয়াল করছি। আপনি তো নতুন লেয়াউট এর বিরুদ্ধে পোস্ট ও দিছেন :P

আশা করি সামুর টেকনিক্যাল টিম খুব দ্রুত এই সমস্যার সমাধান করবে। ছবি আপলোডের ব্যাপার সহ আরো কিছু ছোটখাটো বাগ কিন্তু ইতিমধ্যে সমাধান করা হয়েছে :)

আর কয়দিন পরেই দেন পোস্ট, আন-ব্যান হয়ে নেই :P

২১| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৬

rudlefuz বলেছেন: চমৎকার ভাবনা। পোস্টে প্লাস ।। :)

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৭

মাস্টার বলেছেন: ধন্যবাদ :)


* প্লাস দিয়া যদি এক প্যাকেট সিগারেট কিনা যেতো!! :(

২২| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪২

ফারহান চৌধুরী আসিফ বলেছেন: মাসসসটার ধূমপান শরীরের জন্য ক্ষতিকর :P :P

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪৮

মাস্টার বলেছেন: এই জন্যই তো এই ক্ষতিকর পদার্থটাকে পোড়ায়া মাইরা ফেলতে হবে ;)

২৩| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৭

রিস্টার্ট রিফাত বলেছেন: ধন্যবাদ মাস্টার। ছাগুদের সম্পর্কে আপনার অবস্থান ক্লিয়ার করার জন্য। এই পোষ্ট ও আপনার কমেন্টে আপনাকে আমি নতুন করে আবিস্কার করলাম।আশা করি আপনি আপনার এই ধারা অব্যহত রাখবেন এবং স্বাধীনতা বিরোধী পোষ্টের বিরুদ্ধে সোচ্চার হবেন।

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫১

মাস্টার বলেছেন: ধন্যবাদ বেঈমান আমি। আমি আসলে এতো কিছু নিয়ে পড়ে থাকি যে সব কিছুতে সময় দিয়ে উঠতে পারিনা :( বাধন এর একটা পোস্টে গিয়ে আমি নিজের অপারগতা প্রকাশ করে এসেছিলাম।

আমি এমনিতে আবার ব্লগে কমেন্ট ও কম করি। এই মুহুর্তে মনে পড়তেছেনা কিন্তু আজকেই দেখলাম কে যেনো বলতেছে বেশী বেশী কমেন্ট করতে :P

ভালো থাকবেন।

২৪| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪৫

তীর্থযাত্রী বলেছেন: ধন্যবাদ বেঈমান ভাই। মাস্টার এর সুন্দর পোষ্টে সুন্দর কমেন্ট করার জন্য। ছাগু ছাড়া কারো পিঠচুলকাচুলকি দেখতে ভালো লাগে না। আপনাদের সুন্দর সম্পর্ক কামনা করি।
:) :) :) :) :)

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫৩

মাস্টার বলেছেন: ধন্যবাদ তীর্থযাত্রী।

২৫| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫৬

রাশেদ হাসান নোবেল বলেছেন: valo post. Ekmot hoilam :)

০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৯

মাস্টার বলেছেন: এইবার এক কাজ করেন। অভ্র নামায়া নেন, নাইলে গুগল ট্র্যান্সলেটর ব্যবহার করেন। আপনি সমানে মন্তব্য করে বেড়াচ্ছেন, কিন্তু বাংলিশে। মন্তব্য দরকার হলে দুইটা কম করেন, কিন্তু বাংলায় করেন :(

একমত হইয়া বাংলিশেই কমেন্ট করলেন? :(

২৬| ০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৩

হিবিজিবি বলেছেন: নিজ নিজ অবস্থানে থেকে সবাই যদি এমনভাবে চিন্তা করতো তাহলে আমরা আরো অনেক দূর যেতে পারতাম। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, দালাল.........এদের ঘৃনা করাও দেশপ্রেমে পড়ে বলে আমি মনে করি! কারণ অনেক সময় ব্যক্তি অবস্থান থেকে এদের প্রতিরোধ করা সম্ভব হয়না!
তাই চলুন দেশকে ভালোবাসি সাথে এদেরকেও ঘৃনা করি!!!

০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২১

মাস্টার বলেছেন: শুধু ঘৃনা আপনাকে কোন অবস্থানেই নিতে পারবেনা :( শুধু ঘৃনা কোথাও নিয়ে যাবেনা আমাদের। একটা চরকির মতো পাঁক খেতে থাকবো। আর গোত্তা খাবো এখানে ওখানে।

ঘৃনা করার সাথে সাথে আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ভাবতে হবে। আমরা যেনও ঘুষ না দেই - না নেই; আমরা যেনো দূর্নীতি না করি - করতে সাহায্য না করি।

ভালো থাকবেন :)

২৭| ০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ১০বার রিফ্রেশ দেওয়ার পরে আপনার পোস্ট পুরোটি পড়তে পারলাম, বারবারই কেন যেনো পোস্ট অর্ধেক লোড হয়ে প্রসেসিং বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি পোস্টে ভিডিও থাকার কারনে??

০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২২

মাস্টার বলেছেন: ভিডিও তো কম ই আছে এটায়। ঠিক আগের পোস্ট টায় ভিডিও আর ভিডিও তে ভরপুর :P

শুধু ভিডিও এর জন্য এই সমস্যা হওয়ার কথা না। আপনার নেট স্পীড কম থাকলে এটা হতে পারে। হতে পারে, সামুর নতুন থিম টা স্লো।

২৮| ০৫ ই জুলাই, ২০১২ রাত ৮:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: ইউটিউব বন্ধ থাকায় ভিডিও দেখতে পারলাম না তবে আপনি ভাল লিখেছেন।

০৫ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৬

মাস্টার বলেছেন: অ্যাঁ!!! সরকার কি ইউটিউব বন্ধ করে দিছে নাকি!! :-/

২৯| ০৫ ই জুলাই, ২০১২ রাত ১০:০৯

কালীদাস বলেছেন: মেসেজটা ভাল দিছেন। তবে ফেসবুকের মত সোশাল নেটওয়ার্ক আমাদের জন্য কতটা যুক্তিসগংত জিনিষ দিছে সেটা নিয়ে বিতর্ক করা যায়, আপাতত চুপ থাকলাম :) সামহ্যোয়ারইনের এক্সপেরিয়েন্স বলে, একটা হিউজ বাংগালি গ্রুপ এখনও নেট ইউজের জন্যও রেডি না, স্যরি টু সে:(


যাওনের আগে খালি একটা জিনিষ দেখায়া যাই ;)

....... তখন অনেককেই বলতে শুনতাম - আমার ফেসবুকে একাউন্ট নেই; আমার সোশ্যাল নেটওয়ার্কিং ভালো লাগেনা। আর আজ যখন তাদের সোশ্যাল নেটওয়ার্কিং দেখি তখন সত্যিই হাসি পায় :D

কালীদাস নিকের পেছনের লোকটা স্বনামে বেনামে কোনভাবেই ফেসবুক ইউজ করেনা। এলা হাসেন B-)) B-))

০৫ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৩

মাস্টার বলেছেন: B-)) B-)) B-))

ব্যাতিক্রম কে উদাহরন হিসেবে ধরিয়া ভুল করিয়া চিপায় পরিয়েন না

B-) B-) B-)


অনেকের ই নাই - এটা কিন্তু আমি মানি। কিন্তু অনেককে এটা বলতে শুনেছিলাম; এরপর তাদের একাউন্ট ফেসবুকে খুঁজে পেয়ে যারপরনাই অবাক এবং আনন্দিত ও হয়েছিলাম :P

নেট ইউজ এর জন্য রেডি না বলতেছেন! ওদিকে যে সাবমেরিন কেবল এর লেঞ্জা ধইরা কতজন ঝুলতেছে আর টাকা মারতেছে, সেই খবর রাখেন? :( ইন্ডিয়াতে সরকার নিয়ম করে দিছে ২ মেগাবাইটের নীচে স্পীড দেয়া যাবেনা। আর আমাদের দেশে!! :(

৩০| ০৫ ই জুলাই, ২০১২ রাত ১১:১৫

কালীদাস বলেছেন: হ, এইটা সত্য মানি, হাজার বছরের পুরান পরিচয়/বন্ধুত্ব জ্যাঁতা হয় ফেসবুক দিয়া, স্বীকার করি সেইটা :) আমি পারসোনাল কিছু কারণে জিনিষটা মনেপ্রাণে এভয়েড করি, অনেক অফার পাওয়ার পরও। ফেসবুক ইউজ না করেও এর জন্য আমি অনেক সাফার করেছি পারসোনাল লাইফে :(

নেট ইউজের জন্য একটা বড় অংশ রেডি না, তার প্রমাণ আজকে আপনেরে গালি দিতে বাধ্য করায়া কমেন্ট ব্যান খাওয়ানি, ঠিক যেমনে আমারে খাওয়াইছিল ২বছর আগে :( ছন্নছাড়ার পেন্সিলের একটা মনজয় করা কমেন্ট ছিল- এগুলারে মাউস/কোবোর্ড ধরতে দেয়াই উচিত না, নেট, ব্লগ তো আলোকবর্ষ দূরের কথা

আবার আপনের কথাও ঠিক, অন্তত একটা গুরুপ অন্তত টেকা মাইরা তো খাইতে পারতাছে B-)) :D

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১১

মাস্টার বলেছেন: পারসোনাল লাইফের সাথে ক্ল্যাশ করলে ফেবু থেকে দূরে থাকাই ভালো।

নেট এর প্রোপার ইউজ করতেছিনা আমরা। এই ধরেন - আমি যা লিখি তার সব ই নেট এ পাওয়া যায়; কিন্তু আমরা ঘাটিনা। আরেকজনের মুখের দিকে চেয়ে বসে থাকি - মুখে তুলে খাইয়ে দেয়ার জন্য :P

টাকা কি অন্যের টা মারতেছে!! আমাগোটাই তো মারতেছে!! :(

৩১| ০৬ ই জুলাই, ২০১২ রাত ২:৫১

আমি রাইন বলেছেন: আমরা সবাই যার যার কাজ ঠিকমত করলেই দেশ অনেক এগিয়ে যেত।

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১১

মাস্টার বলেছেন: এই ঠিক আর বেঠিক নির্ধারন করাটাই অনেকসময় সমস্যা হয়ে দাঁড়ায়

ধন্যবাদ

৩২| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩৪

শহিদুল বলেছেন: অনেক অলস ব্যক্তি দেশকে ভালোবাসার মত সময় পায় না :|

আহা
দেশকে অন্তত ৫০% লোকও যদি নিজের অবস্থান থেকে ভালোবাসতো

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১২

মাস্টার বলেছেন: অলস ব্যাক্তি!! হেহেহে, ভালৈ বলছেন। প্রেমিকার জন্য কতো কিছুই না করি!! /:)

৩৩| ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৪

মো: আবু জাফর বলেছেন: যাদের থেকে আম কিনছেন, সেই গরীব চাষীদের কি দিচ্ছেন? তাদের ন্যায্য মুল্য দিচ্ছেন কিনা? অনলাইনে আম বিক্রী করছেন কাদের কাছে? মানে টার্গেট কাস্টমার কারা? দাম কেমন রাখছেন? বাজারজাত করার জন্য কোথায় কোথায় ঘূষ দিচ্ছেন? আপনার আম কন ল্যাবে টেস্ট করেছেন - ফরমালিন মুক্ত যে তার প্রমান কি?


আপনার সব উত্তর এখনই দেয়া সম্ভব নয় ! কারন আমার এত টাকা নাই যে আমি আম কোন ল্যাবে টেস্ট করাতে পারি । ভাই আমি হয়তো শত ভাগ ভালো কিছু দিতে পারছি না তবে চেস্ট চালাচ্ছি । আপনি আমার এই লিংক টা দেখবেন Click This Link এখানে আমাদের প্রায় সব বাগান মালিক দের ঠিকানাই এড করবো আগামিতে । আর আমি ঘুস নেওনা খাইনা । আমি প্রায় ১ মাস যাবত সাইট তৈরীর মাঝে দেশী ও ব্লগারদের কাছ থেকে অর্ডার পাইছি ৪ টা তাও ছোট এমাউন্টের । কারন তারা আপনার মতই আমারে বিস্বাস করতে পারেনাই । যারা একবার নিছে তারা ফোন ধিয়ে ধন্যবাদ জানাইছে ভাল আম পাঠানোর জন্যে । আর প্রবাসী (দুবাই ও সৌদী) হতে ৪ টি বড় এমাউন্টের অর্ডা পেয়েছি যার ৩ টি সময় মত ডেলীভারী দিয়েছি । প্রবাসীদের কেউ কেউ আমার প্রতি খুশি হয়ে বেশি টাকাও পাঠাতে চাচ্ছে, এর মানে আপনি ই বুঝে নেন ।


আর শুরুর দিকে আমি ব্লগিংয়ে অতটা মজা পেতাম না, তাই কপিপেস্ট করতাম । আমার পুরাতন ব্লগ দেখার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ ।

একটা প্রশ্ন স্বাধীনতার পক্ষের শক্তি (নেত্রীত্ব দাতারা) কি বাংলার সাধারন মানুষের বন্ধু ?

কারন তাদের চোখেতো তাদের দলের লোক বাদে সবাই রাজাকার, আল বদর । এমন একটা দিন আছে যে, তাদের লোক কোন প্রকার খুন খারাবি ধর্সন ছিনতই করে না ?


আমি একজন ছাত্র, রাজশাহী কলেজ অনার্স নিউ ২য় বর্ষ । আর আমি আজ পর্যন্ত কাউকে ভোট দোইনি, তাহলে আমি কোন দলের না আমি আমার গ্রামের জন্যে কাজ করবো আর এর আপডেট থাকবে ব্লগে । তখন আপনি আপনার কমেন্ট করেন আশা করি ।

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫৭

মাস্টার বলেছেন: জামাত ইসলামী বাংলাদেশ ইসলামের দোহাই দিয়ে যাবতীয় খারাপ কাজ করতেছে আর শিবির তাদের পোষা কুকুর। এমনি ভাবে লীগ আর দল ও খারাপ কাজ করতেছে আর তাদের ও পোষা কুকুর আছে।

আপনি শিবির এর পোলাপানদের সাপোর্ট দেন আর লীগ/দলের দূর্নাম করেন? আমিতো কারোই সুনাম করিনা, তাই আমি কি? লীগ/দলের নেতা কর্মীদের মুখের কথা মাটিতে পড়ার আগেই সেটা ব্লগে চলে আসে আর আমরা তার নিন্দা জানাই - এমন রেকর্ড ও আছে।

আমার পারসোনাল অভিমত - জামাত/শিবিরের দর্শন চেঞ্জ হয় নাই, তাদের কে এই দেশে রাজনীতি করা বন্ধ করতে হবে। তারা অন্য নাম নিয়ে করুক, কিন্তু ইসলামের দোহাই দিয়ে ইত্রামি করা যাবেনা। থাবড়াইয়া কানের লতি ঝুলাইয়া দেয়া উচিত এদের। ধর্ষন করার সময়তো জামাত এর নেতাদের জিনিস পাতি শুইয়া থাকেনাই, , এখন কান্দে কেন? স্বাধীনতার পক্ষের শক্তিদের ব্যাবস্থা হবে, কিন্তু তার আগে বিপক্ষীদের এই দেশ থেকে বের করে দেয়া উচিত। এদের জন্য দাড়ি/টুপির যে অসম্মান হইছে তা আর কারো জন্য হয় নাই।

৩৪| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৩

মো: আবু জাফর বলেছেন: আমি শিবির করি এর কোথায় প্রমান পাইলেন । দল করা আর সমর্থন এক কি ??

০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

মাস্টার বলেছেন: আপনার মন্তব্যের জবাবে আমি একটা লিঙ্ক দিছি - খেয়াল করেন নাই মনে হয়। ওখানে আপনি বলছিলেন যে আপনি এক সময় সক্রিয় শিবির কর্মী ছিলেন, আর এখন বলছেন সমর্থন করেন...

কর্মী থেকে বিদায় নিয়া সমর্থকে আছেন নাকি?? :P

৩৫| ০৭ ই জুলাই, ২০১২ রাত ৮:২৫

ইকরাম উল্যাহ বলেছেন: আপ্নে ভাল না! উনি শিবির কর্মী আছিল পাপতো করেন নাই। উনি কেন উনার পূর্ববর্তী প্রজন্মের দায় নিবেন? শিবির আধুনিক শোনার বাংলা গঠনে বদ্ধপরিকর। আমার দেখা রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে শিবির সবচেয়ে গনতান্ত্রিক।

দেশকে ভালবাসার আহবান জানিয়েছিলেন তাই এসেছিলাম। কিন্তু এখন স্পষ্টত দেখতে পাচ্ছি আপনি বিভেদ সৃষ্টি করে রেখেছেন। শিবির যারা করে তারা আমাদেরই লোকজন।

আল্লাহ আপনাকে হেদায়াত করুক। আর বন্ধ করুন একজনের কারনে আরেক জনকে দোষ দেওয়া। X(( X(( X(( X((

০৭ ই জুলাই, ২০১২ রাত ৯:১৮

মাস্টার বলেছেন: শোনার বানান ভুল কি ইচ্ছেকৃত নাকি!! :-/

আচ্ছা, আপনার আদর্শ যদি হয় একজন পাপীষ্ঠের আদর্শে আদর্শায়িত, তাহলে আপনি নিজে ভালো কাজ করেও কিন্তু ধরা খেয়ে রয়েছেন। আমি দেশকে ভালোবাসার আহবান জানিয়েছি, কিন্তু দেশ কে যারা চরম ক্ষতি করেছে, তাদের কে কিভাবে ক্ষমা করি? আর তাদের ছত্রছায়ায় যদি আপনি বড় হোন, আপনাকে কিভাবে এক্সসেপ্ট করি?

আল্লাহ আমাকে হেদায়েত দেয়ার আগে আপনি আগে নিজে চোখ খুলেন। নিজে চোখ না খুলে হেদায়েত এর জন্য কান্নাকাটি আর একি সাথে নিজে কাজ না করে 'আল্লাহ খাওয়াবে' বলে কান্নাকাটি সমান কথা... সব কিছু আল্লাহ'র উপর ছাইরা দিলে আপনে আছেন কি করতে? মইরা যান মিয়া মইরা যান X( X( X(

৩৬| ০৭ ই জুলাই, ২০১২ রাত ৯:২৭

ইকরাম উল্যাহ বলেছেন: আপনার ছিনেমা ব্লগগুলা ভালা পাইতাম এরপর থেইকা আপনার পোস্টে আর আসব না।

আর এভাবে বলবেন না। মনে ব্যাথা পাই।

:((

৩৭| ০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:১৮

মো: আবু জাফর বলেছেন: আমার ইচ্ছা আগামি নির্বাচনের আগে একেবার সকল দল হতে বিধায় নিব । এই দেশের রাজনীতির প্রেক্ষাপটে এইরকম সিদ্ধাই সঠিক মনে হয় ।



তবে আমি মুখে না সত্যিই গ্রামের জন্যে কাজ করবো আগামিতে দেখতে পাবেন কিছু নমুনা । অনেই আমার মত বলে ছোট বেলায়, বড়হলে টাকা চিনে, গ্রাম ফেলে বিদেশে পাড়ি জমায় । দেশে থাকলেও গ্রামে আসেনা, আমাদের গ্রামেই আছে । আমি স্রোতের বিপরাত চলতে পারি, আগামিতেও চলবো ।


আপনার দাওয়াত রইলো আমাদের গ্রামে । Click This Link

৩৮| ০৮ ই জুলাই, ২০১২ রাত ২:০৪

ইকরাম উল্যাহ বলেছেন: বিটলামিময় এ জগত B-)

০৯ ই জুলাই, ২০১২ রাত ২:১২

মাস্টার বলেছেন: :P

৩৯| ০৮ ই জুলাই, ২০১২ রাত ২:১৬

রাফা বলেছেন: সহমত,যার যার অবস্থান থেকে ভালোবাসতে পারলে দেশের জন্য কোনো বাধাই বাধা হোয়ে দাড়াতে পারবেনা ইনশা-আল্লাহ।

০৯ ই জুলাই, ২০১২ রাত ২:১২

মাস্টার বলেছেন: ধন্যবাদ

৪০| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১:৩২

ওবায়েদুল আকবর বলেছেন: আমার দেশপ্রেম নাই বললেই চলে। তবে কিছু মানুষের দেশপ্রেম দেখলে বুঝি কেন দেশ এত পিছিয়ে আছে।

০৯ ই জুলাই, ২০১২ রাত ২:১১

মাস্টার বলেছেন: ভেজাল দেশপ্রেম থেকে না থাকাই উত্তম :P

৪১| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৬

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আসেন :)

০৯ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫১

মাস্টার বলেছেন: আমিতো আসছি অনেক আগে। আপনি কই? ডাক্তার হওয়ার পর তো খালি টাকার পিছনে ছুটবেন :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.