নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি দেশকে ,দেশের মানুষকে

এম মাসুদ

সুন্দর পৃথিবীর জন্য......

এম মাসুদ › বিস্তারিত পোস্টঃ

এমন ক্রিকেট কি প্রয়োজন আছে ..............?????????

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬

নিজের মাটিতে বিশ্বকাপ , বাংলাদেশের সামনে সুযোগ ছিল বেশ ভালো করার , বলছি না শিরোপা জিততে তবে এতটুকু আশা তো করতে পারি যে আমার প্রিয় দল ফাইটিং ক্রিকেট খেলবে । এই আশা দেখাতে তো শিখিয়েছে আমাদের এই ক্রিকেটাররাই ........তারা হঠাৎ কেন এমন অচেনা হয়ে গেল , তাদের মাঝে কোন উচ্ছাস নেই ,নেই জয়ের কোন প্রবল আগ্রহ এগুলো তাদের বডি লেংগুয়োজেই বলে দেয় । আমার কাছে মনে হয় এটার পিছনে দলের কিছু খেলোয়াড়দের মাঝে অতি আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে যে আমরা ছাড়া বাংলাদেশে ক্রিকেট অচল ( মুশফিক : তামিম , সাকিব , মুশফিককে পেতে 10 বছর অপেক্ষা করাতে হবে ) আমাদের দল থেকে বাদ পড়তে হবে না এবং বিসিবি কর্মকর্তাদের দলাদলি .....কারও প্রতি বেশি সুদৃষ্টি কাউকে বা অবহেলা করা , আত্মীয়তন্ত্র । এভাবে বাংলাদেশ ক্রিকেটের মেরুদন্ড ভেঙ্গে পড়ছে । আর আমরা সাধারণ দর্শক তাদের অনেক ভালবেসে প্রত্যাশা পুরণ না হওয়ায় চেখের জল ফেলছি -আফসোস করছি । অন্যভাবে বলতে গেলে আমাদের আবেগ -অনুভুতি গুলোর অপব্যবহার করছি । যদি না পারো তাহলে দরকার নাই এভাবে আমাদের আশাহত করার.........এটা আমি বা আমরা বলার অধিকার রাখি কারণ বাংলাদেশ ক্রিকেট দলের পিছনে যে বিপুল পরিমান অর্থ ব্যয় করা হয় তা অন্য খাতে ব্যয় করে দেশের উন্নয়নে কাজে লাগুক আমাদের ট্যাক্সের টাকা পানিতে ভেসে যাক তা কেউ চাইতে পারে না ...........................

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৫

এন ইউ এমিল বলেছেন: ভাল ভাল পারর্ফম করা ছেলেরা অফ ফর্মের জন্য বাদ পরে

আর কত বার ফেইল মারলে তামিমরে বাদ দেওয়া হবে?

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮

এম মাসুদ বলেছেন: এটাই আ্ত্মীয়তন্ত্র....যাতদিন এটা থাকবে ততদিন পারফর্ম নয় তন্ত্রের ভিত্তিতে দলনির্বাচন হবে । এরা দেশকে ভালবেসে নয় ....নিজের জন্য দল নির্বাচন করে !!!!

২| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১১

হেডস্যার বলেছেন:
চিন্তার আর দুঃখের ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.