![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ, শিক্ষক ও সবার আমি ছাত্র তবে সব শিক্ষকের পড়া আমি শিখি না।
মোবাইল ফোন সেটে, ডিএসএলআর-এ, যেখানে যত ছবি আছে, সব দিয়া দিলাম। সব মিলায়া নয়টা। বাপরে! এত ছবি উঠাইছি! ছবি দিয়া গল্প বলা খুব কঠিন একটা কাজ। যারা এ কাজটা পারেন, তাদেরকে আমি হিংসা করি। ছবি ব্লগে অনেকেই সুন্দর ছবি দিছেন। আমি শুধু দেখি আর ভাবি, “আহারে আমার ছবিডি এমুন সুন্দর হয় না কেরে?” মধ্যবিত্ত
সম্মানিত নাগরিক
এমন মা হবি তুই
ভালোবাসায় (?) বন্দী
বেরেক ফাস্ট
যাইগা!
একটা পথ অনেকগুলো যাত্রা
ফুড ফর বার্নিং
প্রকৃতি ভাস্কর
২২ শে জুন, ২০২১ দুপুর ২:১২
মাসউদুর রহমান রাজন বলেছেন: ধন্যবাদ, ছবি আপা। আসলে ব্যাপারটা বুঝতে পারি নাই। ভুলটা ধরায়া দেয়ার জন্য আবারো ধন্যবাদ। ঠিক করে দিছি।
২| ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:২৭
হাবিব বলেছেন: ছবি ব্লগ সুন্দর হয়েছে। ১নং মন্তব্যটি অবশ্যই মেনে চলার পরামর্শ রইলো। অন্যথায় প্রথম পাতাজুড়ে ছবি ভালো দেখায় না। শুভকামনা রইলো।
২২ শে জুন, ২০২১ দুপুর ২:১৩
মাসউদুর রহমান রাজন বলেছেন: ১ নং মন্তব্য মেনে নিলাম। ধন্যবাদ স্যার।
৩| ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:৩০
নিয়াজ সুমন বলেছেন: তিন নম্বর ছবিটি... + ++
২২ শে জুন, ২০২১ দুপুর ২:১৪
মাসউদুর রহমান রাজন বলেছেন: কলিজা ঠাণ্ডা হইয়া যায়।
৪| ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৩
জুন বলেছেন: আপনি তো দেখি পুরো পাতা জুড়ে বসে আছেন , আমাদের পোস্টের কি হবে
উপরে প্রথম ছবির আগে বা পরে তিন চার লাইন লিখে দিন প্লিজ ।
২২ শে জুন, ২০২১ দুপুর ২:১৭
মাসউদুর রহমান রাজন বলেছেন: জুন আপা, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ঠিক করে দিছি।
৫| ২২ শে জুন, ২০২১ দুপুর ১:৩৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইগো ভাই, ছবি ব্লগ আমাগো আমাদের সম্ভাবনা এবং সীমাবদ্ধতা সম্পর্কে ভাল ভাবেই পরিচয় করিয়ে দিচছে। তার জন্য ছবি ব্লগকে তথা সামুকে ধন্যবাদ।
সবগুলি ছবিই আমাদের যাপিত জীবনের এবং আশেপাশের,যা আমরা প্রতিনিয়ত দেখি ।তবে আপনার মাধ্যমে আবার ভাল করে দেখার সুযোগ হল।তাই আপনার পোস্টে +++।
২২ শে জুন, ২০২১ দুপুর ২:১৮
মাসউদুর রহমান রাজন বলেছেন: কামরুজজামান ভাই, ভালোবাসা জানবেন।
৬| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:১৬
মনিরা সুলতানা বলেছেন: আপনার শিরোনাম বেশ হয়েছে।
ভালোলাগা।
২২ শে জুন, ২০২১ রাত ৯:১৪
মাসউদুর রহমান রাজন বলেছেন: মতামতের জন্য অশেষ কৃতজ্ঞতা, মনিরা আপা। ভাল থাকবেন।
৭| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:২৩
আখেনাটেন বলেছেন: কুকুরের বাচ্চাগুলির ছবিটি জোশ....। বাচ্চা দুটি গ্রিলের মাঝে আটকে আছে মনে হচ্ছে.....সুন্দর ক্যাচ।
নাগরিক জীবনের ছবি ভালো লাগল।
২২ শে জুন, ২০২১ রাত ৯:১৭
মাসউদুর রহমান রাজন বলেছেন: আখেনাটেন, আসলেই সুন্দর মুহুর্ত। ধন্যবাদ।
৮| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৯
মোঃমোজাম হক বলেছেন: বেশ অর্থবহ ছবি দিয়েছেন। ভাল লেগেছে
২২ শে জুন, ২০২১ রাত ৯:১৮
মাসউদুর রহমান রাজন বলেছেন: ধন্যবাদ মোজাম ভাই।
৯| ২২ শে জুন, ২০২১ রাত ৯:৩৬
আমি রানা বলেছেন: অপূর্ব রাজন ভাই, খুব সুন্দর কিছু বাস্তবতা তুলে ধরেছেন।
২৩ শে জুন, ২০২১ রাত ২:৪৬
মাসউদুর রহমান রাজন বলেছেন: রানা ভাই, মতামতের জন্য কৃতজ্ঞতা জানবেন।
১০| ২২ শে জুন, ২০২১ রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: মাসউদুর রহমান রাজন ,
মধ্যবিত্ত আর ব্রেকফাষ্ট ছবি দু'টো নাগরিক জীবনের কঠিন ও নির্মম বাস্তবতা।
ভালো ছবি ব্লগ।
২৩ শে জুন, ২০২১ রাত ২:৪৭
মাসউদুর রহমান রাজন বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই। ভালো থাকবেন।
১১| ২৩ শে জুন, ২০২১ ভোর ৪:১০
নূশাদা বলেছেন: রাজন ভাই ছবি গুলো খুব ভাল হয়েছে। শুভকামনা।
২৩ শে জুন, ২০২১ দুপুর ২:২৫
মাসউদুর রহমান রাজন বলেছেন: প্রিয় নূশাদা, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১২| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর সুন্দর যতসব ছবি।
২৩ শে জুন, ২০২১ দুপুর ২:২৬
মাসউদুর রহমান রাজন বলেছেন: দেশ প্রেমিক ভাই, কলিজাটা ঠাণ্ডা কইরা দিলেন।
১৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪৫
হাসান রাজু বলেছেন: ভালবাসায় বন্ধী, বেরেক ফাস্ট
ভাললাগা রইল।
২৩ শে জুন, ২০২১ দুপুর ২:২৭
মাসউদুর রহমান রাজন বলেছেন: হাসান ভাই, ধন্যবাদ জানবেন।
১৪| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:৪০
করুণাধারা বলেছেন: একেকটা ছবি আর শিরোনাম মিলে যেন এক শব্দের গল্প! মধ্যবিত্ত, বেরেকফাস্ট... কী অসাধারণ পর্যবেক্ষণ!! আমাদের চারপাশের জীবনকে গল্পে তুলে আনতে ততটা দক্ষ আপনি ছবিতেও ঠিক ততোটাই দক্ষ। +++++
শুভকামনা রইল।
২৫ শে জুন, ২০২১ রাত ২:০০
মাসউদুর রহমান রাজন বলেছেন: প্রিয় করুণাধারা, আপনার মন্তব্যের করুণাধারায় আপ্লুত হইলাম। ভালো থাকবেন।
১৫| ২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩২
মিরোরডডল বলেছেন:
সবগুলো ছবি সেইরকম! জীবনের প্রতিচ্ছবি।
প্রথম ছবি মধ্যবিত্ত, ব্যতিক্রম হয়েছে।
রাজন কি হারিয়ে গেছে!
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০২১ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি ব্লগ দেয়ার সময় উপরে কয়েক লাইন লিখে দিবেন। তাহলে ব্লগে জায়গা কম নেবে। এখন এডিট করে কিছু কথা জুড়ে দিন প্লিজ।
ছবি ব্লগ ভালো লাগলো