নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাসুদ রানা সাব্বির। নারায়ণগঞ্জ জেলায় বাড়ি। বর্তমানে আরব আমিরাতে আছি। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনি। অন্যের দুঃখে দুখী হই। ভালো লাগে প্রেমের কবিতা লিখতে। ফেইসবুকে বন্ধুদের সাথে আড্ডা দিতেও ভালোই লাগে।

মাসুদ রানা সাব্বির

আমার ফেইসবুক আইডিঃ https://www.facebook.com/profile.php?id=100058755710821

মাসুদ রানা সাব্বির › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ভালোবাসার দুঃসময়

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

"আমি খুঁজি কোনো প্রকৃত প্রেমিক অথবা প্রেমিকাকে"
খুঁজে ফিরি ভালোবাসার প্রকৃত সংজ্ঞাটাও এরই ফাঁকেফাঁকে
পাইনা খুঁজে
ঘেঁটেছি অনেক, দেখেছি বহু
গিয়েছি অনেকটা বুঝে
বাস্তবে কতো প্রেমিক প্রেমিকাকেইতো চিনি
ভালোবাসার ফসল না-ফলুক প্রেমিক প্রেমিকারা মুখের কথায় ফলিয়েছে উর্বরা জমিতে ফসল
অথচ কাজের বেলায় তাদের সবই নকল
দেখেদেখে নিজেও শিখেছি কম নয় - ঢের
ওজন দিলে হবে তা দশ-বারো সের
চারিদিকে আজ ভালোবাসা বাসির জোয়ার
মিথ্যে আশ্বাসের বাহার-
ভালোবাসাটা রবে চিরদিন এ চিত্তে
আমি হতে রাজি তীব্র প্রদাহ সমালোচকের পিত্তে ।
তুমি যদি চাও সুউচ্চ পাহাড় ডিঙাবো
প্রয়োজনে পদ্মা সাঁতরাবো
শঙ্খচূরের মণি এনে দেবো তুমি চাইলে
মুক্তোমনির খুঁজে ডুব দেবো সমুদ্রতলে
মিথ্যে কথার বিশ্বাসে এরা হারায় দিশা
আধুনিকতার নামে প্রেমের এ কেমন দেখছি দৈন্যদশা!
ভালোবাসার এমন দুঃসময়ে
প্রকৃত ভালোবাসা খুঁজি হয়ে তন্যতন্য
ভালোবাসাটা আজ হয়ে গেছে ফরমালিন মেশানো পণ্য।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: আজ দুপুরে হঠাত বাসে ঘুমিয়ে পড়ি। তখন রবীন্দ্রনাথ আমার স্বপ্নে আসেন। স্বপ্নে দেখি, আমি রবীন্দ্রনাথের সাথে দেখা করতে শিলং পাহাড়ে যাই।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩

মাসুদ রানা সাব্বির বলেছেন: এমন স্বপ্ন যদি সত্যি হতো!!

২| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬

সনেট কবি বলেছেন: ভালবাসা পেয়ে যাক প্রকৃত প্রেমিক!

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৪

মাসুদ রানা সাব্বির বলেছেন: ইয়েস

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

সাইন বোর্ড বলেছেন: ভালবাসা অাসলেই পচে গেছে ।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

মাসুদ রানা সাব্বির বলেছেন: জ্বি ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.