নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

>>>>>>আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.

আবদুল্লাহ-আল-মাসুম › বিস্তারিত পোস্টঃ

এনিমেশন কি কোনো বাচ্চাদের দুধ ?

২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯



ভদ্রলোক আমাকে প্রশ্ন করলেন - এনিমেশন কি কোনো বাচ্চাদের দুধ ?

আমি আমার জীবনে এতো বিস্মিত কখনো হই নাই।

আমি হাসলাম।

ঘটনাটি বলি।

মজার ঘটনা।



একবার এক কনফারেন্সে আমি এনিমেটর আর ভিডিও এডিটর প্রশিক্সক হিসেবে বক্তৃতা করেছিলাম।



এনিমেশন বিষয়টাকে বোঝাতে গিয়ে বলেছিলাম-

বস্তুর ভেতর প্রাণ জাগিয়ে তাকে দিয়ে কিছু করানো বা অকল্পনীয় কল্পনাকে ভিজ্যুয়ালি দেখানো ই মূলত এনিমেশন।



ধরা যাক একটি দুধের কৌটা নিজ হাতে গ্লাস নিয়ে নিজের পেট থেকে দুধ নিয়ে চিনি গুলিয়ে মায়ের অনুপুস্থিতিতে শিশুকে খাওয়াচ্ছে এই দৃশ্যটি তৈরি কোনো ভিডিও নির্দেশক বা অভিনেতা অভিনেত্রীর পক্ষে সম্ভব নয় ।এটি এনিমেটরের কাজ।

এটি সম্ভব এনিমেশনে।

তাই এরকম এনিমেটেড দৃশ্যের প্রয়োজনে একজন এনিমেটর এর প্রয়োজন হয়, যে কোনো বিজ্ঞাপন

নির্মান, স্পেশাল মুভি এফেক্ট বা প্রোগাম প্রোমো অথবা টিভি ষ্টেশণ আইডি তৈরির ক্ষেত্রে ।

এনিমেশন এর বাজার খুব ব্যয় বহুল।

প্রতি সেকেন্ডের জন্য পেমেন্ট করতে হয় চার হাজার টাকা ।

সেই অর্থে একটি ১ ঘন্টার কার্টুন তৈরির খরচ পরে-

১ কোটি ৪৪ লক্ষ টাকা প্রায়।



আমার পুরো ৪৫ মিনিটের বক্তৃতায় আরো অনেক বিষয় উঠে এসেছিলো।

স্ক্রিপ্ট , সফটওয়্যার, লারনিং, প্র্যাকটিস, মার্কেটিং এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন প্রভৃতি বিষয়।

এনিমেশন খুব ধৈর্য সাপেক্ষ কাজ আর এটি যারা করেন তারা টেকনিক্যালি উচু স্তরের জ্ঞানের অধিকারী হয়ে থাকেন।



এনিমেশন হরহামেশাই আমরা দেখছি।

কিন্তু, আমরা জানি না, এটি এনিমেশনের কাজ।



একটি গুলি বন্দুকের নল থেকে ছুটে গেলে ..গুলির বেরোনো ..এগিয়ে যাওয়া ইত্যাদি দেখানো এনিমেশনের কাজ।



যারা কখনো মোবাইর চালাতে শেখে নি,

তাদেরকে এনিমেশন কি , বোঝানো টা শক্ত।

আমাকে এমিনেশন , বাচ্চাদের নতুন দুধ কি না -এই প্রশ্নটা করেছিলো , কনফারেন্সে উপস্তিত থাকা একজন সিকিউরিটি গার্ড।

আমি প্রথমে হতবাক হয়েছিলাম।

কিন্তু এখন ব্যপক হাসি আসে তার ঐ প্রশ্নটি মনে পড়লে।





এনিমেশন দিয়ে কি দেখানো সম্ভব ?

উত্তর হলো

এনিমেশন দিয়ে কি দেখানো সম্ভব নয় ?



আমি জীবনে অল্প সংখ্যক এনিমেশনের কাজ করেছি।

তার মধ্যে ওয়ালর্ড টিভি'র এনিমেটেড টিভি আই ডি টি আমার হাতে করা।



এখানে দেখা যায় একটি রঙিন বল একটি পৃথিবীতে রুপান্তরিত হওয়ার ভেতর একটি স্যাটেলাইট

এসে পজিশন নিচ্ছে আর একটি প্রজাপতি ডানা মেলে উড়ে যাচ্ছে ।'



রঙিন বল একটি কল্পনা, ইচ্ছা, স্বপ্নের প্রতীক।

বলটি , বল থেকে পৃথিবীতে রুপান্তরিত হয় -এটি কল্পনাটি, স্বপ্নটি বাস্তবে রুপান্তর হবার প্রতীক।

প্রজাপতিটি সৌন্দর্য বিস্তৃতির প্রতীক।

স্যাটেলাইট প্রযুক্তির প্রতীক।



কল্পনাটি , বাস্তবে রুপান্তরিত হলো প্রযুক্তির কল্যানে যা সৌন্দর্য বিস্তৃত করবে পৃথিবী জুড়ে।

https://www.youtube.com/watch?v=lzQz4ysxhDw





আবদুল্লাহ-আল-মাসুম

ব্যবস্থাপনা পরিচালক

ওয়ার্ল্ড টিভি লি:

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.