![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায়ের বিরোধে প্রতিবাদি হতে চাই
এক নাম্বার হলো একজন মহিলা ভিক্ষুক আজকে সারাদিন মিতিঝিল ও রাইতুল মোকারম এলাকায় ভিক্ষা করে ৩৪৫ টাকা ভিক্ষা পায় আর সেই টাকা নিজের জন্য খরচ না করে নিজে না খেয়ে শাহবাগে যারা আন্দোলন করছে তাদের জন্য ৩৪৫ টাকার চিড়া ও মিঠাই কিনে নিয়ে আসে আর তা ঘোষনা মঞ্চে জমা দেয় আর তার পরই মঞ্চ থেকে ঘোষনা করা হয় ঘটনার বিবরন তা শোনার পর অনুভূতি কি ছিল বুঝাতে পারবো না
দুই নাম্বার হলো আজকে বারডেম হাসপাতালের ছাদে উঠে ছিলাম দুই সাংবাদিকের সাথে | আজ জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে গিয়ে ছিলাম আর তাদের সাথে আমার আন্দোলনে দেখা তারা বললো ভাই জাতীয় পতাকা সাথে জনস্রোতের ছবি লাগবে আগামী কালকের নিউজের জন্য যাবেন নাকি বারডেম হাসপাতালের ছাদে আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম | বারডেম হাসপাতালের ছাদে উঠে নিচে যা দেখলাম অবিশ্বাস এতো মানুষ যেন জনস্রোতের চেয়েও বেশি কিছু |বিকাল তখন মাএ ৫:৩০ বাজে |নিজের মোবাইল বের করে ভিডিও করে নিলাম ঐ কাপুরুষদের দেখানোর জন্য যারা বলে শাহবাগে নাকি মানুষ নেই দেখ কাপুরুষদলের সদস্যরা "বাংলাদেশ আজ সত্যিই জেগে উঠেছে" Click This Link — at শাহবাগ: প্রজন্ম চত্ত্বর.
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
বোকামন বলেছেন: আমাদের এই সংগ্রামের জয় হবেই
ইন-শা- আল্লাহ
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
অনির্বান বলেছেন: +
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
শিপু ভাই বলেছেন:
এ এক অসাধারন অভিজ্ঞতা আমার জীবনে।
শ্লোগান দেয়ার সময় ঘোরের মত লাগে!!!
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: শিপু ভাই বলেছেন:
এ এক অসাধারন অভিজ্ঞতা আমার জীবনে।
শ্লোগান দেয়ার সময় ঘোরের মত লাগে!!!
++++++++++++
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: শিপু ভাই বলেছেন:
এ এক অসাধারন অভিজ্ঞতা আমার জীবনে।
শ্লোগান দেয়ার সময় ঘোরের মত লাগে!!!
মনের কথাটা বলসেন ভাই।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
বাদল দিনের গান বলেছেন: জয় বাংলা
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
রাসেল ভাই বলেছেন: ++++++++++++++
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
++++++++++++++