![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায়ের বিরোধে প্রতিবাদি হতে চাই
" রুমি যখন যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিল তখন আম্মা(জাহানারা ইমাম) তাকে যেতে দিতে চাননি।
রুমির উত্তর ছিল, আম্মা, আমি যদি যুদ্ধে না গিয়ে আমেরিকা যাই তাহলে হয়ত একদিন অনেক বড় ইঞ্জিনীয়ার হব, কিন্তু নিজেকে কোনদিন ক্ষমা করতে পারব না। আম্মা সে যুক্তি মেনে নিয়ে অনেক দুঃখে বলেছিলেন, যা দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে। রুমি হয়ত আর আম্মার কোলে ফেরেনি কিন্তু আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম যেখানে আমরা প্রতিদিন নিরাপদে নিজের আম্মার কাছে ফিরতে পারি।
দেশের বর্তমান সময়ে আপনি কোন পক্ষে থাকতে চান? আপনি কি শাহবাগ আন্দোলনের সাথে একাত্ম হয়ে মুক্তিযুদ্ধের স্বপ্নটাকে পূর্ণতা দিতে চান? নাকি আলবদর-আলশামসদের মত রাজাকার হয়ে দেশের সাথে বেঈমানী করতে চান? সিদ্ধান্ত আপনার। প্রথমটি হলে আপনি অন্তত পরের প্রজন্মের কাছে বলতে পারবেন যে আমি চেষ্টা করেছিলাম তোমাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার। কিন্তু এটা মনে রাখবেন যে আপনি যদি রাজাকার হন, তাহলে আরও পরের কোন প্রজন্ম একটা সময় কোন এক চত্বরে দাঁড়িয়ে আপনার মুখে থুথু দিয়ে বলবে, তুই রাজাকার তুই রাজাকার। "
- সৌজন্যেঃ Arindam Biswas
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
চলতে ফিরতে দেখা বলেছেন: ন্যায়ের পথে। যারা ন্যায়ের কথা বলবে, আইন মেনে চলবে তাদের পক্ষে। সে যেই হোক না কেন? যে কোন আন্দোলন হোক না কেন।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
খামোশ বলেছেন:
যে শাহবাগ এদের কথা বলেনা, সেই শাহবাগে আমি নাই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
দূরবী৩২১ বলেছেন: আপনার কানে সমস্যা আছে তাই শাহবাগের কথা বুঝতে পারেনা
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
চলতে ফিরতে দেখা বলেছেন: যে শাহবাগ এদের কথা বলেনা, সেই শাহবাগে আমি নাই। -সহমত
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
দূরবী৩২১ বলেছেন: আপনার কানে সমস্যা আছে তাই শাহবাগের কথা বুঝতে পারেনা
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
হাবিব০৪২০০২ বলেছেন: শাহবাগ
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
স্পাইসিস্পাই001 বলেছেন: সকল যুদ্ধাপরাধীর অবিলম্বে ফাঁসী কার্যকর করতে হবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে।
জয় বাংলা।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
ভ্যাগা বন্ড বলেছেন: বাসা থেকে বলে এলাম, কয়েকটা দিন শাহবাগেই কাটাচ্ছি। আম্মু বলে, "কি হবে এসবে?" আমি বলি, "কি হবে জানিনা, কিন্তু ফাসি চাই।"
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
মওদুদ আহমেদ ৮৮ বলেছেন: শাহবাগে ছিলাম, আছি আর ফাসির রায়ের আগ পর্যন্ত থাকব।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
স্বপ্নবাজ007 বলেছেন: আমি আছি
হারামিরা না গেলেও কিসু হবেনা
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
শান্তা273 বলেছেন: আর কোন দাবী নাই
রাজাকারের ফাঁসি চাই।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭
বাংলার হাসান বলেছেন: জ্বালোরে জ্বালো আগুন জ্বালো
জ্বলছে আগুন বুকের ভেতর
একটাই দাবী রাজাকারদের ফাঁসি
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
দড়ি লাগলে দড়ি নে
রাজাকারদের ফাঁসি দে
সারা বাংলায় খবর দে
রাজাকারদের ফাঁসি দে
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
তৌহিদুল ইসলাম রাসেল বলেছেন: আমরাও ছিলাম জার্মানী থেকে। ধন্যবাদ Click This Link
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
রোমেন রুমি বলেছেন: মানুষরূপী জানোয়ার বেজন্মা, জারজ রাজাকারদের জন্য শাস্তি হিসেবে ফাঁসি অত্যন্ত নগণ্য । এই বেজন্মাদের প্রজন্ম চত্বরে উন্মুক্ত মঞ্চে জনতার সম্মুখে হাত -পা টানটান করে বাঁধতে হবে। কোরবানির গরুর মত জীবন্ত অবস্থায় খুব আস্তে আস্তে ধারাল ছুরি দিয়ে সব চামড়া তুলে নিতে হবে। তারপর এই শরীরে লবন ও মরিচের গুড়া ছিটাতে হবে । এর পর ভারি রড দিয়ে পিটিয়ে জিবন্ত জানোয়ারদের শরীরের হাড় চূর্ণ- বিচূর্ণ করতে হবে এবং জীবন্ত অবস্থায় চোখদুটো উপড়ে ফেলতে হবে। সর্বশেষে পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়ে ছাইগুল পাকিস্থানে পাঠিয়ে দিতে হবে। জানোয়ারদের মুখ বাঁধা যাবেনা, যাতে চীৎকার দিয়ে আকাশ-পাতাল একাকার করতে পারে এবং এই চীৎকার এমন হবে যেন এই চীৎকারের ধ্বনি ৭১-এ শহীদ সকল মুক্তিযোদ্ধার আত্মা শুনতে পায়। তাহলে তাদের আত্মা শান্তি পাবে।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: রাজাকার হায়েনা
ফাসি চাই
দল মত মানিনা