![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায়ের বিরোধে প্রতিবাদি হতে চাই
রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের হামলার পর গণজাগরণ চত্বরে বাড়ছে মানুষ। জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গণজাগরণ মঞ্চে বিক্ষুব্ধ মানুষের ভিড় আরো বেশি।
শাহবাগে এখন যেমন
দুপুরে রাজধানীর মতিঝিল ও কারওয়ানবাজারের জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে গুলি ও বিস্ফোরণের ঘটনার প্রতিবাদ এবং ঘৃণা জানাতেই বিপ্লবী মানুষের এতো ভিড়।বিকেল চারটায় ‘দাঁড়িয়ে দু’হাত উচুঁ করে তিন মিনিট নীরবতা’ পালনের পূর্ব নির্ধারিত কর্মসূচি সফল করতে জড়ো হন লাখো জনতা।
রাজধানীর কমলাপুর থেকে নীরবতা পালন কর্মসূচিতে যোগ দিতে সস্ত্রীক আসেন রফিকুল ইসলাম। ৪০ বছর বয়সী এই ব্যবসায়ী বলেন, তাণ্ডব চালিয়ে জামায়াত-শিবির ভেবেছিল মানুষ ভয় পেয়ে শাহবাগে যাবে না। কিন্তু এবার বাঙালি জেগেছে, জামায়াত শিবিরকে আর ভয় পায় না।
সহযোদ্বা হিসাবে আমার পাশে থাকার অনুরোধ রইলো Click This Link
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
দূরবী৩২১ বলেছেন: জয় বাংলা
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: আজি আহবান
এক নব সূর্য উদয়ের আহবানে
জাগে নব প্রজন্ম শাহবাগে
কাঁপে শয়তানের গর্দান
আর অন্ধ আবরনে ঢাকা মিথ্যুক সিংহাসন
জাগে জন জোয়ারে সারা বাংলার বিবেক
অপশক্তি পদধলে তারুন্যর হোলী ,
আজি মানবতা মুক্তি চায় জনতার চিৎকারে ।
৩০ লক্ষ মানুষের রক্ত সাগরে এই মাটির গন্ধ আসে
পবিত্র স্বাধীনতার এক সূর্য উটবে হেসে
তাই হে বাঙ্গালী তুল আওয়াজ
অপশক্তি পদধলে
এস সব জাত ব্যবধান ভুলে
নব প্রজন্মের আলোর এ মিছিলে ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
দূরবী৩২১ বলেছেন: জয় বাংলা
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
আহলান বলেছেন: শিবির লীগ কারোর গায়ে লিখা থাকে না। এমনও তো হতে পারে শিবির কর্মিরাও এই সমাবেশে ঘাপটি মেরে জড়ো হচ্ছে ....
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
দূরবী৩২১ বলেছেন: প্রথম দিন থেকেই মনে হয় আছে তাদের রাজাকার আব্বাগো আছে আপডেট জানানোর জন্য |লাভ নাই সব এখন জাগ্রতা জনতা
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
গাজী আলআমিন বলেছেন: জয় বাংলা
দল মত নিবিশেষে এই আন্দোলনের প্রয়োজন ছিল।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
অশান্ত কাব্য বলেছেন: এইটা আরও উৎসাহ দেয়া হবে । অস্ত্র , বোমা এইসব দিয়া এখন আর বাঙালীকে দমানো যাবে না । জয় বাংলা ।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
তামীল০০৯৬ বলেছেন: এইটা আরও উৎসাহ দেয়া হবে । অস্ত্র , বোমা এইসব দিয়া এখন আর বাঙালীকে দমানো যাবে না । জয় বাংলা ।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
মাইন রানা বলেছেন: ++++++++++++++
ভীড় আরো বাড়বে
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
বোকামন বলেছেন: +++++++++++++