![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে সুদীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ইউটিউব দেখা যাচ্ছে। তবে ভিডিও সম্প্রচারে এখনও কিছুটা সমস্যা আছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আরও একবার ইউটিউব বন্ধ হয়। ‘ইনোসেন্স অব মুসলিম’ নামে ঝড় তোলা বিতর্কিত মার্কিন চলচ্চিত্রটির অপপ্রচার আর এর সঙ্গে ছড়িয়ে পড়া সহিংসতার আশঙ্কায় বাংলাদেশ সরকার বিটিআরসির মাধ্যমে বাংলাদেশে ইউটিউব সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে।
বিশ্বের অনলাইন র্যাংকিং প্রস্তুতকারক অ্যালেক্সায় ডটকমের হিসাবে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ জনপ্রিয় সাইট ইউটিউব। ইন্টারনেটে ধীরগতি সত্ত্বেও তথ্য আর ঘটনার অনুসন্ধানে বাংলাদেশে ইন্টারনেটপ্রেমীদের কাছে এ সাইট অল্প দিনেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।
নিউ মিডিয়ার সবচেয়ে শক্তিশালী এবং সক্রিয় গণমাধ্যম হিসেবে ইউটিউবকে এখন আর পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি সরকারের জন্যও এটি একটি অনন্য শক্তিশালী মুখপাত্র হিসেবে কাজ করছে।
ইউটিউবে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, উন্নয়ন, ভালো উদ্যোগ, সম্ভাবনা, অর্জন এবং সমস্যার সচিত্র ভিডিও স্থান পেয়েছে। অর্থাৎ ইউটিউবের কল্যাণে প্রবাসী বাঙালি এবং বিশ্ব দরবারে বাংলাদেশ সমাদৃত হয়েছে। প্রতিদিন বাংলাদেশ থেকেও হাজারো তথ্যচিত্র ইউটিউবে তুলে ধরা হয়।
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
এক্সপেরিয়া বলেছেন: শান্তি পাইলাম ।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
একাকী সমুদ্রে বলেছেন: বালের খবর দিছে
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
িসরাজ উদদীন বলেছেন: ভাই মজা নিলেন?
৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
রঙিনমানুষ বলেছেন: নাহ!!!!!! পুরাই হতাশ
৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
আকাশ_পাগলা বলেছেন: নেটের অবস্থা খারাপ করে এখন ইউটিউব আবার ওপেন।
এহ, কষ্ট টা আরও বেশি লাগতেছে।
যারা ওয়াইম্যাক্স ব্যবহার করছে, তারা টের পাচ্ছে নেট এর স্পীড কত খারাপ।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
বিডি আইডল বলেছেন: ইউটিউব যদি চালুই হয় অডিও সম্প্রচারে সমস্যা হবে কেন?? অডিওর জন্য কি গুগল আলাদা সার্ভার আর আইপি ইউজ করে??
৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
দংশিত বিবেক বলেছেন: আজাইরা পোস্টে মাইনাস
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
মো: আতিকুর রহমান বলেছেন: koi re vai? Koi pailen ata?