নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন এঞ্জেলের খোজে ঘুরে বেড়াই।

ইয়া আল্লাহু - ইয়া রাহমানু - ইয়া রাহিম।

এঞ্জেল বয়

আমি একজন এঞ্জেলের মত জীবন যাপন করতে চাই।

এঞ্জেল বয় › বিস্তারিত পোস্টঃ

কি ভাবে কোথায় থেকে আসল 'ভ্যলেন্টাইন ডে' এবং এর গোড়ার কথা:-

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

ভালোভাসা দিবসের ইংরেজি হওয়ার কথা 'লাভ ডে'। কোনক্রমেই ভ্যলেন্টাইন শব্দটি ভালবাসার অর্থ বহন করে না। এনসাক্লোপেডিয়া অব ব্রিটানিকা সহ অন্যান্য বিশ্বকোষের তথ্যমতে 'ভ্যলেন্টাইন ডে' সম্পর্কিত পাওয়া সব ইতিহাসগুলোর মুল থিম একটাই। সেটা হলো খৃষ্টান যুবক ভ্যলেন্টাইন কোন এক যুবতী মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে ফেঁসে যায়। সে অপরাধে ১৪ই ফেব্রুয়ারী তার ফাঁশি হয়। সে হিসেবে এদিবসটিকে বিবাহবহির্ভুত সম্পর্ক কিংবা লম্পট্যের সাজা কার্যকর দিবস। বলা যেতে পারে, ভালভাসা দিবস কোন বিচারেই বলা যায় না।



বাংলাদেশে দিবসটির প্রচলদাতা এককালের সপ্তাহিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানের জবানীতে 'ভ্যলেন্টাইন ডে' নামে কোন দিবস প্রচলিত ছিল না পশ্চিমাদেশেও। শুধু যুবক ভ্যলেন্টাইনের ইতিহাসটিকে তার অনুসারী কতিপয় যুবক-যুবতী স্মরণীয় করে রাখতো সাদামাঠা কিছু অনুষ্ঠানমালার মাধ্যমে।

বরফে ঢাকা ফেব্রুয়ারী মাসে ইংল্যন্ডের গিফট আইটেম বানিজ্যের ডাল সিজন ছিল। আগেপরে বিভিন্ন উপলক্ষ থাকলেও এমাসটিতে তারা অনেকটা মাছি মেরেই পার করতো। তাই ব্যবসায়ীরা এই সিজনের ব্যবসামন্দা কাটিয়ে তোলার জন্য 'ভ্যলেন্টাই ডে' কে প্রেম বা ভালবাসা দিবস হিসেবে প্রচলন দেওয়ার উদ্যোগ গ্রহণ করে এবং ব্যপক প্রচারণা চালাতে থাকে। সেই থেকে শুরু এই দিবস। দিবসটির নির্লজ্জতা দিবসটির নির্লজ্জতা নিয়ে পরে বিস্তারিত লিখব ইনশাল্লাহ।



শায়খ আহমেদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.