![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার কোনো রঙ নেই, নীরবতার প্রাণ, হৃদয়হীনার মন নেই, নেয় না প্রেমের ঘ্রাণ।
পৃথিবীতে আত্মহত্যা করার মত কোনো ভুল বা অপরাধ বা ভুল সিদ্ধান্ত মানুষ করেন না।হয়ত মানুষ ভুল মানুষকে আসল মানুষ ভাবে। কাউকে কষ্টে ভোগাবে মনে করে নিজে আত্মহত্যা করে- এইটাও ভুল।
বাপ মায়ের মৃত্যুকেই মানুষ একসময়ে স্বাভাবিকভাবে নেন আর তো অন্য মানুষ। ভাই মরা যাবে না, বেঁচে থাকতে হবে, দোখানোর জন্য, দেখার জন্য! আসল মানুষগুলোর সাক্ষাতের অপেক্ষায়।
আশপাশের অত্মহত্যা করেছে তাদের কথা ভাবেন তো যার বা যাদের জন্য এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা কি কেউ একবেলা খাবার বন্ধ রেখেছে? না! কার জন্য মরবেন? কেন মরবেন? কি কারনে মরবেন?
নিজের জন্য না হোক আপনাকে আমাকে অনেকেই ভালবাসেন তাদের জন্য বেঁচে থাকা চাই। যখন হতাশা চরম পর্যায়ে চলে আসবে বাবা মা আর হাসপাতালের বেডের মানুষটির সাথে সময় কাটান।
পরকালের জীবন তো রইলই। ক্রিজে টিকে থাকলে রান আসে। না আসলেও বোলার ওয়াইড, নো বল দিবেই। তাও যদি না আসে ক্রিজে টিকে থাকার জন্য এওয়্যার্ড তো আছেই। তাই মরা যাবে না, জীবনে টিকে থাকতে হবে!!
মরে প্রতিশোধ নেওয়া যায় না। বেঁচে থেকেই সব সম্ভব। একজন মানুষ অনেকের একক। তাই অনেকের জন্যই বাঁচতে হবে। এক জনের জন্য মরা যাবে না।যে একজনের জন্য আপনার মরতে ইচ্ছা করে সেই একজন ছাড়া পৃথিবীর সবার জন্য কি আপনার বাঁচতে ইচ্ছা করেনা!!
©somewhere in net ltd.