![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
!!! বিশেষ অসতর্কীকরন বিজ্ঞপ্তি: এই পৃষ্ঠার(পেইজের) লেখা গুলোর সাথে আগে পিছের উপর নিচের কারও সম্পৃক্ততা থাকা বা না থাকা একান্তই কাউয়াতালিয় পিলাজ ব্যক্তিগত (এখানে গত বলতে পটল তোলা বুঝান হয় নি) ব্যপার তার জন্য এর লেখক সম্পূর্ন দায়ি থাকিবে না !!! !!! বিদ্রঃ হাসলে পিলাজ মজা পাইলে লেখক দায়ি নয়। কেউ যদি মজা না পান পিলাজ অশ্রু বিয়োগ করেন সেক্ষেত্রেও এই কুখ্যাত পিলাজ ক্ষ্যাত লেখক দায়ি থাকবে না !!!!!! (ভুল ত্রুটি ক্ষমার অযোগ্য) !!! !!! কুখ্যাত ব্লগারের পরিচয় !!! !!! নাম- মাতবার !!!!!! কাম- গননাযন্ত্র বিদ !!!!!! শিক্ষা- শেষ পর্যন্ত (এ/প বাদে) !!!!!! বয়স- হিসাব কইরা নিয়েন (জন্মদিন-১০ জানুয়ারী, ১৯৮৪ ) !!!!!! জাপান ছাড়া অন্যকোন পান পছন্দ করিনা !!!!!! খেলাধূলার প্রতি স্থুল পক্ষপাতিত্ব আছে !!!!!!বাংলাদেশের কোন নীতিতে কোন আস্থা নেই !!!!!! প্রচন্ড সাহস !!!!! শুধু মেয়ে মানুষের সামনে গেলে হাটু সহ শরীর কাঁপে (নইজ্জা লাগে)!!!
সূচনাঃ গরু একটি গোয়ালপালিত পশু। তবে গোয়াল না থাকলে বাইরে খুঁটিতেও বেঁধে রাখা যেতে পারে। এ ক্ষেত্রে চুরি হওয়া কিংবা দড়ি ছিঁড়ে চম্পট দেওয়াসংক্রান্ত যাবতীয় দায়দায়িত্ব আপনার।
বর্ননাঃ গরুর পা আছে ঠিক, কিন্তু তাদের সম্প্রদায়ে জুতা পরার সিস্টেম চালু না থাকায় এ পর্যন্ত কোনো গরুকেই কখনো জুতা (*১)পরতে দেখা যায় না।এরা জুতা পরলে অবশ্য জুতার ক্ষেত্রে ‘জোড়া’ শব্দটি চালু না হয়ে ‘হালি’ শব্দটি চালু হতে পারত।
গরুর দুটি শিং রয়েছে। এই শিং নামক দুটি অস্ত্র রাখার দায়ে কোনো গরুকে এ পর্যন্ত জেলহাজত কিংবা অন্য কোনো শাস্তির মুখোমুখি হতে শোনা যায়নি। গরুর বিশাল একটি মাথা রয়েছে। মাথার ওপর হালকা চুল থাকলেও বড় কোনো চুল নেই, কারণ গরুরা ইচ্ছে করেই চুল বড় করে না। আর বড় করে না এই জন্য, যেহেতু বাজারে এখনো তাদের চুলের যত্নে কোনো শ্যাম্পু কেনাবেচা হচ্ছে না।
গরুর মেগা সাইজের একটা ভুঁড়ি আছে। এই ভুঁড়ি কমাতে তারা কোনো যানবাহনে (*২) না চড়ে হেঁটে যাতায়াত করে। গরু তাদের মাথায় লম্বা চুল না রাখলেও লেজের মাথায় লম্বা কতগুলো চুল রাখে, যাতে মশা-মাছি গায়ে বসামাত্র কষিয়ে বাড়ি মারতে পারে।
মেয়ে গরুকে গরু সম্প্রদায়ের পরিভাষায় বলা হয় গাই। তাদের নামে বাংলাদেশের একটা জেলারও নামকরণ করা হয়েছে। গাইবান্ধা। টিসু কিংবা রুমাল না থাকায় গরুরা মন খুলে কাঁদতে পারে না। গরু সাংঘাতিক উপকারী প্রাণী।
উপকারিতাঃ গরু আমাদের চারপাশের ঘাস, লতাপাতা খেতে গিয়ে শাকসবজিও খেয়ে ফেলে। ফলে আমাদের বাড়িতে কেউ শাক রান্না করতে চাইলেও করতে পারেন না। এতে বিরাট বাঁচা বেঁচে যাই আমরা। শাক খেতে যা বিশ্রী লাগে!
এমনিতে খালাতো/মামাতো/ফুফাতো/চাচাতো/তালতো/…..তো বোনের সঙ্গে দেখা করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও কোরবানির ঈদে গরুর মাংস দিয়ে আসার ছুতোয় আমরা সহজেই দেখাটা করে ফেলতে পারি।
অপকারিতাঃ গরুর কিছু অপকারী দিকও আছে। গরু নামে পৃথিবীতে একটা প্রাণী আছে বলেই শিক্ষকেরা আমাদের গরু বলে সম্বোধন করেন। যা অতিশয় মর্মবেদনাদায়ক। গরু খানিকটা বেয়াদব কিসিমের প্রাণী। কারণ সে কোনো রকম আদব-কায়দার ধার না ধেরে মাঝেমধ্যে এমন জোরে লাথি মারে যে নিজেকে তখন মনে হয় ফুটবলজাতীয় একটা কিছু। বিষয়টা একটু লজ্জাকর বৈকি।
উপসংহারঃ পরিশেষে বলা যায়, গরুর ছোটখাটো অপরাধ থাকলেও প্রাণী হিসেবে গরু কিন্তু ভালোই। যে কারণে শুধু কোরবানির বাজারে নয়, কবিদের কবিতার বাজারেও গরুর ভালো একটা ডিমান্ড আছে। তাই তো জনৈক অখ্যাত কবি তার এক জবরদস্ত কবিতায় এভাবে রশি ধরে টেনে এনেছেন গরুকে—‘তুমি সাগর, আমি মরু/ছিলাম ছাগল, হলাম গরু।’
ফুট(ইঞ্চি/গজ/মিটার নহে)নোট:
*১ বিদ্রঃ গোপন সূত্রে থুক্কু প্রকাশ্য সূত্রে পাওয়া খবর মতে কিছু আধুনিক গরুকে জুতা পায়ে দেখতে পাওয়া গেছে।
সূত্র: মন্তব্যের ফটো
*২ বিদ্রঃ গোপন সূত্রে থুক্কু প্রকাশ্য সূত্রে পাওয়া খবর মতে কিছু আধুনিক গরুকে যানবাহনে চড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে।
সূত্র: মন্তব্যের ফটো
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৫
মাতবার বলেছেন: ফেইক গরু
২| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৫
লুতফুল বারি পান্না বলেছেন: ভুয়া তথ্য দেন ক্যান ভাই। এইবার কোরবানীর ঈদে অনেক মহামান্য গরুকে ট্রাকে চড়ে ঢাকা যেতে দেখেছি। আর তাদের পায়ে তো প্রাকৃতিকভাবেই শক্ত সোলের জুতা লাগানো আছে। আপনি বলতে পারেন তাদের কখনো জুতা খুলতে হয় না।
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪
মাতবার বলেছেন: অক্ষন দ্যাখেন ঠিক আছে কি না?
৩| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৭
মুকুট বিহীন সম্রাট বলেছেন:
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪
মাতবার বলেছেন:
৪| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৮
ব্রেথ অব ফেট বলেছেন:
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
মাতবার বলেছেন:
৫| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৯
আরহাসান বলেছেন: I like your point of view
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
মাতবার বলেছেন: ধইন্যা
৬| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫১
শেষ তারা বলেছেন: সাধু সাধু। ঈশ্, আর মাত্র ৮ বছর আগে এই রচনা টা যদি পাইতাম!!!
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
মাতবার বলেছেন: আমি তো তখোনো খেলোয়ার থুক্কু লেখোয়ার হইনি
৭| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫৯
একজন ছেলে বলেছেন: আর একটি কথা লিখতে পারতেন - গরুর ৪ টি পা থাকায় কোন হাত নেই
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
মাতবার বলেছেন:
৮| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০০
আমি তানভীর বলেছেন: " তুমি সাগর আমি মরু / ছিলাম ছাগল হলাম গরু " - হা হা প গে
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
মাতবার বলেছেন:
৯| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০২
আবিরে রাঙ্গানো বলেছেন: হিন্দু ধর্মমতে গরুকে ভগবান মানা হয়, আর গাই গরুকে মাতার সমান সম্মান করা হয়। তাই ধর্মীয় জীবনেও গরুর গুরুত্ব অস্বীকার করার উপায় নাই। .........
কথাটি যোগ করে দিয়েন।
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
মাতবার বলেছেন: ভাই ধর্মীয় বিষয় নিয়া ফান করা উচিত না
১০| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১২
জাতির নানা বলেছেন:
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
মাতবার বলেছেন: ড্রাইভার টা ক্যাঠায় নানায় নি?
১১| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৫
জাতির নানা বলেছেন:
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
মাতবার বলেছেন: ড্রাইভার টা ক্যাঠায় নানায় নি?
১২| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১৫
ইয়াংেমন বলেছেন: মজা পাইলাম ভাই - গরু একটি গোয়ালপালিত পশু।
৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
মাতবার বলেছেন: ধইন্যা
১৩| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৬
!~ ত্বহা ~! বলেছেন: ভাইজান কি নিজে রচনাটা লিখচেন?? মারাত্মক হইছে কইলাম :-)
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:০০
মাতবার বলেছেন: আন্নের চোখ ছুইয়া কইলাম বিশ্বাস লইলেন তো
১৪| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৭
মাহমুদা সোনিয়া বলেছেন: hahahaha
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:০০
মাতবার বলেছেন:
১৫| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৬
আব্দুল্লাহ-আল-মামুন শামীম বলেছেন: ছাগল না আপনি না। ছাগল নিয়ে লিখেন
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:০০
মাতবার বলেছেন: ও বুঝছি
১৬| ১৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৩
েছাট বালক বলেছেন: গাভী সমাচার লিখে ছিলাম অনেক দিন আগে View this link
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:০১
মাতবার বলেছেন:
১৭| ১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩
শাহাদাৎ অালম বলেছেন: ব্যাপক মজা পেলাম। রচনা লেখার প্রতিযোগিতায় নাম লেখান, আপনার প্রতিভার বিকাশ হবে। সাথে সাথে জাতীয় ও উপকৃত হবে। চমৎকার হইছে।
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:০১
মাতবার বলেছেন: আই নইজ্জা ফাই।
১৮| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৯
নস্টছেলে বলেছেন: ভালা হইছে রে
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
মাতবার বলেছেন: কুচি কুচি ধইন্যা
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৩
শিক কাবাব বলেছেন:
আপনের রচনায় হাজার হাজার ভুল আছে। গরুরা ইদানিং জুতা পড়ে।