নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামান্যতেই রেগে যাই, আর তাই মাথামোটা

দাদী বলতেন, "বুদ্ধিমান মাইনসের মাতায় রাগ থাহে না।"

মাথামোটা বাবু

মাথামোটা বাবু › বিস্তারিত পোস্টঃ

ডোমেইন-হোস্টিং কিনতে চাচ্ছি। অভিজ্ঞরা সহযোগীতা করুন।

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

ডোমেইন ও হোস্টিং কিনব। হোস্টিং ৫০০ এম বি হলেই চলবে। সাশ্রয়ী দাম, ভাল সার্ভিস, বিবেচনায় কাদের কাছ থেকে কেনা যেতে পারে। আর কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে? অভিজ্ঞরা সহযোগীতা করুন।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: http://www.arfitech.com/

http://www.bytebull.com/


এদের কাছ থেকে নিতে পারেন। মোটামুটি ভাল।

২| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: দামের দিকে খেয়াল না করে ভাল সার্ভিস এর দিকে খেয়াল করবেন। দাম ২০০-৪০০ টাকা কম-বেশি হবে বড় জোড়।

৩| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

লোকালহোস্ট বলেছেন: ডোমেইন ফুল কন্ট্রোল প্যানেলসহ মূল্য ৫০০ টাকা।

হোস্টিংঃ ৫০০এমবি ডিস্ক স্পেস, ১৫০০জিবি ব্যান্ডউইথ, আনলিমিটেড ইমেইল, আনলিমিটেড ডাটাবেস, ২৪/৭ সাপোর্টসহ মূল্য পরবে ৪০০ টাকা।

যোগাযোগ করুনঃ [email protected]

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

মাথামোটা বাবু বলেছেন: আপনার ইনবক্স চেক করুন প্লিজ।

৪| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

বাংলা কৃষক বলেছেন: আমি আপনাকে ভালো সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। আমার কাছ থেকে নিতে পারেন। এখন ৫০% টাকা দিবেন, আর ৬ মাস পর ৫০% টাকা দিবেন। সার্ভিস ভালো না হলে টাকা ফেরত দিবো। মূল্যও বেশি নিবো না। তুলুনা মূলুক কম আবার সার্ভিসও ভালো দিব।

যোগাযোগ্ঃ [email protected]

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

মাথামোটা বাবু বলেছেন: আপনার ইনবক্স চেক করুন প্লিজ।

৫| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

রাফি মাহমুদ বলেছেন: ডোমেইন কিনতে পারেন- গোড্যাডি অথবা নেমচিপ থেকে। আর মাত্র ৫০০মেগা হোস্টিং এর জন্য পয়সা খরচের কোন কারণ দেখিনা। ফ্রিহোস্টিয়ার চকলেট প্যাকেজ পাবেন ফ্রি ফ্রি :)

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০

মাথামোটা বাবু বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

সরোয়ার১৯৭৮ বলেছেন: http://doelhost.com/

আপনার যে প্যাকেজ প্রয়োজন, দেখুন পছন্দ করুন এবং অর্ডার দিন, আমরা আপনাকে মানসম্পন্ন প‌্যাকেজের নিশ্চয়তা দিচ্ছি।
০১৭১৫৭৪৩২২৬, ০১৭২৪৯৩৭২০১ যোগাযোগ করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.