| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াব্লগ
maya.com.bd বাংলাদেশের প্রথম ওয়েবসাইট, যা কিনা সম্পূর্ণভাবেই মেয়েদের জন্য নিবেদিত। মেয়েদের সার্বিকভাবে সহায়তার জন্য প্রথমত দুটি লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল maya.com.bd নামের এই ওয়েবসাইটটির। প্রথম লক্ষ্যটি ছিল মেয়েদের জন্য প্রযোজ্য এমন তথ্যভাণ্ডারের সাথে মেয়েদের পরিচয় করিয়ে দেওয়া বা তাদের জন্য অবাধ তথ্যের সুযোগ করে দেওয়া। আর দ্বিতীয় লক্ষ্যটি ছিল বাংলাদেশে এমন একটি ফোরাম তৈরি করা যেখানে মেয়েরা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারবে অন্যদের সাথে, বিশেষ করে তাদের কথা সবার সামনে তুলে ধরার লক্ষ্যে একটি প্লাটফর্ম তৈরি করা। যারাই আজ মায়া ব্লগ ভিজিট করছেন বা একবার হলেও ঢুঁ মারছেন আমাদের ওয়েব পেজটিতে, সবাইকে ধন্যবাদ। মেয়েদের স্বাস্থ্য-সংশ্লিষ্ট একটি অনন্য পেজ আমাদের এই maya.com.bd। মেয়েদের স্বাস্থ্যই শুধু নয়, শিশু স্বাস্থ্য, নারীর অধিকার এসবই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি, এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা আমরা পাবো। আর আমাদের এই ব্লগে মেয়েদের যেকোনো ইস্যুকে তুলে ধরার চেষ্টা করবো। সেইসঙ্গে চাইবো, যেন আমরা সবাই যেকোনো ইস্যুতে খোলা মন নিয়ে কথা বলতে পারি। কথায় আছে, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না- আমরা এ ধারা থেকে বেরিয়ে আসতে চাই। আসুন আমরা কথা বলি, সমাজের-পরিবারের অসঙ্গতিগুলো তুলে ধরি এই প্ল্যাটফর্মে- সবার সামনে। সাহসী হই। মনে রাখতে হবে- আমরা এক অনন্য মানুষ, আমাদের আত্মিক ক্ষমতা অসীম। নিজের ভেতরের সেই শক্তিকে আজ জাগিয়ে তোলার সময় এসেছে। সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে আমাদের সামনে। পিছনে ফেরার সময় যে আর নেই। আমাদের এই অনন্য যাত্রায় আপনিও শামিল হোন- জয় আমাদের হবেই।
...কৃষ্ণকলি আমি তারে বলি
কালো তারে বলে গায়েঁর অন্য লোক....
রবী ঠাকুর যতোভাবেই কালো মেয়েদের প্রমোট করার চেষ্টা করুন না কেন, মেয়ের কালো হরিণ চোখও ঢাকা পড়ে যায় গায়ের রঙয়ে। অন্যান্য গুণাবলীর কথা নাই-বা বললাম।
এমন কোন কালো মেয়েকে পাওয়া যাবে না, যিনি কোন না কোনভাবে হীনমন্যতায় ভূগেননি, বা নিজের পরিবার বা আশপাশের মানুষের কাছ থেকে কথা শোনেননি।
তাই বলছিলাম যে, আপনি যদি সত্যি সত্যিই কালো বা শ্যামলা বর্ণের হয়ে থাকেন, চলুন আমরা এ নিয়ে কথা বলি। কেন আমাদের সব গুণ, সব সৎ কর্ম ঢাকা পড়ে যাবে বাহ্যিক একটা কারণে?
২|
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০০
মায়াব্লগ বলেছেন: কিন্তু শুধুমাত্র প্রকৃতির ওপর নিয়ন্ত্রণের ভার ছেড়ে দিলেই কী সব দায় থেকে মুক্তি পাওয়া যায়? আর প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে যে পুরুষ সমাজ, তাদের পরিবর্তন কবে হবে? না ভাই, আমার কোন কষ্ট নেই। আমি জয় করতে সক্ষম হয়েছি এসবই।
৩|
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৫৫
সুখী পাগলা বলেছেন: শ্যামলা রঙ আমার প্রিয় রঙ , প্রেম করলে শ্যামলা মেয়ে
৪|
০৩ রা জুলাই, ২০১২ রাত ১২:৩০
মায়াব্লগ বলেছেন: গুড সুখী পাগলা..তবুও তো কেউ আছে। কিন্তু খটকা লাগছে যে ভাই। আপনি বললেন, প্রেম করলে শ্যামলা মেয়ে। কিন্তু বিয়ে? তখন যে দুধে-আলতায় চাইবেন গো ভাই..
৫|
০৩ রা জুলাই, ২০১২ সকাল ১০:৫৪
সুখী পাগলা বলেছেন: :-& :-& আপনে ত প্যাচ কুমারী :-& :-&
প্রেম ই করতে পারলাম না , আর বিয়া
তবে যার লগে প্রেম তার লগেই বিয়া
৬|
০৩ রা জুলাই, ২০১২ সকাল ১১:০৪
আবিরে রাঙ্গানো বলেছেন: আসলে কালো আর ধলো বিয়ের আগে সবাই এটি নিয়ে চিন্তা করে। কিন্তু আসল কথা হলো ভাল মেয়ে হলে কালো ধলো কোন পার্থক্য নেই। ধলো হলেও যদি গুন/চরিত্র ভাল না হয় তবে তার চেয়ে কালো অনেক গুন বেশি ভাল। তবে এগুলো তারাই বোঝে যারা বিয়ে করে ৫-১০ বছর সংসার করেছে। সুতরাং কালো বলে কাউকে হেলা করিও না ছোট্র ভাইয়েরা। ভাল মেয়ে খুজে বিয়া কর।
তোমার ধলা ত্বক দিয়ে কি হবে যদি ভালবাসা একটু কম পাও? ভালবাসা যত বেশি পাবে ততই তো লাভ নাকি? ধলো দিয়ে কি করবে? ভালবাসা খুজো।
৭|
০৩ রা জুলাই, ২০১২ সকাল ১১:৫৪
মায়াব্লগ বলেছেন: হা হা হা.....ভাল বুলেছেন গো ভাইয়েরা আমার..।
কালো আর ধলো বাহিরে কেবল
অন্তরে তার সমান রাঙা (বরং বেশিই রাঙা ধলোদের চাইতে)
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
নীলঞ্জন বলেছেন: কিছু কিছু কষ্ট থাকে যা নিয়ে কষ্ট পাওয়া যায়, বিদ্রোহ করা জায় না। কার উপরে বিদ্রোহের শাণিত বাণ হাঁকাবেন; প্রত্যেকের তো নিজের ভালোলাগা মন্দলাগা আছে, তাই না?
আপনি কোন কারণে কষ্ট পেয়েছেন, বুঝে খারাপ লাগছে।
কিন্তু কি আর করা; প্রকৃতির নিয়ন্ত্রণে মানুষ বড় অসহায়।