![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি : মানুষটা বোকা..ভাল লাগে : নীরব কান্না ..প্রিয় ছিকনামা : ভাত দে .. দহনপ্রিয় বই : নহন্যতে... (মৈত্রেয়ী দেবী)প্রিয় মানুষ : ঐ তাবলিগ ওয়ালাপ্রিয় কবিতার লাইন : ধরনী বিলাসকুঞ্জ নহে নহে কারো .. অভাব বিরহ আছে . আছে ...খারাপ লাগে : লাজনীতি.. প্রিয় গান : তুমি কি সেই আগের মত আছ..প্রিয় প্রাণী : মিঁউ.. (আছে দুইটা)ঘৃণা করি : সেই সব মিথ্যাবাদী..প্রিয় খাবার : শিমের ডাল, লইট্টার শুটকী ..স্বরনীয় : নাই .. ফুক্কু.. : সতের বছর ব্রেক অব ষ্টাডি অত:পর সেকন্ড ক্লাস...
ভয়াবহ দুর্ঘটনার খবরে যখন চোখ ভিজে আসে জলে। টিভির পর্দায় যখন দেখা যায় শুধুই লাশ আর লাশ। জাতীয় শোক ঘোষনায় যখন সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়-তখনি দেখা যায় দেশীয় অন্যান্য চ্যানেলগুলিতে চলছে অশ্লীল ড্যান্স এর ছায়াছবির গান। আবার কিছুক্ষন আগে বাজারে দেখলাম সিনেমার প্রচারনায় ব্যবহৃত হচ্ছে অস্বভাবিক ভাষা প্রয়োগে মাইকিং করে প্রচারনা। আবার এক্ষুনি ফোন করেছিলাম একজনের কাছে-ফোনের অপর প্রান্ত হতে ভেসে আসছিল - লাকী বাম্পার...লাকী বাম্পার.. লাকী বাম্পার.. বলে মাইকিং এর শব্দ। অর্থাৎ চলছে যাত্রা আর হাউজির প্রচারনা । কি আর বলব পাগল হয়ে যাব কিনা বুঝিনা।
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
মৃদুল মিয়া বলেছেন: জাতীয় শোক নয়, জাতীয় প্রহসন। আহত, নিহতদের কোন সেবা নয়, সাহায্য নয় স্রেফ মামুলি এক মিনিটের নিরবতা, অথবা এক দিনের শোক দিবস। কি হয় এসবে সাধারণ খেটে খাওয়া মানুষের। আজ যে সন্তান তার পিতা বা মাতাকে হারাল তাকে কি দেখার কেউ থাকবে। কেউ কি তার সাহায্যে এগিয়ে যাবে? যাবে না।
এইসব প্রহসন বন্ধ করা উচিৎ। আর কত লাশ দরকার নেতা-নেতৃদের।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: রানা প্লাজা'র সামনে থেকে :
Click This Link