![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি : মানুষটা বোকা..ভাল লাগে : নীরব কান্না ..প্রিয় ছিকনামা : ভাত দে .. দহনপ্রিয় বই : নহন্যতে... (মৈত্রেয়ী দেবী)প্রিয় মানুষ : ঐ তাবলিগ ওয়ালাপ্রিয় কবিতার লাইন : ধরনী বিলাসকুঞ্জ নহে নহে কারো .. অভাব বিরহ আছে . আছে ...খারাপ লাগে : লাজনীতি.. প্রিয় গান : তুমি কি সেই আগের মত আছ..প্রিয় প্রাণী : মিঁউ.. (আছে দুইটা)ঘৃণা করি : সেই সব মিথ্যাবাদী..প্রিয় খাবার : শিমের ডাল, লইট্টার শুটকী ..স্বরনীয় : নাই .. ফুক্কু.. : সতের বছর ব্রেক অব ষ্টাডি অত:পর সেকন্ড ক্লাস...
আমার এলাকায় সবার আগে গ্রামীণফোন টাউয়ার স্থাপন করে সেই ধারাবাহিকতায়্ ৩জি নেটওয়ার্ক টাও গ্রামীণই সবার আগে দেয়। মুটামুটি ভালই চলছিল। কিন্তু গত প্রায় এত/দেড় মাস হলো আর নেটওয়ার্ক পাচ্ছিনা। অতএব কি আর করা.। অন্য সার্ভিস নিলাম অর্থাৎ বাংলালিংক।
কিন্তু সিম যেহেতু কিনেছি সেটা তো আমার সম্পত্তি. অতএব মাঝে মাঝে মডেমে লাগাই টেষ্ট করি। গত ১৮/১২/২০১৬ তারিখে আমার সেই সিমটা মডেমে লাগানোর সাথে সাথে এলো ম্যাসেজ..
Name:
Number: GP offer
Content:
3GB Internet akhon matro 159tk(meyad 7 din). Offer-ti nite dial korun *121*3060#. Bistarito jante http://www.grameenphone.com
Time: 12/18/2016 4:30:57 PM
রাত ১০:৪৭ এ চালু করলাম সেই ৩ জি প্যাকেজ.। কিন্তু না নেটওয়ার্ক থাকেই না বরং আমার ই-মেইল একাউন্ট চেক করতে পারছিনা। অগত্যােআমার ফোনে লাগানো সিমসটা দিয়ে ফোন দিলাম। ওরা বলে ”আমি খুবই দু:খিত স্যার --আপনার যেই সিমটা দিয়ে প্যাকেজ ক্রয় করেছেন সেটা দিয়ে কল করুন”
-- কি আর করব আবার 10 টাকা লোড করে ফোন দিলাম এবার ওরা বলে আপনার এলাকায় নেটওয়ার্ক উন্নয়নের কাজ চলছে।
“
আমার কথা হলো নেটওয়ার্ক উন্নয়নের কাজতো গত 6 ছয মাসেও শেষ হলোনা যার জন্য আমার 4 কিবি 5 জিবি প্যাকেজ নষ্ট হলো । এবার আমার আজকে এক্টিভেট করা এ্ই প্যাকেজটার (3 জি্বি) ভ্যালিডিটি বাড়িয়ে দিন।
ওরা বলে আমি খুবই দু:খিত স্যার সব সময় এরকম হয়না ...... আরো অনেক কথা..
-- আমার কথা হলো -- ঠিক আছে সব সময় এই রকম হয়না. কিন্তু গত তিনদিন অনেকবার চেষ্টা করলাম কোন উৃন্নতি নাই বাধ্য হয়ে আবারো বাংলালিঙন্ক চালু করলাম। কিন্তু আমার সেই ১৫৯+১০ টাকা জালা তো আর মিটে নাহ্ । আগেও আমার এমন অনেক প্যাকেজ নষ্ট হয়েছে। অতএব আবার একটু কথা বলে দেখি এবার ওরা কি বলে? অবশেষে বিরক্ত হয়ে গত রাত ৩:00 টার (কাছাকাছি) সময় আবারো২০/= িটাকা লোড করে ফোন দিলাম.। সবাইকে অনুরোধ করছি অন্তত দেশ ও জাতির স্বার্থে কাষ্টমার ম্যানেজারের সাথে বিতর্কের এই এই কথা গুলো শুনলে অনেক গুরুত্বপুনৃ পয়েন্ট জানতে পারবেন।
আমার সাথে বিতর্কের এক পর্যায়ে বললাম এটাতো আপনারা একধরনের প্রতারনা করছেন। কাষ্টমার ম্যানেজার স্বীকার করতে বাধ্য হয়েছে আমার কথাগুলো খুবই যৌক্তিক। কিন্তু তারে নাকি করার কিছুই নাই।
-- জালিম শালারা তোরা বলবি 3জি... মেয়াদ বিক্রি করবি... অথচ নেটওয়ার্ক দিবি না।
-- আমি চাচ্ছি একটা আন্দোলন। মোবাইল কোম্পানী গুলোর এই সব সুক্ষ প্রতারনার বিরোদ্ধে দেশএবং জাতি সচেতন হোক এবং একটা শক্তিশালী জনমত গড়ে উঠুক।
-- অথবা একটা মামলা করে দিব. মেয়াদ বিক্রি নামক এইসব প্রতারনার বিরোদ্ধে।
-- অথবা জনস্বার্থে যদি কেহ মামলা করে তাহলে পুর্ন সমর্তন থাকবে। ..। সবার মন্তব্য আশা করছি।
২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮
মুসাফির... বলেছেন: মন্তব্যের জন্য ধ্ন্যবাদ জানাই.। আমার মুল বক্তব্য হল: ডাটা বিক্রি করে সার্ভিস দিতে পারবে না। তার দায় গ্রাহকের উপর চাপাবে কেন?
বরং ডাটা প্যাকেজ বিক্রি করব্ েমেয়াদ বিহীন ভাবে Ñ না হয় এটা প্রতারনা তো অবশ্যই ।
কাষ্টমার ম্যানেজারের সাথে আমার ঝগড়াটা শুনেছেন তো ?
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার মডেমে একটা এয়ারটেল সিম ছিল। গত মাসে ব্যালান্স থাকার পরেও নেটওয়ার্ক না পাওয়ায় গ্রামীণের সিম ব্যবহার করতে থাকি। এই মাসের ১৬/১৭ তারিখের দিকে এয়ারটেলের সিমটি ব্যবহার করতে গিয়ে আবার একই অবস্থা। সার্ভিস সেন্টারে জিজ্ঞেস করে জানতে পারলাম যে রবি ও এয়ারটেল একীভূতকরণের কাজের জন্য এরকম হচ্ছে। কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। ঠিক এখনো হয়নি। এদিকে অনেক মেগাবাইট থাকা সত্ত্বেও ডাটার মেয়াদ শেষ।
কী আর বলবো?