![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মর্তলোকের এক মানব আমি,চাই জানিতে নতুন কিছু।তাই জ্ঞানিজনের পেলে খোঁজ,ছুটি আমি তাদের পিছু।
(ঈদ প্রথম পর্ব)
.
ঈদ,ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি,ঈদ মানে হাসি,ঈদ মানে ছোটনের নতুন পোশাকের আবদার
ঈদ মানে বাহারি খাবারের আয়োজন,ঈদ মানে নব সাজে সাজা তাইনা?
আসলে কি এই বাক্যগুলো সবার জন্য প্রয়োগ করা যায়?
সত্যি কি ঈদ সবার জন্য আনন্দ বইয়ে আনে?
সবার মুখে হাসি ফুটায়?
জানি বন্ধু!তুমি এর ইতিবাচক কোন উত্তর দিতে পারবেনা এর কোন জবাব তোমার কাছে নেই
কারণ ঈদ যেমন কারো কারো জীবনে আনন্দ,হাসি আর খুশির বার্তা নিয়ে আসে,দুঃখ কষ্ট মুছে দিয়ে নব জীবন দান করে।
ঠিক তেমনি কিছু মানুষের জন্য ঈদ বেদনা,কষ্ট বিষাদের ছায়া হয়ে আসে,ঈদের আগমনে তাদের
শুকন দুঃখ গুলো শাখা প্রশাখা মেলতে শুরু করে।
.
ঈদের দিন যখন টাকা ওয়ালারা
তাদের সন্তানরা বাহারি পোশাকে খুশির আমেজ নিয়ে গরিবের বস্তি বা বাড়ির সামনে দিয়ে হেটে যায় তখন ঐ অসহায় গরিব মানুষগুলোর মাঝে কিযে এক দুঃখ ,বেদন তরঙ্গ সৃষ্টি হয় তা কি একটি বারের জন্য ভেবে দেখেছেন
কোন বিত্তবান।
গরিব বাবার কষ্টটা তখন আরো দ্বিগুন হয়ে উঠে যখন তার সন্তানটি রাস্তা থেকে ছুটে যেয়ে বাবার কাছে আবদার করে যে,বাবা দেখ ওরা কি সুন্দর সুন্দর জামা গায়ে দিয়েছে আমার জামা কিনে দিবেনা তখন অসহায় বাবা দু চোখের পানি ছেড়ে...
©somewhere in net ltd.