নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

আঙ্গুর ফল টক

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৪

পরীক্ষা তো এলোই বলে প্রিপারেশন নিলাম কিসে !
ভালোই হবে পরীক্ষা তাও , প্রশ্ন ফাঁসের বিষে ।
খামাখা করে পড়ালেখা , হবে কি তাতে কিছু
এক্সামের আগে চোখ বুলাব , ধরব ফার্স্ট বয়ের পিছু
এক্সাম তো ভালোই হবে , চাকরি ঠেকাবে কে এবার
কুপিয়ে আসবো এক্সাম হলে , নাম্বার হবে খাবার !
পরীক্ষার আগে সপ্তাহ খানেক বই পড়ে দিয়ে ধুম
এক সপ্তাহ কাজে লাগলাম , কাটলো রাত নির্ঘুম
এক্সাম হলে যেয়ে দেখি প্রশ্ন অর্ধেক আনকমন
নির্ঘাত সব ভুলে গেছি নয়ত , কিভাবে হলো এমন
দিলাম পরীক্ষা কোনরকমে তাও আশাবাদী শতভাগ
একসপ্তাহ তো পড়েছি বটে , আমার ঠেকায় কোন বাপ !
রেজাল্ট যখন বের হলো , পড়লাম যেন আকাশ ফেটে
কোনমতে পাস করেছি , তবুও পাশতো করেছি বটে
সামনে ভাইবা , নো চিন্তা করবো বাজিমাৎ
সিজিপিএ দিয়ে সবগুলোকে করবো কুপোকাত !
ভাইবা দিলাম কোনরকমে , দেখা যাক কি হয়
চাকরিটা আমি পাবোই নিশ্চিত , দুর্নীতি যদি না পায় প্রশ্রয়
চূড়ান্ত ফলাফলে নাই আমার নাম , গেলো সবই বৃথা
চাকরিটা আমার হয়েই যেতো যদি না থাকতো কোটা প্রথা !
মামা চাচার জোরে আজ হলো বাকিদের চাকরি , বোঝাল আমার সেন্স
আমার শালার বালের কপাল , নাই কোন রেফারেন্স
দুর্নীতি শালার দেশটাকে খেলো , উন্নতি হবে কিসে
পড়ে সব উদ্ধার করলাম , হারলাম তবু শেষে !!!
ধুর ছাই হুদাই আমি কেন করছি এতো বক বক
এই চাকরি শালার কেউ করে নাকি , আঙ্গুর ফল খুব টক

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: খেতে না পারলে সব ফলই টক হয়!!

আর ভালো না করলে পরীক্ষার ফলেও দুর্নীতির গন্ধ পাওয়াটা অস্বাভাবিক নয়!!!:)

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৬

রসায়ন বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.