নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চট্টগ্রামে অবস্থিত দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমান বন্দর হলো শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর(সাংকেতিক কোড VGEG/CGP) । কিন্তু এই বিমান বন্দরটির নাম এমন ছিল না ।
১৯৯৮ সালে আওয়ামীলীগ সরকার এই বিমান বন্দরটিকে আধুনিকায়ন শুরু করে । নতুন টার্মিনাল নির্মাণ , থ্রিডি রাডার সংযোজন , উন্নত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলিং সিস্টেম(এটিসি) , প্রশস্ত ট্যাক্সিওয়ে(বিমানের রানওয়ে থেকে প্যাসেঞ্জার লাউঞ্জের গেটে আসার রাস্তা) , বৃহৎ টারম্যাক(যে স্থানে বিমান থামানো অবস্থায় তাতে যাত্রীরা উঠে) এসব উন্নয়ন কাজ করে আওয়ামীলীগ সরকার । জাপানি প্রতিষ্ঠান ও জাপানি টেকনোলজি দিয়ে করা হয় এসব কাজ । ২০০০ সালে এসে এই প্রজেক্ট শেষ হয় ।***
***(ইভেন ২০১৮ তেও জাপানের সাথে এই আওয়ামীলীগ সরকার আরেকটি প্রজেক্ট সাইন করে এই বিমান বন্দরটির ক্ষমতা, পরিসর ও আধুনিকায়নের জন্য ।)
চট্টগ্রামের এই বিমান বন্দরটির নাম ছিল এমএ মান্নান আন্তর্জাতিক বিমানবন্দর । এই এমএ মান্নান ছিল একজন আওয়ামীলীগ নেতা ।
কিন্তু বিএনপি জামাত ২০০১ সালে ক্ষমতায় এসে এই বিমান বন্দরের নাম বদল করে । নতুন নাম দেয় হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর । তারা একজন আউলিয়ার নামে এই নতুন নামটা দেয় যাতে পাবলিক বা আওয়ামীলীগ আপত্তি করলে বলতে পারে এরা নাস্তিক , ইসলাম বিরোধী !!! অবশ্য ধর্ম ব্যাবসা এদের জন্য নতুন কিছুই না ।
এরপরে ২০০৮ এ জিতে এসে এই বিএনপির শেখানো ফর্মুলাই প্রয়োগ করে আওয়ামীলীগ । ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম বদলে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নাম করে দেয়
টিট ফর ট্যাট ।
বোমাবাজি, জঙ্গিবাদি , চাঁদাবাজি করা ছাড়া যারা কোন কাজ করতে পারে না সেই জামাত বিএনপি জোটের অন্য সরকারের প্রজেক্টের নাম বদলে উন্নয়নের ক্রেডিট নেয়া ছাড়া আর কিইবা করার আছে ।
গুগলে যে কেউ পোস্টের কথাগুলো যাচাই করে দেখতে পারেন
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: তুচ্ছ বিষয় গুলোকে বড় করে দেখার কিছু নাই।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর পোষ্ট,
সুতরাং, আসুন - আমরা সবাই হেলমেট পড়ে ভোট দিতে যাই!
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
হাবিব বলেছেন: ভালো বলেছেন..............
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
শরীফ আতরাফ বলেছেন: দলান্ধ যে কাকে বলে তা আপনার পোস্টগুলো দেখলেই বোঝা যায়।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
অগ্নি সারথি বলেছেন: আল্টিমেট একজন অন্যজনের দেখানো পথ ধরেই চলছে!
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: এই দল যা করে ওই দলও তাই করে।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
যোখার সারনায়েভ বলেছেন: পড়লাম ।