![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে, স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে। (কাজী নজরুল ইসলাম)
ছোট্ট ইকরা ঘুম থেকে উঠেই মায়ের সাথে ঝগড়া শুরু করে দিল।একে তো বয়স ছয় তার ওপর মেয়েছেলে।সে আজ সকালের ব্রেকফাস্টে পরোটা-সবজি খাবে না,পাউরুটি-জেলি খাবে।চেঁচানো সহ্য করতে না পেরে মা পিঠে কষিয়ে একটা থাপ্পড় মারলেন।ইকরা মা'কে তেড়ে গিয়ে বলল,
"তুই আমাকে মারলি, শয়তান মা কোথাকার!আবার মেরে দেখ কী করি তোকে।"
মা এবার কষিয়ে ডানগালে একটা থাপ্পড় দিলেন।
"তুই আমাকে গালে থাপ্পড় দিলি,ডাইনি মা কোথাকার! আরেকবার গায়ে হাত দিয়ে দেখ তোকে কী করি।"
এবার মা বামগালে জোরে থাপ্পড় দিলেন।ইকরা ডুকরে কেঁদে কেঁদে দু'হাত ঊর্ধ্বদিকে প্রসারিত করে বলল, "আল্লা গো,এই রাক্ষসে মায়ের হাত থেকে আমাকে বাঁচাও।"-এই বলে নবাবজাদি সুরসুর করে টেবিলে গিয়ে পরোটা-সবজি খেতে লাগল।
২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৯
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: পাশের ঘরের।
২| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫০
চাঁদগাজী বলেছেন:
বেচারী ইকরা!
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৪
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: হা হা হা।
৩| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: কোরআন শরীফের প্রথম শব্দ ইকরা।
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৪
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: জি।ইকরা শব্দের অর্থ 'পড়'।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সত্য ঘটনা?