নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেই নেই নেই

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম

আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে, স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে। (কাজী নজরুল ইসলাম)

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম › বিস্তারিত পোস্টঃ

ছাত্র-শিক্ষিকা বা ছাত্রী-শিক্ষকের প্রেম কিংবা অসম প্রেমের গল্প,ছোটগল্প,উপন্যাস বইয়ের তালিকা

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

১। নীলঘূর্ণি- সুচিত্রা ভট্টাচার্য
২। পাতা ঝরার মরশুমে- স্মরণজিৎ চক্রবর্তী
৩। অষ্টাদশী- নিমাই ভট্টাচার্য
৪। তরঙ্গ মিলায়ে যায়- অভিনন্দন সরকার
৫। হাসি-কান্না (ছোটগল্প)- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৬। লজ্জা (ছোটগল্প)- নারায়ন গঙ্গোপাধ্যায়
৭। চিকিন্দিপুর- প্রফুল্ল রায়
৮। তিথিডোর- বুদ্ধদেব বসু
৯। The Piano Teacher- Elfriede Jelinek
১০। আয়াতাক্ষীর চোখে- সমীরণ গুহ
১১। ধন্যবাদ মাস্টারমশাই- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১২।ললিতা- ভ্লাদিমির নভোকপ
১৩। পাপবিদ্ধ- কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
১৪। সূর্যসাক্ষী- পান্না কায়সার
১৫। Disgrace- J.M coetzee
১৬। অবরোহী- বুদ্ধদেব গুহ
১৭। নবনী- হুমায়ুন আহমেদ
১৮। অমর প্রেম- কাসেম বিন আবু বাকার
১৯। নি- হুমায়ুন আহমেদ
২০। রাত্রির তপস্যা- গজেন্দ্রকুমার মিত্র
২১। মাষ্টার মশাই আপনি- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
২২। অকাল বসন্ত- প্রচেত গুপ্ত
২৩। নীলঙ্গুরীয়- বিভূতিভূষণ মুখোপাধ্যায়
২৪। হলুদ বসন্ত- বুদ্ধদেব গুহ
২৫। একুশ বছর বয়সে- নীল লোহিত
২৬। Nine Chambered heart (first chapter)- Janice Pariot
২৭। একটু উষ্ণতার জন্য- বুদ্ধদেব গুহ
২৮। শেষের কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর
২৯। সাত পাকে বাঁধা- আশুতোষ মুখোপাধ্যায়
৩০। পায়েল একটি অসমাসপ্ত কাহিনী- আশীষ জোয়ারদার (bengali pratilipi dot com)
৩১। ভালোবাসার সীমা নেই- (অজানা)
৩২। চানক্যের মেয়ে ও কেষ্টপুরের ছেলে- (অজানা)

বইয়ের তালিকা সংগ্রহ: মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:




আপনি শিক্ষকতায় আছেন?

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: নাই দেখেই দিলাম।নাহলে দিতাম না।

২| ২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


শিক্ষকতায় চলে যান; না'হয় টিউশানী শুরু করেন!

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: ওসব আমার দ্বারা হবে না ।আমি চড়-থাপ্পড় দেয়ার লোক।

৩| ২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

ট্র্যাকার বলেছেন: এর মধ্যে ছাত্র-শিক্ষিকার প্রেম কোনটাতে আছে?

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৭

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: সব পড়িনি।তবে নীলঘূর্ণি দিয়ে শুরু করুন

৪| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: যাক কিছু বইয়ের নাম জানা গেলো।

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২১

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২৬ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: নতুন কিছু বইয়ের নাম জানা গেল, কাসেম বিন আবু বকরের বই ও আছে দেখছি। :P হালাল উপায়ে বিসমিল্লাহ বলে প্রেম শুরু হবে :P

২৬ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: হা হা হা।

৬| ২৬ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠাকুর্দা'র "শেষের কবিতা" ছাড়া আর কোনোটাই পড়া হয় নি।

২৬ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: বাকিগুলো পড়ে ফেলুন।তবে বইয়ের যা দাম আমি এগুতে পারছি না।

৭| ২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনলাইন ভার্সণ বা পিডিএফ পেলে ভালো হতো।

১৪ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১১

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: দুষ্কর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.